اني وجهت وجهي للذي এই দোয়াটা নামাজের কখন পড়তে হয়?

প্রশ্নঃ

اني وجهت وجهي للذي এই দোয়াটা নামাজের কখন পড়তে হয়? এই ব্যাপারে ইসলামী শরীয়তের হুকুম কি হবে? কোরআন হাদিসের রেফারেন্সসহ বিস্তারিত জানালে উপকৃত হব।

 

উত্তরঃ 

“إني وجهت وجهي للذي فطر السماوات والأرض…”

(অর্থ: আমি আমার মুখমণ্ডল তার দিকে ফিরিয়েছি যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন…)

এই দোয়া নামাজে কখন পড়তে হয় এবং শরীয়তের হুকুম কী — এ সম্পর্কে বিস্তারিত আলোচনা নিচে করা হলো:


🌙 এই দোয়া কখন পড়তে হয়?

এই দোয়াটি তাকবীরে তাহরীমা (নামাজ শুরু করার প্রথম ‘আল্লাহু আকবার’) বলার পর এবং সুরা ফাতিহা পড়ার আগে, অর্থাৎ সানা দোয়ার স্থানে পড়া হয়। এটি হচ্ছে দুয়া ইস্তিফতা (দোয়া-ই-ইফতিতাহ) নামে পরিচিত, যা নামাজ শুরুর সময় পাঠ করা হয়।

তবে এটি আবশ্যক (ফরজ বা ওয়াজিব) নয় — সুন্নত বা মুস্তাহাব


🕌 দোয়াটির আরবি ও বাংলা অনুবাদ:

আরবি:

إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفًا مسلمًا وما أنا من المشركين

বাংলা অনুবাদ:

“আমি আমার মুখমণ্ডল সেই সত্তার দিকে ফিরিয়েছি যিনি আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন, একনিষ্ঠ মুসলিম হিসেবে, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই।”


📖 কোরআন হাদীসের রেফারেন্স:

✅ কোরআন:

এই দোয়ার অংশটি কুরআনের আয়াত থেকেও নেওয়া হয়েছে:

سورة الأنعام – ৬:৭৯

إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا ۖ وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ

অর্থ: “আমি আমার মুখমণ্ডল তাঁর দিকে ফিরিয়েছি, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন একনিষ্ঠভাবে, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই।”

✅ হাদীস:

এই দোয়া নবী করিম (সা.) নামাজ শুরুর সময় পড়তেন।

📚 সহীহ মুসলিম (হাদীস ৭৬৫):

نَافِعٌ عَنْ ابْنِ عُمَرَ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ كَبَّرَ، ثُمَّ قَالَ: «وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ…»

অর্থাৎ: রাসূলুল্লাহ (সা.) যখন সালাত শুরু করতেন, তখন তিনি তাকবীর বলতেন, এরপর বলতেন: “وَجَّهْتُ وَجْهِيَ…”।


📌 ইসলামী শরীয়তের হুকুম:

  • এই দোয়া সুন্নাতে মুস্তাহাব। পড়লে সওয়াব হয়, না পড়লেও নামাজে কোনো সমস্যা হয় না।

  • ফরজ নামাজে ইমামের পিছনে জামাতে দাঁড়ালে সানা পড়া সুন্নত নয়, বরং চুপ থাকা উত্তম।

  • একা নামাজ পড়লে এটি পড়া সুন্নত।


✅ সংক্ষেপে:

বিষয় হুকুম
দোয়া: إني وجهت وجهي… সুন্নাত/মুস্তাহাব
কখন পড়তে হয় তাকবীরের পর, সূরা ফাতিহার আগে
একা নামাজে পড়া উত্তম
ইমামের পিছনে না পড়লেও চলে

জীবন ঘনিষ্ঠ ইসলামিক সমাধান পেতে Islami Dawah Center এ প্রশ্ন করুন।

Join IDC & be a part of Sadaqah Jariyah.

Related posts

Islamic FAQ – ইসলামিক প্রশ্নের উত্তরসমূহ!

by IDCAdmin
6 years ago

Doctrine-আকিদা কী? সহীহ আকিদা কী?

by IDCAdmin
6 years ago

ফেসবুকের ইনকাম নিয়ে ইসলামিক দৃষ্টিকোন জানতে চাই

by IDCAdmin
7 months ago
Exit mobile version