Class 2 Question Papers | IDC (English Medium) Madrasah

আই ডি সি ইংলিশ মিডিয়াম মাদরাসা

দ্বিতীয় সাময়িক পরীক্ষা

শ্রেণীঃ দ্বিতীয়

বিষয়ঃ বাংলা

পূর্ণমানঃ ৮০ সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট

১। শব্দার্থ লিখঃ (যেকোন ১০টি) (১০ * ১ = ১০)

কাঠুরে, কুড়াল, লোভী, সততা, কোষ, দানা, খোসা, সুগন্ধ, নাওয়া, উৎসব, সুন্দর, বিখ্যাত।

২। ঘরের ভিতরের শব্দগুলো শুন্যস্থানে বসিয়ে বাক্য তৈরি করঃ (যেকোন ৫টি) (৫ * ২= ১০)

স্রোত কুড়াল লোভী দুঃখ সততার কাঠুরে

 

ক)লোকটা _________________________ পেয়ে কাঁদতে লাগল।

খ) _________________________ কাঠুরে নিজের কুড়াল ফিরে পেলনা।

গ) নদীতে খুব __________________________ ছিল।

ঘ) সে _____________________________ দিয়ে কাঠ কাটছিল।

ঙ) ____________________________ কাঠ কাটতে বনে গেল।

চ) কাঠুরে ______________________ জন্য পুরষ্কার পেয়েছে।

৩। যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন করঃ (যেকোন ৫টি) (৫ * ২= ১০)

ন্ধ, স্র, ঙ্গ, ন্ত, ব্ধ, ত্র, র্ষ

 

 

৪। নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরী করঃ (যেকোন ৫টি) (৫ * ২= ১০)

গরীব, নদী, কুড়াল, বখ্যাত, সততা, লোভী, দানা

৫। প্রশ্নের উত্তর লিখল (যেকোন ৫টি) (৫ * ৪= ২০)

ক) কী কী ফুল লাল রঙের হয়? উঃ

খ) সুগন্ধি ফুল কী কী? উঃ

গ) কোন কোন ফুলে গন্ধ নাই? উঃ

ঘ) কাঠুরে কোথায় কাঠ কাটতে গিয়েছিল? উঃ

ঙ) জলপরী প্রথমে কোন কুড়াল আনল? উঃ

চ) বাঁকে বাঁকে কী বয়ে যায়? উঃ

ছ)আমরা কোন দেশে বাস করি? উঃ

৬। বিপরীত শব্দ লিখঃ (যেকোন ৫টি) (৫ * ২= ১০)

কিনতে, দুঃখ, কাঁদতে, হ্যাঁ, ধনী, নিচে, ডানে।

৭। পাঁচটি ফুলের ও ফলের নাম লিখঃ (১০ * ১ =১০)

ফুলের নাম ফলের নাম
১।

 

 

২।

 

৩।

 

৪।

 

৫।

১।

 

 

২।

 

৩।

 

৪।

 

৫।

 

আই ডি সি ইংলিশ মিডিয়াম মাদরাসা

দ্বিতীয় সাময়িক পরীক্ষা

শ্রেণীঃ দ্বিতীয়

বিষয়ঃ কুরআন

 

পূর্ণমানঃ ৮০ সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট

১। প্রশ্নের উত্তর দাওঃ ৫টি * ৫ =২৫

ক) হরকত কাকে বলে? উদাহরণ দাও।

খ) তানভীন কাকে বলে? উদাহরণ দাও।

গ) মাখরাজ কাকে বলে? উদাহরণ দাও।

ঘ) সাকিন কাকে বলে? উদাহরণ দাও।

ঙ) তাশদীদ কাকে বলে? উদাহরণ দাও।

চ) মদ্দ কাকে বলে? উদাহরণ দাও।

২। শব্দগুলো যবর দিয়ে পড়ঃ ৫টি * ২=১০

৩। শব্দগুলো তানভীন দিয়ে পড়ঃ ৫টি * ২=১০

৪। শব্দগুলো পেশ দিয়ে পড়ঃ ৫টি * ২=১০

৫। শব্দগুলো দেখে দেখে পড়ঃ ৫টি * ৩=১৫

৬। অজুর ফরজগুলো বলঃ ১০

 

আই ডি সি ইংলিশ মিডিয়াম মাদরাসা

দ্বিতীয় সাময়িক পরীক্ষা

শ্রেণীঃ দ্বিতীয়

বিষয়ঃ কুরআন

পূর্ণমানঃ ৮০ সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট

১। শুন্যস্থান পূরন করঃ ১০টি * ২ = ২০

ক) হযরত আদম (আঃ) মানব জাতির ______________________।

খ) মহানবী (সাঃ) সবসময় __________________ কথা বলতেন।

গ) আসমানি কিতাব __________ খান।

ঘ) ছোট আকারের আসমানি কিতাবকে _______________________ বলা হয়।

ঙ) ফেরেশতাগন _________________________ তৈরি।

চ) পবিত্রতা __________________________ এর অংশ।

ছ) পবিত্রতা অর্জনকারীকে ____________________ ভালোবাসেন।

জ) অজু _________________________ প্রথম সোপান।

ঝ) সালাতের আগে _______________________ করতে হয়।

ঞ) ______________________ দিয়ে অজু করতে হয়।

২। সংক্ষেপে উত্তর দাওঃ ৫টি * ৪ = ২০

ক) তাহারাত শব্দের অর্থ কী? উঃ

খ) অজু করলে কী হয়? উঃ

গ) আজান অর্থ কী? উঃ

ঘ) যিনি আজান দেন তাকে কী বলে? উঃ

ঙ) প্রথম নবীর নাম কি? উঃ

৩। বড় প্রশ্নের উত্তর দাওঃ ৫টি * ৮ = ৪০

ক) আজানের বাক্য কয়টি অ কী কী?

খ) ফজরের আজানে অতিরিক্ত কী বলতে হয়?

গ) আজানের সময় কোথায় হাত রাখতে হয়?

ঘ) হজরত মুহাম্মাদ (সাঃ) কোথায়, কখন জন্মগ্রহন করেন?

ঙ) প্রধান ৪ জন ফেরেশতার নাম লিখ এবং তাদের কাজের বর্ণনা দাও।

 

 

আই ডি সি ইংলিশ মিডিয়াম মাদরাসা

দ্বিতীয় সাময়িক পরীক্ষা

শ্রেণীঃ দ্বিতীয়

বিষয়ঃ ইংরেজি

পূর্ণমানঃ ৮০ সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট

১। শব্দার্থ লিখঃ ১০টি * ১ = ১০

Head, Nose, Mouth, Ear, Teeth, Leg, Seed, Sun, Water, Put, Hair, Toes.

২। বাক্য তৈরি করঃ ৫টি * ২ = ১০

You, Eat, Go, Sun, Nose, Put, Mouth.

৩। খালিঘর পূরন করঃ ৫টি * ২ = ১০

Saturday, __________, ________, Tuesday, ________, _______, _______

৪। কবিতা লিখঃ ১টি * ১০ = ১০

Head and Shoulders, or  Saturday, Sunday, Monday.

৫। বাংলায় অনুবাদ করঃ ৫টি * ২ = ১০

  1. Today is Sunday. Ans:
  2. Touch your mouth. Ans:
  3. Touch your nose. Ans:
  4. He eats rice. Ans:
  5. I go to madrasah. Ans:
  6. I am a boy. Ans:
  7. I am a student. Ans:

৬। ইংরেজিতে অনুবাদ করঃ ৫টি * ২ = ১০

ক) আজ রবিবার। উঃ

খ) তোমার কান স্পর্শ কর। উঃ

গ) বল এবং কর। উঃ

ঘ) আজ কী কর? উঃ

ঙ) সে মাদরাসায় যায়। উঃ

চ) বই পড়। উঃ

ছ) আমি একজন ছাত্র। উঃ

৭। প্রশ্নের উত্তর লিখঃ ৫টি * ৪ = ২০

  1. What is your name? Ans:

 

  1. What is your madrasah’s name? Ans:

 

 

  1. What is your father’s name? Ans:

 

  1. What class do you read? Ans:

 

 

  1. How many days are there in a week? Ans:

 

  1. What day is it today? Ans:

 

 

  1. How old are you? Ans:

 

আই ডি সি ইংলিশ মিডিয়াম মাদরাসা

দ্বিতীয় সাময়িক পরীক্ষা

শ্রেণীঃ দ্বিতীয়

বিষয়ঃ গণিত

 

পূর্ণমানঃ ৮০ সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট

১। যোগ করঃ ২টি * ৫ = ১০

         

 

২। বিয়োগ করঃ ২টি * ৫ = ১০


৩। খালি ঘর পূরণ করঃ ৫টি * ২ = ১০

 

৪। মা অ মেয়ের যোগফল ৭০, মেয়ের বয়স ২২ বছর, মায়ের বয়স কত? ১০

৫। সোহাগ ৮৫ টাকা নিয়ে বাজারে গেল। সে ৫৩ টাকা খরচ করল। তার কাছে কত টাকা থাকল? ১০

৬। আকাশের কাছে ২৪ টাকা ছিল। তার বাবা তাকে কিছু টাকা দেওয়ায় তার ৫৮ টাকা হলো। তার বাবা কত টাকা দিয়েছিল? ১০

৭। ৩ অথবা ৪ এর নামতা লিখ। ১০

৮। ছবি দেখে মিল কর। ৫টি * ২ = ১০

 

===========================================================================

বার্ষিক পরীক্ষা – ২০১৯

===========================================================================

 

 IDC (E. M.) Madrasah,

Annual Exam 2k19, Class: Two, Subject: English

Marks: 100                                                                                                                 Time: 2 Hours 30 Minutes

1. Write Down Bangle Meaning: 10*1= 10 Marks

Big, Small, Fat, goat, deer, nest, tree

2. Write Down English Meaning: 10*1= 10 Marks

ছাতা, মালগাড়ী, লাঠি, ছাগল, বিড়াল, পানি, জেব্রা, আপেল, করা, পাখি, দিন।

3. Make Sentences: 5*2= 10 Marks

Homework, Play, Read, Breakfast, Go, Eat

4. Translate Into Bengali: 5*2= 10 Marks

1. This is a hen, 2. This is a tiger, 3. He is a teacher, 4. Rahim goes to Dhaka, 5. It is small.

5. Translate Into English: 5*2= 10 Marks

a) সে বাড়ি যায়। b) আমি ভাত খাই। c) কামাল একটি বই পড়ে। d) আমি দ্বিতীয় শ্রেণিতে পড়ি। e) তিনি একজন শিক্ষক।

6. Write/Say Rhymes: 10* 1 = 10 Marks

“A red rat under a mat.”

7. Answer The Following Questions: 5*2= 10 Marks ( Any 5) 

1. who is the girl? 2. Who is her teacher? 3. What does she have for breakfast? 4. When does she get up? 5. Where does she go after breakfast?

8. Fill in the Blanks: 5*2 = 10, 5*2= 10 Marks

My name is ____________ in the morning, I __________ my face. I ____________ my breakfast then I _________ my teeth then I ________ to school.

9. Re-arrange: tnas, gba, geg, hefis, cilpen, rellaumb, 5*2= 10 Marks

10. Write A Paragraph About “Yourself” 1*10= 10 Marks

 

================================================================

 

আই ডি সি ইংলিশ মিডিয়াম মাদরাসা

বার্ষিক পরীক্ষা, শ্রেণীঃ দ্বিতীয়, বিষয়ঃ বাংলা

পূর্ণমানঃ ১০০ সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট

১। শব্দার্থ লিখঃ (যেকোন ১০টি) (১০ * ১ = ১০)

প্রার্থনা, রহিম, রহমান, মমতা, খামার, দানা, ভূসি, ক্ষতি, হাঁক, সুন্দর, সাড়া, সততা।

২। ঘরের ভিতরের শব্দগুলো শুন্যস্থানে বসিয়ে বাক্য তৈরি করঃ (যেকোন ৫টি) (৫ * ২= ১০)

শহিদ মুক্তিযুদ্ধ কৌশলে মুক্তিসেনারা ঘাঁটি পুর্বপাকিস্তান

ক) মুক্তিসেনারা _________ বিপদ মোকাবেলা করলেন। খ) পিছনে রয়েছে মুক্তিসেনাদের বড় ________।

গ) বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনেকে _________ হয়েছেন। ঘ) _______ দেশের গৌরব।

ঙ) ১৯৭১ সালে এ দেশে _________ হয়েছিল। চ) বাংলাদেশের পূর্বনাম ________ ছিল।

৩। যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন করঃ (যেকোন ৫টি) (৫ * ২= ১০)

বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, পাকিস্তানি, অস্ত্র, আক্রমন।

৪। নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরী করঃ (যেকোন ৫টি) (৫ * ২= ১০)

রূপ, সুন্দর, বিপদ, গ্রাম, মাস, রহিম।

৫। প্রশ্নের উত্তর লিখল (যেকোন ৫টি) (৫ * ৪= ২০)

ক) কে স্বাধীনতার ডাক দিয়েছিলেন?

খ) মুক্তিযোদ্ধারা কোথায় ঘাঁটি গেড়েছিলেন?

গ) মুক্তিসেনারা কেন পিছু হটতে চাইলেননা?

ঘ) সুন্দর ধরণী কে দান করেছেন?

ঙ) আমাদের কেমন পথে চলতে চাই?

চ) কবিতায় কবি কাকে না ভুলে যাওয়ার কথা বলেছেন এবং কেন?

৬। বিপরীত শব্দ লিখঃ (যেকোন ৫টি) (৫ * ২ = ১০)

কিনতে, দুঃখ, কাঁদতে, হ্যাঁ, ধনী, নিচে, ডানে।

৭। বাক্যের শেষে বিরাম চিহ্ন বসাও (৫ * ২ = ১০)

নবিজী (সাঃ) বললেন আমি তোমাদের মত একজন মানুষ
পরিখাটি ছিল অনেক লম্বা
গল্পটি পড়ে তোমার কেমন লাগল
সবাই মিলেমিশে কাজ করলে কঠিন কাজ ও সহজে হয়ে যায়
কখন পরিখা খনন করা হয়

৮। কবির নামসহ কবিতা লিখ যেকোন একটি ১০*১=১০

“প্রার্থনা” অথবা “কাজের আনন্দ”।

৯। বড় প্রশ্নের উত্তর দাও। (যেকোন দুইটি) ২*৫ = ১০

ক) বাংলা বারো মাসের নাম লিখ।

খ) বাংলা সাতদিনের নাম লিখ।

গ) ৭টি রঙের নাম লিখ।

 

==================================

আইডিসি (ইংলিশ মিডিয়াম) মাদরাসা

বার্ষিক পরীক্ষা ২০১৯, শ্রেণীঃ ২য়, বিষয়ঃ গণিত

পূর্ণমানঃ 100 সময়ঃ 2:30

১। অংকে লিখঃ (যে কোন ১০ টি) ১০ * ১ = ১০ নাম্বার।

সাতসট্টি, আটষট্টি ,ঊনসত্তর, সত্তর, একাত্তর, বাহাত্তর, তিহাত্তর, চৌহাত্তর, পঁচাত্তর, ছিয়াত্তর, সাতাত্তর, আটাত্তর, উনাশি,

২। কথায় লিখঃ (যে কোন ১০ টি) ১০ * ১ = ১০ নাম্বার।

৮০, ৮১, ৮২, ৮৩, ৮৪, ৮৫, ৮৬, ৮৭, ৮৮, ৮৯, ৯১ ।

৩। সংখ্যা সাজাওঃ (ছোট থেকে বড়) (যে কোন ১০ টি) ১০ * ১ = ১০ নাম্বার।

৯০, ৮৯,  ৯১, ৯২, ৯৪, ৯৩,  ৯৫, ৯৭, ৯৬,  ৯৮, ১০০, ৯৯, ১০২ ১০১, ।

ক্রমবাচক সংখ্যা লিখঃ (যে কোন ১০ টি) ১০ * ১ = ১০ নাম্বার।

১১= , ১২ =,১৩ =,১৪ =,১৫ =,১৬ =,১৭ =,১৮ =,১৯ =,২০ =,২১ =,২২ =,২৩ =,

৫। খালিঘর পূরণ করঃ (যে কোন ১০ টি) ১০ * ১ = ১০ নাম্বার।

৯২   ৯৪   ৯৬   ৯৮   ১০০  
১০২   ১০৪   ১০৬   ১০৮     ১১১

৬। যোগ করঃ (যে কোন ৫ টি) ৫ * ২ = ১০ নাম্বার।

ক) ৪৫ + ৯ =?  খ) ৭৮ + ১ = ? গ) ৭৭+৯ = ? ঘ) ৫০+ ১০=?  চ) ৫৫+১৭=?  ছ) ১০০+২০=?  ঝ) ৮৯+৭৭=?

৭। বিয়োগ করঃ (যে কোন ৫ টি) ৫ * ২ = ১০ নাম্বার।

ক) ৪৫ – ৯ =?  খ) ৭৮ – ১ = ? গ) ৭৭-৯ = ? ঘ) ৫০- ১০=?  চ) ৫৫-১৭=?  ছ) ১০০-২০=?  ঝ) ৮৯-৭৭=?

৮। প্রশ্নের উত্তর দাওঃ ৪ টি (৪* ৩ = ১২ নাম্বার)

ক) শান্তির ৩০ টি বিস্কুট ছিল। সে ২২ টি খেল। তার বোনকে ৪ টি ছিল। তার কাছে কয়টি বিস্কুট রইল?

খ) ২৪ টি চক্লেট ৪ জন কে সমান ভাবে ভাগ করে দেয়া হল, প্রত্যেকে কয়টি করে চকলেট পেল।

গ) ৬ এর সাথে কত যোগ করলে ৭ হবে? এবং ৭৫ থেকে ২৩ বিয়োগ করে বিয়োগফল লিখ।

চ) তোমার কাছে ১০০ টি মার্বেল ছিল, ৭৫ টি তোমার বোন কে দিলে, তোমার কাছে আর কতটি মার্বেল বাকি রইলো।

ছ) ১০০ এর সাথে ৮৯ যোগ করে যোগফল লিখ, এবং ২৩ এর সাতে ২৭ যোগ করলে যোগফল কতো হয়?

ট) তোমার কাছে ৩০০ টাকা আছে, তুমি ২৯৯ টাকা খরচ করলে, আর বাকি রইলো কতো টাকা?

৯। গুন করো, (যেই কোন ৩ টি)  ৩ * ২ = ৬ নাম্বার। 

ক) ১৪ * ১ = ?  খ) ১৫ ” ৪ = ? গ) ৩৩* ৩= ? ঘ) ৭* ৪ = ? চ)  ১৮ * ৯ =?

১০। ভাগ করো, (যেই কোন ৩ টি)  ৩ * ২ = ৬ নাম্বার। 

ক) ১৪ / ২ = ?  খ) ১৬ / ৪ = ? গ) ৩৬/৪= ? ঘ) ৮০/ ১০ = ? চ)  ১৮ / ৯ =?

১১। রোমান সংখ্যা লিখ, ( যেই কোন ৬ টি ) ৬* ১= ৬ নাম্বার 

১=, ৫=, ৪=, ২=, ৮=, ১০=, ১৫=, ১৮=।

 

আই ডি সি ইংলিশ মিডিয়াম মাদরাসা

বার্ষিক পরীক্ষা, শ্রেণীঃ ২য়, বিষয়ঃ সাধারন জ্ঞান ও ড্রইং

পূর্ণমানঃ ১০০

সময়ঃ ২.৩০

যেকোন ২৫ টি প্রশ্নের উত্তর দাওঃ ২৫ * ২= ৫০ নাম্বার।

১। বাংলাদেশ পূর্বে কোন দেশের অংশ ছিল? ২। বাংলাদেশের পুর্ব নাম কী ছিল? ৩। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নাম কী? ৪। বাংলাদেশ কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করে? ৫।বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয় কত সালে? ৬। বাংলাদেশের জাতীয় কবি কে? ৭। বাংলাদেশের জাতীয় পশুর নাম কী? ৮। বাংলাদেশের জাতীয় মসজিদ কোনটি? ৯। বাংলাদেশের জাতীয় পার্ক কোথায়?
১০। বাংলাদেশের জাতীয় সংসদ ভবন কোথায় অবস্থিত? ১১। পৃথিবীর উচ্চতম মিনার কোনটি? ১২। ফুলের রানি বলা হয় কোন ফুলকে? ১৩। কোন প্রাণিকে পশুর রাজা বলা হয়? ১৪। পাঁচটি সুগন্ধি ফুলের নাম বলো। ১৫। বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত? ১৬। বাংলাদেশের সরকারি নাম কী? ১৭। বাংলাদেশ কত সালে স্বাধীনতা লাভ করে? ১৮। বাংলাদেশে জনসংখ্যা কত? ১৯। বাংলাদেশের রাজধানীর নাম কী? ২০। বাংলাদেশের মুদ্রার কী? ২১। বাংলাদেশের রাষ্ট্রধর্মের নাম কী? ২২। বাংলাদেশে কয়টি জেলা আছে? ২৩। বাংলাদেশের কয়টি উপজেলা আছে? ২৪। কোন ফলকে ফলের রাজা বলা হয়? ২৫। পৃথিবীর সবচেয়ে উঁচু প্রাণির নাম কী? ২৬। মুসলমানদের ধর্মের নাম কী? ২৭। ইসলাম ধর্মের প্রবর্তক কে? ২৮। আমাদের ভাষা দিবস কবে? ২৯। ঘুম থেকে উঠে তুমি কি করো? ৩০। বাংলাদেশের কতজন বীর বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন? ৩১। বাংলাদেশের বৃহত্তম বন কোনটি?

ড্রয়িং কর (যেই কোন ৫ টি) ৫* ১০ = ৫০ নাম্বার

ক) গাছ খ) মই গ) বর্গ ঘ) আয়তন ঙ) ত্রিভুজ চ) ছাতা ছ) বই

================================================================

 

اي ديسي انجلش ميديم مدرسه
বার্ষিক পরীক্ষা ২০১৯, শ্রেণীঃ ২য়, বিষয়ঃ কুরআন মাজিদ ও তাজবিদ

أرقام: ١٠٠ সময়ঃ ٢:٣٠

১। বানান করে পড়ঃ (যে কোন ১০ টি) ——————————————————– ١٠

احد, اخذ, بع, باعا, حمد, فصل, قتل, كبر, هو, طبع, برر, دخل, لهب, شهاب, عامله, عمل

২। প্রশ্নের উত্তর দাওঃ (যে কোন ১০ টি) ——————————————————– ٥٠

ক) হরকত কাকে বলে? খ) তানবিন কাকে বলে? গ)  জযম কাকে বলে? ঘ) তাশদীদ কাকে বলে? ঙ) কলকলার হরফ কয়টি ও কি কি? চ) ওয়াজিব গুন্নাহ কাকে বলে? ছ) মদের হরফ কাকে বলে? জ) মদের হরকত কাকে বলে? ঝ) মদ্দে বদল কাকে বলে? ঞ) লিনের হরফ কয়টি? ট) মদ্দে মুনফাসিল কাকে বলে? ঠ) মদ্দে মুত্তাসিল কাকে বলে? ড) মদ্দে আরজি কাকে বলে?

৩) না দেখে একটি সুরা বলঃ ২ টি ——————————————————– ١٠

ক) সুরা ফাতিহা খ) সুরা ফালাক গ)  সুরা নাস

৪) হাদিস বলঃ ১০ টি ——————————————————– ١٠

৫) দোয়া বলঃ ৫ টি ——————————————————– ١٠

ক) ঘুমের, খ) খাওয়ার গ) বিপদের ঘ) মসজিদে প্রবেশের ও বের হওয়ার দোয়া ঙ) বাথ্রুমে প্রবেশ ও বের হওয়ার দোয়া।

৬) মাসআলা বল, ৫ টিঃ ——————————————————– ١٠

ক) অজুর ফরজ কয়টি ও কি কি? খ) গোসলের ফরজ কয়টি ও কি কি? গ) অজু ভঙ্গের কারন কয়টি ও কি কি? ঘ) তায়াম্মুমের ফরজ কয়টি ও কি কি? ঙ) অজু ভঙ্গের কারন কয়টি ও কি কি? চ) নামাযের ফরজ কয়টি ও কি কি? ছ) পাঁচ ওয়াক্ত নামাযের নাম লিখ।  ঝ) সালাম দেয়া কি? এবং উত্তর দেয়া কি? ঞ) অজুর সুন্নাতঁ কয়টি ও কি কি?

 

================================================================

اي ديسي انجلش ميديم مدرسه
বার্ষিক পরীক্ষা ২০১৯, শ্রেণীঃ ২য়, বিষয়ঃ আকাঈদ ও ফিকহ।

أرقام: ١٠٠ সময়ঃ ٢:٣٠

আকাঈদ অংশ – ৫০

১। সঠিক উত্তরের পাশে (✓) চিহ্ন দাও ৫টি। ১*৫=৫

ক) প্রথম নবীর নাম – ১. হযরত মুহাম্মদ (সাঃ) ২. হযরত আদম (আঃ) ৩. হযরত মুসা (আঃ) ৪. হযরত ঈসা (আঃ)।

খ) সর্বশেষ নবীর নাম – ১. হযরত ঈসা (আঃ) ২. হযরত মুসা (আঃ) ৩. হযরত মুহাম্মদ (সাঃ) ৪. হযরত নূহ (আঃ)।

গ) আলাআমিন অর্থ – ১. সত্যবাদী ২. বিশ্বাসী ৩. দয়ালু ৪. অবশ্বাসী।

ঘ) প্রধান কিতাব – ১. ৪টি ২. ৫টি ৩. ৬টি ৪. ৩টি।

ঙ) জীবের রূহ কবজ করেন – ১. ইসরাফিল (আঃ) ২. মিকাঈল (আঃ) ৩. আজরাঈল (আঃ) ৪. জিব্রাঈল (আঃ)।

চ) প্রধান কিতাবের নাম কী?- ১. কুরআন ২. তাওরাত ৩. যবুর ৪. ইনজিল।

২। শূন্যস্থান পূরণ কর ৫টি। ১*৫=৫

ক) হযরত মুহাম্মদ (সাঃ) সব সময় ________ কথা বলবেন। খ) হযরত আদম (আঃ) মানব জাতির __________ ।
গ) মহানবী আমাদের সর্বশেষ __________ । ঘ) আসমানী কিতাব _________ খানা। ঙ) ফেরেশতাগন _______ তৈরি। চ) ছোট আকারের আসমানি কিতাবকে __________ বলা হয়।

৩। সংক্ষেপে উত্তর দাও -৪টি। ৫*৪=২০

ক) আল্লাহ্‌ তা’য়ালা নবী-রাসুল কেন পাঠিয়েছেন? খ) প্রথম নবীর নাম কী? গ) সর্বশেষ নবীর নাম কী?
ঘ) আসমানি কিতাব কাকে বলে? ঙ) ফেরেশতা শব্দের আরবী কী?

৪। বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও – ২টি। ২*১০=২০

ক) হযরত মুহাম্মদ (সাঃ) কখন, কোথায়, জন্মগ্রহন করেন?
খ) প্রধান চারটি আসমানি কিতাব কী কী? কোন কিতাব কার উপর নাজিল হয়েছিল?
গ) প্রধান চারজন ফেরেশতার নাম উল্লেখকর এবং তাদের কাব্যের বর্ণনা দাও।

আকাঈদ অংশ – ৫০

১। সঠিক উত্তরের পাশে (✓) চিহ্ন দাও ৫টি। ১*৫=৫

ক) যে কথা ও কাজ ভবিষ্যতে করা হবে সেক্ষেত্রে বলতে হয়- ১. ইনশা আল্লাহ্‌ ২. মাশা আল্লাহ্‌ ৩. না’উজুবিল্লাহ ৪. ইন্নালিল্লাহ।

খ) কারো মৃত্যু সংবাদ শুনলে বলতে হবে- ১. সুবহানাল্লাহ ২. মাশা আল্লাহ্‌ ৩. আলহামদুলিল্লাহ ৪. ইন্নালিল্লাহ।

গ) হাঁচি দিলে পড়তে হয়- ১. ইনশা আল্লাহ্‌ ২. আলহামদুলিল্লাহ্‌ ৩. মাশা আল্লাহ্‌ ৪. ইন্নালিল্লাহ।

ঘ) আখলাক অর্থ কী? ১. সুন্দর ২. খারাপ ৩. স্বভাব ৪. অপছন্দ।

ঙ) সালাম অর্থ কী? ১. শান্তি ২. অশান্তি ৩. ভাল ৪. অপছন্দ।

২। শূন্যস্থান পূরণ কর ৫টি। ১*৫=৫

ক) সালাত ইসলামের _________ স্তম্ভ। খ) সূর্যাস্তের পর থেকে _______ সময় শুরু হয়।
গ) ফজরের সালাত মোট _______ রাকাত।  ঘ) তিনরাকাত বিতর সালাত আদায় করা ________।
ঙ) ফরজ সালাত হলে দু’রাকাতের পর _________ মিলাতে হবেনা।
চ) সত্য __________ পথে নিয়ে যায়। ছ) সত্য কথা বলা মহৎ __________।

৩। সংক্ষেপে উত্তর দাও -৪টি। ৫*৪=২০

ক) পাঁচ ওয়াক্ত সালাতের নাম লিখ। খ) জোহরের ফরজ সালাত কত রাকাত? গ) আখলাক শব্দের অর্থ কী?
ঘ) মুসাফাহা অর্থ কী? ঙ) আসসালামু আলাইকুম অর্থ কী? চ) মুসাফাহার দোয়াটি মুখস্ত বল?

৪। বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও – ২টি। ২*১০=২০

ক) চরিত্র সম্পর্কে মহানবী (সাঃ) কী বলেছেন? খ) সত্য কথা বলা সম্পর্কে মহানবী (সাঃ) কী বলেছেন?
গ) একটি মুনাজাত অর্থসহ লিখ। ঘ) সিজদার তাসবীহ অর্থসহ লিখ।

 

 

আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন!

 

আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে  জানতে  লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।

আইডিসি  মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আপনি আইডিসি  মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.

আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে  দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।

কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।

ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।

has been added to the cart. View Cart