১. ইসলামী দাওয়াহ সেন্টারে প্রকাশিত কোনো প্রবন্ধ বা ভিডিও ব্লগের দৃষ্টিভঙ্গির পরিচায়ক নয়। প্রতিটি প্রবন্ধ (মৌলিক ও অনুবাদ) বা ভিডিও মূল রচয়িতার দৃষ্টিভঙ্গি মাত্র।২. সামষ্টিকভাবে ইসলামী দাওয়াহ সেন্টার কোনো নির্দিষ্ট ব্যক্তি, মাযহাব বা দলের প্রতিনিধিত্ব করে না। ইসলামী দাওয়াহ সেন্টারের সাথে জড়িত প্রতিটি ব্যক্তির নির্দিষ্ট দল-মতের সাথে সম্পৃক্ততা তাঁর নিজ দায়-দায়িত্বে সমর্পিত।

৩. ইসলামী দাওয়াহ সেন্টারে কোনো প্রবন্ধ বা ভিডিওতে রেফারেন্স হিসেবে উল্লেখিত বই, প্রবন্ধ বা ওয়েবসাইটে প্রকাশিত কোনো মতাদর্শ বা বক্তব্যের দায়ভার ইসলামী দাওয়াহ সেন্টারের নয়।

৪. যে কোনো মাধ্যমে ইসলামী দাওয়াহ সেন্টারের প্রচারণাকারী ব্যক্তি ও সংগঠনের কোনো মতাদর্শ বা বক্তব্যের দায়ভার ইসলামী দাওয়াহ সেন্টারের নয়।

৫. ইসলামী দাওয়াহ সেন্টারের সকল প্রবন্ধ ও ভিডিও নিতান্ত শিক্ষামূলক উদ্দেশ্যে প্রকাশিত। এগুলোর দ্বারা উদ্বুদ্ধ হয়ে কোনো ব্যক্তি বা সংগঠন ইসলামের পথ থেকে বিচ্যুত কর্মপন্থায় কাজ করলে ইসলামী দাওয়াহ সেন্টার কোনো দায়ভার নিতে অপারগ।

৬. আকিদাগত ভ্রান্তি, ফিকহি প্রশস্ততাপূর্ণ বিষয়াদিতে কোনো মতের পক্ষে বিপক্ষে বাড়াবাড়িপূর্ণ আচরণ, এবং ভুল ও মিথ্যা তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকার ব্যাপারে ইসলামী দাওয়াহ সেন্টারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়। উক্ত বিষয়গুলোর কোনোটি কারো চোখে পড়লে ইসলামী দাওয়াহ সেন্টারে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ ( hi@islamidawahcenter.com) করে জানানোর অনুরোধ রইলো।