আল-আদাবুল মুফরদ – সামারি (সংক্ষেপ + মূল বিষয়সমূহ)
লেখক: ইমাম মুহাম্মদ ইবনু ইসমাঈল আল-বুখারী (রহ.)
বিষয়: ইসলামী চরিত্র গঠন, আদব, আখলাক, সামাজিক আচরণ
হাদিস সংখ্যা: প্রায় ১,৩২২+
বইয়ের মূল উদ্দেশ্য
ইমাম বুখারী রহ. “আল-আদাবুল মুফরদ” গ্রন্থে মুসলমানদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনের আদব ও আখলাক সংক্রান্ত সহীহ হাদিসগুলো আলাদাভাবে সংগ্রহ করেছেন। এটি হাদিসের চরিত্র গঠনমূলক বিশ্বকোষ।
আল-আদাবুল মুফরদের মূল বার্তা (Essence Summary)
- ভালো চরিত্রই ঈমানের অর্ধেক।
- মানুষের সাথে উত্তম আচরণ করা—নববী আদর্শের ভিত্তি।
- পরিবার, প্রতিবেশী, সমাজ—সবাইয়ের হক আদায় করা অপরিহার্য।
- কথা, আচরণ, দান, দুঃখ-কষ্ট লাঘব—সবকিছুতেই আদব।
- অন্যকে কষ্ট না দেওয়া—মুমিনের পরিচয়।
১. পিতামাতা ও আত্মীয়তার অধিকার (সিলাতুর রাহিম)
মূল শিক্ষা
- পিতামাতার প্রতি উত্তম আচরণ জান্নাতের বড় দরজা।
- আত্মীয়তা বজায় রাখা বরকত ও রিজিক বৃদ্ধি করে।
কুরআন রেফারেন্স
- “তোমরা আল্লাহর ইবাদত করো এবং পিতা-মাতার প্রতি সদাচরণ করো।”
— সূরা নিসা 4:36 - “আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না।”
— সূরা মুহাম্মদ 47:22-23
আল-আদাবুল মুফরদ রেফারেন্স
- হাদিস ১: পিতামাতার অবাধ্যতা হারাম।
- হাদিস ৪: মাকে অগ্রাধিকার দেওয়া।
- হাদিস ১০: আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করা।
- হাদিস ৫৯: আত্মীয়তা বজায় রাখলে রিজিক বৃদ্ধি হয়।
অন্যান্য সহীহ হাদিস
- “জান্নাত মায়ের পায়ের নিচে।”
— (নাসাঈ 3104)
২. সন্তান লালন-পালন ও ছোটদের প্রতি দয়া
কুরআন
- “সন্তানদের প্রতি দয়া করো।”
— সূরা আল-ইসরা 17:24
আল-আদাবুল মুফরদ
- হাদিস ৩৮১: শিশুদের প্রতি দয়া করা।
- হাদিস ১০৯: সন্তানদের সমান উপহার দেওয়া।
- হাদিস ১০৩: তারা যেন দ্বীন শেখে সে দিকেও নজর দিতে বলা।
অন্যান্য হাদিস
- নবী ﷺ হাসান-হুসাইনকে চুমু দিতেন।
— (বুখারী 5997)
৩. প্রতিবেশীর অধিকার
কুরআন
- “প্রতিবেশীর সাথে সদাচরণ করো।”
— সূরা নিসা 4:36
আল-আদাবুল মুফরদ
- হাদিস ৯০: প্রতিবেশীর ক্ষতি করা হারাম।
- হাদিস ১১৬: প্রতিবেশী ক্ষুধার্ত, আর তুমি পেট ভরে—এটা ঈমান নয়।
- হাদিস ১২৮: ঝোল বাড়িয়ে প্রতিবেশীকে দাও।
অন্যান্য হাদিস
- “জিবরাইল আমাকে বারবার প্রতিবেশীর হক সম্পর্কে বলছিলেন, আমি ভেবেছিলাম হয়তো তাকে উত্তরাধিকারী বানিয়ে দেবেন।”
— (বুখারী 6014)
৪. অতিথি আপ্যায়ন (দেয়াফত)
আল-আদাবুল মুফরদ
- হাদিস ৭৬: তিন দিন আপ্যায়ন করা সুন্নাহ।
- হাদিস ৮১: অতিথিকে কষ্ট দেওয়া নিষিদ্ধ।
অন্যান্য হাদিস
- “যে আল্লাহ ও রেসুলে ঈমান রাখে, সে যেন অতিথিকে সম্মান করে।”
— (বুখারী 6018)
৫. ভালো চরিত্র (হুসনে খুলুক)
কুরআন
- “রহমানের বান্দারা দয়ালু ও নম্র।”
— সূরা ফুরকান 25:63
আল-আদাবুল মুফরদ
- হাদিস ২৭৩: উত্তম চরিত্র—মুসলিমের সৌন্দর্য।
- হাদিস ২৮৫: রাগ নিয়ন্ত্রণ করা ঈমানের অংশ।
- হাদিস ২৮৯: নম্রতা আল্লাহর নিকট প্রিয়।
অন্যান্য হাদিস
- “তোমাদের মধ্যে সর্বোত্তম সে, যার চরিত্র সর্বোত্তম।”
— (তিরমিজি 2018)
৬. সালাম, মুসাফাহা ও সামাজিক ভালোবাসা
আল-আদাবুল মুফরদ
- হাদিস ৯৮৬: সালাম ছড়িয়ে দাও—ভালোবাসা বাড়ে।
- হাদিস ৯৬৭: মুসাফাহা করলে গুনাহ ঝরে যায়।
কুরআন
- “তোমাদেরকে সালাম দেওয়া হলে আরও উত্তম সালাম দাও।”
— সূরা নিসা 4:86
৭. কথা বলা, গীবত ও নীরবতার আদব
কুরআন
- “গীবত করবে না।”
— সূরা হুজরাত 49:12
আল-আদাবুল মুফরদ
- হাদিস ৩২৪: সুন্নাহ—ভালো কথা অথবা নীরবতা।
- হাদিস ৩২৭: মিথ্যা বলা হারাম।
- হাদিস ৩২৮: চোগলখুরি আগুনের মতো সম্পর্ক নষ্ট করে।
৮. পোশাক, পরিচ্ছন্নতা ও বাহ্যিক আদব
কুরআন
- “পরিচ্ছন্ন পোশাক পরো।”
— সূরা মুদ্দাসসির 74:4
আল-আদাবুল মুফরদ
- হাদিস ১২৮৬: অহংকার দেখিয়ে পোশাক পরা হারাম।
- হাদিস ১২৭৯: পরিচ্ছন্নতা ঈমানের অংশ।
৯. খাবারের আদব
আল-আদাবুল মুফরদ
- হাদিস ১১০১: ডান হাতে খাওয়া।
- হাদিস ১১২১: সামনে থেকে খাওয়া।
- হাদিস ১১২৪: একসাথে খাওয়ায় বরকত।
১০. রোগী দেখাশোনা ও দুর্বলদের সহায়তা
কুরআন
- “দরিদ্র, এতিম, বন্দীর খাবারের প্রতি লক্ষ্য করো।”
— সূরা দাহর 76:8
আল-আদাবুল মুফরদ
- হাদিস ৫৩১: রোগী দেখতে যাওয়া সুন্নাহ।
- হাদিস ৫৩৬: দরিদ্রদের সাহায্যে আল্লাহ উত্তম সাহায্য দেন।
- হাদিস ৫৩৮: এতিমের দেখাশোনায় বড় সওয়াব।
১১. দান-সদকা ও উদারতা
আল-আদাবুল মুফরদ
- হাদিস ৩৪৪: দান গোপনে করা উত্তম।
- হাদিস ৩৪৫: আত্মীয়ের উপর দান দ্বিগুণ সওয়াব।
- হাদিস ৩৪৮: কৃপণতা ঈমানকে প্রভাবিত করে।
১২. শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক
আল-আদাবুল মুফরদ
- হাদিস ৩৬৪: শিক্ষককে সম্মান করা ইলমে বরকতের চিহ্ন।
- হাদিস ৩৯০: জ্ঞান লুকানো হারাম।
১৩. বন্ধু নির্বাচন
কুরআন
- “সৎ লোকদের সঙ্গ গ্রহণ করো।”
— সূরা তাওবা 9:119
আল-আদাবুল মুফরদ
- হাদিস ৩৫৮: ভালো বন্ধুর উদাহরণ—মিস্কবিক্রেতা।
- হাদিস ৩৬০: খারাপ বন্ধু—লোহার কামারের মতো।
১৪. কারো ক্ষতি না করা
আল-আদাবুল মুফরদ
- হাদিস ১২২২: রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো—সদকা।
- হাদিস ১২২৪: প্রাণীর উপর জুলুম নিষিদ্ধ।
১৫. মজলিস ও সামাজিক সমাবেশ
আল-আদাবুল মুফরদ
- হাদিস ৭৪০: মজলিসে স্থান প্রশস্ত করো।
- হাদিস ৭৪৮: গোপন আলাপ নিষিদ্ধ (যদি তৃতীয় জন কষ্ট পায়)।
১৬. দোয়া, যিকর ও কল্যাণ কামনা
আল-আদাবুল মুফরদ
- হাদিস ৬৩৪: ভাইয়ের জন্য দোয়া করলে ফেরেশতা বলে: “তোমার জন্যও একই।”
- হাদিস ৬৪০: দোয়া বিনীত হওয়া উচিত।
পুরো বইয়ের সারাংশ
- ভালো চরিত্রই ঈমানের শীর্ষ অংশ।
- মানুষের সাথে ভালো আচরণ করা—নবীর ﷺ মিশনের কেন্দ্রবিন্দু।
- পরিবার, প্রতিবেশী, দরিদ্র—সবাইয়ের হক আদায় করা ঈমানের শর্ত।
- কথা, আচরণ, দয়া, দান—সবকিছুতেই ইসলামী আদব।
কেন এই বইটি বিশেষ?
- এতে সহীহ, হাসান ও কিছু দুর্বল হাদিস আছে; তবে সবই চরিত্র গঠনের ক্ষেত্রে উপকারী।
- বুখারী শরীফের বাইরে ইমাম বুখারীর একমাত্র স্বাধীন হাদিস গ্রন্থ।
- যারা নিজেদের আখলাক উন্নত করতে চান, তাদের জন্য এটি সর্বোত্তম হাদিসসমূহের সংকলন।
লিখেছেন: মাহবুব ওসমানী – প্রকাশনা: Islamidawahcenter.com
Mahbub Osmane — একজন ইসলামী চিন্তাবিদ, লেখক এবং IslamiDawahCenter.com এর প্রতিষ্ঠাতা। তিনি কুরআন ও সহীহ হাদীসভিত্তিক বিশ্লেষণধর্মী প্রবন্ধ প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ।
To learn more, comment below or message us on wa.me/+966549485900 or wa.me/+8801716988953 or call us. Email at hi@islamidawahcenter.com
আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন।
ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।
আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে বিস্তারিত জানতে লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।
আইডিসি মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।
কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডি
