Promotion of IDC’s mahfil | আইডিসি’র মাহফিলের প্রমোশন
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
নারায়ে তাকবীর আল্লাহু আকবার
নারায়ে রিসালাত ইয়া রাসুলাল্লাহ (সাঃ)
সোনাকান্দার পীরসাহেব কেবলার শুভআগমন উপলক্ষে ৩ দিন ব্যাপি ৭০ তম তাফসীরুল কোরআন, ইছালে সাওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিল।
স্থানঃ সুবিদপুর পীরসাহেবের বাড়ির প্রাঙ্গন!
তারিখঃ ১,২ ও ৩ ই ফেব্রুয়ারি , রোজঃ শনি, রবি ও সোমবার।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করিবেনঃ আলহাজ হযরত মাওঃ আবু বকর সিদ্দিক পীরসাহেব, সুবিদপুর দরবার শরিফ
উক্ত মাহফিলে প্রথম দিন তাফসীর পেশ করবেনঃ আলহাজ মাওঃ মোঃ ওলিওল্লাহ আশেকি ছাহেব, খতীব, আশকোনা জামে মসজিদ। আরো তাফসীর পেশ করবেনঃ হযরত মাওঃ ইলিয়াস রশিদি সাহেব, প্রভাষক, দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা।
উক্ত মাহফিলে ২য় দিন তাফসীর পেশ করবেনঃ আলহাজ মুফতি মাওঃ মোঃ ওসমানগনী সালেহি সাহেব, প্রধান ফকিহ, মাদ্রাসা ই দারুন্নাজাত। আরো তাফসীর পেশ করবেনঃ আলহাজ হযরত মাওঃ রফিকুল ইসলাম হেলালি সাহেব, হেড মুহদ্দিস, দামতি আলিয়া মাদরাসা।
উক্ত মাহফিলে ৩য় দিন তাফসীর পেশ করবেনঃ আলহাজ মুফতি মাওঃ রেফাউল করিম সাহেব, মুহাদ্দিস, ডিএসকেএম, ঢাকা। আরো ওয়াজ করিবেনঃ আলহাজ মুফতি মাওঃ নুরে আলম সিদ্দিকি সাহেব, খতীব, বায়তুল্লাহ জামে মসজিদ, ঢাকা।
উক্ত মাহফিলে আরো বহু ওলামায়ে কেরাম, পীরমাশায়েখ তাশরীফ আনিবেন।
তাই, উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে, জিকীরের সহিত দলে দলে যোগদান করুন।
তার-ই সাথে সাথে বজ্র কন্ঠে আওয়াজ করুনঃ সুন্নিয়াতের মাহফিলে, যোগদিন দলে দলে, তাফসিরুল কোরআন মাহফিলে, যোগদিন দলে দলে, সুবিদপুরের মাহফিলে, যোগদিন দলে দলে।
নিবেদক
সুবিদপুর দরবার শরিফের ভক্ত বৃন্দ ও এলাকাবাসী
আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন।
আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে বিস্তারিত জানতে লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।
আইডিসি মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আপনি আইডিসি মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.
আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।
কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।
ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।
ইসলামী দাওয়াহ সেন্টারকে সচল রাখতে সাহায্য করুন!
ইসলামী দাওয়াহ সেন্টার ১টি অলাভজনক দাওয়াহ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ইসলামিক ব্লগটি বর্তমানে ২০,০০০+ মানুষ প্রতিমাসে পড়ে, দিন দিন আরো অনেক বেশি বেড়ে যাবে, ইংশাআল্লাহ।
বর্তমানে মাদরাসা এবং ব্লগ প্রজেক্টের বিভিন্ন খাতে (ওয়েবসাইট হোস্টিং, CDN,কনটেন্ট রাইটিং, প্রুফ রিডিং, ব্লগ পোস্টিং, ডিজাইন এবং মার্কেটিং) মাসে গড়ে ৫০,০০০+ টাকা খরচ হয়, যা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেকারনে, এই বিশাল ধর্মীয় কাজকে সামনে এগিয়ে নিতে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, এমন কিছু ভাই ও বোন ( ৩১৩ জন ) দরকার, যারা আইডিসিকে নির্দিষ্ট অংকের সাহায্য করবেন, তাহলে এই পথ চলা অনেক সহজ হয়ে যাবে, ইংশাআল্লাহ। যারা এককালিন, মাসিক অথবা বাৎসরিক সাহায্য করবেন, তারা আইডিসির মুল টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইংশাআল্লাহ।
আইডিসির ঠিকানাঃ খঃ ৬৫/৫, শাহজাদপুর, গুলশান, ঢাকা -১২১২, মোবাইলঃ +88 01609 820 094, +88 01716 988 953 (নগদ/বিকাশ পার্সোনাল) ইমেলঃ info@islamidawahcenter.com, info@idcmadrasah.com, ওয়েব: www.islamidawahcenter.com, www.idcmadrasah.com সার্বিক তত্ত্বাবধানেঃ হাঃ মুফতি মাহবুব ওসমানী ( এম. এ. ইন ইংলিশ )