বাহাই ধর্ম: ইসলামবিরোধী একটি বিভ্রান্তিকর কাফের সম্প্রদায়

Bahai Faith - Bahai Religion

Bahai Religion – বাহাই ধর্ম: ইসলামবিরোধী একটি বিভ্রান্তিকর কাফের সম্প্রদায়

✍ ইসলামি দাওয়াহ সেন্টার ডেস্ক | https://islamidawahcenter.com

বর্তমানে বিশ্বে এমন কিছু ভ্রান্ত মতাদর্শ ও ধর্মীয় গোষ্ঠী রয়েছে, যারা বাহ্যিকভাবে মুসলিম সেজে মুসলমানদের ভিতরেই ইসলামবিরোধী ষড়যন্ত্র ছড়িয়ে দিচ্ছে। তেমনি একটি ধর্মত্যাগী সম্প্রদায় হলো “বাহাই ধর্ম”। যাদের মূল উদ্দেশ্য ইসলাম ধর্মের মূলনীতি ও আক্বীদা ধ্বংস করা। যদিও এরা ইসলামের বেশ ধরে ঘুরে বেড়ায়, বাস্তবতা হলো— এরা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু।

🕋 বাহাই ধর্মের উৎপত্তি ও ইতিহাস:

১৮৪৪ খ্রিস্টাব্দে (১২৬০ হিজরি) ইরানে শী‘আদের মধ্য থেকে বাহাই ধর্মের জন্ম হয়। প্রতিষ্ঠাতা ছিল আলী মুহাম্মাদ রেযা শীরাযী, যিনি নিজেকে প্রথমে ‘বাবুল মাহদী’, পরে ‘ইমাম মাহদী’, এরপর ‘নবী’, এবং সর্বশেষে ‘সকল নবীর শ্রেষ্ঠ’ বলে দাবী করে। তার অনুসারীদের বলা হতো বাবি

তার মৃত্যুর পর নেতৃত্ব গ্রহণ করে মিরযা হুসাইন আলী, যার উপাধি ছিল বাহাউল্লাহ (বাহাউদ্দীন)। এরপর তার অনুসারীরা পরিচিত হয় বাহাই নামে। বাহাউল্লাহ ১৮৯২ সালে মৃত্যুবরণ করে।

📚 বাহাইদের কিতাব ও ইসলামবিরোধী দাবি:

⚠️ বাহাই ধর্মের ভ্রান্ত আক্বীদা:

১. আলবাবই সর্বশক্তিমান স্রষ্টা, তার দেহ সকল সৃষ্টির মাঝে মিশে গেছে।
২. পুনর্জন্ম বিশ্বাস করে— ভালো আত্মা সম্মানীয় কিছুতে, আর খারাপ আত্মা শুকর-কুকুরে পরিণত হয়।
৩. ১৯ সংখ্যাকে পবিত্র মনে করে। তাদের বছর ১৯ মাসে বিভক্ত, এবং মাস ১৯ দিনে।
৪. ফেরেশতা ও জিনের অস্তিত্ব অস্বীকার করে।
৫. জান্নাত-জাহান্নামের অস্তিত্ব অস্বীকার করে।
৬. কিয়ামত বলতে বোঝায় বাহাউল্লাহর প্রকাশ এবং মুহাম্মাদী শরী‘আতের ইতি।
৭. ইসরায়েলের উকা শহরে অবস্থিত ‘বাহা’র কবর তাদের ক্বিবলা।
৮. নারীদের পর্দা হারাম এবং মুতআ বিবাহ হালাল বলে মনে করে।
৯. ছালাত তিন ওয়াক্তে নয় রাক‘আত এবং জামা‘আতে নামাজ হারাম
১০. ছিয়াম ২ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত, মোট ১৯ দিন।
১১. হজ্জ হচ্ছে বাহাউল্লাহর কবরে যাওয়া।

🌍 বাহাই সম্প্রদায়ের বিস্তার ও ষড়যন্ত্র:

ইরান, ইরাক, সিরিয়া, ফিলিস্তীন, লেবানন, ভারত, পাকিস্তান সহ ইউরোপ-আমেরিকার বহু দেশে এদের অস্তিত্ব রয়েছে। শিকাগোতে এদের সর্ববৃহৎ উপাসনালয় এবং ইসরায়েলের উকা শহরে এদের প্রধান কেন্দ্র। বর্তমানে প্রায় ৬০ লক্ষ বাহাই অনুসারী রয়েছে।

সম্প্রতি ভারতের ওয়াকফ বিল পাস হওয়ায় তারা ভারতের প্রধানমন্ত্রী মোদিকে অভিনন্দন জানিয়েছে, যা তাদের ইসলামের বিরুদ্ধে অবস্থানের প্রমাণ।

🕌 ইসলাম কি বলে এমন ভ্রান্ত ধর্ম ও কুফরী মতাদর্শ সম্পর্কে?

আল্লাহ তায়ালা বলেন:

“আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দ্বীন গ্রহণ করে, তা কখনোই তার নিকট গ্রহণ করা হবে না। এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।”
(সূরা আলে ইমরান: ৮৫)

রাসূল (ﷺ) বলেন:

“আমার পর এমন বহু মিথ্যাবাদী আসবে, যারা নিজেদের নবী বলে দাবী করবে। অথচ আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী নেই।”
(সহীহ মুসলিম: ২৯২৩)

আরও বলেন:

“আবশ্যই আমার উম্মতের মধ্যে ৭৩টি দল হবে। তার মধ্যে একটি দল ব্যতীত সকল দল জাহান্নামে যাবে।”
(তিরমিযি: ২৬৪১)

📢 মুসলমানদের করণীয়:


🔗 তথ্যসূত্র:

 

সঠিক মার্কেটিং এর মাধ্যমে আপনার বিজনেসের সফলতা নিশ্চিত করুন! 

মাহবুবওসমানী.কম দিচ্ছে আনলিমিটেড ফেসবুক অ্যাড ক্রেডিট, গ্যারান্টেড SEO র‍্যাঙ্কিং, এবং প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্ট – সবকিছু একসাথে, ইংশাআল্লাহ্‌!

১৪+ বছরের অভিজ্ঞতা – গ্যারান্টেড SEO র‍্যাঙ্কিং
৮০০+ সন্তুষ্ট ক্লায়েন্ট – আনলিমিটেড ফেসবুক অ্যাড ক্রেডিট
প্রমাণিত ফলাফল, সর্বোচ্চ ROI – প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্ট

📩 আজই যোগাযোগ (  wa.me/+966549485900 or  wa.me/+8801716988953 ) করুন এবং আপনার ব্যবসার সম্ভাবনাকে বাস্তবে রূপ দিন!
🌍 ভিজিট করুন: MahbubOsmane.com

Related posts

Surah Hashor – সূরা আল হাশর ও সূরা আল হাশর ফযিলত

by IDCAdmin
6 years ago

Para 12 – ১২ পারা সূরা হুদ ও সূরা ইয়ুসুফ এর ১-৫২ আয়াত পর্যন্ত

by IDCAdmin
5 years ago

The rewards of Laylatul Qadr: How to seek it

by MasudDemra
8 months ago
Exit mobile version