Definition Of Doa-দু’আ কি
Definition Of Doa-দু’আ কি
সাধারণত কল্যাণ কামনা করা বুঝাতেই দু’আ শব্দটি ব্যাবহ্রিত হয়। দু’আ শব্দের বেশ কয়েকটি অর্থ রয়েছে। যেমনঃ চাওয়া বা প্রার্থনা করা, আহ্বান করা, ডাকা, কথা, ইবাদত করা ইত্যাদি।
وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ
তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাক, আমি সাড়া দেব। যারা আমার এবাদতে অহংকার করে তারা সত্বরই জাহান্নামে দাখিল হবে লাঞ্ছিত হয়ে। (সুরা আল মুমিন, আয়াত ৬0)
হযরত নু’মান ইবনে বাশির (রাঃ) থেকে বর্ণিত, রাসুল (সাঃ) বলেছেন, ‘দু’আই হচ্ছে ইবাদত’।
উপরের আয়াত গুলুতে দু’আ বিভিন্ন অর্থে বুঝানো হয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন এবং জীবন চলার পথ বাতলে দিয়েছেন। পবিত্র কুরআন মজিদ নাজিল করেছেন মানব সম্প্রদায়কে পথ প্রদর্শনের জন্য। কুরআনে পাকে তিনি শিখিয়ে দিয়েছেন তাঁর নিকট কিভাবে চাইতে হবে। আল্লাহ তা’য়লা পরম দয়ালু ও দাতা। যখন কোন বান্দা তাঁর নিকট দু’হাত তুলে প্রার্থনা করে তখন তিনি তাকে শুন্য হাতে ফিরিয়ে দেন না বা নিরাশ করেন না। দু’আ অন্যান্য ইবাদতের মত একটি ইবাদত যা কেবল আল্লাহরই জন্য নির্দিষ্ট। তাই আল্লাহ ছাড়া অন্য কারো নিকট দু’আ করলে, ডাকলে বা চাইলে তা অবশ্যই শিরক এর অন্তর্ভুক্ত। কাজেই যাবতীয় চাওয়া কেবল তাঁরই নিকট চাইতে হবে।
মহান আল্লাহ সর্বজ্ঞ এবং সর্বব্যাপী। একই সময়ে সর্ব ভাষায় অসংখ্য ডাক তিনি শুনেন, বুঝেন এবং সে অনুযায়ী দান কেবল তিনিই করতে পারেন। তিনি যাকে ইচ্ছা দেন (দু’আ কবুল করেন)। আমরা চাইতে ভুল করলেও তিনি দিতে ভুল করেন না। অকল্যাণকর চাওয়া তিনি কখনও পছন্দ করেন না। নিজের এবং অন্যের জন্য কল্যাণ কামনা করা/চাওয়া আল্লাহর নিকট পছন্দনীয়। তাই ইহকালিন কল্যাণ এবং পরকালিন মুক্তির জন্য আমরা কেবল তাঁরই নিকট চাইবো। মুসিবতের সময় নবি-রাসুলগণ এবং ইমানদারগণ ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতেন। তাঁদের থেকে শিক্ষা নিয়ে আমাদেরকেও অনুরূপভাবে দু’আ করতে হবে। ইহকালিন কল্যাণ এবং পরকালিন মুক্তির জন্য আমরা কেবল আল্লাহরই নিকট চাইবো।
Duas Of The Quran-কুরআনের সব দু’আ
আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন!
আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে জানতে লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।
আইডিসি মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আপনি আইডিসি মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.
আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।
কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।
ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।