‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ রিপোর্ট : ইসলাম ও মুসলিম জনগোষ্ঠীর ওপর সরাসরি আঘাত

Women’s Affairs Reform Commission’s report – ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ রিপোর্ট : ইসলাম ও মুসলিম জনগোষ্ঠীর ওপর সরাসরি আঘাত

নিবেদক: আরিফ বিন হাবিব

সম্প্রতি ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ নামে ৩১৮ পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে। এই প্রতিবেদনে ইসলামের বহু গুরুত্বপূর্ণ বিধানকে চ্যালেঞ্জ করা হয়েছে, যা দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাসের সাথে সরাসরি সাংঘর্ষিক। একজন গর্বিত মুসলিম হিসেবে এবং দেশের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান রেখে, নিচে সংক্ষেপে কয়েকটি গুরুত্বপূর্ণ আপত্তির বিষয় তুলে ধরা হলো:


১. সম্পত্তিতে নারী-পুরুষের সমান অধিকার দাবি

প্রতিবেদনের একাদশ অধ্যায়ের ১১.৩.১ ‘ক’ অনুচ্ছেদে নারী-পুরুষের সম্পত্তিতে সমান অধিকার দাবি করা হয়েছে, যা সরাসরি আল্লাহর বিধানের বিরোধিতা করে।

আল্লাহ তাআলা বলেন:

يُوۡصِیۡکُمُ اللّٰہُ فِیۡۤ اَوۡلَادِکُمۡ لِلذَّکَرِ مِثۡلُ حَظِّ الۡاُنۡثَیَیۡنِ
“আল্লাহ তোমাদের সন্তান-সন্ততি সম্পর্কে তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে, পুরুষের অংশ দুই নারীর সমান।”
(সূরা আন নিসা – আয়াত ১১)


২. বহু বিবাহ রোধ ও বিলুপ্তির প্রস্তাব

প্রতিবেদনের পঞ্চম অধ্যায়ের ৩.২.৩ ‘খ’ এবং তৃতীয় অধ্যায়ের ৩.২.৩.১.১ ‘গ’ অনুচ্ছেদে বহু বিবাহ রোধের দাবি করা হয়েছে। অথচ ইসলাম নির্দিষ্ট শর্তসাপেক্ষে বহু বিবাহ বৈধ ঘোষণা করেছে।

আল্লাহ তাআলা বলেন:

فَانۡکِحُوۡا مَا طَابَ لَکُمۡ مِّنَ النِّسَآءِ مَثۡنٰی وَثُلٰثَ وَرُبٰعَ
“নারীদের মধ্যে যাকে তোমাদের পছন্দ হয় বিবাহ কর দুই-দুইজন, তিন-তিনজন অথবা চার-চারজনকে।”
(সূরা আন নিসা – আয়াত ৩)

বিশ্ব পরিসংখ্যান বলছে, নারীদের সংখ্যা পুরুষের চেয়ে বেশি। বহু বিবাহ নিষিদ্ধ করলে সমাজে অনাচার ও বিপথগামিতা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ নিয়ে প্রয়োজনীয় গবেষণা কাম্য।


৩. ‘শরীর আমার, সিদ্ধান্ত আমার’ স্লোগান

দশম অধ্যায়ে ‘শরীর আমার, সিদ্ধান্ত আমার’ দাবি করা হয়েছে, যা ইসলামের মৌলিক দর্শনের বিরুদ্ধে যায়।

আল্লাহ তাআলা বলেন:

اَلَا لَہُ الۡخَلۡقُ وَالۡاَمۡرُ
“সৃষ্টি ও আদেশ দান তো একমাত্র তাঁরই কাজ।”
(সূরা আল আ’রাফ – আয়াত ৫৪)


৪. নারীদের মাসিককালীন অবস্থা নিয়ে কুসংস্কার অপপ্রচার

প্রতিবেদনের দশম অধ্যায়ের ১০.২ অনুচ্ছেদে নারীদের হায়েয (মাসিক) সম্পর্কিত ইসলামের বিধানকে চ্যালেঞ্জ করা হয়েছে।

আল্লাহ তাআলা বলেন:

وَیَسۡـَٔلُوۡنَکَ عَنِ الۡمَحِیۡضِ ؕ قُلۡ ہُوَ اَذًی
“লোকে আপনার কাছে হায়য সম্পর্কে জিজ্ঞেস করে। আপনি বলে দিন, তা অশুচি।”
(সূরা আল বাকারা – আয়াত ২২২)


৫. ট্রান্সজেন্ডার বা লিঙ্গ পরিবর্তনের পক্ষে প্রচারণা

চতুর্থ অধ্যায়ের ৪.১ অনুচ্ছেদে ‘জেন্ডার’ ইস্যুতে ট্রান্সজেন্ডার সমর্থন করা হয়েছে, যা ইসলাম বিরোধী।

আল্লাহ তাআলা বলেন:

وَلَاٰمُرَنَّہُمۡ فَلَیُغَیِّرُنَّ خَلۡقَ اللّٰہِ
“তাদেরকে আদেশ করব, ফলে তারা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করবে।”
(সূরা আন নিসা – আয়াত ১১৯)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

“নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের যারা নারীর বেশ ধরে এবং নারীদের যারা পুরুষের বেশ ধরে তাদের ওপর লা’নত করেছেন।”
(সহীহ বুখারী – হাদিস ৫৮৮৫)


৬. বিবাহ, তালাক ইত্যাদিতে নারী-পুরুষের সমানাধিকার দাবি

ষষ্ঠ অধ্যায়ের ৬.৩.১ ‘ক’ অনুচ্ছেদে বিবাহ ও তালাক সংক্রান্ত সমানাধিকারের দাবি ইসলামের মূলনীতি বিরোধী।

আল্লাহ তাআলা বলেন:

اَلرِّجَالُ قَوّٰمُوۡنَ عَلَی النِّسَآءِ
“পুরুষগণ নারীদের অভিভাবক।”
(সূরা আন নিসা – আয়াত ৩৪)


৭. দত্তক শিশুকে গর্ভজাত সন্তানের মর্যাদা প্রদান

তৃতীয় অধ্যায়ের ৩.২.২.১.৪ ‘খ’ অনুচ্ছেদে দত্তক শিশুকে নিজের সন্তানের মর্যাদা দেয়ার প্রস্তাবনা ইসলামী বিধানের বিরোধী।

আল্লাহ তাআলা বলেন:

وَمَا جَعَلَ اَدۡعِیَآءَکُمۡ اَبۡنَآءَکُمۡ
“আর তোমাদের মুখের ডাকা পুত্রদেরকে তোমাদের প্রকৃত পুত্র সাব্যস্ত করেননি।”
(সূরা আল আহ্‌যাব – আয়াত ৪)


৮. যৌনকর্মীদের শ্রমিক স্বীকৃতি

দ্বাদশ অধ্যায়ের ১২.৩.১১ ‘জ’ অনুচ্ছেদে যৌনকর্মীদের শ্রমিক স্বীকৃতি দিতে চাওয়া হয়েছে, যা ইসলাম কঠিনভাবে নিষিদ্ধ করেছে।

আল্লাহ তাআলা বলেন:

اَلزَّانِیَۃُ وَالزَّانِیۡ فَاجۡلِدُوۡا کُلَّ وَاحِدٍ مِّنۡہُمَا مِائَۃَ جَلۡدَۃٍ
“ব্যভিচারিণী ও ব্যভিচারী, তাদের প্রত্যেককে একশত চাবুক মারবে।”
(সূরা আন নূর – আয়াত ২)


৯. সংবিধানে ধর্মীয় বিধান অনুসরণ না করার দাবি

তৃতীয় অধ্যায়ের ৩.২.১.১.৩ ‘ক’ অনুচ্ছেদে সংবিধানে কোনো ধর্মীয় বিধান অনুসরণ না করার প্রস্তাব দেয়া হয়েছে, যা সরাসরি ইসলাম বিরোধী।

আল্লাহ তাআলা বলেন:

اِنَّ الدِّیۡنَ عِنۡدَ اللّٰہِ الۡاِسۡلَامُ
“নিশ্চয়ই আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র দ্বীন ইসলাম।”
(সূরা আলে ইমরান – আয়াত ১৯)

আরও বলেন:

وَمَنۡ یَّبۡتَغِ غَیۡرَ الۡاِسۡلَامِ دِیۡنًا فَلَنۡ یُّقۡبَلَ مِنۡہُ
“যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দীন গ্রহণ করতে চাইবে, তা কখনো গ্রহণ করা হবে না।”
(সূরা আলে ইমরান – আয়াত ৮৫)


উপসংহার

সম্মানিত প্রধান উপদেষ্টার নিকট আমাদের আকুল আবেদন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিকে আঘাত করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না।
আপনার জন্য এটাই সুযোগ, দেশের ইতিহাসে একজন গর্বিত মুসলিম নেতা হিসেবে নিজেকে স্মরণীয় করে রাখার।

সঠিক মার্কেটিং এর মাধ্যমে আপনার বিজনেসের সফলতা নিশ্চিত করুন! 

মাহবুবওসমানী.কম দিচ্ছে আনলিমিটেড ফেসবুক অ্যাড ক্রেডিট, গ্যারান্টেড SEO র‍্যাঙ্কিং, এবং প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্ট – সবকিছু একসাথে, ইংশাআল্লাহ্‌!

১৪+ বছরের অভিজ্ঞতা – গ্যারান্টেড SEO র‍্যাঙ্কিং
৮০০+ সন্তুষ্ট ক্লায়েন্ট – আনলিমিটেড ফেসবুক অ্যাড ক্রেডিট
প্রমাণিত ফলাফল, সর্বোচ্চ ROI – প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্ট

📩 আজই যোগাযোগ (  wa.me/+966549485900 or  wa.me/+8801716988953 ) করুন এবং আপনার ব্যবসার সম্ভাবনাকে বাস্তবে রূপ দিন!
🌍 ভিজিট করুন: MahbubOsmane.com

Related posts

The key to sincere guidance and wisdom

by IDCAdmin
6 months ago

Avoiding Haram Friendships

by MasudDemra
9 months ago

নিচু লোকের প্রধান হাতিয়ার হলো অশ্লীল ভাষা প্রয়োগ!

by IDCAdmin
5 months ago
Exit mobile version