নতুন বইয়ের জন্য দরখাস্ত=application-for-books

 

নতুন বইয়ের জন্য দরখাস্ত-application-for-books

১২.০১.২০২০

বরাবর

অধ্যক্ষ

বারিধারা নাজমুল উলূম আলিম মাদ্রাসা

গুলশান, ঢাকা।

বিষয়ঃ নতুন বইয়ের জন্য আবেদন।

জনাব,

যথাযথ সম্মানপ্রদর্শনপূর্বক হুজুরের নিকট আকুল আবেদন এইযে, আইডিসি (ইংলিশ মিডিয়াম) মাদ্রাসা গত বছরে যাত্রা শুরু করে গত বার্ষিক পরীক্ষায় আশানুরুপ ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। এই নতুন বছর তথা ২০২০ সালে মাদ্রাসার সাফল্যে উৎসাহী হয়ে অভিভাবকগন তাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের নিমিত্তে মাদ্রাসা্টিতে ভর্তি করিয়েছেন। আলহামদুলিল্লাহ, বর্তমান মাদ্রাসার শিক্ষার্থী সংখ্যা প্রায় ৪০ জন যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। মাদ্রাসাটি নতুন হওয়াতে শিক্ষার্থীবৃন্দের বোর্ড বই ব্যবস্থা করা সম্ভব হয়নি। যদিও তাদের পরীক্ষার ব্যবস্থাটি আপনার মাদ্রাসার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। এখন, দেশগঠনের ভিত্তি এই কোমলমতিদের শিক্ষা পাওয়ার অধিকার নিশ্চিত করতে হুজুরের মাধ্যমে এদের বোর্ড বইয়ের ব্যবস্থাকরণের বিনীত আবেদন করছি। নিন্মে শ্রেণিভিত্তিক বইয়ের তালিকা প্রদান করা হলোঃ

শ্রেণি বইয়ের সংখ্যা শ্রেণি বইয়ের সংখ্যা
প্রথম ১৫ চতুর্থ
দ্বিতীয় ১৫ পঞ্চম
তৃতীয় ১০ ষষ্ঠ + সপ্তম ৩+৩

অতএব, আইডিসি (ইঃ মিঃ) মাদ্রাসার পক্ষ থেকে হুজুরের নিকট বিনীত আর্জি এইযে, উপরোক্ত বিষয়গুলো বিবেচনা করে শিক্ষার্থীবৃন্দের বইয়ের ব্যবস্থা করার জন্য আপনার সদয় দৃষ্টি কামনা করছি।

নিবেদক,

মোঃ মাহবুব ওসমানী,

প্রধান শিক্ষক ও পরিচালক,

আইডিসি (ইংলিশ মিডিয়াম) মাদ্রাসা।

০১৭১৬ ৯৮৮ ৯৫৩ / ০১৭৩৭ ১৯৬ ১১১

Forazi Monjil, H#12, R#04, Adorsho Nogor, Middle Badda, Dhaka-1212

Email: info@islamidawahcenter.com Web: https://.islamidawahcenter.com

 আইডিসির সাথে যোগ  দিয়ে উভয় জাহানের জন্য   ভালো কিছু করুন।

 

আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে বিস্তারিত জানতে  লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।

আইডিসি  মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আপনি আইডিসি  মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.

আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে  দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।

কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।

ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।

 
 
Islami Dawah Center Cover photo

 

ইসলামী দাওয়াহ সেন্টারকে সচল রাখতে সাহায্য করুন!

ইসলামী দাওয়াহ সেন্টার ১টি অলাভজনক দাওয়াহ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ইসলামিক ব্লগটি বর্তমানে ২০,০০০+ মানুষ প্রতিমাসে পড়ে, দিন দিন আরো অনেক বেশি বেড়ে যাবে, ইংশাআল্লাহ।

বর্তমানে মাদরাসা এবং ব্লগ প্রজেক্টের বিভিন্ন খাতে (ওয়েবসাইট হোস্টিং, CDN,কনটেন্ট রাইটিং, প্রুফ রিডিং, ব্লগ পোস্টিং, ডিজাইন এবং মার্কেটিং) মাসে গড়ে ৫০,০০০+ টাকা খরচ হয়, যা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেকারনে, এই বিশাল ধর্মীয় কাজকে সামনে এগিয়ে নিতে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, এমন কিছু ভাই ও বোন ( ৩১৩ জন ) দরকার, যারা আইডিসিকে নির্দিষ্ট অংকের সাহায্য করবেন, তাহলে এই পথ চলা অনেক সহজ হয়ে যাবে, ইংশাআল্লাহ। যারা এককালিন, মাসিক অথবা বাৎসরিক সাহায্য করবেন, তারা আইডিসির মুল টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইংশাআল্লাহ।

আইডিসির ঠিকানাঃ খঃ ৬৫/৫, শাহজাদপুর, গুলশান, ঢাকা -১২১২, মোবাইলঃ +88 01609 820 094, +88 01716 988 953 ( নগদ/বিকাশ পার্সোনাল ) ইমেলঃ info@islamidawahcenter.com, info@idcmadrasah.com, ওয়েব: www.islamidawahcenter.com, www.idcmadrasah.com সার্বিক তত্ত্বাবধানেঃ হাঃ মুফতি মাহবুব ওসমানী ( এম. এ. ইন ইংলিশ )

 

 

has been added to the cart. View Cart