তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য বিভিন্ন দোয়া এবং আমল

Prayer for early marriage


বিয়ের বিষয়ে ইসলাম কী বলে?

ইসলাম বিয়েকে একটি গুরুত্বপূর্ণ ইবাদত ও সামাজিক চুক্তি হিসেবে বিবেচনা করে। কুরআনে আল্লাহ তায়ালা বলেন:

وَأَنكِحُوا ٱلۡأَيَـٰمَىٰ مِنكُمۡ وَٱلصَّـٰلِحِينَ مِنۡ عِبَادِكُمۡ وَإِمَائِكُمۡۚ إِن يَكُونُواْ فُقَرَآءَ يُغۡنِهِمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦۗ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌ ٨
“তোমাদের মধ্যে যারা অবিবাহিত, তাদের বিয়ে দাও এবং তোমাদের দাসদাসীদের মধ্য থেকে যারা সৎ তাদেরও। তারা যদি গরীব হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাবমুক্ত করে দিবেন। আল্লাহ প্রাচুর্যময়, জ্ঞানসম্পন্ন।”
সূরা আন-নূর, ২৪:৩২

বিয়ে তাড়াতাড়ি হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ দোয়া ও আমল

১. বিশ্বাসের সাথে আল্লাহর কাছে দোয়া করা

দোয়া হলো মুমিনের অস্ত্র। আমাদের প্রতিটি চাওয়া-প্রার্থনা আল্লাহর কাছেই করতে হবে।

একটি শক্তিশালী দোয়া:

رَبِّ إِنِّي لِمَآ أَنزَلۡتَ إِلَيَّ مِنۡ خَيۡرٖ فَقِيرٞ ٢٤
“হে আমার প্রতিপালক! তুমি আমার প্রতি যে অনুগ্রহ অবতীর্ণ করবে, আমি তার মুখাপেক্ষী।”
সূরা আল-কাসাস, ২৮:২৪

এই দোয়াটি হজরত মূসা (আ.) করেছিলেন, যার পরপরই আল্লাহ তাঁর জন্য জীবনসঙ্গী এবং রুজির ব্যবস্থা করেন।

২. দোয়া-ই-ইস্তিখারা (সঠিক সিদ্ধান্তের জন্য)

বিয়ের সিদ্ধান্ত গ্রহণে ইস্তিখারার গুরুত্ব অপরিসীম। হাদীসে এসেছে:

جَاءَ رَسُولُ اللَّهِ ﷺ فَقَالَ: مَا خَابَ مَنِ اسْتَخَارَ، وَلَا نَدِمَ مَنِ اسْتَشَارَ
“যে ব্যক্তি ইস্তিখারা করে, সে কখনও ব্যর্থ হয় না; যে পরামর্শ গ্রহণ করে, সে কখনও অনুতপ্ত হয় না।”
মুসনাদে আহমদ: ২১৭৮৬

৩. সালাতুল হাজাহ (প্রয়োজনীয়তার নামায)

যখনই জীবনের কোনো গুরুত্বপূর্ণ চাহিদা থাকে (যেমন বিয়ে), তখন দুই রাকাআত সালাতুল হাজাহ পড়ে আল্লাহর কাছে দোয়া করা সুন্নাহ।

৪. একটি দোয়া যা বিয়ে সহ সকল কল্যাণের দরজা খুলে দিতে পারে

رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ أَزۡوَٰجِنَا وَذُرِّيَّـٰتِنَا قُرَّةَ أَعۡيُنٖ وَٱجۡعَلۡنَا لِلۡمُتَّقِينَ إِمَامًا ٧٤
“হে আমাদের প্রতিপালক! আমাদের জন্য আমাদের স্ত্রী ও সন্তানদের চোখের শীতলতা বানিয়ে দাও এবং আমাদের মুত্তাকীদের জন্য আদর্শ করো।”
সূরা আল-ফুরকান, ২৫:৭৪

৫. সদকাহ ও ইস্তিগফার বৃদ্ধি করা

🔹 রাসূল ﷺ বলেছেন:

مَن لَزِمَ الِاسْتِغْفَارَ، جَعَلَ اللَّهُ لَهُ مِن كُلِّ هَمٍّ فَرَجًا، وَمِن كُلِّ ضِيقٍ مَخْرَجًا، وَرَزَقَهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ
“যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে, আল্লাহ তাকে প্রত্যেক সংকট থেকে মুক্তি, প্রত্যেক বিপদ থেকে উদ্ধার ও অপ্রত্যাশিত উৎস থেকে রিযিক দান করবেন।”
সুনান আবু দাউদ: ১৫১৮

🔹 সদকাহ ও দান অভাব দূর করে এবং বরকতের দরজা খুলে দেয়।


কিছু কার্যকর আমল (প্র্যাক্টিক্যাল স্টেপস)

  1. পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করা
  2. কুরআন তেলাওয়াত ও অর্থসহ বুঝে পড়া
  3. সৎ বন্ধুদের সঙ্গে সময় কাটানো এবং নিকাহপ্রস্তাব বিষয়ক দ্বীনদার পরামর্শ গ্রহণ করা
  4. পরিবার ও অভিভাবকদের সহযোগিতা চাওয়া
  5. বিয়ে বিষয়ে অহেতুক বিলম্ব না করে দ্বীনদার পাত্র/পাত্রী খোঁজা

উপসংহার

আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করতে ভালোবাসেন, তবে দোয়া ও আমলের সঙ্গে ধৈর্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিয়ে একটি মহান সুন্নাহ এবং জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। সঠিক নিয়ত, দোয়া, আমল ও আল্লাহর উপর ভরসার মাধ্যমে দ্রুত বিয়ের উপযুক্ত ব্যবস্থা হয়ে থাকে।

وَمَن يَتَّقِ ٱللَّهَ يَجۡعَل لَّهُۥ مَخۡرَجٗا ٢ وَيَرۡزُقۡهُ مِنۡ حَيۡثُ لَا يَحۡتَسِبُۚ وَمَن يَتَوَكَّلۡ عَلَى ٱللَّهِ فَهُوَ حَسۡبُهُۥٓۚ
“যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন। এবং তাকে এমন উৎস থেকে রিযিক দেন, যা সে কল্পনাও করতে পারে না।”
সূরা আত-ত্বালাক, ৬৫:২-৩

লিখেছেন:মাহবুব ওসমানীপ্রকাশনা: Islamidawahcenter.com


Mahbub Osmane — একজন ইসলামী চিন্তাবিদ, লেখক এবং IslamiDawahCenter.com এর প্রতিষ্ঠাতা। তিনি কুরআন ও সহীহ হাদীসভিত্তিক বিশ্লেষণধর্মী প্রবন্ধ প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। 

To learn more, comment below or message us on wa.me/+966549485900 or  wa.me/+8801716988953 or call us at +44-73801-27019. Email at hi@islamidawahcenter.com

আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন।

Related posts

75 Islamic advice to youth

by IDCAdmin
2 years ago

Best Qur’anic Daily Tasbeeh – সকাল সন্ধার তাসবীহ – ইসলামী দাওয়াহ সেন্টার

by IDCAdmin
1 month ago

Surah Qadr

by IDCAdmin
2 years ago
Exit mobile version