৫ জন কে বলা হয় পাঁক পাঞ্জাতন / 5-Are-Called-Punk-Panjatan

 

 

5-Are-Called-Punk-Panjatan

 

৫ জন কে বলা হয় পাঁক পাঞ্জাতন / 5-Are-Called-Punk-Panjatan

জেনে নিন পাঁক পাঞ্জাতন অর্থ কি এবং তাদের কে কেনো ভালোবাসি পাঁক পাঞ্জাতন! পাঁক, অর্থঃ- পবিত্র। পাঞ্জা, অর্থঃ- ৫ জন। তন, অর্থঃ- বডি বা শরীর। পাঁক পাঞ্জাতন অর্থঃ ৫টি পবিত্র অস্তিত্ব। যারা সব সময় পাঁক পবিত্র থাকে বা যাদের মাঝে নাপাকের কোনো চিহ্ন পাওয়া যায় না। তাদের কে বলা হয় পাঁক পাঞ্জাতন।

 

👉🏿 এই ৫ জন কে বলা হয় পাঁক পাঞ্জাতন :- একঃ আমাদের প্রিয় নবি হযরত মুহাম্মদ (ﷺ) দুইঃ হযরত আলী (রাঃ) তিনঃ হযরত মা ফাতেমা (রাঃ) চারঃ হযরত ইমাম হাসান (রাঃ) পাঁচঃ হযরত ইমাম হোসাইন (রাঃ)

 

👉🏿 আহলে বায়তের মর্যাদা। انما يريد الله ليذ هب عنكم الرجس اهل البيت ويطهر كم تطهيرا . অর্থঃ হে নবির পরিবার! আল্লাহতো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরুপে পবিত্র করতে। ( সূরাঃ আহযাবঃ ৩৩) আল্লাহ্ তায়ালা অন্যত্র ইরশাদ করেনঃ قل لا اسالكم عليه اجراالا المودة في القربي . অর্থঃ আল্লাহ্ পাক বলেন “হে আমার প্রিয় হাবিব আপনি বলুন – হে মানব সম্প্রদায়, আমি তোমাদের থেকে আমার রিসালাতের পরিশ্রমিক এর বিনিময়ে কোন প্রতিদান চাইনা। শুধু আমার (কুরবা) হযরত আলী (রাঃ), হযরত ফাতেমা (রাঃ), হযরত ইমাম হাসান ও ইমাম হুসাইন (রাঃ) –মুয়াদ্দাত (আনুগত্যপূর্ণ ভালোবাসা) ব্যতীত।

 

👉🏿 প্রিয় নবি (ﷺ), মা ফাতেমা (রাঃ) সম্পকে বলেছেনঃ- انمافاطمهة بضعة مني يوءذيني مااذاها . অর্থঃ- নিশ্চয়ই ফাতেমা আমার প্রাণের টুকরো, তাঁকে যে কষ্ট দিল সে আমাকেই কষ্ট দিল। ( সহি মুসলিমঃ ৭ঃ১৪০) ★ প্রিয় নবি (ﷺ), হযরত আলী (রাঃ) সম্পর্কে বলেছেনঃ انت مني وانامنك . অর্থঃ তুমি আমি হতে আর আমি তোমা হতে। (সহি বুখারীঃ ২ঃ২১০)

 

👉🏿 প্রিয় নবি ( ﷺ), হযরত হাসান ও হুসাইন (রাঃ), সম্পর্কে বলেছেনঃ اللهم اني احبهما فا حبهما . অর্থঃ হে আল্লাহ আমি হাসান- হুসাইনকে অন্তর দিয়ে মহব্বত করি। সুহরাং আপনিও তাঁদেরকে ভালোবাসুন। ( তিরমিযি শরীফ)

 

👉🏿প্রিয় নবি (ﷺ), হযরত হাসান ও হুসাইন ( আঃ) সম্পর্কে আরো বলেছেনঃ الحسن والحسين مني .. من احبهما فقد احبني ومن ابغضهما فقد ابغضني . অর্থঃ সায়্যিদুনা হযরত হাসান এবং হোসাইন (রাঃ) আমি নবিজী থেকে। সুতরাং যে ব্যক্তি তাঁদেরকে ভালোবাসবে সে অবশ্যই আমাকে ভালোবাসলো আর যে ব্যক্তি তাঁদের সাথে শত্রুতা করবে, সে অবশ্যই স্বয়ং আমি নবির সাথে শত্রুতা করলো।

 

👉🏿 হুজুর ﷺ হযরত হোসাইন ( রাঃ) এর মর্যাদা বর্ণনা করতে গিয়ে ইরশাদ ফরমায়েছেনঃ الحسين مني وانا من الحسين অর্থঃ হযরত হোসাইন (আঃ) আমি নবীজী থেকে আর আমি নবীজীও হযরত হোসাইন (আঃ) থেকে ।

 

👉🏿 প্রিয় নবি (ﷺ)-এর নূরানী জবানের ঘোষণাঃ নবিজির সাহাবী আবু যর (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন – নিশ্চয়ই আমার আহলে বাইতগণ তোমাদের জন্য হযরত নূহ (আঃ) এর কিস্তির মতো। এতে যারা আরোহন করবে তারাই মুক্তি পাবে। আর যারা আরোহন করবেনা তারা ডুবে ধংশ হয়ে যাবে। অর্থাৎ, যারা আমার আহলে বাইতের সাথে শত্রুতা বা বিরোধিতা করেছে তারা ধংস হয়েগেছে ( মিশকাত শরীফ পৃষ্টা নং- ৫৭৩)

 

👉🏿এই জন্য আমি ওনাদের সন্তষ্টি অর্জনের আশা আহলে বাইত পাঁক পাঞ্জাতন (আঃ)-এর গোলামী করি।

 

👉🏿 আমি পাঁক পাঞ্জাতন কে ভালোবাসি আমার জানের থেকে বেশি। তবে কোনো সাহাবীদের সাথে শত্রুতা করে বা বিরোধিতা করে নয়।

 

👉🏿 পাঁক পাঞ্জাতন আমার জান। পাঁক পাঞ্জাতন আমার পান। পাঁক পাঞ্জাতনের জন্য দিতে পারি আমার জান কুরবান।

 

👉🏿 আমি নবির প্রেমের ভিক্ষারী।

 

আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন!

 

আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে  জানতে  লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।

আইডিসি  মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আপনি আইডিসি  মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.

আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে  দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।

কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।

ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।

 

Islami Dawah Center Cover photo

 

ইসলামী দাওয়াহ সেন্টারকে সচল রাখতে সাহায্য করুন!

 

ইসলামী দাওয়াহ সেন্টার ১টি অলাভজনক দাওয়াহ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ইসলামিক ব্লগটি বর্তমানে ২০,০০০+ মানুষ প্রতিমাসে পড়ে, দিন দিন আরো অনেক বেশি বেড়ে যাবে, ইংশাআল্লাহ।

বর্তমানে মাদরাসা এবং ব্লগ প্রজেক্টের বিভিন্ন খাতে (ওয়েবসাইট হোস্টিং, CDN,কনটেন্ট রাইটিং, প্রুফ রিডিং, ব্লগ পোস্টিং, ডিজাইন এবং মার্কেটিং) মাসে গড়ে ৫০,০০০+ টাকা খরচ হয়, যা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেকারনে, এই বিশাল ধর্মীয় কাজকে সামনে এগিয়ে নিতে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, এমন কিছু ভাই ও বোন ( ৩১৩ জন ) দরকার, যারা আইডিসিকে নির্দিষ্ট অংকের সাহায্য করবেন, তাহলে এই পথ চলা অনেক সহজ হয়ে যাবে, ইংশাআল্লাহ।

যারা এককালিন, মাসিক অথবা বাৎসরিক সাহায্য করবেন, তারা আইডিসির মুল টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইংশাআল্লাহ।

আইডিসির ঠিকানাঃ খঃ ৬৫/৫, শাহজাদপুর, গুলশান, ঢাকা -১২১২, মোবাইলঃ +88 01609 820 094, +88 01716 988 953 ( নগদ/বিকাশ পার্সোনাল )

ইমেলঃ info@islamidawahcenter.com, info@idcmadrasah.com, ওয়েব: www.islamidawahcenter.com, www.idcmadrasah.com সার্বিক তত্ত্বাবধানেঃ হাঃ মুফতি মাহবুব ওসমানী ( এম. এ. ইন ইংলিশ, ফার্স্ট ক্লাস )