Allah responds to every prayer – আল্লাহ প্রত্যেক দোয়ায় সাড়া দেন

Allah responds to every prayer - আল্লাহ প্রত্যেক দোয়ায় সাড়া দেন

Allah responds to every prayer – আল্লাহ প্রত্যেক দোয়ায় সাড়া দেন।

 

আল্লাহ মানুষের আকুল ডাক শুনতে চান। নিখাদ ডাক।

ধরুন, আপনি সুদী ব্যাংকে চাকরি করেন। মাস গেলে বেতন নিশ্চিত। আপনি অনেক দিন ধরেই বোঝেন সুদ হারাম, সুদের হিসাবকারী আল্লাহর লানতপ্রাপ্ত – তাও আপনি চাকরিটা ছাড়তে পারছেন না।

আপনি একোনমিক্স বোঝেন। আপনি জানেন সুদের প্রভাবে গরীব মানুষ গরীব হতে থাকে। আজ থেকে ২৫ বছর আগে রাস্তায় এত উদ্বাস্তু দেখা যেত না। এত লোক ফুটপাথে পলিথিনের ঘর বানিয়ে থাকত না।
সুদের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব এই বৈষম্যের জন্য দায়ী। এই গরিবীর জন্য দায়ী।
আপনি রাতে ঘুমাতে পারছেন না। আপনার মেজাজ খিটমিট হয়ে থাকে। অসহ্য লাগে সবকিছু।
আপনি হয়ত নামাযে নিয়মিত বলছেন, আল্লাহ সুদী প্রতিষ্ঠান থেকে বের হওয়ার তাওফিক দেন।
কিন্তু কাজ হচ্ছে না।
আপনার চিন্তা – মাস গেলে বাড়ি ভাড়া দেব কীভাবে?
আপনি একটা কাজ করুন, চাকরিটা ছেড়ে দেন।
যে আল্লাহ বিল গেটসকে ট্রিলিয়ন ডলার দিতে পারেন তাকে ডেকে আকুল গলায় বলেন, আল্লাহ বাড়িওয়ালার কাছে বেইজ্জত কইরেন না। না খেয়ে না হয় থাকলাম, কিন্তু ছেলের শিক্ষকের বেতনটা যেন দিতে পারি।
আপনি একটা চাপে থাকবেন – প্রচন্ড চাপ। এই চাপে হয় আপনি চাকরি খুঁজে নেবেন নয়ত নতুন কাজ শিখে ফেলবেন। নয়ত দেখা যাবে আপনি অনেক বছর ধরে ব্যবসা করতে চেয়েছিলেন – সেটা শুরু হয়ে গেছে।
বান্দা এক এগিয়ে এলে আল্লাহ দুই পা এগিয়ে যাবেন – এটা আল্লাহর ওয়াদা।
আপনি প্রথম পা-টা ফেলে দেখেন। আকুল কন্ঠে ডেকে দেখেন। সেই আকুলতা যা শোনার জন্য আল্লাহ অপেক্ষা করছেন।
কে তাকে ডাকে? তিনি তাকে দেবেন। তিনি দেবেন বলেই তিনি মালিক। তিনিই দেয়ার ক্ষমতা রাখেন। একমাত্র তিনিই দেন।
তিনি আল্লাহ! সারা পৃথিবী, আকাশ আর মাটির সব পশু-পাখীকে তিনিই প্রতিপালন করেন।
আল্লাহর কসম, যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তাকে ফেলে দেন না। না খাইয়ে রাখেন না। অসম্মান করেন না।

আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন।

 

আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে বিস্তারিত জানতে  লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।

আইডিসি  মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আপনি আইডিসি  মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.

আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে  দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।

কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।

ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।

ইসলামী দাওয়াহ সেন্টারকে সচল রাখতে সাহায্য করুন!

 

ইসলামী দাওয়াহ সেন্টার ১টি অলাভজনক দাওয়াহ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ইসলামিক ব্লগটি বর্তমানে ২০,০০০+ মানুষ প্রতিমাসে পড়ে, দিন দিন আরো অনেক বেশি বেড়ে যাবে, ইংশাআল্লাহ।

বর্তমানে মাদরাসা এবং ব্লগ প্রজেক্টের বিভিন্ন খাতে (ওয়েবসাইট হোস্টিং, CDN,কনটেন্ট রাইটিং, প্রুফ রিডিং, ব্লগ পোস্টিং, ডিজাইন এবং মার্কেটিং) মাসে গড়ে ৫০,০০০+ টাকা খরচ হয়, যা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেকারনে, এই বিশাল ধর্মীয় কাজকে সামনে এগিয়ে নিতে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, এমন কিছু ভাই ও বোন ( ৩১৩ জন ) দরকার, যারা আইডিসিকে নির্দিষ্ট অংকের সাহায্য করবেন, তাহলে এই পথ চলা অনেক সহজ হয়ে যাবে, ইংশাআল্লাহ। যারা এককালিন, মাসিক অথবা বাৎসরিক সাহায্য করবেন, তারা আইডিসির মুল টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইংশাআল্লাহ।

আইডিসির ঠিকানাঃ খঃ ৬৫/৫, শাহজাদপুর, গুলশান, ঢাকা -১২১২, মোবাইলঃ +88 01609 820 094, +88 01716 988 953 (নগদ/বিকাশ পার্সোনাল) ইমেলঃ info@islamidawahcenter.com, info@idcmadrasah.com, ওয়েব: www.islamidawahcenter.com, www.idcmadrasah.com সার্বিক তত্ত্বাবধানেঃ হাঃ মুফতি মাহবুব ওসমানী ( এম. এ. ইন ইংলিশ )

Related posts

Durude Taj দুরুদে তাজ ও দুরুদে তাজের ফযিলত

by IDCAdmin
6 years ago

23 Places Areas and Times of Acceptance of Dua – দু’আ কবুল হওয়ার ২৩টি স্থান, ক্ষেত্র ও সময়:

by IDCAdmin
3 years ago

Doa বিপদ থেকে বাঁচতে ১০ কার্যকরী দোয়া

by IDCAdmin
4 years ago
Exit mobile version