কঠিন কিছু সমস্যার সহজ সমাধান / Simple-Solutions-To-Some-Difficult-Problems

 

 

Simple-Solutions-To-Some-Difficult-Problems

 

 

কঠিন কিছু সমস্যার সহজ সমাধান / Simple-Solutions-To-Some-Difficult-Problems

কঠিন কিছু সমস্যার সহজ সমাধান # নিরিবিলি একটা রুমে বসে জিকির করুন, বা কোরআন তিলাওয়াত করুন, দেখবেন অন্তরে প্রশান্তি আসবেই ইন-শা-আল্লাহ। @ অনেক পাপ করে ফেলেছেন? এখন অপরাধ বোধে অস্থির লাগছে? কষ্ট হচ্ছে খুব? @ তবে জেনে রাখুন ইসলামের দরজা আপনার জন্য সবসময় খোলা আছে। তওবা করুন মন থেকে। পুনরায় পাপ করা থেকে বিরত থাকুন। আল্লাহ্ তো বলেই দিয়েছেন, “তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু।”

 

@ সবাই আপনাকে ছেড়ে চলে গেলেও আল্লাহ্ ছেড়ে যাবেন না। তিনি সবসময় তাঁর বান্দার সাথে আছেন। @ ভবিষ্যত নিয়ে চিন্তিত? চাকরি পাবেন কি পাবেন না, পরীক্ষা ভাল হবে কিনা? . @ তাকদীরে বিশ্বাস করুন আর চেষ্টা চালিয়ে যান। আল্লাহর উপর ভরসা করুন। তিনি তো বলেই দিয়েছেন, “যারা আল্লাহর উপর ভরসা করে তাদের জন্য আল্লাহই যথেষ্ট” তাহলে চিন্তা কিসের? . # জীবন এলোমেলো হয়ে গিয়েছে? ঠিক করতে পারছেন না কিছুতেই? @ মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করার চেষ্টা করুন। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত তাঁর সুন্নাহ্ অনুসরণ করুন। জীবন সবচেয়ে সুন্দর হবে, ইন-শা আল্লাহ। . # পরিবারে অশান্তি?মা-বাবা,ভাই-বোনের মধ্যে ভালবাসার অভাব?

 

. @ সবাইকে সালাম দিন, মা বাবা ভাই বোনকেও এবং তাদের নিজ মুখে বলুন, “আমি আল্লাহর জন্য তোমাকে ভালবাসি”। কেন বলবেন? কারণ মহানবী (সঃ) ইরশাদ করেছেন, “তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবেনা, যে পর্যন্ত না তোমরা ঈমানদার হবে। আর তোমরা ঈমানদার হতে পারবেনা যে পর্যন্ত না তোমরা পরষ্পরকে ভালবাসবে, আমি কি তোমাদের এমন এক বস্তু শিখিয়ে দিবনা যা বাস্তবায়ন করলে তোমরা পরষ্পর পরষ্পরকে পছন্দ করবে? (সেটি হল) তোমরা নিজেদের মাঝে সালামের প্রসার সাধন কর, অর্থাৎ অধিক পরিমাণে সালামের আদান প্রদান কর।” ( সহীহ মুসলিম: ১-৭৪)

 

. @ আর নিজ মুখে ভালবাসি বলার কথাও হাদীসে এসেছে। তাহলে ভালবাসা বৃদ্ধির এই দুটি জিনিস জানা থাকলে কিসের এত চিন্তা? . @ হতাশ হয়ে পড়েছেন? কোন আশাই খুজে পাচ্ছেন না জীবনে? . # দেখুন তাহলে পবিত্র কোরআনে আল্লাহ্ কি বলেছেন, ” আল্লাহর রহমত থেকে নিরাশ হয়োনা। নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ব্যতীত অন্য কেউ নিরাশ হয়না।” ( সুরা ইউসুফ,৮৭) . @ নিজের উপর অনেক চাপ মনে হচ্ছে? সামলাতে পারবেন না মনে হচ্ছে? @ তবে দেখুন আল্লাহ কি বলেছেন, “আল্লাহ্ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না।” ( সূরা বাক্বারাহ: ২৮৬)। . @ আপনার ক্ষমতা আছে, আপনি পারবেন ইংশা- আল্লাহ। সাধ্য আছে বলেই আল্লাহ্ আপনাকে কাজ দিয়েছেন। আল্লাহর উপর ভরসা করুন। বোঝা মনে না করে, আত্মবিশ্বাসের সাথে কাজ করুন। সবকিছু হালকা লাগবে ইনন-শা আল্লাহ। . @ আল্লাহ্ আমাদের মেনে চলার তৌফিক দান করুন আমীন।  

আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন!

আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে  জানতে  লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।

আইডিসি  মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আপনি আইডিসি  মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.

আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে  দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।

কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।

ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।

 

Islami Dawah Center Cover photo

 

ইসলামী দাওয়াহ সেন্টারকে সচল রাখতে সাহায্য করুন!

 

ইসলামী দাওয়াহ সেন্টার ১টি অলাভজনক দাওয়াহ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ইসলামিক ব্লগটি বর্তমানে ২০,০০০+ মানুষ প্রতিমাসে পড়ে, দিন দিন আরো অনেক বেশি বেড়ে যাবে, ইংশাআল্লাহ।

বর্তমানে মাদরাসা এবং ব্লগ প্রজেক্টের বিভিন্ন খাতে (ওয়েবসাইট হোস্টিং, CDN,কনটেন্ট রাইটিং, প্রুফ রিডিং, ব্লগ পোস্টিং, ডিজাইন এবং মার্কেটিং) মাসে গড়ে ৫০,০০০+ টাকা খরচ হয়, যা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেকারনে, এই বিশাল ধর্মীয় কাজকে সামনে এগিয়ে নিতে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, এমন কিছু ভাই ও বোন ( ৩১৩ জন ) দরকার, যারা আইডিসিকে নির্দিষ্ট অংকের সাহায্য করবেন, তাহলে এই পথ চলা অনেক সহজ হয়ে যাবে, ইংশাআল্লাহ।

যারা এককালিন, মাসিক অথবা বাৎসরিক সাহায্য করবেন, তারা আইডিসির মুল টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইংশাআল্লাহ।

আইডিসির ঠিকানাঃ খঃ ৬৫/৫, শাহজাদপুর, গুলশান, ঢাকা -১২১২, মোবাইলঃ +88 01609 820 094, +88 01716 988 953 ( নগদ/বিকাশ পার্সোনাল )

ইমেলঃ info@islamidawahcenter.com, info@idcmadrasah.com, ওয়েব: www.islamidawahcenter.com, www.idcmadrasah.com সার্বিক তত্ত্বাবধানেঃ হাঃ মুফতি মাহবুব ওসমানী ( এম. এ. ইন ইংলিশ, ফার্স্ট ক্লাস )