বাংলাদেশ ইসলামী ব্যাংকের অফিসার পদে চাকরি এবং তাদের সাথে পার্টনারশিপ ব্যবসার শরয়ী হুকুম
প্রশ্ন
১. বাংলাদেশ ইসলামী ব্যাংকে যারা অফিসার পদে চাকরি করেন—তাদের চাকরি ১০০% হালাল হওয়ার সুযোগ আছে কি না?
২. ঐ সকল অফিসারের সাথে পার্টনারশিপ (মুশারাকা) ভিত্তিক ব্যবসা করা জায়েজ কি না?
প্রথম অংশ
ইসলামী ব্যাংকে চাকরি: মূল শরয়ী নীতিমালা
কোরআনের মূলনীতি
হারাম কাজে সহযোগিতা নিষিদ্ধ
وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ
“তোমরা গুনাহ ও সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করো না।”
(সূরা আল-মায়েদা: ٢)
👉 কাজের মূল বিষয় (Nature of Work) যদি হারাম হয়, তবে তাতে চাকরি করা হারাম।
👉 আর কাজ যদি মুবাহ বা শরয়ীভাবে বৈধ হয়, তবে তা বৈধ।
সুদ সম্পর্কে স্পষ্ট নিষেধাজ্ঞা
وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا
“আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।”
(সূরা আল-বাকারা: ٢٧٥)
لَعَنَ رَسُولُ اللَّهِ ﷺ آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ
“রাসূল ﷺ সুদগ্রহীতা, সুদদাতা, সুদের লেখক ও সাক্ষীদ্বয়—সবার ওপর লানত করেছেন।”
(সহীহ মুসলিম: ١٥٩٨)
ইসলামী ব্যাংকে অফিসার পদে চাকরি—হালাল না হারাম?
ফিকহি মূলনীতি (Usul al-Fiqh)
الْعِبْرَةُ فِي الْعُقُودِ لِلْمَقَاصِدِ وَالْمَعَانِي
চুক্তির ক্ষেত্রে উদ্দেশ্য ও বাস্তব কার্যকারিতাই বিবেচ্য
(আল-আশবাহ ওয়ান নাযায়ির)
যদি নিম্নোক্ত শর্তগুলো পূরণ হয়, তবে চাকরি হালাল হওয়ার সুযোগ আছে
✅ ব্যাংকটি নীতিগতভাবে সুদবিহীন বলে দাবি করে
✅ কার্যক্রমে মুরাবাহা, মুশারাকা, মুদারাবা, ইজারা ইত্যাদি চুক্তি ব্যবহৃত হয়
✅ অফিসারের নিজস্ব কাজ সরাসরি সুদি লেনদেন, সুদী চুক্তি লেখা বা অনুমোদন নয়
✅ শরিয়া বোর্ড আছে এবং অন্তত নীতিগতভাবে শরিয়া ফলো করার চেষ্টা আছে
📌 এই অবস্থায় অনেক সমসাময়িক আলেম বলেন:
চাকরিটি “মাকরূহ বা সন্দেহপূর্ণ” হলেও সরাসরি হারাম বলা যাবে না।
তবে ১০০% হালাল হবে কবে?
🔴 যদি প্রমাণিত হয় যে—
- নামমাত্র ইসলামী
- বাস্তবে সুদী হিসাবকে ভিন্ন নামে চালানো হচ্ছে
- অফিসার নিজে জানেন যে চুক্তি শরিয়াহ-বিরোধী
👉 তখন ঐ চাকরি হারাম হবে।
চার মাযহাবের ইমামদের মূলনীতি
১. হানাফি মাযহাব
مَنْ أَعَانَ عَلَى مَعْصِيَةٍ فَهُوَ شَرِيكٌ فِيهَا
যে গুনাহে সহযোগিতা করে, সে তাতে অংশীদার
(ফাতাওয়া হিন্দিয়া)
📌 তবে পরোক্ষ ও অনিচ্ছাকৃত সহযোগিতা হলে সরাসরি হারাম ফতোয়া দেওয়া হয় না।
২. মালিকি মাযহাব
- আয়ের উৎসের অধিকাংশ হালাল হলে লেনদেন বৈধ
- غلبة الحلال নীতি প্রযোজ্য
৩. শাফেয়ি মাযহাব
- কাজটি যদি সরাসরি হারাম চুক্তি সম্পাদন না হয়,
তবে চাকরি নিষিদ্ধ নয়
(আল-মাজমূ‘)
৪. হাম্বলি মাযহাব
- হারাম কাজে সরাসরি সম্পৃক্ততা থাকলে নিষিদ্ধ
- প্রশাসনিক/সহায়ক পদে শর্তসাপেক্ষ বৈধতা
(আল-মুগনী – ইবন কুদামা)
ইসলামী ব্যাংকের অফিসারের সাথে পার্টনারশিপ ব্যবসা
মূল ফিকহি নীতি
الأصل في المعاملات الإباحة
লেনদেনে মূলনীতি হলো বৈধতা
পার্টনারশিপ (মুশারাকা) জায়েজ হবে যদি—
✅ ব্যবসাটি নিজে হালাল পণ্য/সেবার উপর হয়
✅ পার্টনারের টাকা নির্দিষ্ট সুদি অর্থ বলে নিশ্চিত না হয়
✅ ব্যবসার চুক্তি শরিয়াহ অনুযায়ী হয়
✅ লাভ-লোকসান শরিয়াহ অনুযায়ী বণ্টিত হয়
📌 সাহাবায়ে কেরাম অমুসলিম ও সন্দেহপূর্ণ আয়ের লোকদের সাথেও ব্যবসা করেছেন
(সহীহ বুখারি: ٢٢١٤)
কখন পার্টনারশিপ জায়েজ হবে না?
❌ যদি নিশ্চিত জানা থাকে—
- পার্টনারের বিনিয়োগকৃত অর্থ সরাসরি সুদী
- ব্যবসা সুদ বা হারাম খাতে
- পার্টনার সুদকে হালাল মনে করে
চূড়ান্ত সিদ্ধান্ত (Fatwa Summary)
১️⃣ ইসলামী ব্যাংকে অফিসার পদে চাকরি
🔹 নীতিগতভাবে হালাল হওয়ার সুযোগ আছে
🔹 তবে ১০০% হালাল বলা যাবে না, যতক্ষণ না নিশ্চিত হয় যে বাস্তবে সুদ নেই
🔹 ব্যক্তির কাজের ধরন এখানে মূল বিবেচ্য
২️⃣ ঐ অফিসারের সাথে পার্টনারশিপ
🔹 মূলত জায়েজ
🔹 যদি ব্যবসা ও অর্থের উৎস শরিয়াহ-বিরোধী না হয়
🔹 সন্দেহ থাকলে তাহকিক ও সতর্কতা মুস্তাহাব
নসীহত (উপদেশ)
دَعْ مَا يَرِيبُكَ إِلَى مَا لَا يَرِيبُكَ
“যা তোমাকে সন্দেহে ফেলে, তা ছেড়ে দাও; যা সন্দেহমুক্ত, তা গ্রহণ কর।”
(তিরমিজি: ٢٥١٨)
লিখেছেন: মাহবুব ওসমানী – প্রকাশনা: Islamidawahcenter.com
Mahbub Osmane — একজন ইসলামী চিন্তাবিদ, লেখক এবং IslamiDawahCenter.com এর প্রতিষ্ঠাতা। তিনি কুরআন ও সহীহ হাদীসভিত্তিক বিশ্লেষণধর্মী প্রবন্ধ প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ।
To learn more, comment below or message us on wa.me/+966549485900 or wa.me/+8801716988953 or call us. Email at hi@islamidawahcenter.com
আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন।
ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।
আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে বিস্তারিত জানতে লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।
আইডিসি মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।
কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘
