শরীর, রিযিক ও জীবনের কল্যাণ: ইমাম ইবনুল কাইয়িম (রহিমাহুল্লাহ)-এর নির্দেশনা কুরআন ও হাদীসের আলোকে

✍️ ইসলামী দাওয়াহ সেন্টার | IslamiDawahCenter.com


ভূমিকা

ইসলাম মানুষের দেহ, মন ও আত্মার পূর্ণাঙ্গ কল্যাণের শিক্ষা দেয়। প্রখ্যাত আলিম ইমাম হাফিজ ইবনুল কাইয়িম (রহিমাহুল্লাহ) তাঁর মহান গ্রন্থ যাদ আল-মায়াদ (চিকিৎসা অধ্যায় : ৪/৩৭৮)-এ শরীর, রিযিক ও জীবনের কল্যাণের জন্য অমূল্য নির্দেশনা দিয়েছেন। আজ আমরা তাঁর সেই উপদেশসমূহ কুরআন ও সহীহ হাদীসের আলোকে আলোচনা করব।


তিনটি জিনিস শরীরকে অসুস্থ করে

  1. কথা বেশি বলা
    রাসূলুল্লাহ ﷺ বলেছেন: «مِنْ حُسْنِ إِسْلَامِ الْمَرْءِ تَرْكُهُ مَا لَا يَعْنِيهِ»
    “ব্যক্তির ইসলাম সুন্দর হওয়ার নিদর্শন হলো, যে বিষয় তার সাথে সম্পর্কিত নয়, তা পরিত্যাগ করা।”
    (সুনান আত-তিরমিজী 2317)
  2. অধিক নিদ্রা ও বিশ্রাম
    আল্লাহ বলেন: ﴿وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا • وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا • وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا﴾
    “আমি তোমাদের ঘুমকে করেছি বিশ্রামের মাধ্যম, রাতকে করেছি আচ্ছাদন, আর দিনকে করেছি জীবিকার উপায়।”
    (সূরা আন-নَبَأ: 9-11)
  3. অতিরিক্ত পানাহার করা
    নবী ﷺ বলেছেন: «مَا مَلَأَ آدَمِيٌّ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ، بِحَسْبِ ابْنِ آدَمَ أُكُلَاتٌ يُقِمْنَ صُلْبَهُ…»
    “আদম সন্তান তার পেটের চেয়ে নিকৃষ্ট কোনো পাত্র পূর্ণ করে না। কিছু কণিকা খাদ্যই যথেষ্ট তার মেরুদণ্ড সোজা রাখতে।”
    (সুনান আত-তিরমিজী 2380)

চারটি জিনিস শরীরকে ধ্বংস করে

  1. দুঃশ্চিন্তা ও পেরেশানি – আল্লাহ বলেন: ﴿وَمَن يَتَّقِ ٱللَّهَ يَجْعَل لَّهُۥ مَخْرَجًا • وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ﴾
    “যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং অপ্রত্যাশিত জায়গা থেকে তাকে রিযিক দেন।”
    (সূরা আত-তালাক: 2-3)
  2. দুঃখ ও হতাশা – নবী ﷺ বলতেন: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ…»
    “হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে…”
    (সহীহ আল-বুখারী 6369)
  3. ক্ষুধা – নবী ﷺ দু’আ করতেন: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْجُوعِ فَإِنَّهُ بِئْسَ الضَّجِيعُ»
    “হে আল্লাহ! আমি আপনার কাছে ক্ষুধা থেকে আশ্রয় চাই, কারণ এটি সবচেয়ে মন্দ সঙ্গী।”
    (আবু দাউদ 1547)
  4. অনর্থক অধিক রাত্রি পর্যন্ত জেগে থাকা – রাসূল ﷺ বলেছেন: «لَا سَمَرَ بَعْدَ الصَّلَاةِ»
    “ঈশার নামাজের পর (অনর্থক) রাত জাগরণ নেই।”
    (সুনান আবু দাউদ 4003)

চারটি জিনিস চেহারাকে মলিন করে ও সম্মান কেড়ে নেয়

  1. মিথ্যা – নবী ﷺ বলেছেন: «إِيَّاكُمْ وَالْكَذِبَ، فَإِنَّ الْكَذِبَ يَهْدِي إِلَى الْفُجُورِ…»
    (সহীহ আল-বুখারী 6094, মুসলিম 2607)
  2. অহংকার ও ঔদ্ধত্য – আল্লাহ বলেন: ﴿إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلْمُسْتَكْبِرِينَ﴾
    (সূরা আন-নাহল: 23)
  3. অতিরিক্ত অপ্রয়োজনীয় প্রশ্ন (ইলম ছাড়া) – আল্লাহ বলেন: ﴿يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَسْـَٔلُوا۟ عَنْ أَشْيَآءَ إِن تُبْدَ لَكُمْ تَسُؤْكُمْ﴾
    (সূরা আল-মায়িদাহ: 101)
  4. লজ্জাহীনতা ও অশ্লীলতা – নবী ﷺ বলেছেন: «إِنَّ مِمَّا أَدْرَكَ النَّاسُ مِنْ كَلَامِ النُّبُوَّةِ الْأُولَى إِذَا لَمْ تَسْتَحِ فَاصْنَعْ مَا شِئْتَ»
    (সহীহ আল-বুখারী 3483)

চারটি জিনিস আনন্দ ও সম্মান ফিরিয়ে আনে

  1. তাকওয়া – আল্লাহ বলেন: ﴿إِنَّ أَكْرَمَكُمْ عِندَ ٱللَّهِ أَتْقَىٰكُمْ﴾
    (সূরা আল-হুজুরাত: 13)
  2. সত্যবাদীতা – নবী ﷺ বলেছেন: «عَلَيْكُمْ بِالصِّدْقِ فَإِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى الْبِرِّ…»
    (সহীহ মুসলিম 2607)
  3. দানশীলতা – আল্লাহ বলেন: ﴿وَمَآ أَنفَقْتُم مِّن شَىْءٍ فَهُوَ يُخْلِفُهُ﴾
    (সূরা সাবা: 39)
  4. আত্মসম্মান রক্ষা – নবী ﷺ বলেছেন: «لَا يَحِلُّ لِرَجُلٍ أَنْ يَهْدِيَ هَدِيَّةً إِلَّا قَبِلَهَا، وَلَا يَسْأَلْ أَحَدٌ النَّاسَ شَيْئًا»
    (মুসনাদ আহমদ 23408)

চারটি জিনিস রিযিক বৃদ্ধি করে

  1. রাত জেগে তাহাজ্জুদ – আল্লাহ বলেন: ﴿وَمِنَ ٱلَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَّكَ عَسَىٰٓ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُودًا﴾
    (সূরা আল-ইসরা: 79)
  2. সূর্যোদয়ের পূর্বে যিকির – নবী ﷺ বলেছেন: «مَنْ صَلَّى الْغَدَاةَ فِي جَمَاعَةٍ ثُمَّ قَعَدَ يَذْكُرُ اللَّهَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ…»
    (সুনান আত-তিরমিজী 586)
  3. নিয়মিত দান – নবী ﷺ বলেছেন: «مَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَالٍ»
    (সহীহ মুসলিম 2588)
  4. দিনের শুরু ও শেষে যিকির – আল্লাহ বলেন: ﴿وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ ٱلشَّمْسِ وَقَبْلَ ٱلْغُرُوبِ﴾
    (সূরা ক্বাফ: 39)

চারটি জিনিস রিযিক কমিয়ে দেয়

  1. ফজরের পর ঘুমানো – সাহাবীগণ ফজরের পর আল্লাহর যিকির ও কাজ শুরু করতেন। রাসূল ﷺ দোয়া করেছেন: «اللَّهُمَّ بَارِكْ لِأُمَّتِي فِي بُكُورِهَا»
    “হে আল্লাহ! আমার উম্মতের সকাল সময়ে বরকত দাও।”
    (সুনান আবু দাউদ 2606)
  2. সালাতে ত্রুটি করা – আল্লাহ বলেন: ﴿فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ • ٱلَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ﴾
    (সূরা আল-মাউন: 4-5)
  3. অলসতা – নবী ﷺ দোয়া করতেন: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ»
    (সহীহ মুসলিম 2706)
  4. প্রতারণা ও বিশ্বাসঘাতকতা – নবী ﷺ বলেছেন: «مَنْ غَشَّ فَلَيْسَ مِنَّا»
    “যে প্রতারণা করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।”
    (সহীহ মুসলিম 102)

উপসংহার

ইমাম ইবনুল কাইয়িম (رحمه الله)-এর এই অমূল্য উপদেশগুলো আসলে কুরআন ও হাদীসের আলোকে জীবনের সফলতার নকশা। শরীরের সুস্থতা, মুখের সৌন্দর্য, রিযিকের বরকত এবং দুনিয়া-আখিরাতের সম্মান লাভের জন্য আমাদের উচিত এগুলো জীবনে বাস্তবায়ন করা।


✍️ লিখেছেনঃ মাহবুব ওসমানী
Mahbub Osmane একজন ইসলামী চিন্তাবিদ, লেখক এবং IslamiDawahCenter.com-এর প্রতিষ্ঠাতা। তিনি কুরআন ও সহীহ হাদীসভিত্তিক বিশ্লেষণধর্মী প্রবন্ধ প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ।

লিখেছেন:মাহবুব ওসমানী – প্রকাশনা: Islamidawahcenter.com


Mahbub Osmane — একজন ইসলামী চিন্তাবিদ, লেখক এবং IslamiDawahCenter.com এর প্রতিষ্ঠাতা। তিনি কুরআন ও সহীহ হাদীসভিত্তিক বিশ্লেষণধর্মী প্রবন্ধ প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। 

To learn more, comment below or message us on wa.me/+966549485900 or  wa.me/+8801716988953 or call us at +44-73801-27019. Email at hi@islamidawahcenter.com

আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন।

ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।

আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে বিস্তারিত জানতে  লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।

আইডিসি  মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে  দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।

কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।

Related posts

‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ রিপোর্ট : ইসলাম ও মুসলিম জনগোষ্ঠীর ওপর সরাসরি আঘাত

by IDCAdmin
5 months ago

Dream – ইসলামের আলোকে বিভিন্ন স্বপ্নের ব্যাখ্যা

by IDCAdmin
6 years ago

Significance of Laylat al-Qadr

by MasudDemra
9 months ago
Exit mobile version