Munajat – আল্লাহর কাছে কি দোয়া করবেন? 

 

 

Munajat

 

 
যখন আপনি আপনার সবকিছু বিশ্বজাহানের অধিপতির উপর ন্যস্ত করবেন তখন আপনার চিন্তা কিসের, আপনার মন খারাপের কিছু নেই। বরং আপনি দৃঢ় বিশ্বাস রাখুন আপনার জীবনে যা কিছু ঘটবে সবকিছুই আপনার জন্য কল্যাণকর, যদি তা আপনার মনোঃপূত না ও হয়।
 
আল্লাহর কাছে যখন আমরা মন থেকে কিছু চাই,দুয়া করি তখন আমাদের উচিত অলৌকিক (miracle) এ বিশ্বাস রাখা মানে মহান আল্লাহর উপর পূর্ন বিশ্বাস রেখে একনিষ্ঠতার সাথে দুয়া করা।পরিবেশ,পরিস্থিতি, আর সময়ের কারনে আমরা হয়তো ধরে নেই যে আল্লাহর কাছে যা চেয়েছি বা চাচ্ছি তা হয়তো পাওয়া সম্ভব নয় অথবা অনিশ্চিত। কিন্তু আমরা এটা ভুলে যাই যে আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালা পরিবেশ, পরিস্থিতি আর সময়ের মুখাপেক্ষী নন। বরং আসমান -জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহর মুখাপেক্ষী।
 
তাছাড়া দুয়া করার সময় এই বিশ্বাস রাখতে হবে যে, আমার দু’আ অবশ্যই কবুল হবে। আল্লাহ্ যদি দুয়া কবুলই না করবেন তাহলে তিনি আমাকে দু’আ করার শক্তিই দিতেন না বা তার কাছে কিছু চাওয়ার অবকাশই দিতেন না। আল্লাহর কাছে দু’আ করতে পারাটাও একটা নিয়ামত (Blessing)। এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ্ নিশ্চয়ই আমার ডাকে সাড়া দিবেন।
 
সহীহ হাদিস এসেছে,”অন্যমনস্ক, অমনোযোগী এবং গাফেল অন্তরের দুয়া আল্লাহ্ কবুল করেন না।”
 
মহান আল্লাহ আমাদেরকে বেশী বেশী ইবাদাত করার তাওফিক দান করেন। আমাদের ত্রুটিপূর্ন ইবাদতগুলোর ভুল-ত্রুটি ক্ষমা করে সেগুলোকে কবুল করে নেন।নেক আমলগুলোর মাধ্যমে আমাদের সকলের মনোবাসনা পূর্ন করে দেন।
আমিন, সুম্মা আমিন..।

 

Munajat – আল্লাহর কাছে কি দোয়া করবেন?

 

————–
☛, নিজের গুনাহ মাফের জন্য দোয়া করবেন !
☛, গুনাহ থেকে বেঁছে থাকার জন্য দোয়া করবেন !
☛, আল্লাহর অনুগত বান্দা হওয়ার জন্য দোয়া করবেন !
☛, সুন্নাহ মেনে চলা সহজ হওয়ার জন্য দোয়া করবেন !
.
☛, অন্যের কাছে অপদস্থ না হওয়ার দোয়া করবেন !
☛, বদ নজর থাকে বাঁচার জন্য দোয়া করবেন !
☛, বিপদ বালা মছিবত থেকে বেচে থাকার জন্য দোয়া করবেন !
☛, নিজের হেদায়েতের জন্য দোয়া করবেন !
☛, ইসলামের উপর টিকে থাকার জন্য দোয়া করবেন !
☛, মুনাফিকি থেকে মুক্ত থাকার জন্য দোয়া করবেন !
.
☛, নিজের পরিবারবর্গের জন্য দোয়া করবেন !
☛, পিতামাতার জন্য দোয়া করবেন !
☛,সন্তান সন্ততির জন্য দোয়া করবেন !
☛, সন্তান সন্ততি স্বামী স্ত্রী-নিজের জন্য নয়ন তৃপ্তিকর হওয়ার জন্য দোয়া করবেন !
☛, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য দোয়া করবেন !
☛, সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া করবেন !
☛, ছেলে মেয়েদের ইসলামী শিক্ষা দেওয়া সহজ হওয়ার জন্য দোয়া করবেন !
☛, ছেলে মেয়েরা যাতে ইসলামের উপর থাকে সেজন্য দোয়া করবেন !
.
☛, আত্মীয় স্বজনদের জন্য দোয়া করবেন !
☛, যারা আপনার কাছে দোয়া চেয়েছেন তাদের জন্য দোয়া করবেন !
☛, যে সমস্ত আত্মীয় স্বজন মারা গেছেন তাদের মাগফিরাতের জন্য দোয়া করবেন !
☛,ইসলামের পথে থাকা সহজ হওয়ার জন্য দোয়া করবেন !
☛, ইসলাম সম্প্রসারণের জন্য দোয়া করবেন !
☛, ইসলামের জন্য বুককে সম্প্রসারণ করার জন্য দোয়া করবেন !
☛, আপনার প্রয়োজন পূরণের জন্য দোয়া করবেন !
.
☛, রোগ মুক্তির জন্য দোয়া করবেন !
☛,হালাল রিজিক সহজ হওয়ার জন্য দোয়া করবেন !
☛,হারাম কাজ থেকে বেচে থাকার জন্য দোয়া করবেন !
☛,সহজে ঋণ পরিশোধ হওয়ার জন্য দোয়া করবেন !
☛, কাফেরদের উতপীড়ন থেকে নিরাপদ থাকার দোয়া করবেন !
☛, অন্যের উপর বোঝা স্বরূপ না হওয়ার জন্য দোয়া করবেন !
☛, বিদাত থেকে বেচে থাকার জন্য দোয়া করবেন !
.
☛,শির্ক থেকে বেচে থাকার জন্য দোয়া করবেন !
☛, লোক দেখানো ইবাদত থেকে মুক্ত থাকার জন্য দোয়া করবেন !
☛, ঈমান বৃদ্ধির জন্য দোয়া করবেন !
☛,সকল অবস্থায় খাটি ঈমানদার হয়ে থাকার জন্য দোয়া করবেন !
☛, বদ অভ্যাস থেকে মুক্ত থাকার জন্য দোয়া করবেন !
.
☛, জান্নাতুল ফেরদৌস এর জন্য দোয়া করবেন !
☛,জাহান্নাম থেকে মুক্ত থাকার জন্য দোয়া করবেন !
☛,কবরের আযাব থেকে মুক্তির জন্য দোয়া করবেন !
☛,সকল বিকাল জিকির করা সহজ হওয়ার জন্য দোয়া করবেন !
☛,প্রতিদিন কুরআন তিলওয়াত করা সহজ হওয়ার জন্য দোয়া করবেন !
☛,নবীজির শাফায়াত নসীব হওয়ার জন্য দোয়া করবেন ।
☛, দাজ্জালের ফেতনা থেকে বেচে থাকার জন্য দোয়া করবেন !
.
☛, সকল রকম ফেতনা থেকে মুক্ত থাকার জন্য দোয়া করবেন !
☛, মনে যাতে মুমিনদের প্রতি হিংসা উৎপাদন না হয় সে জন্য দোয়া করবেন।

01. Mizanur Rahman Azhari: https://youtu.be/b4G9yAiYbU4

02. As Sudais: https://youtu.be/pEEOThZLEVs ( Start From 36:30 Minutes )

 

 

Islami Dawah Center Cover photo

 

ইসলামী দাওয়াহ সেন্টারকে সচল রাখতে সাহায্য করুন!

 

ইসলামী দাওয়াহ সেন্টার ১টি অলাভজনক দাওয়াহ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ইসলামিক ব্লগটি বর্তমানে ২০,০০০+ মানুষ প্রতিমাসে পড়ে, দিন দিন আরো অনেক বেশি বেড়ে যাবে, ইংশাআল্লাহ।

বর্তমানে মাদরাসা এবং ব্লগ প্রজেক্টের বিভিন্ন খাতে (ওয়েবসাইট হোস্টিং, CDN,কনটেন্ট রাইটিং, প্রুফ রিডিং, ব্লগ পোস্টিং, ডিজাইন এবং মার্কেটিং) মাসে গড়ে ৫০,০০০+ টাকা খরচ হয়, যা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেকারনে, এই বিশাল ধর্মীয় কাজকে সামনে এগিয়ে নিতে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, এমন কিছু ভাই ও বোন ( ৩১৩ জন ) দরকার, যারা আইডিসিকে নির্দিষ্ট অংকের সাহায্য করবেন, তাহলে এই পথ চলা অনেক সহজ হয়ে যাবে, ইংশাআল্লাহ।

যারা এককালিন, মাসিক অথবা বাৎসরিক সাহায্য করবেন, তারা আইডিসির মুল টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইংশাআল্লাহ।

আইডিসির ঠিকানাঃ খঃ ৬৫/৫, শাহজাদপুর, গুলশান, ঢাকা -১২১২, মোবাইলঃ +88 01609 820 094, +88 01716 988 953 ( নগদ/বিকাশ পার্সোনাল )

ইমেলঃ info@islamidawahcenter.com, info@idcmadrasah.com, ওয়েব: www.islamidawahcenter.com, www.idcmadrasah.com সার্বিক তত্ত্বাবধানেঃ হাঃ মুফতি মাহবুব ওসমানী ( এম. এ. ইন ইংলিশ, ফার্স্ট ক্লাস )

 
يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك
 
وعظيم سلطانك لك الحمد بالايمان ولك الحمد بالاسلام لك الحمد بالقران
 
اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك
 
اللهم اني اسالك الهدى والتقى والعفاف والغنى
 
اللهم اتي نفوسنا تقواها
 
زكي ها انت خير من زكاها
انت وليها ومولاها
 
اللهم اهدنا فيمن هديت
 
وعافنا في من عافيت
 
وتولنا فيمن توليت
 
وقنا واصرف عنا برحمتك شر ما قضيت
 
فانك تقضي بالحق ولا يقضى عليك
 
اللهم لاتدع لنا ذنبا في مقامنا هذا الا غفرته
 
ولا دينا الا قضيته
 
ولا مجاهدا في سبيل ك الا نصرتها
ولا حاجه من حوائج الدنيا الا وفيتها يا الله
اللهم اني اعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وضلع الدين غلبت الرجال
و نعوذ بك من النفاق والشقاق والذله واختلاف من له
اللهم اتنا لسانا ذاكرا وقلبا شاكرا
بدنا على البلاء صابرا
الغفران من الذنوب الغبره
فان ارادتك على كل شيء قادرا
اللهم اجعل القران العظيم ربيع على قلوبنا
ونور صدورنا
وزلاءاحساننا
همومنا وغمومنا
وجعله شفيعنا يوم الحساب
وارزقنا تلاوته اناء الليل واطراف النهار
اللهم يا مسهل الشديد
ياملين الحديد
يا من فعل لكل امر جديد
زدنا ولا تنقصنا
اكرمنا ولا تهنا
ورحمنا ولا تقدم بنا يا غفور يا غفار
اللهم ياسامع الصوت
يا سابق الفوز
يا كاسي العظام لحما بعد الموت
اغفر لنا ذنوبنا كلها
دقها وجلها
اولها واخرها
على نياتها وسرها
خدعها وعمادها
صغيره وكبيره ياغفور ياغفار
اللهم بارك لنا في صحتنا
بارك لنا في عافيتنا
بارك لنا في مذاكرتنا بارك لنا في مدرستنا
بارك لنا في مشاورتنا باري لنا في ارزاقنا يا رزاق
ان كان ترزاقنا في السماء فانزلنا
وان كانت ترزا قنا في الارض فاخرجنا وان كان ترزا قنا بعيدا فقربنا
وان كان ترزقنا قريبا فيسرنا
وان كان ارزا كنا يصيرا فبارك في ارزاقنا يارزاق
اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار يا خلق الجنه والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر
. اللهم اجرنا من النيران
اللهم اجرنا من النيران بحرمه القران
اللهم انك عفوا كريم تحب العفو فاعفوا عنا
اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا
ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار
ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما
ربي هب لي من الصالحين
ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب
اعوذ ب

03. Principal Abu Bakar Siddiq:  https://youtu.be/7bib_vSgIis

 

 

Munajat – এভাবে আল্লাহ তায়ালাকে ডাকার ক্ষমতা যদি থাকে, অবশ্যই দুয়া কবুল হবে ইনশাআল্লাহ।

 

মাওলানা তারিক জামিল এর _______



হে আল্লাহ, তুমি কত বুঝিয়েছো কিন্তু আমরা কেউ বুঝিনি, তুমি বাঁধা দিয়েছ কিন্তু আমরা কেউ থামিনি।
.
হে আমার মালিক ! মাসুম বাচ্চারা যেমন অভিমান করে বাপ মা ছেড়ে দূরে যেয়ে ছন্ন ছাড়া হয়ে ঘুড়ে বেড়ায় আমাদের অবস্থাও তোমার থেকে দূরে যেয়ে এমনই হয়ে গেছে যে আমরা ছন্নছাড়া হয়ে গেছি।
.
হে মোর মালিক, সামনে কোন রাস্তাও দেখতে পাইনা, কোন উপায়ও চোখে আসেনা। তোমার পবিত্র ঘরে একত্রিত হয়ে, তোমার সামনেই তো হাত পাতি, ভিক্ষার ঝুলি ফেলি যে তুমি আমাদের হয়ে যাও।
.
আমাদের হৃদয় এটার যোগ্য না যে তোমার ভালোবাসা লাভ করবে, কিন্তু আল্লাহ তুমি তো যোগ্য, তোমার রহমত তো যোগ্য যে আমাদের গন্ধ হৃদয়কে তুমি ধুয়ে দাও, পরিষ্কার করে দাও আর একে তোমার রহমত লাভের ব্যাপারে কবুল করে নাও, যোগ্য করে দাও।
.
আমার মালিক ! ভালো হওয়ার চেষ্টা করতে করতে ধুকে গেছি। হে মওলা, অনেক চেষ্টা করেছি কিন্তু যেভাবে তুমি পছন্দ করো সেভাবে নিজেকে গড়ে তুলতে পারিনি।
.
হে আমার মালিক ! আমাদের ব্যাপারে তো জানোই আমরা তোমার নবীর যামানার কত পরে এসেছি। সেই যামানার লোকেরা তো চারপাশে কত পূন্যের, তাকওয়ার পরিবেশের মাঝে থাকত, কিন্তু আমাদের দিকে একবার চেয়ে তো দেখ পুরো দুনিয়াতে কি চলছে , কত রকম নিত্য নতুন গুনাহ প্রতিনিয়ত সংঘটিত হচ্ছে।
.
হে আল্লাহ, এক কদম তোমার দিকে চলি তো দশ কদম উলটো দিকে আসি। সকালে তওবা করি সন্ধ্যায় আবার গুনাহ করি, সন্ধ্যায় তওবা করি সকালে আবার গুনাহ করি। কিন্তু তোমার রহমতের, ক্ষমাশীলতার উচ্চতার সামনে আমাদের গুনাহ এর উচ্চতাই বা কতটুকু ?
.
হে মালিক ! কেয়ামতের দিনে যখন প্রথম দিক কার লোকেরা আসবে, ওদের কাছে তো বড় তাকওয়া থাকবে, বড় বড় আমল থাকবে, তারপর যখন আমরা এই যামানার লোকেরা আসব, আমরা তো ইয়া আল্লাহ একদম খালি হাত হবে, আমাদের ঝুলিও তো ফাঁকা থাকবে। কোথাও লুকানোরও তো জায়গা থাকবেনা যে চুপ করে লুকিয়ে পড়ব।
.
হে মোদের রব ! আমাদের সম্বল বলতে তো কেবল তোমার রহমত আর তোমার হাবীবের ভবিষ্যদ্বানী। তিনি বলেছিলেন, “ওরাই তো আমার ভাই যারা আমাকে না দেখেই বিশ্বাস করবে, আমার উপর ঈমান আনবে”
হে মালিক, আমরা তো দেখিনি উনাকে, আমরা কোরআন নাযিল হওয়াও দেখিনি। আমরা তো এই যামানায় চারিদিকে শুধু দেখে চলেছি নোংরা নোংরা নগ্ন সংস্কৃতি আর শুনে চলেছি গুনাহর আওয়াজ।
.
হে আল্লাহ ! তোমার হাবীব তো আমাদের জন্য দুয়া করে গেছেন। তুমি তো তাকে কথা দিয়েছিলে যে তাকে তুমি তাঁর উম্মতদের ব্যাপারে তাকে খুশী করে দিবা। আমরা তার উম্মতও আর তিনি আমাদের তাঁর ভাইও বলেছেন।
.
হে আল্লাহ কিছুই নাই আমাদের কাছে, আমাদের নবী অনেক কষ্ট করে গেছেন তোমার দ্বীনের পথে, সে উছিলায় হলেও তুমি আমাদের কে ক্ষমা করে দাও।
.
হে মা এর থেকে বেশি ভালোবাসা স্থাপনকারী, বাপের থেকে বেশি যত্নকারী ! আমাদের কাছে জান্নাতে যাবার মত একটা আমলও নাই, শুধু তোমার রহমত আর তোমার হাবীবের শাফায়াত আছে ।এই দুইটা ছাড়া আমাদের কাছে আর কিছুই নাই।
আমরা ফকির, আমাদের বিবিরা ফকির, আমাদের বাচ্চারা ফকির। আমাদের আরব অনারব, কালো ফর্সা, ধনী গরীব সবাই ফকির তোমার রহমত ছাড়া।
.
হে আমাদের রব, আজকেই ফায়সালা করে দাও। আমাদের সকল গুনাহ মাফ না করিয়ে উঠবনা আমি।
তোমার জান্নাত তো এত বড়! কোন কোনা কাঞ্চিতে করুনা করে একটু জায়গা করে দিলে তো কেউ জানতেও পারবেনা যে আমার মত গুনাহগার সেখানে স্থান পেয়েছে ।
ওহ আল্লাহ, তোমাকে চ্যালেঞ্জ করার মত কে বা আছে ? তোমাকে প্রশ্নকারীই বা কে আছে তুমি আমাদের ক্ষমা করে দিলে ?
.
হে মুহম্মদ (সাঃ) এর রব, হে মূসা কালিমুল্লাহ এর রব, হে ইব্রাহীম খালিল এর রব, হে ঈসায়ী রুহু কে রব, হে অনাথদের রব, আমাদের কারোর না কারোর অশ্রু, কারোর দুয়ার হাত তো পছন্দ করে আমাদের সবার দুয়া কবুল করে নাও।
আমাদের তো তুমিই আছো, আর সেই যামানার সবারও তো তুমি ছিলাই আর এমনিতেও তারা ছিলো অনেক বড় মুত্তাকী, কিন্তু আমাদের তো শুধুই তুমি আছো, আমীন।

 

আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন!

 

আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে  জানতে  লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।

আইডিসি  মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আপনি আইডিসি  মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.

আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে  দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।

কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।

ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।

 

মাঝেমদ্ধে আমরা মনে করি এই কাজটা এইভাবে করলে ভালো হত, ঐ কাজ টা ঐ ভাবে করা দরকার ছিল, এটা এভাবে করলে এই রকম সফলতা আসবে, ইশ কি মিস করছি ইত্যাদি ইত্যাদি কত রকম কথা। আসলে একমাত্র আল্লাহ তায়ালাই ভালো জানেন কোনটা কার জন্য ভালো, কিভাবে হলে ভালো হবে। এইজন্য কোন কাজের শুরুতে দোয়া করা চাই,

“আয় আল্লাহ, যেই কাজ করতে যাচ্ছি, যদি এই কাজের মধ্যে আমার জন্য ভালাই থাকে তবে দান করেন, আর যদি কোন খারাপি থাকে তো হেফাজত করেন, যেই কাজ যেই ভাবে করলে আপনি খুশি হবেন, আপনার হাবিব (সঃ) খুশি হবেন, আমার জন্য উত্তম রুপে সেই কাজের ব্যাবস্থা করে দেন, আর খুব বরকত দান করেন, আমিন”

 

Munajat – “আল্লাহর কাছে কোন বিষয়ে দু‘আ করবো?

 

“আমরা অনেকেই ভুলের মধ্যে আছি গুরুত্বপূর্ণ বিষয়গুলো দু‘আর মধ্যে বলতে অনেকেই ভুলে যাই

 

🔳রাসূলুল্লাহ্ (সাঃ) বলেনঃ-

 

‘‘তোমাদের কেউ যখন কামনা বা প্রার্থনা করবে, তখন সে যেন বেশি করে প্রার্থনা করে, কারণ সে তো তার মালিকের কাছেই চাচ্ছে!’’

[মাজমাউয যাওয়াইদ: ১০/১৫০, সনদ সহিহ]

আল্লাহর ভাণ্ডার অফুরন্ত। সুতরাং, আমাদের সব চাওয়াই আল্লাহর কাছে বলতে হবে। আল্লাহর ভাণ্ডারে কোনো কিছুর কমতি নেই। এজন্য হাদিসে এসেছে,

“জুতার ফিতা ছিঁড়ে গেলেও তা মহান রবের কাছে চাওয়া।

তিরমিযি: ৩৬০৭, হাদিসটি হাসান

“তবে,মানুষের জীবনে চাহিদার শেষ নেই, প্রয়োজনেরও সীমা নেই। এতসব কিছুর মধ্যে কয়েকটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া জরুরি। না হয়, আল্লাহর কাছে দু‘আর সময় অনেক গুরুত্বপূর্ণ চাওয়া বাকি থেকে যাবে।

 

এবং এমনটিই হয় অনেকের। তাই, যেসব গুরুত্বপূর্ণ বিষয়ে বেশি বেশি চাওয়া দরকার সেগুলো নিম্নে উপস্থাপন করা হলো যথাঃ-

❑ হিদায়াত তথা সঠিক পথনির্দেশনা:
❑ গুনাহ থেকে ক্ষমা চাওয়া:
❑ জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত কামনা:
❑ দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা:
❑ দ্বীনের উপর অটল-অবিচল থাকা:
❑ ঈমান নিয়ে মৃত্যুবরণ করার দু‘আ:
❑ নিয়ামতের স্থায়িত্ব এবং আল্লাহর প্রতিটি সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে পারা:
❑শির্ক থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া:

 

🔳 হিদায়াত তথা সঠিক পথনির্দেশনা:

“একজন মুমিনের জীবনে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হলো, সঠিকভাবে হিদায়াতের উপর চলা। সাধারণভাবে প্রত্যেক মুসলিমই মৌলিকভাবে হিদায়াতপ্রাপ্ত। তবে,পূর্ণাঙ্গ হিদায়াত অনেক ব্যাপক, সেজন্য আল্লাহর কাছে এটি বেশি করে চাইতে হবে।

 

🔳আল্লাহ্ বলেনঃ-

‘‘যাকে আল্লাহ্ সঠিক পথ দেখান, সে-ই সঠিক পথ পায়; আর যাকে আল্লাহ্ পথভ্রষ্ট করেন, তার জন্য তুমি কোনো অভিভাবক এবং পথনির্দেশক পাবে না।’’


_|সূরা কাহফ, আয়াত: ১৭|_

মানুষ নিজেই যখন হিদায়াতের পথ চায় না এবং তা থেকে দূরে সরে যায়, তখন তাকে আল্লাহ্ পথভ্রষ্ট করেন।

 

🔳আল্লাহ্ বলেন,

‘‘কিন্তু তারা যখন বাঁকা পথ ধরলো, তখন আল্লাহ্‌ও তাদের অন্তরকে বাঁকা করে দিলেন।’’

_|সূরা আস-সফ আয়াত: ০৫|_

এজন্য আমরা সূরা ফাতিহাতে প্রতিবার হিদায়াত তথা সরল পথের প্রার্থনা করি।

_|সূরা ফাতিহা, আয়াত: ০৫ দ্রষ্টব্য|_

 

🔳গুনাহ থেকে ক্ষমা চাওয়া:

“নিঃসন্দেহে এটি আমাদের জীবনের প্রধান কামনা ইহার জন্য রাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ-

‘‘লোকসকল! তোমরা আল্লাহর দিকে ফিরে আসো এবং তাঁর কাছে ক্ষমা চাও। আমি প্রতিদিন ১০০ বার তাওবাহ্ করি এবং ক্ষমা প্রার্থনা করি।’’

_|মুসনাদ আহমাদ: ৪/২৬০, হাদিসটি সহিহ|_

 

🔳জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত কামনা:


🔳আল্লাহ্ তা‘আলা বলেনঃ-

‘‘অতঃপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সে-ই তো সফল হবে। আর দুনিয়ার জীবন তো ধোঁকার সামগ্রী ছাড়া কিছুই নয়।’’

_|সূরা আলে ইমরান, আয়াত: ১৮৫|_

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সহচরবৃন্দ নিয়মিত জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত কামনা করতেন।

 

🔳দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা:


🔳আনাস (রা.) বর্ণিতঃ-রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অধিকাংশ সময় এই দু‘আ করতেন—

اَللّٰهُمَّ آتِنَا فِيْ الدُّنْيَا حَسَنَةً وَفِيْ الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

🔘

এই একটি দু‘আ এতই ব্যাপক যে, এতে দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণ অন্তর্ভূক্ত হয়ে যায়।

 

🔳দ্বীনের উপর অটল-অবিচল থাকা:


🔳উম্মে সালামা (রা.) বলেন—রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দু’আটি সবচেয়ে বেশি পড়তেন, তা হলো–
.
يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلٰي دِيْنِكَ

🔘মোটামুটি উচ্চারণঃ-
ইয়া মুক্বাল্লিবাল ক্বুলূব! সাব্বিত ক্বালবী ‘আলা দীনিকা]

🔘অর্থঃ-
হে অন্তরসমূহের পরিবর্তনকারী! আপনি আমার অন্তরকে
আপনার দ্বীনের (ইসলামের) উপর অটল রাখুন।

_|তিরমিযি: ৩৫২২, হাদিসটি হাসান|_

 

🔳ঈমান নিয়ে মৃত্যুবরণ করার দু‘আ:

اللَٰهُمَّ تَوَفَّنَا مُسْلِمِينَ، وَأَحْيِنَا مُسْلِمِينَ، وَأَلْحِقْنَا بِالصَّالِحِينَ، غَيرَ خَزَايَا وَلَا مَفْتُونِينَ

🔘মোটিমুটি উচ্চারণঃ-
আল্লা-হুম্মা তাওয়াফফানা মুসলিমীন, ওয়া আ‘হয়িনা মুসলিমীন, ওয়া আল‘হিক্বনা বিস স-লিহীন, গায়রা খাযা-য়া ওয়া লা মাফতূ-নীন]

🔘অর্থঃ-
হে আল্লাহ! মুসলিম অবস্থায় আমাদের মৃত্যু দিও; মুসলিম অবস্থায় বাঁচিয়ে রাখো; (মৃত্যুর পর) ভালো মানুষদের সাথে আমাদের জুড়ে দিয়ো; আমাদের অপদস্থ করো না এবং পরীক্ষায় ফেলো না।

_|বুখারি, আল-আদাবুল মুফরাদ: ৬৯৯, হাদিসটি সহিহ|_

 

🔳নিয়ামতের স্থায়িত্ব এবং আল্লাহর প্রতিটি সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে পারা:

اللّٰهُمَّ أَسْأَلُكَ نَعِيْماً لَا يَنْفَدُ وَأَسْأَلُكَ الرِّضٰى بَعْدَ الْقَضَاءِ وَأَسْأَلُكَ بَرْدَ الْعَيْشِ بَعْدَ الْمَوْتِ

🔘মোটামুটি উচ্চারণঃ-
আল্লাহুম্মা আসআলুকা না‘ঈ-মান লা ইয়ানফাদ, ওয়া আসআলুকার রিদ্বা বা‘অদাল ক্বাদ্বা, ওয়া আসআলুকা বারদাল ‘আইশি বা‘অদাল মাওত]

🔘অর্থঃ-
হে আল্লাহ! তোমার কাছে এমন নিয়ামত (অনুগ্রহ) চাই, যা কখনো শেষ হবে না; তোমার কাছে চাই, যেন তোমার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে পারি এবং তোমার কাছে মৃত্যুর পর আরামদায়ক জীবন চাই।

_|নাসাঈ: ১৩০৪, হাদিসটি সহিহ|_

🔕এছাড়াও শির্ক থেকে আশ্রয় চাওয়া জরুরি, কারো উপর জুলুম করা এবং জুলুমের শিকার হওয়া থেকে দু‘আ করতে হবে,সুস্থতা কামনায়, ইবাদতের তাওফিক লাভ,বিপদ-মুসিবত ও মন্দ পরিণতি থেকে রেহাই পাওয়ার দু‘আ করাও কর্তব্য।

“আল্লাহ তা’য়ালা আমাদের সবাইকে উপরোক্ত বিষয়গুলোর প্রতি সহিহ বুঝ দান করুন এবং উপরোক্ত আলোচনা থেকে উপদেশ গ্রহন করে আমলগুলো করার তৌফিক দান করুন আমিন!!

 

আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন!

 

আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে  জানতে  লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।

আইডিসি  মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আপনি আইডিসি  মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.

আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে  দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।

কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।

ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।

 

Islami Dawah Center Cover photo

 

 

ইসলামী দাওয়াহ সেন্টারকে সচল রাখতে সাহায্য করুন!

 

ইসলামী দাওয়াহ সেন্টার ১টি অলাভজনক দাওয়াহ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ইসলামিক ব্লগটি বর্তমানে ২০,০০০+ মানুষ প্রতিমাসে পড়ে, দিন দিন আরো অনেক বেশি বেড়ে যাবে, ইংশাআল্লাহ।

বর্তমানে মাদরাসা এবং ব্লগ প্রজেক্টের বিভিন্ন খাতে (ওয়েবসাইট হোস্টিং, CDN,কনটেন্ট রাইটিং, প্রুফ রিডিং, ব্লগ পোস্টিং, ডিজাইন এবং মার্কেটিং) মাসে গড়ে ৫০,০০০+ টাকা খরচ হয়, যা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেকারনে, এই বিশাল ধর্মীয় কাজকে সামনে এগিয়ে নিতে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, এমন কিছু ভাই ও বোন ( ৩১৩ জন ) দরকার, যারা আইডিসিকে নির্দিষ্ট অংকের সাহায্য করবেন, তাহলে এই পথ চলা অনেক সহজ হয়ে যাবে, ইংশাআল্লাহ।

যারা এককালিন, মাসিক অথবা বাৎসরিক সাহায্য করবেন, তারা আইডিসির মুল টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইংশাআল্লাহ।

আইডিসির ঠিকানাঃ খঃ ৬৫/৫, শাহজাদপুর, গুলশান, ঢাকা -১২১২, মোবাইলঃ +88 01609 820 094, +88 01716 988 953 ( নগদ/বিকাশ পার্সোনাল )

ইমেলঃ info@islamidawahcenter.com, info@idcmadrasah.com, ওয়েব: www.islamidawahcenter.com, www.idcmadrasah.com সার্বিক তত্ত্বাবধানেঃ হাঃ মুফতি মাহবুব ওসমানী ( এম. এ. ইন ইংলিশ, ফার্স্ট ক্লাস )

 

Munajat / দোয়ার আদবসমূহ

১) হালাল রিজিক খাওয়া ও পরিধান করা।
২) ওজু করা।
৩) কিবলার দিকে মুখ করা।
৪) দোয়ার পূর্বে নামাজ পড়া।
৫) শুরু ও শেষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পড়া।
৬) উভয় হাত কাধ পর্যন্ত উঠানো।
৭) নিজের অপারগতা ও অক্ষমতা প্রকাশ করা।
৮) বিনীতভাবে প্রার্থনা করা।
৯) নবীদের ওসিলা দিয়ে দোয়া করা।
১০) দোয়ার সময় আকাশের দিকে দৃষ্টি করা মাকরুহ।
১১) নিজের গুনাহসমূহ স্বীকার করা।
১২) আল্লাহর নেক বান্দাদের উসিলা করে দোয়া করা।
১৩) দোয়াকারী ও দোয়া শ্রবণকারী সকলে আমীন বলা।
১৪) ছোট হোক কিংবা বড় হোক সমস্ত হাজত আল্লাহর কাছে চাওয়া।
১৫) দোয়া শেষ হলে উভয় হাত মুখে বুলিয়ে নেয়া।
১৬) আল্লাহর রহমতের ব্যাপারে সংকীর্ণতা না করা। যেমন:- শুধু আমাকেই ক্ষমা করো অন্যদেরকে নয়।
১৭) দোয়ার সময় আওয়াজকে বড় না করা।

 

 

আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন!

 

আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে  জানতে  লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।

আইডিসি  মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আপনি আইডিসি  মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.

আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে  দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।

কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।

ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।

 

 

Islami Dawah Center Cover photo

 

কুরআন থেকে দোয়া/Munajat – কোরআন মাজিদে বর্ণিত সবগুলো দোয়া নিম্নে উল্লেখ করা হলো।

 
(1) ﴿ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ * صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ 
غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ ﴾ [الفاتحة: 6، 7].
 
বাংলা উচ্চারণ-
ইহদিনাছ ছিরাত্বল মুছতাক্বীম, ছিরাত্বল্লাযীনা আনআমতা আলাইহিম, গইরিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দ্ব’ল্লীন।
অর্থ: আপনি আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন। যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। যাদের উপর ক্রোধ পতিত হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথ নয়। সূরা ফাতিহা, আয়ত নং- ৫-৬-৭
 
(2) ﴿ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ ﴾ [البقرة: 127].
 
বাংলা উচ্চারণ- রব্বানা তাকব্বাল মিন্না ইন্নাকা আনতাছ ছামীউল আলীম।
 
অর্থ: হে আমাদের পালনকর্তা! আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্ব শ্রোতা, সর্বজ্ঞ।
সূরা বাকারা আয়াত নং-১২৭
 
(3) ﴿ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ ﴾ [البقرة: 201].
বাংলা উচ্চারণ-
রব্বানা আতিনা ফিদ্ দুনইয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া ক্বিনা আযাবান নার।
 
অর্থ: হে আমাদের পালনকর্তা! আপনি আমাদেরকে ইহকালে ও পরকালে কল্যাণ দান করুন আর জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন।
সূরা বাকারা, ২০১
 
(4) ﴿ رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ ﴾ [البقرة: 250].
বাংলা উচ্চারণ-
রব্বানা আফরিগ আলাইনা ছবরান ওয়া ছাব্বিত আক্বদামানা ওয়ানছুরনা আলাল ক্বওমিল কাফিরীন। 
অর্থ: হে আমাদের প্রভূ! আপনি আমাদের উপর ধৈর্য ঢেলে দিন। আমাদের কদম ধরে রাখুন। আমাদেরকে কাফের সম্প্রদায়ের উপরে সাহায্য করুন।
সূরা বাকারা, আয়াত নং-২৫০
 
(5) ﴿ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا ﴾ [البقرة: 286].
বাংলা উচ্চারণ-
রব্বানা লা তুআখিযনা ইন নাছীনা আও আখত্ব’না। 
অর্থ: হে আমাদের পালনকর্তা! আপনি আমাদেরকে পাকড়াও করবেন না, যদি আমরা ভুলে যাই অথবা ভুল করি। সূরা বাকারা, আয়াত নং ২৮৬
 
(6) ﴿ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا ﴾ [البقرة: 286].
বাংলা উচ্চারণ-
রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা আছরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন কবলিনা।
অর্থ: হে আমাদের প্রভূ! আপনি আমাদের উপর বোঝা বহন করাবেন না যেরকম ভাবে আমাদের পূর্বেকার লোকদের উপর বোঝা বহন  করিয়েছিলেন।
সূরা বাকারা আয়াত নং-২৮৬
 
(7) ﴿ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ ﴾ [البقرة: 286].
বাংলা উচ্চারণ-
রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা ত্ব’কতালানা বিহ, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানছুরনা আলাল ক্বওমিল কাফিরীন।
অর্থ: হে আমাদের প্রভূ! আপনি আমাদের উপর বহন করাবেন না, যার সাধ্য আমাদের নেই। আমাদের মার্জনা করুন ক্ষমা করুন, দয়া করুন। আপনি আমাদের অভিভাবক। অতএব আমাদেরকে কাফের সম্প্রদায়ের উপর সাহায্য করুন।
 সূরা বাকারা, আয়াত নং-২৮৬
 
(8) ﴿ رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ ﴾ [آل عمران: 8].
বাংলা উচ্চারণ-
রব্বানা লা তুযিগ ক্বুলূবানা বা’দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রহমাতান ইন্নাকা আনতাল ওয়াহহাব। 
অর্থ: হে আমাদের প্রভূ! আপনি আমাদের অন্তর গুলোকে বক্র করবেন না। আমাদেরকে সঠিক পথ দেখানোর পর। আর আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন। নিশ্চয় আপনি সর্বাধিক দাতা।
সূরা আল ইমরান, আয়াত নং-৮
 
(9) ﴿ رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ ﴾ [آل عمران: 16].
বাংলা উচ্চারণ-
রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনূবানা ওয়া ক্বিনা আযাবান নার। সূরা আল ইমরান, আয়াত নং-১৬
অর্থ: হে আমাদের প্রভূ! নিশ্চয়ই আমরা ঈমান এনেছি। অতএব আপনি আমাদের গুনাহ গুলো ক্ষমা করে দিন এবং আমাদেরকে রক্ষা করুন জাহান্নামের শাস্তি থেকে।
সূরা আল ইমরান, আয়াত নং-১৬
 
(10) ﴿ رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ ﴾ [آل عمران: 38].
বাংলা উচ্চারণ-
রব্বি হাব লী মিল লাদুনকা যুররিয়্যাতান ত্বইয়্যিবা, ইন্নাকা ছামীউদ দোয়া।
অর্থ: হে আমার প্রভু! আপনি আপনার পক্ষ থেকে একটি নেককার সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি আহ্বান অধিক শোনেন।
 সূরা আল ইমরান, আয়াত নং-৩৮
 
(11) ﴿ رَبَّنَا آمَنَّا بِمَا أَنْزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ ﴾ [آل عمران: 53].
রব্বানা আমান্না বিমা আনযালতা ওয়াত্তাবানার রাসূলা ফাকতুবনা মাআশ শাহিদীন।
অর্থ: হে আমাদের প্রভূ! আপনি যা অবতীর্ণ করেছেন, তা আমরা বিশ্বাস করলা এবং রাসূলের অনুসরণ করলাম। অতএব, আপনি আমাদেরকে সাক্ষীদের সাথে লিখে নিন।
 সূরা আল ইমরান, আয়াত নং-৫৩
 
(12) ﴿ رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ ﴾ [آل عمران: 147].
বাংলা উচ্চারণ-
রব্বানাগ ফির লানা যুনূবানা ওয়া ইছরাফানা ফী আমরিনা ওয়া ছাব্বিত আক্বদামানা ওয়ানছুরনা আলাল ক্বওমিল কাফিরীন। 
অর্থ: হে আমাদের প্রভূ! আপনি আমাদের গুনাহ গুলো ক্ষমা করে দিন। আমাদের কাজে সীমালংঘন মূলক অপরাধগুলো ক্ষমা করে দিন। আমাদের কদম ধরে রাখুন। আর কাফের সম্প্রদায়ের উপর আমাদেরকে সাহায্য করুন।
সূরা আল ইমরান, আয়াত নং-১৪৭
 
(13) ﴿ حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ ﴾ [آل عمران: 173].
বাংলা উচ্চারণ-
হাছবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকীল। সূরা আল ইমরান, আয়াত নং-১৭৩
অর্থ: আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি উত্তম।
 
(14) ﴿ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ ﴾ [آل عمران: 191].
বাংলা উচ্চারণ-
রব্বানা মা খলাকতা হাযা বাত্বিলা ছুবহানাকা ফাক্বিনা আযাবান নার।
অর্থ: হে আমাদের পালনকর্তা! ইহা (পৃথিবী) আপনি অযথা সৃষ্টি করেন নাই। আপনি পবিত্র। অতএব আপনি
 সূরা আল ইমরান, আয়াত নং-১৯১
 
(15) ﴿ رَبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلْإِيمَانِ أَنْ آمِنُوا بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ ﴾ [آل عمران: 193].
বাংলা উচ্চারণ-
রব্বানা ইন্নানা ছামি’না মুনাদিয়াই ইউনাদী লিলঈমান, আন আমিনূ বিরব্বিকুম, ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনূবানা ওয়া কাফফির আন্না ছায়্যিআতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার।
অর্থ: হে আমাদের প্রভূ! নিশ্চয়ই আমরা এমন এক আহ্বানকারীর আহবান শুনেছি, যে ঈমানের প্রতি আহবান করে। সে বলে তোমরা তোমাদের প্রভুর কে বিশ্বাস করো, তার প্রতি ঈমান আনো। অতএব, আমরা ঈমান এনেছি। হে আমাদের প্রভু! আমাদের গুণাহগুলো আপনি ক্ষমা করে দিন এবং আমাদের অপরাধ গুলো মার্জনা করে দিন। আর আমাদেরকে মৃত্যু দান করুন সৎলোকদের সাথে।
 সূরা আল ইমরান আয়াত নং-১৯৩
 
(16) ﴿ رَبَّنَا وَآتِنَا مَا وَعَدْتَنَا عَلَى رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ ﴾ [آل عمران: 194].
বাংলা উচ্চারণ-
রব্বানা ওয়া আতিনা মা ওয়াদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখযিনা ইয়ামাল ক্বিয়ামাহ, ইন্নকা লা তুখলিফুল মীআদ।
অর্থ: হে আমাদের প্রভূ! আপনি আপনার রাসূলদের নিকট যে ওয়াদা করেছেন, তা আমাদেরকে দিয়ে দিন। আর কেয়ামতের দিবসে আমাদেরকে লাঞ্ছিত করবেন না। নিশ্চয়ই আপনি ওয়াদা ভঙ্গকারী নন।
 সূরা আল ইমরান আয়াত নং-১৯৪
 
(17) ﴿ وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا ﴾ [النساء: 75].
বাংলা উচ্চারণ-
ওয়াজআলনা মিললাদুনকা ওয়ালিইয়্যাও ওয়াজল লানা মিললাদুনকা নাছীরা।
অর্থ: (হে আমাদের প্রভূ) আপনি আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন অভিভাবক বানান এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী বানান।
 সূরা নিসা আয়াত নং-৭৫
 
(18) ﴿ وَارْزُقْنَا وَأَنْتَ خَيْرُ الرَّازِقِينَ ﴾ [المائدة: 114].
বাংলা উচ্চারণ-
ওয়ারযুকনা ওয়া আনতা খাইরুর রাযিক্বীন।
অর্থ: আর আপনি আমাদেরকে রিজিক দান করুন। আপনিতো সর্বোত্তম রিযিকদাতা।
সূরা মায়িদা, আয়াত নং-১১৪
 
(19) ﴿ رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ ﴾ [الأعراف: 23].
বাংলা উচ্চারণ-
রব্বানা যলামনা আনফুছানা ওয়া ইল্লামতাগফির লানা ওয়া তারহামনা লানাকূনান্না মিনাল খাছিরীন।
অর্থ: হে আমাদের প্রভূ! আমরা আমাদের উপরে জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন, আমাদের প্রতি দয়া না করেন, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব।
 সূরা আরাফ আয়াত নং-২৩
 
(20) ﴿ رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنْتَ خَيْرُ الْفَاتِحِينَ ﴾ [الأعراف: 89].
বাংলা উচ্চারণ-
রব্বানাফতাহ বাইনানা-ওয়া বাইনা ক্বাওমিনা বিলহাক্বি ওয়া আনতা খাইরুল ফাতিহীন। 
অর্থ: হে আমাদের প্রভূ! আপনি আমাদের মাঝে এবং আমাদের সম্প্রদায়ের মাঝে সঠিক বিচার কাজ করে দিন/ সঠিক ফায়সালা করে দিন। আর আপনিই সর্বোত্তম ফায়সালাকারী।
সূরা আরাফ আয়াত নং-৮৯
 
(21) ﴿ رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ ﴾ [الأعراف: 126].
বাংলা উচ্চারণ
রব্বানা আফরিগ আলাইনা ছবরাও ওয়া তাওয়াফফানা মুসলিমীন। 
অর্থ: হে আমাদের পালনকর্তা! আপনি আমাদের উপর ধৈর্য ঢেলে দিন, এবং আমাদেরকে মুসলিম অবস্থায় মৃত্যু দান করুন।
সূরা আরাফ আয়াত নং-১২৬
 
(22) ﴿ فَلَا تُشْمِتْ بِيَ الْأَعْدَاءَ وَلَا تَجْعَلْنِي مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ ﴾ [الأعراف: 150].
বাংলা উচ্চারণ-
ফালাতুশমিত বিয়ালআ’দাআ ওয়া লা তাজআলনী মাআল ক্বাওমিয যালিমীন। 
অর্থ: আপনি আমাদের দ্বারা দুশমনদেরকে খুশি করাবেন না। আপনি আমাদেরকে জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না।
সূরা আরাফ, আয়াত নং-১৫০
 
(23) ﴿ وَأَدْخِلْنَا فِي رَحْمَتِكَ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ ﴾ [الأعراف: 151].
বাংলা উচ্চারণ-
ওয়া আদখিলনা ফী রাহমাতিকা ওয়া আনতা আর হামুর রাহিমীন।
অর্থ: আর আপনি আমাদেরকে আপনার রহমত তথা জান্নাতে প্রবেশ করান। আপনিই তো সর্বোত্তম দয়াশীল।
 সূরা আরাফ আয়াত নং-১৫১
 
(24) ﴿ أَنْتَ وَلِيُّنَا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنْتَ خَيْرُ الْغَافِرِينَ ﴾ [الأعراف: 155].
বাংলা উচ্চারণ-
আনতা ওয়ালিইয়্যুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খাইরুর রাহহিমীন।
অর্থ: আপনি আমাদের অভিভাবক। অতএব, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আমাদের প্রতি দয়া করুন। আপনি সর্বোত্তম ক্ষমাশীল।
 সূরা আরাফ, আয়াত নং-১৫৫
 
(25) ﴿ رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِلْقَوْمِ الظَّالِمِينَ * وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِينَ ﴾ [يونس: 85، 86].
বাংলা উচ্চারণ-
রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিলক্বওমিয যালিমীন। ওয়া নাজ্জিনা বিরহমাতিকা মিনাল ক্বওমিল কাফিরীন। 
অর্থ: হে আমাদের প্রভূ! আপনি আমাদেরকে জালেম সম্প্রদায়ের ফেতনা বানাবেন না। আপনি আমাদেরকে আপনার রহমত এর মাধ্যমে মুক্তি দান করুন কাফের সম্প্রদায় থেকে।
সূরা ইউনুস আয়াত নং-৮৫-৮৬
 
(26) ﴿ فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَنْتَ وَلِيِّي فِي الدُّنْيَا وَالْآخِرَةِ تَوَفَّنِي مُسْلِمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ ﴾ [يوسف: 101].
বাংলা উচ্চারণ-
ফাত্বিরাছ ছামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিইয়্যী ফিদ দুনইয়া ওয়াল আখিরাহ, তাওয়াফফানী মুসলিমাও ওয়া আলহিকনী বিছছালিহীন। 
অর্থ: হে আকাশ ও যমীনের স্রষ্টা! আপনি আমার অভিভাবক দুনিয়া ও পরকালে। আপনি আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দান করুন এবং সৎ লোকদের সাথে আমাকে সম্পৃক্ত করুন
সূরা ইউসুফ আয়াত নং-১০১
 
(27) ﴿ رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ ﴾ [إبراهيم: 40].
বাংলা উচ্চারণ-
রব্বিজ্আলনী মুকীমাছ ছলাতি ওয়া মিন যুররিইয়্যাতী রব্বানা ওয়া তাকব্বাল দোয়া-।
অর্থ: হে আমার প্রভু! আপনি আমাকে নামাজ কায়েম কারী বানান এবং আমার সন্তানদের মধ্যে থেকে ও। হে আমাদের প্রভূ! আপনি আমার দোয়া কবুল করুন।
 সূরা ইবরাহীম আয়াত নং-৪০ 
 
(28) ﴿ رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ ﴾ [إبراهيم: 41].
বাংলা উচ্চারণ-
রব্বানাগ ফির লী ওয়ালি ওয়ালিদাইয়্যা ওয়া লিলমুমিনীনা ইয়াওমা ইয়াকূমুল হিসাব।
অর্থ: হে আমাদের প্রভূ! আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার মাতা-পিতাকে এবং মুমিনদেরকে যেদিন হিসাব কায়েম হবে।
সূরা ইবরাহীম আয়াত নং-৪১
 
(29) ﴿ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا ﴾ [الإسراء: 24].
বাংলা উচ্চারণ-
রব্বির হামহুমা কামা রব্বায়ানী ছগীরা।
অর্থ: হে আমার প্রভু! আপনি তাদের উভয়ের (মাতাপিতা) প্রতি রহম করুন যেরকম তারা আমাকে শিশুকালে রহম করেছিল।
সূরা ইসরা/বানী ইসরাইল, আয়াত নং-২৪
 
(30) ﴿ رَبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَلْ لِي مِنْ لَدُنْكَ سُلْطَانًا نَصِيرًا ﴾ [الإسراء: 80].
বাংলা উচ্চারণ-
রব্বি আদখিলনী মুদখলা ছিদকিন ওয়া আখরিজনী মুখরজা ছিদকিনও ওয়াজআলনী মিললাদুনকা সুলতানান নাছীরা।
অর্থ: হে আমার প্রভু! আপনি আমাকে সম্মানিত স্থানে প্রবেশ করান এবং সম্মানিত স্থান থেকে বের করুন। আর আপনি আমার জন্য আপনার পক্ষ থেকে একটি সাহায্যকারী দলিল স্থাপন করুন।
 সূরা ইসরা/বানী ইসরাইল আয়াত নং-৮০
 
(31) ﴿ رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا ﴾ [الكهف: 10].
বাংলা উচ্চারণ-
রব্বানা আতিনা মিললাদুনকা রহমাতাও ওয়া হাইয়্যিলানা মিন আমরিনা রশাদা।
অর্থ: হে আমাদের প্রভূ! আপনি আপনার পক্ষ থেকে আমাদের কে রহমত দান করুন এবং আপনি আমাদের জন্য আমাদের কাজের একটি সঠিক পথ নির্ধারণ করে দিন।
 সূরা কাহাফ আয়াত নং-১০
 
(32) ﴿ رَبِّ اشْرَحْ لِي صَدْرِي * وَيَسِّرْ لِي أَمْرِي ﴾ [طه: 25، 26].
বাংলা উচ্চারণ-
রব্বিশ রহলী ছদরী ওয়া ইয়াস্সির লী আমরী।
অর্থ: হে আমার প্রভু! আপনি আমার বক্ষকে প্রশস্ত করুন এবং আমার জন্য আমার কাজ সহজ করে দিন।
সূরা ত্বাহা, আয়াত নং-২৫-২৬
 
(33) ﴿ رَبِّ زِدْنِي عِلْمًا ﴾ [طه: 114].
বাংলা উচ্চারণ-
রব্বি যিদনী ইলমা।
অর্থ: হে আমার প্রভু! আপনি আমার জ্ঞান বিদ্যা বৃদ্ধি করে দিন।
সূরা ত্বাহা আয়াত নং-১১৪
 
(34) ﴿ لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ ﴾ [الأنبياء: 87].
বাংলা উচ্চারণ-
লা ইলাহা ইল্লা আনতা সুবহানকা ইন্নী কুনতু মিনায যালিমীন।
অর্থ: আপনি ছাড়া আর কোন উপাস্য নেই। আপনি পবিত্র। নিশ্চয় আমি জালেমদের অন্তর্ভুক্ত ছিলাম।
সূরা আম্বিয়া আয়াত নং-৮৭
 
(35) ﴿ رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِينَ ﴾ [الأنبياء: 89].
বাংলা উচ্চারণ-
রব্বি লা তাযারনী ফারদাও ওয়া আনতা খাইরুর রাযিক্বীন।
অর্থ: হে আমার প্রভু! আপনি কাউকে আমাকে একা রেখে রাখবেন না। আর আপনি উত্তম ওয়ারিছ।
 সূরা আম্বিয়া আয়াত নং-৮৯
 
(36) ﴿ رَبِّ أَنْزِلْنِي مُنْزَلًا مُبَارَكًا وَأَنْتَ خَيْرُ الْمُنْزِلِينَ ﴾ [المؤمنون: 29].
বাংলা উচ্চারণ-
রব্বি আনযিলনী মুনযালান। মুবারকান ওয়া আনতা খাইরুল মুনযিলীন।
অর্থ: হে আমার প্রভু! আপনি আমাকে বরকতময় স্থানে অবস্থান করান। আর আপনি উত্তম স্থান দাতা।
সূরা মুমিনূন আয়াত নং-২৯
 
(37) ﴿ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ * وَأَعُوذُ بِكَ رَبِّ أَنْ يَحْضُرُونِ ﴾ [المؤمنون: 97، 98].
রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াত্বীন, ওয়া আউযু বিকা রব্বি আইয়াহ দুরুন।
অর্থ: হে আমার প্রভু! আমি আপনার কাছে শায়তানের ফুকফাকর থেকে আশ্রয় চাই এবং আশ্রয় চাই আমি আপনার কাছে হে আমার প্রভু শয়তান আমার নিকট উপস্থিত হওয়া থেকে।
সূরা মুমিনুন আয়াত নং-৯৭- ৯৮
 
(38) ﴿ رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِينَ ﴾ [المؤمنون: 109].
বাংলা উচ্চারণ-
রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খাইরুর রাহহিমীন। 
অর্থ: হে আমাদের প্রভূ! আমরা ঈমান এনেছি। অতএব, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আমাদের প্রতি দয়া করুন। আপনিই সর্বোত্তম দয়াশীল।
সূরা মুমিনুন আয়াত নং-১০৯
 
(39) ﴿ رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِينَ ﴾ [المؤمنون: 118].
বাংলা উচ্চারণ-
রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খাইরুর রাহহিমীন।
অর্থ: হে আমার প্রভু! আমাকে ক্ষমা করুন। আমার প্রতি দয়া করুন। আর আপনিই সর্বোত্তম দয়াশীল।
সূরা মুমিনুন আয়াত নং-১১৮
 
(40) ﴿ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا * إِنَّهَا سَاءَتْ مُسْتَقَرًّا وَمُقَامًا ﴾ [الفرقان: 65، 66].
বাংলা উচ্চারণ-
রব্বানছ রিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গারামা, ইন্না ছাআত মুছতাকাররাও ওয়া মুকামা।
অর্থ: হে আমাদের প্রভূ! আপনি আমাদের থেকে ফিরিয়ে নিন জাহান্নামের শাস্তি। নিশ্চয়ই জাহান্নামের শাস্তি খুবই ভয়ানক। আর তা নিতান্তই বাসস্থান এবং অবস্থানস্থল।
সূরা ফুরকান আয়াত নং-৬৬-৬৫
 
(41) ﴿ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا ﴾ [الفرقان: 74].
বাংলা উচ্চারণ-
রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা ক্বুররাতা আইউনিও ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা।
অর্থ: হে আমাদের প্রভূ! আপনি আমাদেরকে আমাদের স্ত্রীদের ও সন্তান-সন্ততিদের চোখের শীতলতা স্বরুপ দান করুন। আর আমাদেরকে মোত্তাকি লোকদের নেতা বানান।
সূরা ফুরকান, আয়াত নং-৭৪
 
(42) ﴿ وَاجْعَلْ لِي لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِينَ * وَاجْعَلْنِي مِنْ وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ ﴾ [الشعراء: 84، 85].
বাংলা উচ্চারণ-
ওয়াজআল লী লিছানা ছিদকিন ফিল আখিরীন। ওয়াজআলনী মিও ওরাছাতি জান্নাতিন নায়ীম।
অর্থ: আপনি আমার জন্য পরবর্তী লোকদেরকে সত্যের আওয়াজ বানান। এবং আমাকে জান্নাতুন নাঈম এর ওয়াজ বানান।
সূরা শোয়ারা- আয়াত নং ৮৪-৮৫
 
(43) ﴿ وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ * يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنُونَ * إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ ﴾ [الشعراء: 87 – 89].
বাংলা উচ্চারণ-
ওয়া লা তুখযিনী ইয়াওমা ইউবআছুন। ইয়াওমা লা ইয়ানফাউ মালুও ওয়া লা বানূন। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালীম।
অর্থ: যেদিন পুনরুত্থান করানো হবে, সেদিন আপনি আমাকে অপমান করবেন না। যেদিন কোন সম্পদ, কোন সন্তানসন্ততি কোন উপকারে আসবেনা। কিন্তু ঐ ব্যক্তি যে আল্লাহর নিকটে সঠিক মন নিয়ে উপস্থিত হবে।
সূরা শোয়ারা-, আয়াত নং ৮৭-৮৯
 
(44) ﴿ رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي ﴾ [القصص: 16].
বাংলা উচ্চারণ-
রব্বি ইন্নী যলামতু নাফছী ফাগফির লী।
অর্থ: হে আমার প্রভু! নিশ্চয়ই আমি আমার নিজের উপর অত্যাচার করেছি। অতএব, আপনি আমাকে ক্ষমা করে দিন।
সূরা কসাস আয়াত নং-১৬
 
(45) ﴿ رَبِّ نَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ ﴾ [القصص: 21].
বাংলা উচ্চারণ-
রব্বি নাজ্জিনী মিনাল ক্বওমিয যালিমীন।
অর্থ: হে আমার প্রভু! আপনি
সূরা কসাস আয়াত নং-২১
 
(46) ﴿ رَبِّ إِنِّي لِمَا أَنْزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ ﴾ [القصص: 24].
বাংলা উচ্চারণ-
রব্বি ইন্নী লিমা আনযালতা ইলাইয়্যা মিন খাইরিন ফাকীর।
অর্থ: হে আমার পালনকর্তা! আপনি আমার জন্য যে কল্যাণ পাঠিয়েছেন তার প্রতি আমি মুখাপেক্ষী।
সূরা কসাস, আয়াত নং-২৪
 
(47) ﴿ رَبِّ انْصُرْنِي عَلَى الْقَوْمِ الْمُفْسِدِينَ ﴾ [العنكبوت: 30].
বাংলা উচ্চারণ-
রব্বিনছুরনী আলাল ক্বাওমিল মুফসিদীন।
সূরা আনকাবূত, আয়াত নং-৩০
অর্থ: হে আমার প্রভু! আপনি আমাকে বিশৃংখলা সৃষ্টিকারী দলের বিরুদ্ধে সাহায্য করুন।
 
(48) ﴿ رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ ﴾ [الصافات: 100].
বাংলা উচ্চারণ-
রব্বি হাব লী মিনাছছালিহীন।
সূরা সাফফাত, আয়াত নং-১০০
অর্থ: হে আমার পালনকর্তা! আপনি আমাকে নেক সন্তান দান করুন।
 
(49) ﴿ رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَحْمَةً وَعِلْمًا فَاغْفِرْ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيمِ ﴾ [غافر: 7].
বাংলা উচ্চারণ-
রব্বানা ওয়াসি’তা কুল্লা শাইয়িন রহমাতাও ওয়া ইলমা, ফাগফির লিল্লাযীনা তাবূ ওয়াত্তাবাউ সাবীলাকা ওয়াকিহিম আযাবাল জাহীম। 
অর্থ: হে আমাদের প্রভূ! আপনার রহমত ও জ্ঞান সব বিষয় কে পরিব্যপ্ত করে রেখেছে। অতএব, যারা তওবা করে তাদেরকে ক্ষমা করে দিন এবং যারা আপনার রাস্তার অনুসরণ করে তাদেরকেও। আর তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন।
সূরা গাফির আয়াত নং-৭
 
(50) ﴿ رَبَّنَا وَأَدْخِلْهُمْ جَنَّاتِ عَدْنٍ الَّتِي وَعَدْتَهُمْ وَمَنْ صَلَحَ مِنْ آبَائِهِمْ وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّاتِهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ * وَقِهِمُ السَّيِّئَاتِ وَمَنْ تَقِ السَّيِّئَاتِ يَوْمَئِذٍ فَقَدْ رَحِمْتَهُ وَذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ ﴾ [غافر: 8، 9].
বাংলা উচ্চারণ-
রব্বানা ওয়া আদখিহুম জান্নাতি আদনিনিল্লাতী ওয়াদতাহুম ওয়া মান ছলুহা মিন আবায়িহিম ওয়া আযওয়াজিহিম, ওয়া যুররিইয়্যাতিহিম, ইন্নাকা আনতাল আযীযুল হাকীম। ওয়া কিহিমুছ ছাইয়্যিআতি ওয়া মান তাকিছ ছাইয়্যিআতি ইয়াওমাইযিন ফাকাদ রহিমতাহ, ওয়া যালিকা হুয়াল ফাওযুল আযীম। 
অর্থ: হে আমাদের প্রভূ! আপনি তাদেরকে ঐ স্থায়ী জান্নাতে প্রবেশ করেন, যার ওয়াদা আপনি তাদেরকে দিয়েছেন এবং ঐ সকল লোকদেরকেও প্রবেশ করান আমাদের পূর্বপুরুষদের মধ্য থেকে, স্ত্রী সন্তানদের মধ্যে কে, যারা এর যোগ্য। নিশ্চয় আপনি পরাক্রমশীল প্রজ্ঞাময়। তাদেরকে শাস্তি থেকে রক্ষা করুন। আপনি যাকে সেদিন শাস্তি থেকে রক্ষা করবেন আপনি তার প্রতি দয়া করলেন। আর উহাই হল মহা সফলতা।
সূরা গাফির আয়াত নং ৮-৯
 
(51) ﴿ رَبَّنَا اكْشِفْ عَنَّا الْعَذَابَ إِنَّا مُؤْمِنُونَ ﴾ [الدخان: 12].
বাংলা উচ্চারণ-
রব্বানাকশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনূন।
অর্থ: হে আমাদের পালনকর্তা! আপনি আমাদের থেকে শাস্তি সরিয়ে দিন, নিশ্চয়ই আমরা ঈমান এনেছি।
 সূরা দোখান আয়াত নং-১২
 
(52) ﴿ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ ﴾ [الأحقاف: 15].
বাংলা উচ্চারণ-
রব্বি আওযি’নী আন আশকুরা নি’মাতাকাল্লাতী আনআমতা আলাইয়্যা ওয়া আলা ওয়ালিদাইয়্যা ওয়া আন আমালা ছালিহান তারদাহু ওয়া আছলিহ লী ফী যুররিয়্যাতী ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমীন।
অর্থ: হে আমার প্রভু! আপনি আমাকে সুযোগ দিন আমি ঐ নেয়ামতের শুকর আদায় করার যেগুলো আপনি আমাকে ও আমার মাতাপিতা কে দান করেছেন। আরো সু্যোগ দিন এমন সৎকাজ করার যার প্রতি আপনি সন্তুষ্ট হবেন। আপনি আমার সন্তানদের সংশোধন করুন। নিশ্চয়ই আমি আপনার কাছে তাওবা করলাম। আর আমি তো মুসলিমদের অন্তর্ভুক্ত।
সূরা আহকাফ, আয়াত নং-১৫
 
(53) ﴿ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَحِيمٌ ﴾ [الحشر: 10].
বাংলা উচ্চারণ-
রব্বানাগ ফির লানা ওয়া ইখওয়ানিনাল্লাযীনা ছাবাকূনা বিলইমানি ওয়া লা তাজআল ফী ক্বুলূবিনা গিল্লাল লিল্লাযীনা আমানূ রব্বানা ইন্নাকা রউফুর রহীম। 
 
অর্থ: হে আমাদের প্রভূ! আপনি আমাদেরকে এবং আমাদের ঐ সকল ভাইদের কে ক্ষমা করে দিন যারা ঈমান নিয়ে আমাদের আগে চলে গিয়েছে। আপনি আমাদের অন্তরে ঈমানদারদের প্রতি বিদ্বেষ রাখবেন না। হে আমাদের প্রভূ! নিশ্চয়ই আপনি অতুলনীয় দয়াশীল ও করোনাময়। 
সূরা হাশর আয়াত নং-১০
 
(54) ﴿ رَبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ ﴾ [الممتحنة: 4].
বাংলা উচ্চারণ-
রব্বানা আলাইকা তাওয়াককালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাছীর। 
অর্থ: হে আমাদের প্রভূ! আপনার উপরেই আমরা ভরসা করলাম। আপনার দিকে আমরা রুজু হলাম। আপনার নিকটেই প্রত্যাবর্তনস্থল।
সূরা মুমতাহিনা আয়াত নং-৪
 
(55) ﴿ رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِلَّذِينَ كَفَرُوا وَاغْفِرْ لَنَا رَبَّنَا إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ ﴾ [الممتحنة: 5].
বাংলা উচ্চারণ-
রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযীনা কাফারু।
অর্থ: হে আমাদের প্রভূ! আপনি আমাদেরকে কাফেরদের জন্য ফেতনা বানাবেন না। আপনি আমাদেরকে ক্ষমা করুন, হে আমাদের প্রভূ! নিশ্চয়ই আপনি পরাক্রমশীল প্রজ্ঞাময়।
সূরা মুমতাহিনা, আয়াত নং-৫
 
(56) ﴿ رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ﴾ [التحريم: 8].
বাংলা উচ্চারণ-
রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইয়িন ক্বাদীর। 
অর্থ: হে আমাদের পালনকর্তা! আপনি আমাদের নূরকে আমাদের জন্য পরিপূর্ণ করে দিন। আর আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয় আপনি সব বিষয়ে ক্ষমতাবান।
সূরা তাহরীম আয়াত নং-৮
 
(57) ﴿ رَبِّ ابْنِ لِي عِنْدَكَ بَيْتًا فِي الْجَنَّةِ ﴾ [التحريم: 11].
রব্বিবনি লী ইনদকা বাইতান ফিল জান্নাহ। সূরা তাহরীম আয়াত নং-১১
অর্থ: হে আমার রব! আপনি আমার জন্য আপনার নিকটে জান্নাতে একটি ঘর বানান।
 
(58) ﴿ رَبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ ﴾ [نوح: 28].
বাংলা উচ্চারণ-
রব্বিগফির লী ওয়া লিদাইয়্যা।
অর্থ: হে আমার রব! আপনি আমাকে এবং আমার মাতা পিতাকে ক্ষমা করে দিন।
সূরা নুহ আয়াত, নং-২৮
 
আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সকলকে দোয়া করে আমল করার তৌফিক দান করুন, আমিন