29 Para 08 Page

29 Para 08 Page – নূরানী হাফেজী কোরআন শরীফ

 

 

 

(35 فَلَيْسَ لَهُ الْيَوْمَ هَاهُنَا حَمِيمٌ

 

 

অতএব, আজকের দিন এখানে তার কোন সুহূদ নাই।

“So no friend hath he here this Day.

 

(36 وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍ

 

এবং কোন খাদ্য নাই, ক্ষত-নিঃসৃত পুঁজ ব্যতীত।

“Nor hath he any food except the corruption from the washing of wounds,

 

(37 لَا يَأْكُلُهُ إِلَّا الْخَاطِؤُونَ

 

গোনাহগার ব্যতীত কেউ এটা খাবে না।

“Which none do eat but those in sin.”

 

(38 فَلَا أُقْسِمُ بِمَا تُبْصِرُونَ

 

তোমরা যা দেখ, আমি তার শপথ করছি।

So I do call to witness what ye see,

 

(39 وَمَا لَا تُبْصِرُونَ

 

এবং যা তোমরা দেখ না, তার-

And what ye see not

 

(40 إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ

 

নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রসূলের আনীত।

That this is verily the word of an honoured apostle;

 

(41 وَمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍ قَلِيلًا مَا تُؤْمِنُونَ

 

এবং এটা কোন কবির কালাম নয়; তোমরা কমই বিশ্বাস কর।

It is not the word of a poet: little it is ye believe!

 

(42 وَلَا بِقَوْلِ كَاهِنٍ قَلِيلًا مَا تَذَكَّرُونَ

 

এবং এটা কোন অতীন্দ্রিয়বাদীর কথা নয়; তোমরা কমই অনুধাবন কর।

Nor is it the word of a soothsayer: little admonition it is ye receive.

 

(43 تَنزِيلٌ مِّن رَّبِّ الْعَالَمِينَ

 

এটা বিশ্বপালনকর্তার কাছ থেকে অবতীর্ণ।

(This is) a Message sent down from the Lord of the Worlds.

06para-09page

 

(44 وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْأَقَاوِيلِ

 

সে যদি আমার নামে কোন কথা রচনা করত,

And if the apostle were to invent any sayings in Our name,

 

(45 لَأَخَذْنَا مِنْهُ بِالْيَمِينِ

 

তবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম,

We should certainly seize him by his right hand,

 

(46 ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِينَ

 

অতঃপর কেটে দিতাম তার গ্রীবা।

And We should certainly then cut off the artery of his heart:

 

(47 فَمَا مِنكُم مِّنْ أَحَدٍ عَنْهُ حَاجِزِينَ

 

তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না।

Nor could any of you withhold him (from Our wrath).

 

(48 وَإِنَّهُ لَتَذْكِرَةٌ لِّلْمُتَّقِينَ

 

এটা খোদাভীরুদের জন্যে অবশ্যই একটি উপদেশ।

But verily this is a Message for the Allah.fearing.

 

(49 وَإِنَّا لَنَعْلَمُ أَنَّ مِنكُم مُّكَذِّبِينَ

 

আমি জানি যে, তোমাদের মধ্যে কেউ কেউ মিথ্যারোপ করবে।

And We certainly know that there are amongst you those that reject (it).

 

(50 وَإِنَّهُ لَحَسْرَةٌ عَلَى الْكَافِرِينَ

 

নিশ্চয় এটা কাফেরদের জন্যে অনুতাপের কারণ।

But truly (Revelation) is a cause of sorrow for the Unbelievers.

 

(51 وَإِنَّهُ لَحَقُّ الْيَقِينِ

নিশ্চয় এটা নিশ্চিত সত্য।

But verily it is Truth of assured certainty.

 

(52 فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ

 

অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ননা করুন।

So glorify the name of thy Lord Most High.

 

70) সূরা আল মা’আরিজ – Surah Al-Ma’arij (মক্কায় অবতীর্ণ – Ayah 44)

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

 

(1 سَأَلَ سَائِلٌ بِعَذَابٍ وَاقِعٍ

 

একব্যক্তি চাইল, সেই আযাব সংঘটিত হোক যা অবধারিত-

A questioner asked about a Penalty to befall-

 

(2 لِّلْكَافِرينَ لَيْسَ لَهُ دَافِعٌ

 

কাফেরদের জন্যে, যার প্রতিরোধকারী কেউ নেই।

The Unbelievers, the which there is none to ward off,-

 

(3 مِّنَ اللَّهِ ذِي الْمَعَارِجِ

 

তা আসবে আল্লাহ তা’আলার পক্ষ থেকে, যিনি সমুন্নত মর্তবার অধিকারী।

(A Penalty) from Allah, Lord of the Ways of Ascent.

 

(4 تَعْرُجُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ إِلَيْهِ فِي يَوْمٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ

 

ফেরেশতাগণ এবং রূহ আল্লাহ তা’আলার দিকে উর্ধ্বগামী হয় এমন একদিনে, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর।

The angels and the spirit ascend unto him in a Day the measure whereof is (as) fifty thousand years:

 

আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন।

 

আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে বিস্তারিত জানতে  লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।

আইডিসি  মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আপনি আইডিসি  মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.

আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে  দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।

কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।

ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।

Islami Dawah Center Cover photo

ইসলামী দাওয়াহ সেন্টারকে সচল রাখতে সাহায্য করুন!

 

ইসলামী দাওয়াহ সেন্টার ১টি অলাভজনক দাওয়াহ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ইসলামিক ব্লগটি বর্তমানে ২০,০০০+ মানুষ প্রতিমাসে পড়ে, দিন দিন আরো অনেক বেশি বেড়ে যাবে, ইংশাআল্লাহ।

বর্তমানে মাদরাসা এবং ব্লগ প্রজেক্টের বিভিন্ন খাতে (ওয়েবসাইট হোস্টিং, CDN,কনটেন্ট রাইটিং, প্রুফ রিডিং, ব্লগ পোস্টিং, ডিজাইন এবং মার্কেটিং) মাসে গড়ে ৫০,০০০+ টাকা খরচ হয়, যা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেকারনে, এই বিশাল ধর্মীয় কাজকে সামনে এগিয়ে নিতে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, এমন কিছু ভাই ও বোন ( ৩১৩ জন ) দরকার, যারা আইডিসিকে নির্দিষ্ট অংকের সাহায্য করবেন, তাহলে এই পথ চলা অনেক সহজ হয়ে যাবে, ইংশাআল্লাহ। যারা এককালিন, মাসিক অথবা বাৎসরিক সাহায্য করবেন, তারা আইডিসির মুল টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইংশাআল্লাহ।

আইডিসির ঠিকানাঃ খঃ ৬৫/৫, শাহজাদপুর, গুলশান, ঢাকা -১২১২, মোবাইলঃ +88 01609 820 094, +88 01716 988 953 (নগদ/বিকাশ পার্সোনাল) ইমেলঃ info@islamidawahcenter.com, info@idcmadrasah.com, ওয়েব: www.islamidawahcenter.com, www.idcmadrasah.com সার্বিক তত্ত্বাবধানেঃ হাঃ মুফতি মাহবুব ওসমানী ( এম. এ. ইন ইংলিশ )