Remember Allah most during hardships

Remember Allah most during hardships – বিপদের সময় আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন

 

সকল দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর রহমতের এবং কল্যানের দরজা কখনোই বন্ধ হয় না; জীবনে চলার পথে একটি দিকের দরজা বন্ধ হলে, আল্লাহ তা’য়ালা অন্যান্য দিক দিয়ে অনেকগুলো দরজা খুলে দেন।

যখনই বিপদাপদ আসে, আমরা অস্থির হয়ে যাই। প্রথমেই আমরা দিকবিদিক ঘুরে ফিরি সমাধানের জন্যে; কিন্তু একটিবারও আল্লাহর কাছে এবং আল্লাহর পথে সমাধান চাই না। সবার শেষে আল্লাহ কে স্মরণ নয়, বরং সবার প্রথমে এবং সর্বদা আল্লাহর স্মরনে নিজেকে ব্যস্ত রাখুন; পরকালে মুক্তি পাবেন ইনশাআল্লাহ।

** হতে পারে কোন বিষয় তোমরা অপছন্দ করছ অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে কোন বিষয় তোমরা পছন্দ করছ অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আর আল্লাহ জানেন এবং তোমরা জান না।—(বাকারাহ:২১৬)

** আল্লাহ মানুষের জন্য যে রহমত উন্মুক্ত করে দেন তা আটকে রাখার কেউ নেই। আর তিনি যা আটকে রাখেন, তারপর তা ছাড়াবার কেউ নেই। আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।—(ফাত্বির:২)

** আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় তা বিনয়ী ছাড়া অন্যদের উপর কঠিন। —(বাকারাহ:৪৫)

** হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।
—(বাকারাহ:১৫৩)
**আর এ জন্যই “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম যখন কোন বিষয়ে সমস্যায় পড়তেন বা চিন্তাগ্রস্ত হতেন তখনই তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন”। —(মুসনাদে আহমাদ: ৫/৩৮৮)
দুঃখকষ্ট জীবনে আসবে এটাই স্বাভাবিক তাই বলে নিরাশ হয়ে এদিক-সেদিক ঘুরলেই কি সমাধান আসবে? কখনোই নয়। হতাশা নয়, মনক্ষুন্নতাও নয়, সুন্নাহভিত্তিক আমল করুন।
* নিয়মিত ফরয সালাত আদায় করুন,
* কুরআন তিলাওয়াত করুন,
* উঠতে-বসতে যিকর করুন,
* দান করুন,
* রোযা রাখুন,
* তাহাজ্জুদ পড়ার অভ্যাস করুন,
* নিয়ত বিশুদ্ধ রাখুন,
* সর্বদা আল্লাহ সম্পর্কে সুধারনা রাখুন,
আল্লাহ তা’য়ালা তাওফিক দিন।
আমিন ইয়া রাব্বুল আলামিন।
IDC Partner

আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন।

 

আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে বিস্তারিত জানতে  লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।

আইডিসি  মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আপনি আইডিসি  মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.

আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে  দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।

কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।

ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।

Islami Dawah Center Cover photo

ইসলামী দাওয়াহ সেন্টারকে সচল রাখতে সাহায্য করুন!

 

ইসলামী দাওয়াহ সেন্টার ১টি অলাভজনক দাওয়াহ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ইসলামিক ব্লগটি বর্তমানে ২০,০০০+ মানুষ প্রতিমাসে পড়ে, দিন দিন আরো অনেক বেশি বেড়ে যাবে, ইংশাআল্লাহ।

বর্তমানে মাদরাসা এবং ব্লগ প্রজেক্টের বিভিন্ন খাতে (ওয়েবসাইট হোস্টিং, CDN,কনটেন্ট রাইটিং, প্রুফ রিডিং, ব্লগ পোস্টিং, ডিজাইন এবং মার্কেটিং) মাসে গড়ে ৫০,০০০+ টাকা খরচ হয়, যা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেকারনে, এই বিশাল ধর্মীয় কাজকে সামনে এগিয়ে নিতে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, এমন কিছু ভাই ও বোন ( ৩১৩ জন ) দরকার, যারা আইডিসিকে নির্দিষ্ট অংকের সাহায্য করবেন, তাহলে এই পথ চলা অনেক সহজ হয়ে যাবে, ইংশাআল্লাহ। যারা এককালিন, মাসিক অথবা বাৎসরিক সাহায্য করবেন, তারা আইডিসির মুল টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইংশাআল্লাহ।

আইডিসির ঠিকানাঃ খঃ ৬৫/৫, শাহজাদপুর, গুলশান, ঢাকা -১২১২, মোবাইলঃ +88 01609 820 094, +88 01716 988 953 (নগদ/বিকাশ পার্সোনাল) ইমেলঃ info@islamidawahcenter.com, info@idcmadrasah.com, ওয়েব: www.islamidawahcenter.com, www.idcmadrasah.com সার্বিক তত্ত্বাবধানেঃ হাঃ মুফতি মাহবুব ওসমানী ( এম. এ. ইন ইংলিশ )