আখিরাতে আমার কী হবে / In-The-Last-Mine ,কী পাবো আমি?
আখিরাতে আমার কী হবে / In-The-Last-Mine ,কী পাবো আমি?
আখিরাতে আমার কী হবে / In-The-Last-Mine ,কী পাবো আমি?
কোন মোরগ-পোলাও বা মজাদার পিজ্জা বার্গার নয়; অতি সাধারণ মানের খাবারে ভর্তি প্লেট দেখে ভয়ে সাহাবীদের দু’চোখ বেয়ে গড়িয়ে পড়তো অশ্রুধারা! মুখ দিয়ে নিঃসৃত হতো,”হে আল্লাহ! আমাকে কী দুনিয়াতেই তুমি সব দিয়ে দিচ্ছো? আখিরাতে আমার কী হবে? কী পাবো আমি?” আর আমরা গলা পর্যন্ত বিরানি, পোলাও গিলে মেন্যুতে বোরহানি কেন ছিল না সেটা নিয়ে বিস্তর গবেষণা আর অভিযোগের ঝড় তুলি। ‘আয়িশাহ রাদ্বিয়াল্লাহু তা’আলা ‘আনহা হতে বর্ণিত আছে, তিনি বলেন, “মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের ইন্তিকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত তাঁর পরিবার কোনদিন একটানা দু’দিন পেট ভরে যবের রুটিও খেতে পায়নি।” [বুখারী ৫৪১৬ , মুসলিম ২৯৭০] আসহাবে সুফফার সাহাবারা রাদ্বিয়াল্লাহু তা’আলা ‘আনহুম এত ক্ষুধার্ত থাকতেন যে সালাতে দাঁড়িয়ে তারা অজ্ঞান হয়ে মাটিতে ঢলে পড়তেন। সালাত শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তাঁদের দিকে মুখ ফিরিয়ে বলতেনঃ “যদি তোমরা জানতে পারতে যে, তোমাদের জন্য আল্লাহর নিকট কি মর্যাদা ও সম্পদ সঞ্চিত আছে, তাহলে ক্ষুধা ও অভাব আরো বৃদ্ধি পাওয়াই তোমরা পছন্দ করতে।” [তিরমিযী ১৯৩০/২৩৬৮] হায়! ঈমান তাদেরও ছিলো আর আমাদেরও আছে (আল্লাহু আ’লাম)। তারাও ছিলেন মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের উম্মাহ,আর আমরাও উম্মাহ মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের। কতটা বিস্ময়কর, কতটা বিপরীত আমাদের চাল-চলন, আমাদের ঈমান-আমল!
আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন।
আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে বিস্তারিত জানতে লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।
আইডিসি মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আপনি আইডিসি মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.
আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।
কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।
ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।
ইসলামী দাওয়াহ সেন্টারকে সচল রাখতে সাহায্য করুন!
ইসলামী দাওয়াহ সেন্টার ১টি অলাভজনক দাওয়াহ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ইসলামিক ব্লগটি বর্তমানে ২০,০০০+ মানুষ প্রতিমাসে পড়ে, দিন দিন আরো অনেক বেশি বেড়ে যাবে, ইংশাআল্লাহ।
বর্তমানে মাদরাসা এবং ব্লগ প্রজেক্টের বিভিন্ন খাতে (ওয়েবসাইট হোস্টিং, CDN,কনটেন্ট রাইটিং, প্রুফ রিডিং, ব্লগ পোস্টিং, ডিজাইন এবং মার্কেটিং) মাসে গড়ে ৫০,০০০+ টাকা খরচ হয়, যা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেকারনে, এই বিশাল ধর্মীয় কাজকে সামনে এগিয়ে নিতে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, এমন কিছু ভাই ও বোন ( ৩১৩ জন ) দরকার, যারা আইডিসিকে নির্দিষ্ট অংকের সাহায্য করবেন, তাহলে এই পথ চলা অনেক সহজ হয়ে যাবে, ইংশাআল্লাহ।
যারা এককালিন, মাসিক অথবা বাৎসরিক সাহায্য করবেন, তারা আইডিসির মুল টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইংশাআল্লাহ।
আইডিসির ঠিকানাঃ খঃ ৬৫/৫, শাহজাদপুর, গুলশান, ঢাকা -১২১২, মোবাইলঃ +88 01609 820 094, +88 01716 988 953 ( নগদ/বিকাশ পার্সোনাল )
ইমেলঃ info@islamidawahcenter.com, info@idcmadrasah.com, ওয়েব: www.islamidawahcenter.com, www.idcmadrasah.com সার্বিক তত্ত্বাবধানেঃ হাঃ মুফতি মাহবুব ওসমানী ( এম. এ. ইন ইংলিশ )