আল্লাহর কাছে কি দোয়া করবেন / Munajat ?
Munajat – আল্লাহর কাছে কি দোয়া করবেন?
Munajat – আল্লাহর কাছে কি দোয়া করবেন?
01. Mizanur Rahman Azhari: https://youtu.be/b4G9yAiYbU4
02. As Sudais: https://youtu.be/pEEOThZLEVs ( Start From 36:30 Minutes )
ইসলামী দাওয়াহ সেন্টারকে সচল রাখতে সাহায্য করুন!
ইসলামী দাওয়াহ সেন্টার ১টি অলাভজনক দাওয়াহ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ইসলামিক ব্লগটি বর্তমানে ২০,০০০+ মানুষ প্রতিমাসে পড়ে, দিন দিন আরো অনেক বেশি বেড়ে যাবে, ইংশাআল্লাহ।
বর্তমানে মাদরাসা এবং ব্লগ প্রজেক্টের বিভিন্ন খাতে (ওয়েবসাইট হোস্টিং, CDN,কনটেন্ট রাইটিং, প্রুফ রিডিং, ব্লগ পোস্টিং, ডিজাইন এবং মার্কেটিং) মাসে গড়ে ৫০,০০০+ টাকা খরচ হয়, যা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেকারনে, এই বিশাল ধর্মীয় কাজকে সামনে এগিয়ে নিতে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, এমন কিছু ভাই ও বোন ( ৩১৩ জন ) দরকার, যারা আইডিসিকে নির্দিষ্ট অংকের সাহায্য করবেন, তাহলে এই পথ চলা অনেক সহজ হয়ে যাবে, ইংশাআল্লাহ।
যারা এককালিন, মাসিক অথবা বাৎসরিক সাহায্য করবেন, তারা আইডিসির মুল টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইংশাআল্লাহ।
আইডিসির ঠিকানাঃ খঃ ৬৫/৫, শাহজাদপুর, গুলশান, ঢাকা -১২১২, মোবাইলঃ +88 01609 820 094, +88 01716 988 953 ( নগদ/বিকাশ পার্সোনাল )
ইমেলঃ info@islamidawahcenter.com, info@idcmadrasah.com, ওয়েব: www.islamidawahcenter.com, www.idcmadrasah.com সার্বিক তত্ত্বাবধানেঃ হাঃ মুফতি মাহবুব ওসমানী ( এম. এ. ইন ইংলিশ, ফার্স্ট ক্লাস )
03. Principal Abu Bakar Siddiq: https://youtu.be/7bib_vSgIis
Munajat – এভাবে আল্লাহ তায়ালাকে ডাকার ক্ষমতা যদি থাকে, অবশ্যই দুয়া কবুল হবে ইনশাআল্লাহ।
মাওলানা তারিক জামিল এর _______
হে আল্লাহ, তুমি কত বুঝিয়েছো কিন্তু আমরা কেউ বুঝিনি, তুমি বাঁধা দিয়েছ কিন্তু আমরা কেউ থামিনি।
.
হে আমার মালিক ! মাসুম বাচ্চারা যেমন অভিমান করে বাপ মা ছেড়ে দূরে যেয়ে ছন্ন ছাড়া হয়ে ঘুড়ে বেড়ায় আমাদের অবস্থাও তোমার থেকে দূরে যেয়ে এমনই হয়ে গেছে যে আমরা ছন্নছাড়া হয়ে গেছি।
.
হে মোর মালিক, সামনে কোন রাস্তাও দেখতে পাইনা, কোন উপায়ও চোখে আসেনা। তোমার পবিত্র ঘরে একত্রিত হয়ে, তোমার সামনেই তো হাত পাতি, ভিক্ষার ঝুলি ফেলি যে তুমি আমাদের হয়ে যাও।
.
আমাদের হৃদয় এটার যোগ্য না যে তোমার ভালোবাসা লাভ করবে, কিন্তু আল্লাহ তুমি তো যোগ্য, তোমার রহমত তো যোগ্য যে আমাদের গন্ধ হৃদয়কে তুমি ধুয়ে দাও, পরিষ্কার করে দাও আর একে তোমার রহমত লাভের ব্যাপারে কবুল করে নাও, যোগ্য করে দাও।
.
আমার মালিক ! ভালো হওয়ার চেষ্টা করতে করতে ধুকে গেছি। হে মওলা, অনেক চেষ্টা করেছি কিন্তু যেভাবে তুমি পছন্দ করো সেভাবে নিজেকে গড়ে তুলতে পারিনি।
.
হে আমার মালিক ! আমাদের ব্যাপারে তো জানোই আমরা তোমার নবীর যামানার কত পরে এসেছি। সেই যামানার লোকেরা তো চারপাশে কত পূন্যের, তাকওয়ার পরিবেশের মাঝে থাকত, কিন্তু আমাদের দিকে একবার চেয়ে তো দেখ পুরো দুনিয়াতে কি চলছে , কত রকম নিত্য নতুন গুনাহ প্রতিনিয়ত সংঘটিত হচ্ছে।
.
হে আল্লাহ, এক কদম তোমার দিকে চলি তো দশ কদম উলটো দিকে আসি। সকালে তওবা করি সন্ধ্যায় আবার গুনাহ করি, সন্ধ্যায় তওবা করি সকালে আবার গুনাহ করি। কিন্তু তোমার রহমতের, ক্ষমাশীলতার উচ্চতার সামনে আমাদের গুনাহ এর উচ্চতাই বা কতটুকু ?
.
হে মালিক ! কেয়ামতের দিনে যখন প্রথম দিক কার লোকেরা আসবে, ওদের কাছে তো বড় তাকওয়া থাকবে, বড় বড় আমল থাকবে, তারপর যখন আমরা এই যামানার লোকেরা আসব, আমরা তো ইয়া আল্লাহ একদম খালি হাত হবে, আমাদের ঝুলিও তো ফাঁকা থাকবে। কোথাও লুকানোরও তো জায়গা থাকবেনা যে চুপ করে লুকিয়ে পড়ব।
.
হে মোদের রব ! আমাদের সম্বল বলতে তো কেবল তোমার রহমত আর তোমার হাবীবের ভবিষ্যদ্বানী। তিনি বলেছিলেন, “ওরাই তো আমার ভাই যারা আমাকে না দেখেই বিশ্বাস করবে, আমার উপর ঈমান আনবে”
হে মালিক, আমরা তো দেখিনি উনাকে, আমরা কোরআন নাযিল হওয়াও দেখিনি। আমরা তো এই যামানায় চারিদিকে শুধু দেখে চলেছি নোংরা নোংরা নগ্ন সংস্কৃতি আর শুনে চলেছি গুনাহর আওয়াজ।
.
হে আল্লাহ ! তোমার হাবীব তো আমাদের জন্য দুয়া করে গেছেন। তুমি তো তাকে কথা দিয়েছিলে যে তাকে তুমি তাঁর উম্মতদের ব্যাপারে তাকে খুশী করে দিবা। আমরা তার উম্মতও আর তিনি আমাদের তাঁর ভাইও বলেছেন।
.
হে আল্লাহ কিছুই নাই আমাদের কাছে, আমাদের নবী অনেক কষ্ট করে গেছেন তোমার দ্বীনের পথে, সে উছিলায় হলেও তুমি আমাদের কে ক্ষমা করে দাও।
.
হে মা এর থেকে বেশি ভালোবাসা স্থাপনকারী, বাপের থেকে বেশি যত্নকারী ! আমাদের কাছে জান্নাতে যাবার মত একটা আমলও নাই, শুধু তোমার রহমত আর তোমার হাবীবের শাফায়াত আছে ।এই দুইটা ছাড়া আমাদের কাছে আর কিছুই নাই।
আমরা ফকির, আমাদের বিবিরা ফকির, আমাদের বাচ্চারা ফকির। আমাদের আরব অনারব, কালো ফর্সা, ধনী গরীব সবাই ফকির তোমার রহমত ছাড়া।
.
হে আমাদের রব, আজকেই ফায়সালা করে দাও। আমাদের সকল গুনাহ মাফ না করিয়ে উঠবনা আমি।
তোমার জান্নাত তো এত বড়! কোন কোনা কাঞ্চিতে করুনা করে একটু জায়গা করে দিলে তো কেউ জানতেও পারবেনা যে আমার মত গুনাহগার সেখানে স্থান পেয়েছে ।
ওহ আল্লাহ, তোমাকে চ্যালেঞ্জ করার মত কে বা আছে ? তোমাকে প্রশ্নকারীই বা কে আছে তুমি আমাদের ক্ষমা করে দিলে ?
.
হে মুহম্মদ (সাঃ) এর রব, হে মূসা কালিমুল্লাহ এর রব, হে ইব্রাহীম খালিল এর রব, হে ঈসায়ী রুহু কে রব, হে অনাথদের রব, আমাদের কারোর না কারোর অশ্রু, কারোর দুয়ার হাত তো পছন্দ করে আমাদের সবার দুয়া কবুল করে নাও।
আমাদের তো তুমিই আছো, আর সেই যামানার সবারও তো তুমি ছিলাই আর এমনিতেও তারা ছিলো অনেক বড় মুত্তাকী, কিন্তু আমাদের তো শুধুই তুমি আছো, আমীন।
আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন!
আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে জানতে লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।
আইডিসি মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আপনি আইডিসি মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.
আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।
কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।
ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।
মাঝেমদ্ধে আমরা মনে করি এই কাজটা এইভাবে করলে ভালো হত, ঐ কাজ টা ঐ ভাবে করা দরকার ছিল, এটা এভাবে করলে এই রকম সফলতা আসবে, ইশ কি মিস করছি ইত্যাদি ইত্যাদি কত রকম কথা। আসলে একমাত্র আল্লাহ তায়ালাই ভালো জানেন কোনটা কার জন্য ভালো, কিভাবে হলে ভালো হবে। এইজন্য কোন কাজের শুরুতে দোয়া করা চাই,
“আয় আল্লাহ, যেই কাজ করতে যাচ্ছি, যদি এই কাজের মধ্যে আমার জন্য ভালাই থাকে তবে দান করেন, আর যদি কোন খারাপি থাকে তো হেফাজত করেন, যেই কাজ যেই ভাবে করলে আপনি খুশি হবেন, আপনার হাবিব (সঃ) খুশি হবেন, আমার জন্য উত্তম রুপে সেই কাজের ব্যাবস্থা করে দেন, আর খুব বরকত দান করেন, আমিন”
Munajat – “আল্লাহর কাছে কোন বিষয়ে দু‘আ করবো?
“আমরা অনেকেই ভুলের মধ্যে আছি গুরুত্বপূর্ণ বিষয়গুলো দু‘আর মধ্যে বলতে অনেকেই ভুলে যাই
🔳রাসূলুল্লাহ্ (সাঃ) বলেনঃ-
‘‘তোমাদের কেউ যখন কামনা বা প্রার্থনা করবে, তখন সে যেন বেশি করে প্রার্থনা করে, কারণ সে তো তার মালিকের কাছেই চাচ্ছে!’’
[মাজমাউয যাওয়াইদ: ১০/১৫০, সনদ সহিহ]
আল্লাহর ভাণ্ডার অফুরন্ত। সুতরাং, আমাদের সব চাওয়াই আল্লাহর কাছে বলতে হবে। আল্লাহর ভাণ্ডারে কোনো কিছুর কমতি নেই। এজন্য হাদিসে এসেছে,
“জুতার ফিতা ছিঁড়ে গেলেও তা মহান রবের কাছে চাওয়া।
তিরমিযি: ৩৬০৭, হাদিসটি হাসান
“তবে,মানুষের জীবনে চাহিদার শেষ নেই, প্রয়োজনেরও সীমা নেই। এতসব কিছুর মধ্যে কয়েকটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া জরুরি। না হয়, আল্লাহর কাছে দু‘আর সময় অনেক গুরুত্বপূর্ণ চাওয়া বাকি থেকে যাবে।
এবং এমনটিই হয় অনেকের। তাই, যেসব গুরুত্বপূর্ণ বিষয়ে বেশি বেশি চাওয়া দরকার সেগুলো নিম্নে উপস্থাপন করা হলো যথাঃ-
❑ হিদায়াত তথা সঠিক পথনির্দেশনা:
❑ গুনাহ থেকে ক্ষমা চাওয়া:
❑ জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত কামনা:
❑ দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা:
❑ দ্বীনের উপর অটল-অবিচল থাকা:
❑ ঈমান নিয়ে মৃত্যুবরণ করার দু‘আ:
❑ নিয়ামতের স্থায়িত্ব এবং আল্লাহর প্রতিটি সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে পারা:
❑শির্ক থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া:
🔳 হিদায়াত তথা সঠিক পথনির্দেশনা:
“একজন মুমিনের জীবনে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হলো, সঠিকভাবে হিদায়াতের উপর চলা। সাধারণভাবে প্রত্যেক মুসলিমই মৌলিকভাবে হিদায়াতপ্রাপ্ত। তবে,পূর্ণাঙ্গ হিদায়াত অনেক ব্যাপক, সেজন্য আল্লাহর কাছে এটি বেশি করে চাইতে হবে।
🔳আল্লাহ্ বলেনঃ-
‘‘যাকে আল্লাহ্ সঠিক পথ দেখান, সে-ই সঠিক পথ পায়; আর যাকে আল্লাহ্ পথভ্রষ্ট করেন, তার জন্য তুমি কোনো অভিভাবক এবং পথনির্দেশক পাবে না।’’
_|সূরা কাহফ, আয়াত: ১৭|_
মানুষ নিজেই যখন হিদায়াতের পথ চায় না এবং তা থেকে দূরে সরে যায়, তখন তাকে আল্লাহ্ পথভ্রষ্ট করেন।
🔳আল্লাহ্ বলেন,
‘‘কিন্তু তারা যখন বাঁকা পথ ধরলো, তখন আল্লাহ্ও তাদের অন্তরকে বাঁকা করে দিলেন।’’
_|সূরা আস-সফ আয়াত: ০৫|_
এজন্য আমরা সূরা ফাতিহাতে প্রতিবার হিদায়াত তথা সরল পথের প্রার্থনা করি।
_|সূরা ফাতিহা, আয়াত: ০৫ দ্রষ্টব্য|_
🔳গুনাহ থেকে ক্ষমা চাওয়া:
“নিঃসন্দেহে এটি আমাদের জীবনের প্রধান কামনা ইহার জন্য রাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ-
‘‘লোকসকল! তোমরা আল্লাহর দিকে ফিরে আসো এবং তাঁর কাছে ক্ষমা চাও। আমি প্রতিদিন ১০০ বার তাওবাহ্ করি এবং ক্ষমা প্রার্থনা করি।’’
_|মুসনাদ আহমাদ: ৪/২৬০, হাদিসটি সহিহ|_
🔳জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত কামনা:
🔳আল্লাহ্ তা‘আলা বলেনঃ-
‘‘অতঃপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সে-ই তো সফল হবে। আর দুনিয়ার জীবন তো ধোঁকার সামগ্রী ছাড়া কিছুই নয়।’’
_|সূরা আলে ইমরান, আয়াত: ১৮৫|_
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সহচরবৃন্দ নিয়মিত জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত কামনা করতেন।
🔳দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা:
🔳আনাস (রা.) বর্ণিতঃ-রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অধিকাংশ সময় এই দু‘আ করতেন—
اَللّٰهُمَّ آتِنَا فِيْ الدُّنْيَا حَسَنَةً وَفِيْ الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
🔘
এই একটি দু‘আ এতই ব্যাপক যে, এতে দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণ অন্তর্ভূক্ত হয়ে যায়।
🔳দ্বীনের উপর অটল-অবিচল থাকা:
🔳উম্মে সালামা (রা.) বলেন—রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দু’আটি সবচেয়ে বেশি পড়তেন, তা হলো–
.
يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلٰي دِيْنِكَ
🔘মোটামুটি উচ্চারণঃ-
ইয়া মুক্বাল্লিবাল ক্বুলূব! সাব্বিত ক্বালবী ‘আলা দীনিকা]
🔘অর্থঃ-
হে অন্তরসমূহের পরিবর্তনকারী! আপনি আমার অন্তরকে
আপনার দ্বীনের (ইসলামের) উপর অটল রাখুন।
_|তিরমিযি: ৩৫২২, হাদিসটি হাসান|_
🔳ঈমান নিয়ে মৃত্যুবরণ করার দু‘আ:
اللَٰهُمَّ تَوَفَّنَا مُسْلِمِينَ، وَأَحْيِنَا مُسْلِمِينَ، وَأَلْحِقْنَا بِالصَّالِحِينَ، غَيرَ خَزَايَا وَلَا مَفْتُونِينَ
🔘মোটিমুটি উচ্চারণঃ-
আল্লা-হুম্মা তাওয়াফফানা মুসলিমীন, ওয়া আ‘হয়িনা মুসলিমীন, ওয়া আল‘হিক্বনা বিস স-লিহীন, গায়রা খাযা-য়া ওয়া লা মাফতূ-নীন]
🔘অর্থঃ-
হে আল্লাহ! মুসলিম অবস্থায় আমাদের মৃত্যু দিও; মুসলিম অবস্থায় বাঁচিয়ে রাখো; (মৃত্যুর পর) ভালো মানুষদের সাথে আমাদের জুড়ে দিয়ো; আমাদের অপদস্থ করো না এবং পরীক্ষায় ফেলো না।
_|বুখারি, আল-আদাবুল মুফরাদ: ৬৯৯, হাদিসটি সহিহ|_
🔳নিয়ামতের স্থায়িত্ব এবং আল্লাহর প্রতিটি সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে পারা:
اللّٰهُمَّ أَسْأَلُكَ نَعِيْماً لَا يَنْفَدُ وَأَسْأَلُكَ الرِّضٰى بَعْدَ الْقَضَاءِ وَأَسْأَلُكَ بَرْدَ الْعَيْشِ بَعْدَ الْمَوْتِ
🔘মোটামুটি উচ্চারণঃ-
আল্লাহুম্মা আসআলুকা না‘ঈ-মান লা ইয়ানফাদ, ওয়া আসআলুকার রিদ্বা বা‘অদাল ক্বাদ্বা, ওয়া আসআলুকা বারদাল ‘আইশি বা‘অদাল মাওত]
🔘অর্থঃ-
হে আল্লাহ! তোমার কাছে এমন নিয়ামত (অনুগ্রহ) চাই, যা কখনো শেষ হবে না; তোমার কাছে চাই, যেন তোমার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে পারি এবং তোমার কাছে মৃত্যুর পর আরামদায়ক জীবন চাই।
_|নাসাঈ: ১৩০৪, হাদিসটি সহিহ|_
🔕এছাড়াও শির্ক থেকে আশ্রয় চাওয়া জরুরি, কারো উপর জুলুম করা এবং জুলুমের শিকার হওয়া থেকে দু‘আ করতে হবে,সুস্থতা কামনায়, ইবাদতের তাওফিক লাভ,বিপদ-মুসিবত ও মন্দ পরিণতি থেকে রেহাই পাওয়ার দু‘আ করাও কর্তব্য।
“আল্লাহ তা’য়ালা আমাদের সবাইকে উপরোক্ত বিষয়গুলোর প্রতি সহিহ বুঝ দান করুন এবং উপরোক্ত আলোচনা থেকে উপদেশ গ্রহন করে আমলগুলো করার তৌফিক দান করুন আমিন!!
আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন!
আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে জানতে লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।
আইডিসি মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আপনি আইডিসি মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.
আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।
কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।
ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।
ইসলামী দাওয়াহ সেন্টারকে সচল রাখতে সাহায্য করুন!
ইসলামী দাওয়াহ সেন্টার ১টি অলাভজনক দাওয়াহ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ইসলামিক ব্লগটি বর্তমানে ২০,০০০+ মানুষ প্রতিমাসে পড়ে, দিন দিন আরো অনেক বেশি বেড়ে যাবে, ইংশাআল্লাহ।
বর্তমানে মাদরাসা এবং ব্লগ প্রজেক্টের বিভিন্ন খাতে (ওয়েবসাইট হোস্টিং, CDN,কনটেন্ট রাইটিং, প্রুফ রিডিং, ব্লগ পোস্টিং, ডিজাইন এবং মার্কেটিং) মাসে গড়ে ৫০,০০০+ টাকা খরচ হয়, যা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেকারনে, এই বিশাল ধর্মীয় কাজকে সামনে এগিয়ে নিতে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, এমন কিছু ভাই ও বোন ( ৩১৩ জন ) দরকার, যারা আইডিসিকে নির্দিষ্ট অংকের সাহায্য করবেন, তাহলে এই পথ চলা অনেক সহজ হয়ে যাবে, ইংশাআল্লাহ।
যারা এককালিন, মাসিক অথবা বাৎসরিক সাহায্য করবেন, তারা আইডিসির মুল টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইংশাআল্লাহ।
আইডিসির ঠিকানাঃ খঃ ৬৫/৫, শাহজাদপুর, গুলশান, ঢাকা -১২১২, মোবাইলঃ +88 01609 820 094, +88 01716 988 953 ( নগদ/বিকাশ পার্সোনাল )
ইমেলঃ info@islamidawahcenter.com, info@idcmadrasah.com, ওয়েব: www.islamidawahcenter.com, www.idcmadrasah.com সার্বিক তত্ত্বাবধানেঃ হাঃ মুফতি মাহবুব ওসমানী ( এম. এ. ইন ইংলিশ, ফার্স্ট ক্লাস )
Munajat / দোয়ার আদবসমূহ
১) হালাল রিজিক খাওয়া ও পরিধান করা।
২) ওজু করা।
৩) কিবলার দিকে মুখ করা।
৪) দোয়ার পূর্বে নামাজ পড়া।
৫) শুরু ও শেষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পড়া।
৬) উভয় হাত কাধ পর্যন্ত উঠানো।
৭) নিজের অপারগতা ও অক্ষমতা প্রকাশ করা।
৮) বিনীতভাবে প্রার্থনা করা।
৯) নবীদের ওসিলা দিয়ে দোয়া করা।
১০) দোয়ার সময় আকাশের দিকে দৃষ্টি করা মাকরুহ।
১১) নিজের গুনাহসমূহ স্বীকার করা।
১২) আল্লাহর নেক বান্দাদের উসিলা করে দোয়া করা।
১৩) দোয়াকারী ও দোয়া শ্রবণকারী সকলে আমীন বলা।
১৪) ছোট হোক কিংবা বড় হোক সমস্ত হাজত আল্লাহর কাছে চাওয়া।
১৫) দোয়া শেষ হলে উভয় হাত মুখে বুলিয়ে নেয়া।
১৬) আল্লাহর রহমতের ব্যাপারে সংকীর্ণতা না করা। যেমন:- শুধু আমাকেই ক্ষমা করো অন্যদেরকে নয়।
১৭) দোয়ার সময় আওয়াজকে বড় না করা।
আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন!
আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে জানতে লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।
আইডিসি মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আপনি আইডিসি মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.
আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।
কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।
ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।
কুরআন থেকে দোয়া/Munajat – কোরআন মাজিদে বর্ণিত সবগুলো দোয়া নিম্নে উল্লেখ করা হলো।
Related Posts
Leave a Reply Cancel reply
Categories
- advices
- Ahle Hadis
- Allah
- Amal
- Arabic Communication
- Arabic Grammar
- Arif Azad
- Bangladesh
- Biography
- Child care
- Country
- Death
- Dowry
- Dua
- Education
- Eid
- Family
- Fasting
- Fatwa
- Gazwatul Hind
- Hadith
- Hajj
- Halal or Haram
- Humble
- Husband & Wife
- IDCM
- Iman
- Interest
- Islamic Books
- Islamic Days
- Islamic Economi
- Islamic Education
- Islamic FAQ
- Islamic Future
- Islamic History
- Islamic Lectures
- Islamic Life
- Islamic Politics
- Islamic Rules
- islamic song
- islamic story
- Jihad
- Jinn
- let's learn arabic
- Magic
- Marriage
- Mosque
- Motivation
- Muhammad SM
- Muslims
- News
- Parenting
- Patriotism
- Pending
- Personal Development
- Poet
- Pornography
- Press Release
- Prophets
- Quran
- Quran and Science
- Quran Interpretation
- Qurbani
- Relations
- Rizq
- Ruqyah
- Sacrifice
- Sadaqah
- Safety
- Sahaba
- Salah
- Salat
- Sex
- Sin
- Tajweed
- Taqwa
- Tasawwuf
- Tawba
- Tawhid
- Veil
- Weed
- Zakat
Recent Posts
- ব্যাংকে রাখা ফিক্সড ডিপোজিটের উপর কি প্রতি বছর যাকাত আবশ্যক? – Zakat on Fixed Deposit – সমিতির টাকার ওপর জাকাত আসবে কি? March 25, 2023
- Symptoms of Bad and Good Death – খারাপ এবং ভালো মৃত্যুর আলামত সমূহ March 20, 2023
- Taweez in Islam – ইসলামে তাবিজ জায়েজ হলেও কেন তাবিজ থেকে দূরে থাকা উত্তম? March 20, 2023
- Dua to be rich – ধনী হওয়ার দোয়া/আমল- আজ থেকেই শুরু হোক ধনী হওয়ার পথচলা March 7, 2023
- Islam has never encouraged polygamy – ইসলাম একাধিক বিয়েকে কখনো উৎসাহিত করে নি! January 9, 2023