30 Para 13 Page

30 Para 13 Page – নূরানী হাফেজী কোরআন শরীফ

(8 وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاعِمَةٌ

অনেক মুখমন্ডল সেদিন হবে, সজীব,

(Other) faces that Day will be joyful,

(9 لِسَعْيِهَا رَاضِيَةٌ

তাদের কর্মের কারণে সন্তুষ্ট।

Pleased with their striving,

(10 فِي جَنَّةٍ عَالِيَةٍ

তারা থাকবে, সুউচ্চ জান্নাতে।

In a Garden on high,

(11 لَّا تَسْمَعُ فِيهَا لَاغِيَةً

তথায় শুনবে না কোন অসার কথাবার্তা।

Where they shall hear no (word) of vanity:

(12 فِيهَا عَيْنٌ جَارِيَةٌ

তথায় থাকবে প্রবাহিত ঝরণা।

Therein will be a bubbling spring:

(13 فِيهَا سُرُرٌ مَّرْفُوعَةٌ

তথায় থাকবে উন্নত সুসজ্জিত আসন।

Therein will be Thrones (of dignity), raised on high,

(14 وَأَكْوَابٌ مَّوْضُوعَةٌ

এবং সংরক্ষিত পানপাত্র

Goblets placed (ready),

(15 وَنَمَارِقُ مَصْفُوفَةٌ

এবং সারি সারি গালিচা

And cushions set in rows,

(16 وَزَرَابِيُّ مَبْثُوثَةٌ

এবং বিস্তৃত বিছানো কার্পেট।

And rich carpets (all) spread out.

(17 أَفَلَا يَنظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ

তারা কি উষ্ট্রের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে সৃষ্টি করা হয়েছে?

Do they not look at the Camels, how they are made?

(18 وَإِلَى السَّمَاء كَيْفَ رُفِعَتْ

এবং আকাশের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে উচ্চ করা হয়েছে?

And at the Sky, how it is raised high?

(19 وَإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ

এবং পাহাড়ের দিকে যে, তা কিভাবে স্থাপন করা হয়েছে?

And at the Mountains, how they are fixed firm?

(20 وَإِلَى الْأَرْضِ كَيْفَ سُطِحَتْ

এবং পৃথিবীর দিকে যে, তা কিভাবে সমতল বিছানো হয়েছে?

And at the Earth, how it is spread out?

(21 فَذَكِّرْ إِنَّمَا أَنتَ مُذَكِّرٌ

অতএব, আপনি উপদেশ দিন, আপনি তো কেবল একজন উপদেশদাতা,

Therefore do thou give admonition, for thou art one to admonish.

(22 لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ

আপনি তাদের শাসক নন,

Thou art not one to manage (men’s) affairs.

(23 إِلَّا مَن تَوَلَّى وَكَفَرَ

কিন্তু যে মুখ ফিরিয়ে নেয় ও কাফের হয়ে যায়,

But if any turn away and reject Allah,

(24 فَيُعَذِّبُهُ اللَّهُ الْعَذَابَ الْأَكْبَرَ

আল্লাহ তাকে মহা আযাব দেবেন।

Allah will punish him with a mighty Punishment,

(25 إِنَّ إِلَيْنَا إِيَابَهُمْ

নিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারই নিকট,

For to Us will be their return;

(26 ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُمْ

অতঃপর তাদের হিসাব-নিকাশ আমারই দায়িত্ব।

Then it will be for Us to call them to account.

 

89) সূরা আল ফজর – Surah Al-Fajr (মক্কায় অবতীর্ণ – Ayah 30)

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

(1 وَالْفَجْرِ

শপথ ফজরের,

By the break of Day

(2 وَلَيَالٍ عَشْرٍ

শপথ দশ রাত্রির, শপথ তার,

By the Nights twice five;

(3 وَالشَّفْعِ وَالْوَتْرِ

যা জোড় ও যা বিজোড়

By the even and odd (contrasted);

(4 وَاللَّيْلِ إِذَا يَسْرِ

এবং শপথ রাত্রির যখন তা গত হতে থাকে

And by the Night when it passeth away;

(5 هَلْ فِي ذَلِكَ قَسَمٌ لِّذِي حِجْرٍ

এর মধ্যে আছে শপথ জ্ঞানী ব্যক্তির জন্যে।

Is there (not) in these an adjuration (or evidence) for those who understand?

(6 أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ

আপনি কি লক্ষ্য করেননি, আপনার পালনকর্তা আদ বংশের ইরাম গোত্রের সাথে কি আচরণ করেছিলেন,

Seest thou not how thy Lord dealt with the ‘Ad (people),

(7 إِرَمَ ذَاتِ الْعِمَادِ

যাদের দৈহিক গঠন স্তম্ভ ও খুঁটির ন্যায় দীর্ঘ ছিল এবং

Of the (city of) Iram, with lofty pillars,

(8 الَّتِي لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِي الْبِلَادِ

যাদের সমান শক্তি ও বলবীর্যে সারা বিশ্বের শহরসমূহে কোন লোক সৃজিত হয়নি

The like of which were not produced in (all) the land?

(9 وَثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ

এবং সামুদ গোত্রের সাথে, যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল।

And with the Thamud (people), who cut out (huge) rocks in the valley?

আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন।

 

আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে বিস্তারিত জানতে  লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।

আইডিসি  মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আপনি আইডিসি  মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.

আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে  দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।

কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।

ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।

Islami Dawah Center Cover photo

ইসলামী দাওয়াহ সেন্টারকে সচল রাখতে সাহায্য করুন!

 

ইসলামী দাওয়াহ সেন্টার ১টি অলাভজনক দাওয়াহ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ইসলামিক ব্লগটি বর্তমানে ২০,০০০+ মানুষ প্রতিমাসে পড়ে, দিন দিন আরো অনেক বেশি বেড়ে যাবে, ইংশাআল্লাহ।

বর্তমানে মাদরাসা এবং ব্লগ প্রজেক্টের বিভিন্ন খাতে (ওয়েবসাইট হোস্টিং, CDN,কনটেন্ট রাইটিং, প্রুফ রিডিং, ব্লগ পোস্টিং, ডিজাইন এবং মার্কেটিং) মাসে গড়ে ৫০,০০০+ টাকা খরচ হয়, যা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেকারনে, এই বিশাল ধর্মীয় কাজকে সামনে এগিয়ে নিতে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, এমন কিছু ভাই ও বোন ( ৩১৩ জন ) দরকার, যারা আইডিসিকে নির্দিষ্ট অংকের সাহায্য করবেন, তাহলে এই পথ চলা অনেক সহজ হয়ে যাবে, ইংশাআল্লাহ।

যারা এককালিন, মাসিক অথবা বাৎসরিক সাহায্য করবেন, তারা আইডিসির মুল টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইংশাআল্লাহ।

আইডিসির ঠিকানাঃ খঃ ৬৫/৫, শাহজাদপুর, গুলশান, ঢাকা -১২১২, মোবাইলঃ +88 01609 820 094, +88 01716 988 953 ( নগদ/বিকাশ পার্সোনাল )

ইমেলঃ info@islamidawahcenter.com, info@idcmadrasah.com, ওয়েব: www.islamidawahcenter.com, www.idcmadrasah.com সার্বিক তত্ত্বাবধানেঃ হাঃ মুফতি মাহবুব ওসমানী ( এম. এ. ইন ইংলিশ )

IDC Partner