নিজের ঈমান বাঁচান / Save-Your-Faith , তাওহীদে বিশ্বাসকে অক্ষত রাখুন!

 

 

 

Save-Your-Faith

 

নিজের ঈমান বাঁচান / Save-Your-Faith , তাওহীদে বিশ্বাসকে অক্ষত রাখুন!

নিজের ঈমান বাঁচান, তাওহীদে বিশ্বাসকে অক্ষত রাখুন! . শাইখ Abdullah Al Mamun সাহেবের পোস্ট। বিঃদ্রঃ উপভোগ, বিনোদন কিংবা মজা লুটবার জন্যে গেলে ত হারাম কিন্তু আল্লাহর একত্ববাদে বিশ্বাস থাকলে সে কাফের হবেনা।কিন্তু যদি সে এই পুজা ও শিরকে সন্তুষ্ট থাকে এবং আল্লাহর তাওহিদ ও একত্ববাদ কে উপেক্ষা করে সেখানে অংশ নেয় তাহলে সে কাফির। আল্লাহু আ’লামু বিস সাওয়াব। (এটাও শায়খের কমেন্ট) অমুসলিম কিংবা মুশরিকদের পূজা ও ধর্মীয় উৎসবে অংশগ্রহণ, উপভোগ করা নাজায়েয ও গর্হিত কাজঃ . রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ) বলেছেন, “শীঘ্রই আমার উম্মতের কিছু লোক মূর্তি পুজা করবে এবং কিছু লোক মূর্তি পূজারীদের সাথে মিশে যাবে।” (সুনানে ইবনে মাজাহ-৩৯৫২)

 

. আল্লাহ তা’আলা কুরআনে বলেছেন: . ﻭَﺇِﺫَﺍ ﺭَﺃَﻳْﺖَ ﺍﻟَّﺬِﻳﻦَ ﻳَﺨُﻮﺿُﻮﻥَ ﻓِﻲ ﺁﻳَﺎﺗِﻨَﺎ ﻓَﺄَﻋْﺮِﺽْ ﻋَﻨْﻬُﻢْ ﺣَﺘَّﻰ ﻳَﺨُﻮﺿُﻮﺍْ ﻓِﻲ ﺣَﺪِﻳﺚٍ ﻏَﻴْﺮِﻩِ ﻭَﺇِﻣَّﺎ ﻳُﻨﺴِﻴَﻨَّﻚَ ﺍﻟﺸَّﻴْﻄَﺎﻥُ ﻓَﻼَﺗَﻘْﻌُﺪْ ﺑَﻌْﺪَ ﺍﻟﺬِّﻛْﺮَﻯ ﻣَﻊَ ﺍﻟْﻘَﻮْﻡِ ﺍﻟﻈَّﺎﻟِﻤِﻴﻦَ

 

. অর্থ: তুমি যখন দেখ তারা আমার আয়াতসমূহ সম্পর্কে উপহাসমূলক আলোচনায় লিপ্ত হয় তখন তুমি তাদের থেকে সরে পড়বে, যে পর্যন্ত না তারা অন্য প্রসঙ্গে যায়। এবং শয়তান যদি তোমাকে ভুলিয়ে রাখে তবে স্মরণ হওয়ার পরে জালিম সম্প্রদায়ের সঙ্গে বসবে না। [সূরা আনআম: ৬৮]

 

. হাদীসে রাসূলুল্লাহ ( সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ) বলেন, . ﻻَ ﺗَﻘﻔَﻦَّ ﻋِﻨْﺪَ ﺭَﺟُﻞٍ ﻳُﻘْﺘَﻞُ ﻓَﺈِﻥَّ ﺍﻟﻠَّﻌْﻨَﺔَ ﺗَﻨْﺰِﻝُ ﻋَﻠَﻰ ﻣَﻦْ ﺣَﻀَﺮَﻩُ ﺣَﻴْﻦَ ﻟَﻢْ ﻳَﺪْﻓَﻌُﻮْﺍ ﻋَﻨْﻪُ ﻭَﻻَ ﺗَﻘِﻔَﻦَّ ﻋِﻨْﺪَ ﺭَﺟُﻞٍ ﻳُﻀْﺮَﺏُ ﻣَﻈْﻠُﻮْﻣﺎً ﻓَﺈِﻥَّ ﺍﻟﻠَّﻌْﻨَﺔَ ﺗَﻨْﺰِﻝُ ﻋَﻠَﻰ ﻣَﻦْ ﺣَﻀَﺮَﻩُ

 

. অর্থঃ “যেখানে কোনো মানুষকে হত্যা করা হচ্ছে সেখানে কখনোই দাঁড়াবে না; কারণ সেখানে উপস্থিত লোকেরা যদি তার হত্যা প্রতিরোধ না করে তাহলে সকলের উপরে লানত ও অভিশাপ বর্ষিত হয়। যেখানে কোনো মানুষকে অত্যাচার করে মারধর করা হচ্ছে সেখানে দাঁড়াবে না। কারণ উপস্থিত সকলের উপরেই লানত-অভিশাপ বর্ষিত হয়।” (আহমদ, তাবারানী, বাইহাকী) . যেখানে একজনকে অন্যায়ভাবে মারলে লানত পড়ে, একজনকে অন্যায়ভাবে হত্যা করলে লানত পড়ে, তুমি দৌঁড়ে পালাও সেখান থেকে নাহলে তোমার উপরে গজব পড়বে। তাহলে যেখানে শিরক সেখানে আপনি কিভাবে যাচ্ছেন!? . এ জন্যেই খলিফাতুল মুসলিমিন উমর (রঃ) বলেন, “তোমরা মুশরিকদের (মূর্তি পুজাকারীদের) উৎসবের সময় সেখানে যেও না। কেননা, তাদের উপর আল্লাহর গযব বর্ষিত হয়।” (সুনানুল কুবরা,বায়হাকীঃ ১৮২৮৮)

 

. সূরা নিসায় ১৪০নং আয়াতে আল্লাহ তা’আলা বলেছেন- . ﻭَﻗَﺪْ ﻧَﺰَّﻝَ ﻋَﻠَﻴْﻜُﻢْ ﻓِﻲ ﺍﻟْﻜِﺘَﺎﺏِ ﺃَﻥْ ﺇِﺫَﺍ ﺳَﻤِﻌْﺘُﻢْ ﺁﻳَﺎﺕِ ﺍﻟﻠَّﻪِ ﻳُﻜَﻔَﺮُﺑِﻬَﺎ ﻭَﻳُﺴْﺘَﻬْﺰَﺃُ ﺑِﻬَﺎ ﻓَﻼَ ﺗَﻘْﻌُﺪُﻭﺍْ ﻣَﻌَﻬُﻢْ ﺣَﺘَّﻰ ﻳَﺨُﻮﺿُﻮﺍْ ﻓِﻲ ﺣَﺪِﻳﺚٍ ﻏَﻴْﺮِﻩِ ﺇِﻧَّﻜُﻢْ ﺇِﺫًﺍ ﻣِّﺜْﻠُﻬُﻢْ ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﺟَﺎﻣِﻊُ ﺍﻟْﻤُﻨَﺎﻓِﻘِﻴﻦَ ﻭَﺍﻟْﻜَﺎﻓِﺮِﻳﻦَ ﻓِﻲ ﺟَﻬَﻨَّﻢَ ﺟَﻤِﻴﻌًﺎ

 

. অর্থ: কিতাবে তোমাদের প্রতি তিনি অবতীর্ণ করেছেন যে, যখন তোমরা শুনবে, আল্লাহর আয়াত প্রত্যাখ্যাত হচ্ছে এবং তা নিয়ে বিদ্রুপ করা হচ্ছে, তখন যে পর্যন্ত তারা অন্য প্রসঙ্গে লিপ্ত না হবে তোমরা তাদের সঙ্গে বসো না; অন্যথায় তোমরাও তাদের মত হবে। মুনাফিক এবং কাফির সকলকেই আল্লাহ জাহান্নামে একত্র করবেন। . আল্লাহ আমাদের হিফাজত করুক। আমীন।  

আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন!

 

আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে  জানতে  লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।

আইডিসি  মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আপনি আইডিসি  মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.

আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে  দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।

কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।

ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।

 

Islami Dawah Center Cover photo

 

ইসলামী দাওয়াহ সেন্টারকে সচল রাখতে সাহায্য করুন!

 

ইসলামী দাওয়াহ সেন্টার ১টি অলাভজনক দাওয়াহ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ইসলামিক ব্লগটি বর্তমানে ২০,০০০+ মানুষ প্রতিমাসে পড়ে, দিন দিন আরো অনেক বেশি বেড়ে যাবে, ইংশাআল্লাহ।

বর্তমানে মাদরাসা এবং ব্লগ প্রজেক্টের বিভিন্ন খাতে (ওয়েবসাইট হোস্টিং, CDN,কনটেন্ট রাইটিং, প্রুফ রিডিং, ব্লগ পোস্টিং, ডিজাইন এবং মার্কেটিং) মাসে গড়ে ৫০,০০০+ টাকা খরচ হয়, যা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেকারনে, এই বিশাল ধর্মীয় কাজকে সামনে এগিয়ে নিতে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, এমন কিছু ভাই ও বোন ( ৩১৩ জন ) দরকার, যারা আইডিসিকে নির্দিষ্ট অংকের সাহায্য করবেন, তাহলে এই পথ চলা অনেক সহজ হয়ে যাবে, ইংশাআল্লাহ।

যারা এককালিন, মাসিক অথবা বাৎসরিক সাহায্য করবেন, তারা আইডিসির মুল টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইংশাআল্লাহ।

আইডিসির ঠিকানাঃ খঃ ৬৫/৫, শাহজাদপুর, গুলশান, ঢাকা -১২১২, মোবাইলঃ +88 01609 820 094, +88 01716 988 953 ( নগদ/বিকাশ পার্সোনাল )

ইমেলঃ info@islamidawahcenter.com, info@idcmadrasah.com, ওয়েব: www.islamidawahcenter.com, www.idcmadrasah.com সার্বিক তত্ত্বাবধানেঃ হাঃ মুফতি মাহবুব ওসমানী ( এম. এ. ইন ইংলিশ, ফার্স্ট ক্লাস )