False Karamat of Imam Abu Hanifa Rahmatullahi Alaihi – – ইমামে আজম আবু হানিফা (রহঃ) কি সত্যিই এশার অযু দিয়ে ফজরের নামায পড়ে সুন্নাহ বিরোধী কাজ করতেন?
False Karamat of Imam Abu Hanifa Rahmatullahi Alaihi – ইমামে আজম আবু হানিফা (রহঃ) কি সত্যিই এশার অযু দিয়ে ফজরের নামায পড়ে সুন্নাহ বিরোধী কাজ করতেন?
প্রথমেই দেখি ‘না ঘুমিয়ে সারা রাত ইবাদত করে কাটানো’ রাসুলুল্লাহ (ﷺ) এর সুন্নাহ ও আদর্শ বিরোধী আমল ছিল কি না। হযরত আনাস (রাঃ) বলেন যে,
সহীহ হাদীস দ্বারা প্রমাণিত যে, ঘুম হারাম করে সারা রাত ইবাদতে কাটানো রাসুলুল্লাহ (ﷺ) আদর্শ ও সুন্নাহ বিরোধী আমল। যে ব্যক্তি রাসুলুল্লাহ (ﷺ) এর সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিয়ে এমন আমল করবে, সে রাসুলুল্লাহ (ﷺ) এর দলভুক্ত হতে পারবে না। এবার দেখি, ইমামে আজম আবু হানিফা (রাহঃ) এমন সুন্নাহ বিরোধী আমল করেছেন কি না!
খতীবে বাগদাদী (রহ.) সনদ সহকারে এ বর্ণনাটি তার কিতাবে উল্লেখ করেছেন। বর্ণনাটি নিম্নরূপ:
“আবু হানিফা এর ব্যাপারে যতটুকু (ইতিহাস) সংরক্ষিত হয়েছে তাতে তিনি চল্লিশ বছর যাবত ইশার সালাতের অজু দ্বারা ফজরের সালাত আদায় করেছেন আর তিনি অধিকাংশ রাতে এক রাকআত সালাতে সম্পূর্ণ কুরআন তিলাওয়াত করতেন! রাতে তার কান্নার আওয়াজ শোনা যেত। ফলে তার প্রতিবেশীরা তার উপর দয়া করতেন। আরও সংরক্ষিত হয়েছে যে, তিনি যে স্থানে মারা গেছেন সে স্থানে ৭,০০০ (সাত হাজার) বার কুরআন খতম করেছেন!” (তারীখে বাগদাদ ১৫/৪৮৪; মানাকিবুল ইমাম আবি হানিফা পৃঃ ২৩)
এ বর্ণনার সনদে عبد الله بن مُحَمَّد بن يَعْقُوب আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন ইয়াকুব নামে একজন রাবী আছে। যাকে ইমাম হাকীম, ইবনুল জাওযী, আহমদ সুলাইমানী, খতীব বাগদাদী সহ অনেক ইমাম হাদীস বানানোর অভিযোগে অভিযুক্ত করেছেন। শায়েখ নাসিরুদ্দীন আলবানী (রহ.) তারীখে বাগদাদে উল্লেখিত এই বর্ণনাটিকে ইমাম আবু হানিফা (রহ.)-এর নামে বানোয়াট ও মিথ্যাচার হিসেবে চিহ্নিত করে বলেন,
“এ বর্ণনাটি মাওযু বা বানোয়াট। এর আপদ (একজন বর্ণনাকারী) হলো আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন ইয়াকুব। তার ব্যাপারে আবু সাঈদ রাওয়াস বলেন, এ ব্যক্তি হাদীস তৈরির অভিযোগে অভিযুক্ত। (সিলসিলা যাঈফা ওয়াল মাওযুআহ, হাঃ ৩৫০০)
এছাড়াও এ বর্ণনাটির সনদে أَحْمَد بن الحسين আহমদ বিন হুসাইন ও حماد بن قريش হাম্মাদ বিন কুরাইশ নামক দুজন মাজহুল বর্ণনাকারী রয়েছেন। উল্লেখিত বর্ণনাটির ব্যাপারে মানাকিবুল ইমাম আবী হানিফা গ্রন্থের টীকাকার বিশিষ্ট মুহাক্কিক আল্লামা শায়েখ যাহিদ হাসান আলকাউসারী টীকায় বলেন,
শায়েখ নাসিরুদ্দীন আলবানী তার সিফাতু সালাতিন্নাবী (নবী ﷺ এর সালাত এর বিবরণ)-এর মূল গ্রন্থে সবসময় সারারাত ব্যাপী ইবাদত করা নবী (ﷺ) এর সুন্নাহ ও আদর্শ পরিপন্থী হওয়ার ব্যাপারে আলোচনা করতে গিয়ে ইমাম আবু হানিফা (রহ.)-এর নামে প্রচলিত উক্ত ঘটনাকে ‘মিথ্যাচার’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন,
আল্লামা ফিরোজাবাদী বলেন,
❑ এ কথা স্বতঃসিদ্ধ যে, আবু হানিফা (রাহঃ) একজন নির্ভরযোগ্য ফকিহ ও মাজহাবের অন্যতম শ্রেষ্ঠ ইমাম ছিলেন। তার জ্ঞান, ফিকাহ এবং ইবাদত-বন্দেগী ও পরহেজগারিতা ইত্যাদির ব্যাপারে কোনও সন্দেহ নাই। কিন্তু তার নামে মিথ্যা গল্পকাহিনী বর্ণনা করে তাঁর মর্যাদা বৃদ্ধির চেষ্টা মোটেও গ্রহণযোগ্য নয়। এতে তার সম্মানহানি হয়। কারণ আমরা দেখলাম যে, সারারাত ইবাদত করা রাসুলুল্লাহ (ﷺ) এর সুন্নাহ পরিপন্থী। আল্লাহর নবী (ﷺ) দুনিয়ার সবচেয়ে বড় ইবাদত গুজার হওয়ার পরও তিনি রাতের কিয়দংশ ঘুমাতেন এবং বাকি রাত তাহাজ্জুদের সালাত ও ইবাদত-বন্দেগিতে কাটাতেন। কিন্তু তার একনিষ্ঠ অনুসারী এবং একজন অনুসরণীয় ইমাম হয়ে কিভাবে তাঁর বিপরীত কাজ করতে পারেন?