What makes you a better Muslim? – কি আপনাকে একজন ভাল মুসলিম করে তোলে?

What makes you a better Muslim?

What makes you a better Muslim? – কি আপনাকে একজন ভাল মুসলিম করে তোলে?

পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ কে?

পৃথিবীর সবচাইতে ভালো মানুষ আছে আল্লাহর বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম।তিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেন, কারো ক্ষতি করেন নি, তিনি সব সময় মানুষকে উপকার করেছেন, এর জন্য তার ডাকনাম ছিল আলামিন, সবসময় তিনি মানুষের উপকারে নিয়োজিত ছিলেন। এর প্রমাণ মুসলিমদের ধর্ম গ্রন্থ আল কোরআন।এছাড়াও অনেক জ্ঞানী ব্যক্তিগণ এর ব্যাখ্যা করে গেছেন। যেমন বিশ্ব বিখ্যাত লেখক ও গবেষক মাইকেল হার্ট থেকে শুরু করে জর্জ বার্নার্ড পর্যন্ত সবাই এক বাক্যে স্বীকার করে নিয়েছে।

মাইকেল হার্ড তার বইয়ে লিখেছেন,হযরত মুহাম্মদ সাঃ এর সাফল্যের মধ্যে জাগতিক ও ধর্মীয় উভয় প্রভাবে এর বিশেষ সংমিশ্রণ রয়েছে। এর জন্য সঙ্গতভাবে তাকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত করা যায়।

আপনি কখন ভাল মানুষ? 
** যখন আপনি হাক্কুল্লহ (আল্লাহর হক্ক) আদায় করার পাশাপাশি হাক্কুল ইবাদ (বান্দার হক্ক) নষ্ট না করার জন্য সর্বাত্মক প্রচেষ্টারত থাকেন।
** যখন আপনি নিজের দুনিয়া সাজাতে গিয়ে অন্যের দুনিয়া ও আখিরাতের ক্ষতি করেন না।
**  যখন আপনি নিজের আমলগুলোর সৌন্দর্য বাড়াতে, তাতে তাসীর তৈরিতে মানুষকে সেই আমলের সাথে জুড়ে দিবেন।
** যখন কেউ আপনার লোভ বা প্রতিহিংসার ফাদে পড়ে নিজের বড় কোন ক্ষতি না করে ফেলে।
** যখন আপনার মৃত্যু কারো জন্য স্বস্তির বিষয় না হয়ে বরং অশ্রুভেজা চোখের কারণ হয়।
**  যখন মানুষ আপনাকে দেখে অনুমান করে, এই ভদ্রলোক আল্লাহকে ভয় করে, তার দ্বারা মানুষকে কষ্ট দেওয়া সম্ভব নয়।
**  যখন আপনি কারো উপকার করেছেন, আর এর বিনিময় আল্লাহর কাছে চেয়েছেন।
**  যখন আপনাকে দেখে মানুষ আল্লাহকে ভালবাসতে চাইবে।
**  যখন কারো মন থেকে বের হওয়া “আহ” বা বদদুআর কারণ না হন।
**  যদি আপনার দ্বারা কেউ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে আপনাকে ক্ষমা করে দেওয়ার পরও তার মন থেকে আপনার জন্য হরহামেশাই “আহ” বের হয়, কিন্তু সে মুখ ফুটে কিছুই বলতে পারে না। তাহলে আপনি ক্ষতিগ্রস্থদের একজন।
** আপনি তখন ভাল মানুষ যখন আপনি মানুষের উপকার করে, সেটা গোপন রাখেন। আখিরাতে তা আল্লাহর কাছ থেকে বুঝে নেওয়ার জন্য।
** যখন আপনি মানুষের উপকার করতে পারেন বা না পারেন, অন্তত কারো ক্ষতি করার চিন্তা কখনো মাথায় আনতে চান না।
**  যখন মানুষ আপনাকে দৃষ্টান্ত হিসেবে অন্যের কাছে তুলে ধরে, আর আল্লাহ পাক তা দেখে খুশী হন।
– যখন হাশরের মাঠে কেউ আপনার আমলের অংশীদার হবে না, কেউ আপনার আমল কেড়ে নিবে না।

 

 চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।

ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।

ইসলামী দাওয়াহ সেন্টারকে সচল রাখতে সাহায্য করুন!

 

ইসলামী দাওয়াহ সেন্টার ১টি অলাভজনক দাওয়াহ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ইসলামিক ব্লগটি বর্তমানে ২০,০০০+ মানুষ প্রতিমাসে পড়ে, দিন দিন আরো অনেক বেশি বেড়ে যাবে, ইংশাআল্লাহ।

বর্তমানে মাদরাসা এবং ব্লগ প্রজেক্টের বিভিন্ন খাতে (ওয়েবসাইট হোস্টিং, CDN,কনটেন্ট রাইটিং, প্রুফ রিডিং, ব্লগ পোস্টিং, ডিজাইন এবং মার্কেটিং) মাসে গড়ে ৫০,০০০+ টাকা খরচ হয়, যা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেকারনে, এই বিশাল ধর্মীয় কাজকে সামনে এগিয়ে নিতে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, এমন কিছু ভাই ও বোন ( ৩১৩ জন ) দরকার, যারা আইডিসিকে নির্দিষ্ট অংকের সাহায্য করবেন, তাহলে এই পথ চলা অনেক সহজ হয়ে যাবে, ইংশাআল্লাহ। যারা এককালিন, মাসিক অথবা বাৎসরিক সাহায্য করবেন, তারা আইডিসির মুল টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইংশাআল্লাহ।

আইডিসির ঠিকানাঃ খঃ ৬৫/৫, শাহজাদপুর, গুলশান, ঢাকা -১২১২, মোবাইলঃ +88 01609 820 094, +88 01716 988 953 (নগদ/বিকাশ পার্সোনাল) ইমেলঃ info@islamidawahcenter.com, info@idcmadrasah.com, ওয়েব: www.islamidawahcenter.com, www.idcmadrasah.com সার্বিক তত্ত্বাবধানেঃ হাঃ মুফতি মাহবুব ওসমানী ( এম. এ. ইন ইংলিশ )

Related posts

Only Allah can make you successful in life – একমাত্র আল্লাহই আপনাকে জীবনে সফল করতে পারেন

by IDCAdmin
2 years ago

Ways to extend your life – হায়াত বৃদ্ধির আমল

by IDCAdmin
8 months ago

জুয়ার ভয়াবহতা / Gambling !

by IDCAdmin
4 years ago
Exit mobile version