অধিক নাকি অল্পসংখ্যক / Gratitude

 

Gratitude

 

অধিক নাকি অল্পসংখ্যক / Gratitude

বাজারের ভেতর দিয়ে হেটে যাচ্ছিলেন হযরত উমর রা.। হঠাৎ শুনতে পেলেন এক ব্যক্তি দোয়া করছে ‘হে আল্লাহ! আমাকে আপনার অল্পসংখ্যক লোকের মধ্যে গণ্য করে নিন। . হযরত উমর রা. সেই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন- ‘তুমি এই দোয়া কোথা থেকে শিখেছো?’ . উত্তরে সেই ব্যক্তি বললো- ‘আল্লাহর কুরআন থেকে। আল্লাহ কুরআনে বলেছেন- ﻭﻗﻠﻴﻞ ﻣﻦ ﻋﺒﺎﺩﻱ ﺍﻟﺸﻜﻮﺭ – এবং আমার বান্দাদের মধ্যে অল্পসংখ্যকই কৃতজ্ঞ।

. উত্তর শুনে হযরত উমর রা. কাঁদতে লাগলেন, এবং বলতে লাগলেন- ‘হে উমর! মানুষ তোমার থেকে অধিক জ্ঞানী। হে আল্লাহ! আমাকেও আপনার অল্পসংখ্যক লোকের মধ্যে গণ্য করে নাও।’ অধিকাংশ সম্পর্কে আল্লাহপাক বলেছেন- ﺍﻛﺜﺮ ﺍﻟﻨﺎﺱ ﻻ ﻳﻌﻠﻤﻮﻥ অধিকাংশ ব্যক্তিই তা জানে না। ﺍﻛﺜﺮ ﺍﻟﻨﺎﺱ ﻻ ﻳﺸﻜﺮﻭﻥ অধিকাংশ ব্যক্তিই কৃতজ্ঞতা আদায় করে না। ﺍﻛﺜﺮﺍﻟﻨﺎﺱ ﻻ ﻳﺆﻣﻨﻮﻥ অধিকাংশ ব্যক্তিই বিশ্বাস করেনা। ﺍﻛﺜﺮﻛﻢ ﻓﺴﻘﻮﻥ তোমাদের অধিকাংশই অবাধ্য। ﺍﻛﺜﺮﻫﻢ ﻳﺠﻬﻠﻮﻥ তাদের অধিকাংশই মূর্খ। ﺍﻛﺜﺮﻫﻢ ﻻ ﻳﻌﻠﻤﻮﻥ ﺍﻟﺤﻖ তাদের অধিকাংশই সত্য জানে না। ﺍﻛﺜﺮﻫﻢ ﻻ ﻳﻌﻘﻠﻮﻥ তাদের অধিকাংশই বুঝে না। ﻓﺄﻋﺮﺽ ﺍﻛﺜﺮﻫﻢ ﻓﻬﻢ ﻻ ﻳﺴﻤﻌﻮ

 

অত:পর তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছে, তারা শোনে না ———— পক্ষান্তরে, অল্পসংখ্যক সম্পর্কে আল্লাহ বলেছেন- ﻗﻠﻴﻞ ﻣﻦ ﻋﺒﺎﺩﻱ ﺍﻟﺸﻜﻮﺭ আমার বান্দাদের মধ্যে অল্পসংখ্যকই কৃতজ্ঞ। ﻭﻣﺂ ﺀﺍﻣﻦ ﻣﻌﻪ ﺇﻻ ﻗﻠﻴﻞ অল্পসংখ্যকই তাঁর সাথে ঈমান এনেছিলো। ﺛﻠﺔ ﻣﻦ ﺍﻻﻭﻟﻴﻦ. ﻭﻗﻠﻴﻞ ﻣﻦ ﺍﻻﺧﺮﻳﻦ – একদল পূর্ববর্তীদের মধ্য থেকে। এবং অল্পসংখ্যক পরবর্তীদের মধ্য থেকে। আমরা বেশিরভাগ লোকই খারাপ কোন কাজ করার সময় উসীলা দেখাই

“আরে আরো অনেকেই এই কাজ করতেছে, আমি করলে সমস্যা কি।”

যেমন: কত দাড়িওয়ালার নামাজ পড়া মানুষ দেখলাম ব্যাংকে চাকরি করে আমি করলে কি সমস্যা। কত নামাজী দাড়িওয়ালা মানুষ ব্যাংকে টাকা রাখে, একটু একটু ইন্টারেস্ট নেয়, আমি করলে কি সমস্যা। কত দাড়িওয়ালা নামাজি দেখলাম ঘুষ খায় আর আমি একটু একটু খাই, কি সমস্যা। কত দাড়িওয়ালা নামাজি দেখলাম মেয়েদের দিকে ডেবডেব করে তাকায় থাকে। কতো মেয়ে সুন্দর পর্দা করে হিজাব পড়ে আবার স্কার্ট/শার্ট অথবা টি-শার্ট পরে, ছেলেদের সাথে ঘুরে, চাকরি করে। আমি করলে কি সমস্যা। কত কত মেয়ে কি সুন্দর হিজাব পরে স্মার্টলি চলাফেরা করে, চাকরি করে, ব্যবসা করে, অমুক মেয়েকে, তমুক মেয়েকে দেখি কি সুন্দর হিজাব পড়ে সারাদেশে ব্যবসার জন্য ঘুরে বেড়াচ্ছে, এমন কি একা একা বিদেশে গিয়ে ঘুরে আসতেছি হিজাব পড়ে, হিজাব পড়ে এখন মেয়েরা প্লেন চালায়, আমিও করতে পারি। ভাই আমরা কাকে অনুসরণ করব আমাদের এই আশেপাশে থাকা মানুষদের নাকি মহানবী সাঃ এবং তার সাহাবা ও সাহাবীদের। একটিবার মহানবী সাঃ এর জীবনী এবং তার সাথে সাহাবা ও সাহাবীদের জীবনী খুলে পড়ে দেখুন কিভাবে তারা জীবন যাপন করেছে, কিভাবে তারা ঈমান এনেছে, কিভাবে তারা ইসলামকে ধর্মকে পালন করেছে। হ্যাঁ তারা সংখ্যায় অনেক কম ছিল আমরা এখনকার মানুষেরা মডার্ন মুসলিমরা অনেক বেশি। এখন সিদ্ধান্ত নিজেই নিতে হবে থাকবেন কোন কাফেলায়। . ….অধিক নাকি অল্পসংখ্যক…? Written By: Al Mahmud

আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন!

 

আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে  জানতে  লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।

আইডিসি  মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আপনি আইডিসি  মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.

আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে  দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।

কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।

ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।

 

Islami Dawah Center Cover photo

 

ইসলামী দাওয়াহ সেন্টারকে সচল রাখতে সাহায্য করুন!

 

ইসলামী দাওয়াহ সেন্টার ১টি অলাভজনক দাওয়াহ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ইসলামিক ব্লগটি বর্তমানে ২০,০০০+ মানুষ প্রতিমাসে পড়ে, দিন দিন আরো অনেক বেশি বেড়ে যাবে, ইংশাআল্লাহ।

বর্তমানে মাদরাসা এবং ব্লগ প্রজেক্টের বিভিন্ন খাতে (ওয়েবসাইট হোস্টিং, CDN,কনটেন্ট রাইটিং, প্রুফ রিডিং, ব্লগ পোস্টিং, ডিজাইন এবং মার্কেটিং) মাসে গড়ে ৫০,০০০+ টাকা খরচ হয়, যা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেকারনে, এই বিশাল ধর্মীয় কাজকে সামনে এগিয়ে নিতে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, এমন কিছু ভাই ও বোন ( ৩১৩ জন ) দরকার, যারা আইডিসিকে নির্দিষ্ট অংকের সাহায্য করবেন, তাহলে এই পথ চলা অনেক সহজ হয়ে যাবে, ইংশাআল্লাহ।

যারা এককালিন, মাসিক অথবা বাৎসরিক সাহায্য করবেন, তারা আইডিসির মুল টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইংশাআল্লাহ।

আইডিসির ঠিকানাঃ খঃ ৬৫/৫, শাহজাদপুর, গুলশান, ঢাকা -১২১২, মোবাইলঃ +88 01609 820 094, +88 01716 988 953 ( নগদ/বিকাশ পার্সোনাল )

ইমেলঃ info@islamidawahcenter.com, info@idcmadrasah.com, ওয়েব: www.islamidawahcenter.com, www.idcmadrasah.com সার্বিক তত্ত্বাবধানেঃ হাঃ মুফতি মাহবুব ওসমানী ( এম. এ. ইন ইংলিশ, ফার্স্ট ক্লাস )