ইসলামে সুদ (রিবা) কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। ব্যবসায়িক লেনদেনে সুদমুক্ত পদ্ধতি অনুসরণ করাই একজন মুমিনের জন্য অপরিহার্য। আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা কুরআনে বলেনঃ
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ، فَإِنْ لَمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِنَ اللَّهِ وَرَسُولِهِ
(سورة البقرة: 278-279)হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং সুদের যা কিছু অবশিষ্ট আছে তা পরিত্যাগ কর, যদি তোমরা মুমিন হও। আর যদি তা না কর তবে আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও।
রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ
لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَشَاهِدَيْهِ وَكَاتِبَهُ
(رواه مسلم، حديث 1598)রাসূলুল্লাহ ﷺ সুদ খাওয়া, সুদ প্রদান করা, সুদ লিখা ও সুদের সাক্ষী—সবাইকে অভিশাপ দিয়েছেন।
তাই ইসলামি শরীয়াহ ব্যবসায়িক লেনদেনের জন্য বিকল্প বৈধ চুক্তির পদ্ধতি নির্ধারণ করেছে। নিচে তিনটি মূল পদ্ধতি উল্লেখ করা হলো, যা অনুসরণ করলে ব্যবসায়িক লেনদেন সুদমুক্ত হবে ইনশাআল্লাহ।
১. মুদারাবা (Mudarabah)
মুদারাবা হলো একটি অংশীদারিত্ব চুক্তি যেখানে একজন (Rabb-ul-Maal) মূলধন প্রদান করেন এবং অপরজন (Mudarib) শ্রম ও ব্যবস্থাপনা দেন।
- X মূলধন দেবেন।
- Y ব্যবসা পরিচালনা করবেন।
- লাভ নির্দিষ্ট অনুপাতে (যেমন ৬০%-৪০%) ভাগ হবে।
- ক্ষতি হলে মূলধনদাতার মূলধন ক্ষতি হবে এবং পরিচালকের পরিশ্রম বিফলে যাবে।
কুরআনের ভিত্তি:
وَآخَرُونَ يَضْرِبُونَ فِي الْأَرْضِ يَبْتَغُونَ مِنْ فَضْلِ اللَّهِ
(سورة المزمل: 20)আর অন্যরা জমিনে ভ্রমণ করে আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করে।
হাদীসের ভিত্তি:
রাসূলুল্লাহ ﷺ মুদারাবা চুক্তি অনুমোদন করেছেন। ইবনু আব্বাস رضي الله عنهما থেকে বর্ণিতঃ
كَانَ الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْمُطَّلِبِ إِذَا دَفَعَ مَالًا مُضَارَبَةً اشْتَرَطَ عَلَى صَاحِبِهِ أَلَّا يُسْلِكَ بِهِ بَحْرًا وَلَا يَنْزِلَ بِهِ وَادِيًا وَلَا يَشْتَرِيَ بِهِ ذَاتَ كَبِدٍ رَطْبَةٍ، فَإِنْ فَعَلَ فَهُوَ ضَامِنٌ، فَرُفِعَ شَرْطُهُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَجَازَهُ
(رواه الطبراني والبيهقي)আব্বাস ইবন আবদুল মুত্তালিব যখন মুদারাবা দিতেন, শর্ত দিতেন যে, সমুদ্রে যাত্রা করা যাবে না, উপত্যকায় নামা যাবে না, জীবিত পশু কেনা যাবে না। যদি এগুলো করত তবে ক্ষতির দায় বহন করতে হতো। রাসূলুল্লাহ ﷺ এ শর্ত অনুমোদন করেছেন।
২. মুশারাকা (Musharakah)
মুশারাকা হলো অংশীদারিত্ব চুক্তি যেখানে উভয় পক্ষ মূলধন বিনিয়োগ করে এবং ব্যবসার লাভ-ক্ষতি মূলধনের অনুপাতে ভাগ হয়।
- উভয় পক্ষ মূলধন প্রদান করবেন।
- লাভ অনুপাতে ভাগ হবে।
- ক্ষতিও মূলধনের অনুপাতে ভাগ হবে।
- তবে কোনো পক্ষকে নির্দিষ্ট ফিক্সড এমাউন্ট লাভ হিসেবে শর্ত দেয়া যাবে না।
কুরআনের ভিত্তি:
فَهُمْ شُرَكَاءُ فِي الثُّلُثِ
(سورة النساء: 12)তারা উভয়ই এক-তৃতীয়াংশে অংশীদার হবে।
হাদীসের ভিত্তি:
রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ
يَقُولُ اللَّهُ: أَنَا ثَالِثُ الشَّرِيكَيْنِ مَا لَمْ يَخُنْ أَحَدُهُمَا صَاحِبَهُ، فَإِذَا خَانَ خَرَجْتُ مِنْ بَيْنِهِمَا
(رواه أبو داود، حديث 3383)আল্লাহ বলেন: আমি দুই অংশীদারের তৃতীয় সঙ্গী থাকি যতক্ষণ তারা পরস্পরের সাথে প্রতারণা না করে। যদি একজন প্রতারণা করে তবে আমি তাদের মধ্য থেকে সরে যাই।
৩. মুরাবাহা (Murabahah)
মুরাবাহা হলো একটি ক্রয়-বিক্রয় চুক্তি। এখানে একজন মূলধনদাতা/ব্যাংক/ফাইন্যান্সার কোনো সম্পদ নিজের নামে ক্রয় করে এবং পরে গ্রাহকের কাছে কস্ট + প্রফিট নির্দিষ্ট দামে বিক্রি করে।
- পণ্য ক্রয়-বিক্রয় হবে, ঋণ প্রদান নয়।
- লাভ/মার্জিন আগে থেকেই নির্ধারিত হয়, তবে তা ঋণের উপর নয়, বরং পণ্যের মূল্যে যোগ হয়।
- এটি ইসলামী ব্যাংকিং সিস্টেমে সবচেয়ে বহুল ব্যবহৃত পদ্ধতি।
কুরআনের ভিত্তি:
وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا
(سورة البقرة: 275)আল্লাহ্ বিক্রয়কে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।
হাদীসের ভিত্তি:
الْبَيْعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا
(رواه البخاري، حديث 2112؛ مسلم، حديث 1531)বিক্রেতা ও ক্রেতা যতক্ষণ আলাদা না হয়, ততক্ষণ তাদের জন্য চুক্তি বাতিল বা গ্রহণের স্বাধীনতা থাকে।
উপসংহার
সুদ পরিহার করে ইসলামী শরীয়াহর নির্দেশিত মুদারাবা, মুশারাকা ও মুরাবাহা পদ্ধতি অনুসারে ব্যবসা করলে তা হবে হালাল ও কল্যাণকর। এতে যেমন দুনিয়ার লাভ রয়েছে, তেমনি আখিরাতেও আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।
وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا، وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ
(سورة الطلاق: 2-3)যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে ধারণাও করে না।
লিখেছেন: মাহবুব ওসমানী – প্রকাশনা: Islamidawahcenter.com
Mahbub Osmane — একজন ইসলামী চিন্তাবিদ, লেখক এবং IslamiDawahCenter.com এর প্রতিষ্ঠাতা। তিনি কুরআন ও সহীহ হাদীসভিত্তিক বিশ্লেষণধর্মী প্রবন্ধ প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ।To learn more, comment below or message us on wa.me/+966549485900 or wa.me/+8801716988953 or call us at +44-73801-27019. Email at hi@islamidawahcenter.com
আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন।
ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।
আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে বিস্তারিত জানতে লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।
আইডিসি মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।
কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।