আইডিসি’র আপকামিং প্রশিক্ষণ কোর্সসমূহঃ Islami Dawah Center

আইডিসি’র আপকামিং প্রশিক্ষণ কোর্সসমূহঃ

১. গবাদিপশু, হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ। ২. মৎস্য চাষ প্রশিক্ষণ (আবাসিক)। ৩. পোশাক তৈরী প্রশিক্ষণ। ৪. কম্পিউটার বেসিক প্রশিক্ষণ। ৫. কম্পিউটার গ্রাফিক্স প্রশিক্ষণ। ৬. ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ। ৭. রেফ্রিজারেশন এন্ড এয়ার-কন্ডিশনিং প্রশিক্ষণ। ৮. ইলেকট্রনিক্স প্রশিক্ষণ। ৯. ব্লক প্রিন্টিং প্রশিক্ষণ। ১০. ব্লক, বাটিক ও স্ক্রিন প্রিন্টিং প্রশিক্ষণ। ১১. গ্রামীণ যুবদের বেসিক কম্পিউটার প্রশিক্ষণ। ১২. মডার্ণ অফিস ম্যানেজমেন্ট এ- কম্পিউটার এ্যাপ্লিকেশন প্রশিক্ষণ। ১৩. মৎস্য চাষ প্রশিক্ষণ (অনাবাসিক)। ১৪. ওভেন সিউইং মেশিন অপারেটিং প্রশিক্ষণ। ১৫. ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ। ১৬.সেলসম্যানশীপ/ফ্রন্ট ডেস্ক ম্যানেজমেন্ট প্রশিক্ষণ। ১৭. ক্যাটারিং প্রশিক্ষণ। ১৮. হাউজকিপিং/ফ্রন্ট ডেস্ক ম্যানেজমেন্ট প্রশিক্ষণ। ১৯. ট্যুরিষ্ট গাইড প্রশিক্ষণ। ২০. দুগ্ধজাত দ্রব্যাদি উৎপাদন, বিপণন ও বাজারজাতকরণ প্রশিক্ষণ। ২১. চিংড়ি ও কাঁকড়া চাষ, বিপণন ও বাজারজাতকরণ প্রশিক্ষণ। ২২. ছাগল ও ভেড়া পালন এবং গবাদি পশুর প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ। ২৩. মহিষ পালন ও গবাদি পশুর প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ। ২৪. মুরগী পালন ব্যবস্থাপনা, মাংস প্রক্রিয়াজাতকরণ ও বিপণন প্রশিক্ষণ। ২৫. মুরগী পালন  ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ প্রশিক্ষণ। ২৬. উপকূলীয় ও সামুদ্রিক মৎস্যজীবিদের জন্য দায়িত্বশীল মৎস্য আহরণ প্রশিক্ষণ। ২৭. মাশরুম ও মৌ চাষ প্রশিক্ষণ। ২৮. ফল চাষ প্রশিক্ষণ। ২৯. লাইভস্টক এ্যাসিসটেন্ট প্রশিক্ষণ। ৩০. শতরঞ্জি প্রশিক্ষণ। ৩১. কম্বল তৈরি প্রশিক্ষণ। ৩২. হস্তশিল্প (ব্যাগ তৈরি) প্রশিক্ষণ। ৩৩. ফ্রিল্যান্স/আউট সোর্সিং প্রশিক্ষণ। ৩৪. মোবাইল সার্ভিসিং এ-রিপেয়ারিং প্রশিক্ষণ

 

আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন!

 

আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে  জানতে  লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।

আইডিসি  মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আপনি আইডিসি  মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.

আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে  দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।

কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।

ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।

 

২) বিশেষ প্রশিক্ষণ কোর্সসমূহঃ

১. ডিপ্লোমা ইন কম্পিউটার প্রশিক্ষণ। ২. ফুড এন্ড বেভারেজ সার্ভিস (ক্যাটারিং সার্ভিস/ হাউজকিপিং এন্ড লন্ড্রি অপারেশনস) প্রশিক্ষণ। ৩. ল্যাংগুয়েজ প্রশিক্ষণ। ৪. হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষণ। ৫. বিউটিফিকেশন এ- হেয়ার কাটিং প্রশিক্ষণ। ৬. সোয়েটার নিটিং প্রশিক্ষণ। (এমওইউ’র মাধ্যমে) ৭. লিংকিং মেশিন অপারেটিং প্রশিক্ষণ। (এমওইউ’র মাধ্যমে) ৮. সংক্ষিপ্ত হাউজকিপিং প্রশিক্ষণ। (এমওইউ’র মাধ্যমে) ৯. আরবী ভাষা শিক্ষা প্রশিক্ষণ। (স্ব-অর্থায়নে) ১০।  এসইও ( SEO ) এবং ডিজিটাল মার্কেটিং    

খ) অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মসূচির আওতাভুক্ত কোর্সসমূহঃ

অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সসমূহের আওতায় স্থানীয় চাহিদার ভিত্তিতে বিভিন্ন ট্রেডে বেকার যুবদের ০৭ দিন থেকে ২১ দিন মেয়াদি প্রশিক্ষণ প্রদান করা হয়। উপজেলা পর্যায়ে এ প্রশিক্ষণ কোর্স পরিচালনা করা হয়ে থাকে। এ কোর্সের আওতায় পরিচালিত প্রশিক্ষণ কোর্সসমূহঃ ১. পারিবারিক হাঁস-মুরগী পালন। ২. ব্রয়লার ও ককরেল পালন। ৩. বাড়ন্ত মুরগী পালন। ৪. ছাগল পালন। ৫. গরু মোটাতাজাকরণ। ৬. পারিবারিক গাভী পালন। ৭. পশু-পাখির খাদ্য প্রস্ত্তত ও বাজারজাতকরণ। ৮. পশু-পাখির রোগ ও তার প্রতিরোধ। ৯. কবুতর পালন। ১০. কাঁচা চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ। ১১. মৎস্য চাষ। ১২. সমন্বিত মৎস্য চাষ। ১৩. মৌসুমী মৎস্য চাষ। ১৪. মৎস্য পোনা চাষ (ধানী পোনা)। ১৫. মৎস্য হ্যাচারি। ১৬. পস্নাবন ভূমিতে মৎস্য চাষ। ১৭.গলদা ও বাগদা চিংড়ি চাষ। ১৮. শুটকী তৈরী ও সংরক্ষণ। ১৯. বসতবাড়িতে সবজি চাষ। ২০. নার্সারি। ২১. ফুল চাষ। ২২. ফলের চাষ  (লেবু, কলা, পেঁপে ইত্যাদি)। ২৩. কম্পোষ্ট সার তৈরি। ২৪. গাছের কলম তৈরি। ২৫. ঔষধি গাছের চাষাবাদ। ২৬. ব্লক প্রিন্টিং। ২৭. বাটিক প্রিন্টিং। ২৮. পোশাক তৈরি। ২৯. স্ক্রীন প্রিন্টিং। ৩০. স্প্রে প্রিন্টিং। ৩১. মনিপুরী তাঁত শিল্প। ৩২. কাগজের ব্যাগ ও ঠোঙ্গা তৈরি। ৩৩. বাঁশ ও বেতের সামগ্রী তৈরি। ৩৪. নকশি কাঁথা তৈরি। ৩৫. কারু মোম তৈরি। ৩৬. পাটজাত পণ্য তৈরি। ৩৭. চামড়াজাত পণ্য তৈরি। ৩৮. চাইনিজ ও কনফেকশনারি। ৩৯. রিক্সা, সাইকেল, ভ্যান মেরামত। ৪০. ওয়েল্ডিং ও ৪১. ফটোগ্রাফি।

 

 

আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন!

 

আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে  জানতে  লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।

আইডিসি  মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আপনি আইডিসি  মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.

আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে  দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।

কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।

ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।

 

গ) বিজিএমইএ ও বিআইএফটিএ এর সাথে যৌথ উদ্যোগে বাসত্মবায়িত প্রশিক্ষণ কোর্সসমূহঃ

১. সোয়েটার নিটিং প্রশিক্ষণ কোর্স (কুড়িগ্রাম, রংপুর ও পঞ্চগড় যুব প্রশিক্ষণ কেন্দ্র)। ২. লিংকিং মেশিন অপারেটিং প্রশিক্ষণ কোর্স।    ঐ

ঘ) বিএমইটি ও এস,এ ট্রিডিং এর সাথে যৌথ উদ্যোগে বাস্তবায়িত প্রশিক্ষণ কোর্সঃ

১. সংক্ষিপ্ত হাউজকিপিং বিষয়ক প্রশিক্ষণ কোর্স (কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র ও শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্র)।

ঙ) মডার্ণ হারবাল গ্রুপ এর সাথে যৌথ উদ্যোগে বাস্তবায়িত প্রশিক্ষণ কোর্সঃ

১. দেশীয় প্রযুক্তিতে অর্গানিক ও ওষুধি গাছের চাষাবাদ (জেলা ও উপজেলা পর্যায়ে)।

চ) শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্র, বগুড়া আঞ্চলিক যুব কেন্দ্র এবং কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রের মাধ্যমে পরিচালিত যুবসংগঠকদের জন্যে প্রশিক্ষণ কোর্সসমূহঃ

১. ক্ষুদ্র ব্যবসাব্যবস্থাপনা ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ। ২. ক্যাটারিং বিষয়ক প্রশিক্ষণ। ৩. হাউজকিপিং এ- ফ্রন্ট ডেস্ক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ। ৪. ফ্রন্ট অফিস এ- হাউজকিপিং ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ। ৫. ফ্যাশন ডিজাইন বিষয়ক প্রশিক্ষণ। ৬. যুব নেতৃত্ব বিকাশ ও যুবসংগঠন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ। ৭. দ্বন্দ্ব নিরসন ও সমঝোতা বিষয়ক প্রশিক্ষণ। ৮. জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও পরিবেশ দূষণ প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ। ৯. যুব কর্ম ও যুবদের ক্ষমতায়ন বিষয়ক প্রশিক্ষণ। ১০. নারীর ক্ষমতায়ন ও সমতা বিষয়ক প্রশিক্ষণ। ১১. লাইফ স্কীল ও ফ্যামেলী লাইফ এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ। ১২. নাগরিক দায়িত্ব ও গোষ্ঠি উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ। ১৩. দুর্যোগ ও যুবসেবা বিষয়ক প্রশিক্ষণ। ১৪. কমিউনিকেটিভ ইংলিশ ল্যাংগুয়েজ লার্নিং বিষয়ক প্রশিক্ষণ। ১৫. লিডারশীপ ফর উমেন ম্যানেজার্স বিষয়ক প্রশিক্ষণ। ১৬. সন্ত্রাস, মাদক বিরোধী কর্মসূচি এবং নৈতিকতা ও মূল্যবোধ উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ। ১৭. ট্যুর গাইড ও পর্যটন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ। ১৮. বহুমুখি পাটজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ক প্রশিক্ষণ। ১৯. স্যানিটেশন এ- সলিড ওয়াস্ট ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ। ২০. মোবাইল সার্ভিসিং এ- রিপেয়ারিং বিষয়ক প্রশিক্ষণ। ২১. প্লাম্বিং বিষয়ক প্রশিক্ষণ। ২২. বিউটিফিকেশন বিষয়ক প্রশিক্ষণ। ২৩. ব্লক এন্ড বাটিক বিষয়ক প্রশিক্ষণ। ২৪. ভার্মি কম্পোস্ট বিষয়ক প্রশিক্ষণ। ২৫. বাসের সুপারভাইজার বিষয়ক প্রশিক্ষণ।

 

 

 

আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন!

 

আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে  জানতে  লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।

আইডিসি  মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আপনি আইডিসি  মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.

আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে  দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।

কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।

ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।

 

Islami Dawah Center Cover photo

 

ইসলামী দাওয়াহ সেন্টারকে সচল রাখতে সাহায্য করুন!

 

ইসলামী দাওয়াহ সেন্টার ১টি অলাভজনক দাওয়াহ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ইসলামিক ব্লগটি বর্তমানে ২০,০০০+ মানুষ প্রতিমাসে পড়ে, দিন দিন আরো অনেক বেশি বেড়ে যাবে, ইংশাআল্লাহ।

বর্তমানে মাদরাসা এবং ব্লগ প্রজেক্টের বিভিন্ন খাতে (ওয়েবসাইট হোস্টিং, CDN,কনটেন্ট রাইটিং, প্রুফ রিডিং, ব্লগ পোস্টিং, ডিজাইন এবং মার্কেটিং) মাসে গড়ে ৫০,০০০+ টাকা খরচ হয়, যা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেকারনে, এই বিশাল ধর্মীয় কাজকে সামনে এগিয়ে নিতে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, এমন কিছু ভাই ও বোন ( ৩১৩ জন ) দরকার, যারা আইডিসিকে নির্দিষ্ট অংকের সাহায্য করবেন, তাহলে এই পথ চলা অনেক সহজ হয়ে যাবে, ইংশাআল্লাহ।

যারা এককালিন, মাসিক অথবা বাৎসরিক সাহায্য করবেন, তারা আইডিসির মুল টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইংশাআল্লাহ।

আইডিসির ঠিকানাঃ খঃ ৬৫/৫, শাহজাদপুর, গুলশান, ঢাকা -১২১২, মোবাইলঃ +88 01609 820 094, +88 01716 988 953 ( নগদ/বিকাশ পার্সোনাল )

ইমেলঃ info@islamidawahcenter.com, info@idcmadrasah.com, ওয়েব: www.islamidawahcenter.com, www.idcmadrasah.com সার্বিক তত্ত্বাবধানেঃ হাঃ মুফতি মাহবুব ওসমানী ( এম. এ. ইন ইংলিশ, ফার্স্ট ক্লাস )

Exit mobile version