রিজিকের বাধা দূর করার রুকইয়াহ (কুরআন ও সহীহ হাদীসের আলোকে)

Ruqyah to remove obstacles to sustenance

ভূমিকা

রিজিক (রূযী) প্রত্যেক বান্দার জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেউ অল্প চেষ্টাতেই প্রচুর রিজিক পান, আবার কেউ কঠোর পরিশ্রম করেও সচ্ছলতা পান না। অনেক সময় রিজিকের রাস্তায় বাধা সৃষ্টি হয় — হতে পারে আল্লাহর পরীক্ষা, গুনাহের কারণে বরকতের কমতি, কিংবা শয়তানি হস্তক্ষেপ (যেমন: জাদু, হাসদ বা জিন)। ইসলাম এসব সমস্যার সমাধান দিয়েছে কুরআন ও সহীহ হাদীসের মাধ্যমে — যাকে রুকইয়াহ বলা হয়।


রিজিক বৃদ্ধির জন্য তাকওয়া ও তাওহীদের গুরুত্ব

📖 সূরা আত-তালাক: ٢-٣

وَمَن يَتَّقِ ٱللَّهَ يَجْعَل لَّهُۥ مَخْرَجًۭا ۝ وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ ۚ
“যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য উত্তরণের পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না।”


রিজিক বৃদ্ধির জন্য কুরআনি রুকইয়াহ আয়াত

📖 সূরা নূহ: ١٠-١٢

فَقُلْتُ ٱسْتَغْفِرُوا۟ رَبَّكُمْ ۖ إِنَّهُۥ كَانَ غَفَّارًۭا ۝ يُرْسِلِ ٱلسَّمَآءَ عَلَيْكُم مِّدْرَارًۭا ۝ وَيُمْدِدْكُم بِأَمْوَٰلٍۢ وَبَنِينَ وَيَجْعَل لَّكُمْ جَنَّـٰتٍۢ وَيَجْعَل لَّكُمْ أَنْهَـٰرًۭا
“আমি বলেছিলাম, ‘তোমরা তোমাদের রবের নিকট ক্ষমা প্রার্থনা কর। তিনি তো অতিশয় ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রবল বৃষ্টিপাত করবেন, ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দান করবেন এবং তোমাদের জন্য উদ্যান ও নদী-নালা সৃষ্টি করবেন।’”

📖 সূরা আন-নূর: ٣٨

لِيَجْزِيَهُمُ ٱللَّهُ أَحْسَنَ مَا عَمِلُوا۟ وَيَزِيدَهُم مِّن فَضْلِهِۦ ۗ وَٱللَّهُ يَرْزُقُ مَن يَشَآءُ بِغَيْرِ حِسَابٍۢ
“যাতে আল্লাহ তাদের উত্তম কর্মের প্রতিদান দেন এবং তাঁর অনুগ্রহে আরো বেশি দেন। আল্লাহ যাকে ইচ্ছা অগণিত রিজিক দান করেন।”


হাদীস দ্বারা প্রমাণিত রিজিক বৃদ্ধির আমল

🤲 হাদীস: দোআ ইয়াহইয়া ওয়ায়া ক্বাইউম

يَا حَيُّ يَا قَيُّومُ، بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ، أَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ، وَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ
“হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী! আমি তোমার রহমতের মাধ্যমে সাহায্য চাই। আমার সমস্ত বিষয় ঠিক করে দাও এবং আমাকে এক চোখের পলকের জন্যও আমার নিজের উপর ছেড়ে দিও না।”
(হাকিম ১/৫৪৫ – সহীহ)

🤲 দোআ রিজিকের জন্য

اللَّهُمَّ اكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
“হে আল্লাহ! হালাল মাধ্যমে আমাকে হারাম থেকে রক্ষা করুন, এবং আপনার অনুগ্রহে আমাকে অন্যদের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করুন।”
(তিরমিযী: ٣٥٦٣ – হাসান)


রিজিকে বাধাদানকারী শয়তানি প্রভাব ও তা থেকে মুক্তির রুকইয়াহ

📖 সূরা আল-ফালাক: ١-٥

قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلْفَلَقِ ۝ مِن شَرِّ مَا خَلَقَ ۝ وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ۝ وَمِن شَرِّ ٱلنَّفَّـٰثَـٰتِ فِى ٱلْعُقَدِ ۝ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
“বলুন, আমি আশ্রয় নিচ্ছি ভোরের প্রতিপালকের, তাঁর সৃষ্ট বস্তুর অনিষ্ট থেকে, আঁধার নেমে আসার সময় রাতের অনিষ্ট থেকে, গাঁথুনিতে ফুঁ দেওয়া জাদুকারিণীদের অনিষ্ট থেকে, এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।”


নিয়মিত রুকইয়াহ পদ্ধতি ও করণীয়

নিয়মিত আমল করুন:

৫ ওয়াক্ত নামাজ জামাআতের সাথে পড়া

দোআ ও ইসতিগফার করা

প্রতি রাতে আয়াতুল কুরসী ও তিন কুল পড়ে নিজেকে ফুঁ দেওয়া

সূরা ওয়াকিয়া প্রতিরাতে পড়া (রিজিকের জন্য মুবারক সূরা)

প্রতিদিন সকালে ও বিকেলে পানিতে ফুঁ দিয়ে সুরা ফাতিহা, আয়াতুল কুরসি ও তিন কুল পড়া

হালাল রিজিক কামনার নিয়ত করুন:

ব্যবসা ও চাকরিতে হালাল রোজগারের সংকল্প করুন

হারাম উপার্জনের সকল উৎস থেকে বিরত থাকুন

হাসদ ও জাদু থেকে বাঁচার দোআ:

সকাল সন্ধ্যায় “আঊযুবিল্লাহি মিনাশ শাইত্বানির রাজীম” সহকারে আল্লাহর কাছে শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় চাইতে থাকুন


লিখেছেন:মাহবুব ওসমানী – প্রকাশনা: Islamidawahcenter.com


Mahbub Osmane — একজন ইসলামী চিন্তাবিদ, লেখক এবং IslamiDawahCenter.com এর প্রতিষ্ঠাতা। তিনি কুরআন ও সহীহ হাদীসভিত্তিক বিশ্লেষণধর্মী প্রবন্ধ প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। 

To learn more, comment below or message us on wa.me/+966549485900 or  wa.me/+8801716988953 or call us at +44-73801-27019. Email at hi@islamidawahcenter.com

আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন।

ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।

আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে বিস্তারিত জানতে  লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।

আইডিসি  মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে  দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।

কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।

Related posts

শারীরিক ও মানসিক অসুস্থতার জন্য রুকইয়াহ / Ruqyah-For-Physical-And-Mental-Illness

by IDCAdmin
6 years ago

শিশুদের জন্য যেভাবে রুকইয়াহ করবেন / Ruqyah-For-Children

by IDCAdmin
6 years ago

শিরকি রুকইয়াহ থেকেও উপকার হয় কেন / Why Shiraki Ruqyah Is Benefiting ?

by IDCAdmin
6 years ago
Exit mobile version