IDC Orphanage – আইডিসি এতিমখানা

 

Donate for IDC Foundation

এতিমরাই সর্বপ্রকার দানের অগ্রাধিকারী!

মানুষ মরনশীল! সম্পদ অস্থায়ী! এই দুটি অমূল্য সম্পদ অমরত্ব লাভ করে তখন যখন তা দ্বীনের পথে মানবতার সেবায় ব্যবহৃত হয়।” আপনার কোরবানীর চামড়া অথবা চামড়া বিক্রির টাকা আইডিসি এতিমখানার অসহায় এতিমদের দান করুন। এই ছাড়া আপনার যাকাত, পরিবারবর্গের ফেতরা, সদকা, মান্নত, কাফ্ফারা এবং কোরবানীর চামড়া দান করে অসহায়, এতিম, মিসকিন, অন্ধ, বোবা, আতুর ও শিশু কিশোরদের ভিক্ষার অভিশাপ থেকে বাঁচান, এদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করুন।

 

একজন এতিমের দায়িত্ব নিন!

একজন এতিমের দায়িত্ব নিন, আপনার মাসিক ৫০০ টাকা ডোনেশনে একজন এতিম আইডিসি মাদ্রাসায় পড়াশোনা করবে। বিস্তারিত জানতে এই নাম্বারে 01609 820 094 / ০১৭১৬ ৯৮৮ ৯৫৩ কল করুন।  

 

IDC Orphanage

 

আইডিসি এতীম খানা ও লিল্লাহ বোর্ডিং –  IDC Orphanage & Lillah Boarding

 

  • >> প্লে ক্লাস  থেকে ক্লাস ১২ পর্যন্ত মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ যত্নের সহিত পড়ানোর ব্যাবস্থা।
  • >> স্পেশাল শিক্ষক ও শিক্ষিকার মাধ্যমে বিশেষ ক্লাসের ব্যাবস্থা ।
  • >> এতীম / অনাথ ছাত্র ছাত্রীদের ফ্রি থাকা খাওয়ার ব্যাবস্থা।
  • >> গরীব ও মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ ছাড়।
  • >> ক্লাস টেন / দাখিল শ্রেণীর পর থেকে কর্মমুখী শিক্ষা উপর ৭০% গুরুত্বারোপ।
  • >> আরবী ও ইংরেজি ভাষা কোর্স। কম্পিউটার কোর্স।
  • >> ক্লাস ৫ থেকে প্রোগ্রামিং, গণিত অলিম্পিয়াড, জুনিয়র সাইন্স অলিম্পিয়াড, আন্তর্জাতিক অলিম্পিয়াডে , প্রোগ্রামিং কন্টেস্টে যোগ দেয়ার জন্য বিশেষ প্রস্তুতির ব্যাবস্থা।
  • >> হাফেজ ছাত্র এবং ছাত্রীদের আন্তর্জাতিক হাফেজ এবং কারী সাহবের / সাহেবার মাধ্যমে শুনানোর, হদর ও কারিয়ানা প্রশিক্ষনের ব্যাবস্থা এবং ইন্টারন্যাশনাল কম্পিটিশনের জন্য বিশেষ ভাবে তৈরি করা।

 

Donate for IDC

 

IDC Foundation & Islami Dawah Center সম্পূর্ণ  স্ব স্ব-উদ্যোগে পরিচালিত একটি অ-লাভজনক ইসলামী দাওয়াহ প্রতিষ্ঠান।

  এই ছাড়া বর্তমানে এর মাদরাসা এবং ব্লগ প্রজেক্টে বিভিন্ন খাতে ( এতীম ও গরীব ছাত্র ছাত্রী, ৫-৭ জন শিক্ষক, ডোমেইন, হোস্টিং, CDN, রাইটিং কন্টেন্ট, প্রুফ রিডিং, ব্লগ পোস্টিং, কনটেন্ট কোঅর্ডিনেশন, গ্রাফিক্স ডিজাইন, অনলাইন মার্কেটিং) মাসে গড়ে 70,000+ টাকা খরচ হয়। ভবিষ্যতে মাদরাসা এবং ব্লগটি প্রচারের জন্য আমাদের বড় আকারে বিজ্ঞাপনের (advertising) দিকে যাওয়ার লক্ষ্য রয়েছে। তখন মাসিক খরচ আরও বেড়ে যাবে, যা অনেকাংশেই আমাদের জন্য চ্যলেঞ্জিং একটা বাপার। সেকারণে, IDC কে  সামনে এগিয়ে যাবার জন্য সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাদের প্রার্থনা, তদুপরি এই বিশাল ধর্মীয় প্রোজেক্টে আপনাদের সাহায্যের একান্ত প্রয়োজন। আমাদের এমন কিছু ভাই, বোনদের দরকার যারা I DC প্রতি বছরে অথবা প্রতি মাসে একটা নির্দিষ্ট অঙ্কের অর্থ সাহায্য দিতে পারবেন, সেক্ষেত্রে আমাদের পথ চলা অনেকটাই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা বাৎসরিক বা মাসিক ভিত্তিতে সাহায্য করবেন তারা IDC টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। এক্ষেত্রে যে সকল ভাই, বোনেরা আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা নিচের ই-মেইলে যোগাযোগ করুন অথবা আমাদেরকে কল করুন। IDC অফিসিয়াল ই-মেইলঃ hi@islamidawahcenter.com IDC অফিসিয়াল নাম্বারঃ 88 01716 988 953, 88 017137 196 111, 88 01912 966 448 ও 88 01720 545 714

 

আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন!

 

আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে  জানতে  লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।

আইডিসি  মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আপনি আইডিসি  মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.

আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে  দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।

কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।

ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।

 

যাদের এভাবে সাহায্য করার সুযোগ নেই কিন্তু  IDC (Islami Dawah Center ) অ-লাভজনক ইসলামী দাওয়াহ প্রতিষ্ঠানে অবদান রাখতে চান তারা এককালীন যে কোন পরিমানের অর্থ সাহায্য পাঠাতে পারেন। ইনশাআল্লাহ আপনার টাকার সম্পূর্ণটাই IDC র প্রজেক্ট অথবা মাদ্রাসায় ব্যয় করা হবে। বর্তমানে নিচের তিনটি পদ্ধতির যেকোন একটি পদ্ধতি ব্যবহার করে সাহায্য পাঠাতে পারবেন। সাহায্য পাঠানোর পর আমাদের নিশ্চিত করুন ই-মেইল ( hi@islamidawahcenter.com or sdsidc2018@gmail.com ) অথবা মোবাইলে ( ০১৭১৬ ৯৮৮ ৯৫৩) মেসেজ পাঠিয়ে। ই-মেইল/মেসেজে আপনার নাম, স্থান ও সাহায্যের পরিমাণ উল্লেখ করুন।

দাতা সদস্য!

এই প্রতিষ্ঠানটির জন্য ৩১৩ জন দাতা সদস্য নিবো, এক কালীন ২ লাখ, অথবা বাৎসরিক ১০০০০ অথবা মাসে ১০০ টাকা দিয়ে আপনি দাতা সদস্য হতে পারেন।  এক কালীন ২ লাখ টাকা অথবা বাৎসরিক ১০০০০ অথবা মাসে ১০০ টাকা দিয়ে আপনি প্রতিষ্ঠানের দাতা সদস্য হয়ে যেতে পারেন। আরো বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।

Make A Donation To Islami Dawah Center

সকল প্রকার সাহায্য পাঠাবার ও যোগাযোগের ঠিকানা :

  • বিকাশঃ ০১৭১৬ ৯৮৮ ৯৫৩, ০১৭৩৭ ১৯৬ ১১১, ০১৭২০ ৫৪৫ ৭১৪ ( পার্সোনাল )
  • Nagad: ০১৭১৬ ৯৮৮ ৯৫৩ ( পার্সোনাল )
  • ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, একাউন্ট নেমঃ মাহবুব ওসমানী, একাউন্ট নাম্বারঃ ২৭২৬২, ব্রাঞ্চঃ ধানমন্ডি, ঢাকা-১২০৭, বাংলাদেশ। সুইফটকোডঃ IBBLBDDH
  • ব্রাক ব্যাংক লিমিটেড, একাউন্ট নেমঃ মাহবুব ওসমানী, একাউন্ট নাম্বারঃ 1509202001996001, ব্রাঞ্চঃ সাত মসজিদ রোড , ঢাকা-১২০৭, বাংলাদেশ। সুইফটকোডঃ BRAKBDDH
  • ইস্ট্রার্ন ব্যাংক লিমিটেড, একাউন্ট নেমঃ মাহবুব ওসমানী, একাউন্ট নাম্বারঃ 1091260180080, ব্রাঞ্চঃ বনানী , ঢাকা-১২১২, বাংলাদেশ। সুইফটকোডঃEBLDBDDH
  • Paypal: Name Of Account: BPO Engine, Email: payment@bpoengine.com, Branch Name: NA, Comment : 3% Extra Pay
  • Skrill: Name Of Account: Mahbub Osmane, Email: bytecodepiyal@gmail.com, Branch Name: NA, Comment: 2% Extra Pay

 

আইডিসি এতীমখানায় আপনার যাকাত ও ফেতরা দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি!

আইডিসি এতীমখানা

 

যোগাযোগ/যাতায়াত

গুলশান, বাড্ডা লিংক রোডের অপজিটে আদর্শ নগর রাস্তা দিয়ে হেটে অথবা রিক্সায় ফরাজী মঞ্জিল, বাড়ীঃ ১০, রোডঃ ০৪, আদর্শ নগর, মধ্যবাড্ডা, ঢাকা-১২১২,

মোবাঃ বালক শাখাঃ ০১৭১৬ ৯৮৮ ৯৫৩, বালিকা শাখাঃ ০১৯১৩ ১৮৯ ৩৭৮ অথবা ০১৯১২ ৯৬৬ ৪৪৮ ই-মেইলঃ hi@islamidawahcenter.com ওয়েব সাইটঃ www.islamidawahcenter.com

ফেসবুক পেইজঃ https://www.facebook.com/IDCMadrasah/

 

কিছু কমন প্রশ্নের উত্তরঃ

Q==> IDC ( আইডিসি ) মানে কি? উত্তরঃ  IDC ( আইডিসি ) মানে হচ্ছে, ইসলামী দাওয়াহ সেন্টার। I= Islami, D= Dawah, C = Center Q==> ইংলিশ মিডিয়াম মাদরাসা মানে কি? উত্তরঃ যেহেতু ইংরেজি ও আরবি হচ্ছে এই মাদরাসার মেইন শিক্ষার ভাষা, তাই আমরা একে ইংলিশ মিডিয়াম মাদরাসা বলছি। জি! বাংলাদেশে ইংলিশ মিডিয়াম মাদরাসা হিসাবে আইডিসি (ইংলিশ মিডিয়াম) মাদরাসাই প্রথম।

 

পরিচালকঃ

প্রধান পৃষ্টপোষকঃ  মাওঃ মোঃ আবু বকর সিদ্দীক, ( এম এম ) ইসলামী দাওয়াহ সেন্টার, সুবিদপুর, ফরিদগঞ্জ, চাঁদপুর। মোবাঃ ০১৭২০ ৫৪৫ ৭১৪ প্রতিষ্ঠাতা পরিচালকঃ হাঃ মুফতি মোঃ মাহবুব ওসমানী, ( বি এ অনার্স এন্ড মার্স্টাস ইন ইংলিশ, ফার্স্ট ক্লাস ) ফাউন্ডার, মাহবুবওসমানী.কম ও বাইটকোড, বি. ডি. এম, পরিপুর্ন হোস্ট। মোবাঃ ০১৭১৬ ৯৮৮ ৯৫৩ সহকারী পরিচালকঃ ইঞ্জিনিয়ার মোঃ মাজহার আহমেদ, সি টি ও এট ওশেনাইজ ইনকর্পোরেটেড। ( বি এস সি ও এম এস সি ইন কম্পিউটার সাইন্স, ফার্স্ট ক্লাস ) মোবাঃ ০১৭১২ ৯৯৯ ৯০৮

 

Islami Dawah Center Cover photo

 

 

আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন!

 

আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে  জানতে  লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।

আইডিসি  মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আপনি আইডিসি  মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.

আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে  দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।

কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।

ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।

 

অত্যন্ত লাভজনক ব্যবসা!

    ☪ এক সাহাবীর অত্যন্ত লাভজনক ব্যবসার একটি অতি চমৎকার ঘটনা! ☪ মদীনার বাগানগুলোর মধ্যে এক ইয়াতীম ছেলের একটি বাগান ছিল। তার বাগানের সাথে লাগোয়া বাগানের মালিক ছিলেন আবু লুবাবা নামের এক লোক। সেই ইয়াতীম ছেলেটি নিজের বাগান বরাবর একটি প্রাচীর দিতে গিয়ে দেখল যে, প্রতিবেশীর একটি খেজুর গাছ সীমানার মধ্যে পড়ে যাচ্ছে। ছেলেটি তার প্রতিবেশীর কাছে গিয়ে সমস্যার কথা বলে সীমানার খেজুর গাছটি কিনতে চাইলো যাতে প্রাচীরটি সোজা হয়। কিন্তু প্রতিবেশী আবু লুবাবা কোনভাবেই রাজী হচ্ছিল না। ✝ কোন উপায় না পেয়ে সেই ইয়াতীম রাসুলুল্লাহ্ ﷺ এর কাছে গিয়ে পুরো ঘটনা বুঝিয়ে বললো। আল্লাহর রাসুল ﷺ ডেকে পাঠালেন আবু লুবাবাকে। সে মসজিদে নববীতে আসলে নবী করীম ﷺ সেই খেজুর গাছটি অর্থের বিনিময়ে হলেও ইয়াতীম ছেলেটিকে দিয়ে দিতে অনুরোধ করলেন। আবু লুবাবা যথারীতি রাজী হলো না। রাসুলুল্লাহ্ ﷺ এক পর্যায়ে তাকে বললেন, “তোমার ভাইকে ওই খেজুর গাছটি দিয়ে দাও। আমি তোমার জন্য জান্নাতে একটি খেজুর গাছের জিম্মাদার হব।” বিস্ময়কর হলেও আবু লুবাবা তারপরেও সেই খেজুর গাছ দিতে রাজী হলো না। রাসুলুল্লাহ্ ﷺ এই পর্যায়ে চুপ হয়ে গেলেন। এর চেয়ে বেশী তিনি ﷺ তাকে আর কী বলতে পারেন! ✝ উপস্থিত সাহাবীদের মধ্যে সাবিত (রাঃ) ও ছিলেন। তিনি “আবু দাহদাহ” নামে পরিচিত ছিলেন। মদীনায় তাঁর খুব সুন্দর একটি বাগান ছিল। প্রায় ৬০০ খেজুর গাছ ছাড়াও একটি মনোরম বাড়ি ও একটি পানির কুয়া ছিল সেখানে। মদীনার সব বড় ব্যবসায়ীদের কাছে আবু দাহদাহ (রাঃ) এর বাগানটি সুপরিচিত ছিল। তিনি স্বপরিবারে সেখানে বসবাসও করতেন। আবু দাহদাহ (রাঃ) হঠাৎ রাসুলুল্লাহ্ ﷺ এর কাছে গিয়ে বললেন, “হে আল্লাহর রাসুল” ﷺ আমি যদি আবু লুবাবার কাছ থেকে ঐ খেজুর গাছটি কিনে এই ইয়াতীমকে দিয়ে দেই, তাহলে আমিও কি জান্নাতে একটি খেজুর গাছের মালিক হবো? রাসুলুল্লাহ্ ﷺ বললেন, “হ্যাঁ, তোমার জন্যও জান্নাতে খেজুর গাছ থাকবে।” আবু দাহদাহ (রাঃ) সাথে সাথে আবু লুবাবাকে বললেন, আপনি আমার এই সম্পূর্ণ বাগানটি গ্রহণ করে সেই খেজুর গাছটি আমাকে দিয়ে দিন। ✝ আবু লুবাবা দুনিয়াবী এই বিনিময় বিশ্বাস করতে পারছিল না! হুঁশ ফিরলেই সে বলল, হ্যাঁ আমি আপনার খেজুর গাছের বাগানটি গ্রহণ করলাম। বিনিময়ে আমার সেই খেজুর গাছটি আপনাকে দিয়ে দিলাম। হযরত আবু দাহদাহ (রাঃ) সেই মূহুর্তেই খেজুর গাছটি ইয়াতীম ছেলেটিকে উপহার হিসাবে দিয়ে দিলেন। তারপর রাসুলুল্লাহ্ ﷺ এর দিকে তাকিয়ে বললেন, হে রাসুলুল্লাহ্ ﷺ এখন আমি কি জান্নাতে একটি খেজুর গাছের মালিক হলাম? রাসুলুল্লাহ্ ﷺ বললেন, “আবু দাহদাহর জন্য জান্নাতে এখন কত বিশাল বিশাল খেজুরের বাগান অপেক্ষা করছে।” ✝ বর্ণনাকারী হযরত আনাস (রাঃ) বলেন, এ কথাটি রাসুলুল্লাহ্ ﷺ এক, দুই বা তিনবার বলেন নি; বরং খুশী হয়ে বারবার বলেছেন। শেষে আবু দাহদাহ (রাঃ) সেখান থেকে বের হয়ে সদ্য বিক্রি করে দেয়া সেই বাগানে ফিরে গেলেন। বাড়ির দরজায় এসে স্ত্রীকে ডাক দিলেন তিনি, “হে উম্মে দাহদাহ! বাচ্চাদেরকে নিয়ে এ বাগান থেকে বের হয়ে আসো। আমি দুনিয়ার এই বাগান বিক্রি করে দিয়েছি”। তার স্ত্রী বললেন, আপনি কার কাছে এটি বিক্রি করেছেন? কে কত দাম দিয়ে এটি কিনে নিয়েছে? ✝ আবু দাহদাহ (রাঃ) বললেন, আমি জান্নাতে একটি খেজুর বাগানের বিনিময়ে তা বিক্রি করে দিয়েছি। তাঁর স্ত্রী বললেন, `আল্লাহু আকবার! হে আবু দাহদাহ! আপনি অবশ্যই অত্যন্ত লাভজনক একটি ব্যবসা করেছেন`। ☪ আল্লাহু আকবর! এ কেমন স্বামী আর কেমন স্ত্রী!! ✝ [মুসনাদে আহমাদ, হাদীস- ১২৫০৪; ইবনে হীব্বান, হাদীস- ৭১৫৯; আস-সিলসিলা সাহীহাহ, হাদীস- ২৯৬৪; মুস্তাদরাকে হাকীম, হাদীস- ২১৯৪] আপনিও একজন এতিমের দায়িত্ব নিন, ইংশাআল্লাহ্‌, কঠিন হাশর ময়দানে ভালো কিছু পাবেন। 

has been added to the cart. View Cart