Class 4 Question Papers | IDC (English Medium) Madrasah

class-4-question-papers

 

আই ডি সি ইংলিশ মিডিয়াম মাদরাসা দ্বিতীয় সাময়িক পরীক্ষা শ্রেণীঃ চতুর্থ শ্রেণী বিষয়ঃ কুরআন মাজীদ class-4-question-papers

পূর্ণমানঃ ৮০                                                                                                সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট ১। শুন্যস্থান পূরণ করঃ (৫ * ২ =১০) ক) _________________________________________ কে জামেউল কুরআন বলা হয়। খ) গ্রন্থাকারে কুরআন সংকলনের মুল দায়িত্ব পালন করেন __________________________________। গ) কুরআন লেখকদের _________________________________ বলা হয়। ঘ) মহানবি (সাঃ) __________________________________ ভাবে কুরআন সংরক্ষনের ব্যবস্থা নেন। ঙ) কুরআন মাজিদ _________________________________ বছর ধরে নাযিল হয়েছে। ২। সংক্ষেপে উত্তর দাওঃ (১০ * ২ =২০) ক) কুরআন মাজিদ কার উপর নাযিল হয়েছে? উঃ খ) কুরআন মাজিদ প্রথম কোথায় ছাপা হয়? উঃ গ) কুরআন মাজিদ কোন ফেরেশতার মাধ্যমে নাযিল হয়? উঃ ঘ) জামেউল কোরআন কাকে বলা হয়? উঃ ঙ) কাতেবে অহির সংখ্যা কত জন? উঃ চ) সর্বপ্রথম কোথায় কুরআন মাজিদ নাযিল হয়? উঃ ছ) কত বছর ধরে কোরআন মাযিদ নাযিল হয়? উঃ জ) কোরআন মাজিদ কি? উঃ ঝ) কার মাধ্যমে কোরআন মাজিদ হয়? উঃ ঞ) কুরআনে হরকত দেয়া হয় কার নির্দেশে? উঃ ৩। বড় প্রশ্নঃ (৫ * ১০ = ৫০) ক) সুরাতুল কারিয়া লিখ। খ) সুরাতুল যিলযাল লিখ। গ) সুরাতুল আদিয়াত লিখ। ঘ) সুরাতুল ইনফিতার মুখাস্ত বল। ঙ) সুরাতুল তাকভীর দেখে বল।

আই ডি সি ইংলিশ মিডিয়াম মাদরাসা দ্বিতীয় সাময়িক পরীক্ষা শ্রেণীঃ চতুর্থ শ্রেণী বিষয়ঃ আকাইদ ও ফিকহ

পূর্ণমানঃ ৮০ সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট ১। শুন্যস্থান পূরণ করঃ (১০ * ২ = ২০) ক) ফেরেশতারা _________________________ তৈরি। খ) মৃত্যু পরবর্তী অনন্ত জীবনকে ______________________________ বলে। গ) জান্নাত ও জাহান্নাম _______________________________ অন্তর্ভুক্ত। ঘ) মিসওয়াক করা ______________________। ঙ) অজুর মাধ্যমে মুমিনের __________________________ মাফ হয়। চ) ইসতিনজা শব্দের অর্থ ______________________ অর্জন। ছ) সালাতের ভিতরে _________________________ ফরজ কাজ রেখেছে। জ) সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত ________________________ ওয়াক্ত থাকে। ঝ) দৈনিক ____________________________সময়ে সালাত আদায় করা নিষেধ। ঞ) শরীরে চুল পরিমান স্থান শুকনো ফলে ______________________ হবেনা। ২। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাওঃ (৫ * ৪ = ২০) ক) অজুর ফরজ কয়টি ও কী কী? উঃ খ) অজু শব্দে অর্থ কী? উঃ গ) তায়াম্মুম কী? উঃ ঘ) আখেরাতের প্রথম ধাপ কী? উঃ ঙ) তাকদিরে বিশ্বাস বলতে কী বুঝ? উঃ চ) কবরে প্রশ্নকারী ফেরেশতার নাম কী? উঃ ছ) নারী-পুরুষের সতর কী? উঃ ৩। প্রশ্নের উত্তর দাওঃ (৫ * ৮ = ৪০) ক) সালাতে আরকান-আহকাম কয়টি ও কী কী? খ) সালাতের ওয়াক্ত সমূহের সংক্ষিপ্ত বিবরণ দাও। গ) অজু ভঙ্গের কারনগুলো বর্ণনা কর। ঘ) মিসওয়াকের উপকারিতা কী কী? ঙ) প্রধান চার ফেরেশতার নাম ও তাদের দায়ীত্ব কী? চ) মৃত্যু কী? মানুষের উপর মৃত্যু যন্ত্রণার ধরণ কেমন হবে? ছ) কবর কাকে বলে? কবরে মুনাফিকের অবস্থা কেমন হবে?

আই ডি সি ইংলিশ মিডিয়াম মাদরাসা দ্বিতীয় সাময়িক পরীক্ষা শ্রেণীঃ চতুর্থ শ্রেণী বিষয়ঃ সমাজ

পূর্ণমানঃ ৮০                                                                                          সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট ১। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাওঃ (৫ * ৬ = ৩০) ক) “সহিষ্ণুতা” বলতে কী বোঝায়? খ) আইনি পেশার উদ্দেশ্য কী? গ) দুইটি প্রাকৃতিক সম্পদের নাম লেখ। ঘ) সরকার আমাদের জন্য কী কী নির্মাণ করে? ঙ) সমাজে পানির দুটি ব্যবহার উল্লেখ কর। চ) প্রত্যেকের মতামত শোনা উচিত কেন? ছ) শহর অঞ্চলের দুইটি সুবিধা লিখ। ২। প্রশ্নের উত্তর দাওঃ (৫ * ১০ = ৫০) ক)এলাকার উন্নয়নে আমাদের ভূমিকা কী হওয়া উচিত? খ)এলাকার কোনকিছু মেরামত করার দায়ীত্ব কার? গ) এশিয়া বিশ্বের বৃহত্তম মহাদেশ কেন? ঘ) প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমরা কী কী করতে পারি? ঙ) রাস্তাঘাট ও সেতু মেরামত করা জরুরী কেন? চ) কোন কাজটিকে তোমার সবচেয়ে কঠিন মনে হয়? ছ) তুমি ভবিষ্যতে কোন পেশায় কাজ করতে চাও?

আই ডি সি ইংলিশ মিডিয়াম মাদরাসা দ্বিতীয় সাময়িক পরীক্ষা শ্রেণীঃ চতুর্থ শ্রেণী বিষয়ঃ গণিত

পূর্ণমানঃ ৮০                                                    সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট ১। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাওঃ (যে কোন ১০টি) (১০ * ৩ = ৩০) ক) ৩০০ + ২০০ ÷ ২ উঃ খ) ১৬ ÷ (৪ ÷ ২) উঃ গ) ৯৯ × ৯= × ৯ উঃ ঘ) সম্পর্ক প্রতীক কয়টি? উঃ ঙ) প্রক্রিয়া প্রতীক কয়টি? উঃ চ) সংখ্যা প্রতীক লিখ। উঃ ছ) খোলা বাক্য কাকে বলে? উঃ জ) গুণিতক কাকে বলে? উঃ ঝ) গুণনীয়ক কাকে বলে? উঃ ঞ) মৌলিক সংখ্যা কাকে বলে? উঃ ট) ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি লিখ। উঃ ঠ) ১২ এর গুণনীয়কগুলো লিখ। উঃ ২। প্রশ্নের উত্তর দাওঃ (যে কোন ৫টি) (৫ * ১০ = ৫০) ক) পিতা-পুত্রের বয়সের সমষ্টি ৫৫ বছর। পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুন। পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত? খ) ভাজক ভাগশেষের ৩ গুন এবং ভাগফল ভাজকের ৪ গুন। ভাগশেষ ২ হলে ভাজ্য কত? গ) ল সা গু করঃ ৮, ১২, ২৪ ঘ) হিসেব করঃ ১- ৭১০ ঙ) ৪টি মুরগি ও ৩টি হাঁসের দাম একত্রে ৬৩৯ টাকা। ১টি হাঁসের দাম ৮৫ টাকা হলে, ১টি মুরগির দাম কত? চ) খালিঘরে যথাযথ সম্পর্ক প্রতীক বসাওঃ ১। ১৪২ -৬৫ ৫৭ + ১২ ২। ৬৩ ÷ ৭ × ৫ ৬৩ × ৫ ÷ ৭ ছ) গ সা গু করঃ ৯, ১২, ১৮

আই ডি সি ইংলিশ মিডিয়াম মাদরাসা দ্বিতীয় সাময়িক পরীক্ষা শ্রেণীঃ চতুর্থ শ্রেণী বিষয়ঃ ইংরেজি

পূর্ণমানঃ ৮০                                      সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট ১। শব্দার্থ লিখঃ (যেকোন ১০টি) (১০ * ১ = ১০) Work, She, Father, Housewife, Garden, Grow, Have, Doctor, World, Do, What, Morning ২। বাক্য তৈরি করঃ (যেকোন ৫টি) (৫ * ২ = ১০) She, Doctor, Do, You, Garden, Have, Book. ৩। খালিঘর পূরণ করঃ (৫ * ২ = ১০) What, Who, Where, Why, How ___________ old is Sagar? ___________ is Keya? ___________ does his father do? ___________ does his mother in the garden? ৪। প্রশ্নের উত্তর দাওঃ (যেকোন ৫টি) (৫ * ৬ = ৩০) What is your friends name? What is your father’s name? What is your mother’s name? What is your madrasah’s name? When do you get up in the morning? ৫। কবিতা লিখঃ ৫ লাইন (যেকোন ১টি) (৫ * ২ = ১০) Clap, clap, clap Brush, brush, brush, your teeth ৬। Paragraph লিখঃ (যেকোন ১টি) (১০ * ১ = ১০) Your family, Yourself

আই ডি সি ইংলিশ মিডিয়াম মাদরাসা দ্বিতীয় সাময়িক পরীক্ষা শ্রেণীঃ চতুর্থ শ্রেণী বিষয়ঃ বাংলা

পূর্ণমানঃ ৮০                                সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট ১। শব্দার্থ লিখঃ (যেকোন ১০টি) (১০ * ১ = ১০) সাধ, ভজন, আয়েস, তরঙ্গ, অদৃশ্য, ঠেকায়, তবলা, সাঙ্গ, সমন্বয়, গবেষক, প্রসাদ, কদলী। ২। বাক্য তৈরি করঃ (যে কোন ১০টি) (১০ * ১ = ১০) ক্ষীর, ফজলি আম, সবরি কলা, প্রসাদ, ভজন, সরপুরিয়া, উদ্ভাবন। ৩। বিপরীত শব্দ লিখঃ (যে কোন ৫টি) (৫ * ২ = ১০) বেশি, শুরু, শক্তিশালী, কাছে, ভালো, দিন, হাসি। ৪। প্রশ্নের উত্তর লিখঃ (যে কোন ৫টি) (৫ * ৬ = ৩০) ১। লোকটি কোথায় যাচ্ছে? কেন যাচ্ছে? ২। কোন খাবার সে আয়েস করে খেতে যায়? ৩। ভজন আর ভোজনের মধ্যে পার্থক্য কী? ৪। মোবাইল ফোন আজকের দিনে কী কী কাজে লাগে? ৫। এস এম এস কী এবং কখন কাজে লাগে? ৬। মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে অন্য জনের সাথে কথা হয়? ৭। কখন গানের পালা সাঙ্গ হয়? ৫। ডানদিক থেকে সঠিক শব্দ বেছে নিয়ে খালি জায়গায় বসাইঃ (৫ * ২ = ১০) ক। লোকটি চাংড়িপোতা যাচ্ছে _______________ খ। লোকটি আয়েশ করে খেতে চায় ___________ গ। শুধু ভজন নয় সাথে আছে ______________ ঘ। লোকটি খেতে চায় ________________ ঙ। বাঃ কী ফলার _______________ প্রসাদ ভোজন সবরি কলার রাবড়ি পায়েস ভজন শুনতে ছানার পোলাও ৬। কবির নাম সহকারে ৮ লাইন কবিতা লিখঃ (১০ * ১ = ১০) নেমন্তন্ন, আবোল-তাবোল।

আই ডি সি ইংলিশ মিডিয়াম মাদরাসা দ্বিতীয় সাময়িক পরীক্ষা শ্রেণীঃ চতুর্থ শ্রেণী বিষয়ঃ আরবী

পূর্ণমানঃ ৮০                                                                              সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট ================================================================

বার্ষিক পরীক্ষা – ২০১৯

================================================================

 IDC (E. M.) Madrasah,

Annual Exam 2k19, Class: Four, Subject: English

Marks: 100                                                                                                                 Time: 2 Hours 30 Minutes

1. Write Down Bangle Meaning: 10*1= 10 Marks Big, elephant, animal, famous, country, work, live, fisherman, neighbourhood, mouse, midday, lettuce, leave. 2. Write Down English Meaning: 10*1= 10 Marks ব্যয় করা, পাথর, রাস্তা, সাতার কাটা, একত্রে, বৃহস্পতিবার, ত্রিভুজ, ফাঁদ, সাধারণত, সপ্তাহিক ছুটি, বিস্ময়কর, উদ্বিগ্ন। 3. Make Sentences: 5*2= 10 Marks Went, was, favourite, rice, family, know, old 4. Translate Into Bengali: 5*2= 10 Marks a) My name is Alvi. b) I live in Dhaka. c) My uncle is a fisherman. d) It is strong. f) I do not know him. 5. Translate Into English: 5*2= 10 Marks a) আজ আমার জন্মদিন। b) আমি চতুর্থ শ্রেণিতে পড়ি। c) সে একটি বই পড়তেছিল। d) রহিম মাদ্রাসায় গিয়েছিল। f) সে খাটে ঘুমায়। 6. Write/Say Rhymes: 5* 1 = 5 Marks “There are thirty days” 7. Answer The Following Questions: 5*2= 10 Marks ( Any 5)  a) Who grows food? b) Where does Alvi live? c) What month comes after February. d) What is the name of your madrasah? e) What does Reshma do? f) Where is the factory? 8. Fill in the Blanks: 5*2 = 10, 5*1= 5 Marks Hi, I am Shamim. Yesterday I __________ (go) to the park with my family. We _________ (have) some sandwiches and some fruit. We ____________(sit) on the grass and __________(talk) for a long time. It ________(be) a beautiful day. 9. Re-arrange the sentences: 5*2= 10 Marks a) Chicken is this good! b) Madrasah goes to she. c) A job doesn’t she have. d) Reshma to work rickshaw by goes. e) The factory where is? f) A teacher she is. 10. Write a letter to your friend to know about his holiday. 11. Write A Paragraph About “My Family or “My Madrasah”1*10= 10 Marks ===============================================================

আই ডি সি ইংলিশ মিডিয়াম মাদরাসা বার্ষিক পরীক্ষা, শ্রেণীঃ চতুর্থ শ্রেণী, বিষয়ঃ বাংলা

পূর্ণমানঃ ১০০ সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট

১। শব্দার্থ লিখঃ (যেকোন ১০টি) (১০ * ১ = ১০) জন্মভূমি, সতর্ক, পরিশ্রমী, হিংস্র, কামার, মনীষী, মুক্তি, বেদনা, মিটাক, বিচরণ, পরিবেশ, নাশ, দূত। ২। বাক্য তৈরি করঃ (যে কোন ১০টি) (১০ * ১ = ১০) পাখি, পরিবেশ, ভিক্ষু, ধর্মচর্চা, আবিষ্কার, প্রাণকেন্দ্র, স্নানঘাট, লড়াই, সহ্য করা, স্থাপত্য, সোহাগ, হাটুরে। ৩। বিপরীত শব্দ লিখঃ (যে কোন ৫টি) (৫ * ২ = ১০) ভয়, বিদেশ, দূরে, সকাল, আলো, মা, সূক্ষ্ম, সোহাগ, ডান, উপরে, দিন, জীবন, হালকা। ৪। প্রশ্নের উত্তর লিখঃ (যে কোন ৫টি) (৪ * ৫ = ২০) ১। পাঠানদের অভ্যর্থনা কেমন হয়ে থাকে? ২। সোনারগাঁও কোথায় অবস্থিত? ৩। লোকশিল্প কাকে বলে? ৪। জাদুঘর বলতে কি বুঝ? ৫। বীরপুরুষ কে? সে কাদের হারিয়ে বীরপুরুষ হলো? ৬। পাহাড়পুর নামটি কীভাবে হলো? ৭। বাংলা লিপি কীভাবে এলো? ৫। বড় প্রশ্নের উত্তর লিখ (৬ * ২ = ১২) ক) উমরের উপদেশগুলি কি কি লিখ। খ) হযরত উমর (রা) কোথায় জন্মগ্রহন করেন? তাঁর পিতামাতার নাম কি? গ)হযরত উমর (রা) কীভাবে মুসলমান হলেন? তাঁর বিচার ব্যবস্থা কেমন ছিল? ৬। কবির নাম সহকারে ৮ লাইন কবিতা লিখঃ (৮ * ১ = ৮) “মা” অথবা “কাজলা দিদি”। ৭। বীরপুরুষ কবিতার মূলভাব লিখ। ১০*১ =১০ ৮। মনে করো, তুমি শাকিল, গত তিনদিন জ্বরের কারনে তুমি মাদ্রাসায় উপস্থিত হতে পারনি। এখন, তিনদিনের অনুপস্থিতির জরিমানা ও শাস্তি মোওকুফের জন্য প্রধান শিক্ষক বরাবর একটি দরখাস্ত লিখ। ১০ * ১ = ১০ ৯। “আমার প্রিয় মাদ্রাসা” এটি নিয়ে একটি রচনা লিখ। ১০ * ১ = ১০ ======================================================

আইডিসি (ইংলিশ মিডিয়াম) মাদরাসা

বার্ষিক পরীক্ষা ২০১৯, শ্রেণীঃ ৪র্থ, বিষয়ঃ গণিত

পূর্ণমানঃ 100 সময়ঃ 2:30

১। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাওঃ (যে কোন ১০টি) ১০ * ২ = ২০ নাম্বার। ক) সংখ্যা প্রতিক কয়টি? খ) অংক কয়টি ও কি কি? গ) সম্পর্ক প্রতীক কয়টি ও কি কি? ঘ) প্রক্রিয়া প্রতীক কয়টি ও কি কি? ঙ) চার অংকের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি লিখ। চ) 0.84+ 001 = কত? ছ) চার অংকের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যাটি লিখ। জ) ০.১ * ০.০১ * ০.০০১ = কত? ঝ) ১টি ডিমের দাম ৮ টাকা হলে, ২ হালি ডিমের দাম কত? ঞ) ত্রিভুজের তিন কোনের সমষ্টি কত? ট) চতুর্ভূজের কয়টি শীর্ষ বিন্দু থাকে? ঠ) ক্ষুদ্রতম জোড় সংখ্যাটি লিখ। ২। প্রশ্নের উত্তর দাওঃ (যে কোন ১০টি) (১০ * ৮ = ৮০) ক) <, > ও = সম্পর্ক প্রতীক ব্যবজার করে খালিঘর পূরণ কর। i) ০.৪ ______ ০.৭  ii) ৫.৬_______ ৬.৫ iii)১০/১০ ______ ১ iv) ৭/৬ ______ ৫/৬ খ) যোগ করঃ i) ০.৬ + ০.৪ =  ii) ০.৬ + ০.৭ = iii) ৪.৭ + ৩.৯ iv) ৫ +৩.৮৫ গ) বিয়োগ করঃ i) ০.৭ – ০.৪= ii) ২ – ০.৪ = iii) ৩.৪- ১.৩ =  iv) ৬ – ১.৫৪ = ঘ) দশমিক ভগ্নাংশে প্রকাশ করঃ i) ৭/২০ ii) ১/৪ iii) ১১/২৫ iv) ৯/১৮ ঙ) লঘিষ্ঠ আকারে প্রকাশ করঃ i) ৭৫/৫০ ii) ০.২৫ iii) ৮০/১০০ iv) ০.`১২৫ চ) অতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫৫ ডিগ্রী সেলসিয়াস এবং আজকের সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৮৭ ডিগ্রী সেলসিয়াস। এই দুই দিনের তাপমাত্রা পার্থক্য কত? ছ) খালি ঘর পূরণ করঃ i) ৮ মিমি = _______ সেমি  i) ৪.২ কিমি = _______ মি  iii) ৬০০ গ্রা = _______ কেজি iv) ৫০.৬৪ সেমি = _______ মিমি। জ) অপুর টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে ৬২.৫ সে.মি. এবং ৪৫.৬ সে.মি. হলে টেবিলের পরিধি কত? ঝ) একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ১০০ মি. এবং প্রস্থ ৭০ মি. মাঠের ক্ষেত্রফল কত? ঞ) সালমার বয়স ১০ বছর ৯ মাস এবং মিতার বয়স ১২ বছর ০ মাস। সালমা এবং মিতার বয়সের পার্থক্য কত? চ) সংজ্ঞা দাও (চিহ্ন সহকারে) i. সন্নিহিত কোণ। ii) পূরক কোণ iii) সম্পূরক কোণ ===========================================================================

আই ডি সি ইংলিশ মিডিয়াম মাদরাসা

বার্ষিক পরীক্ষা, শ্রেণীঃ ৪র্থ, বিষয়ঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় (সমাজ)

পূর্ণমানঃ ১০০

সময়ঃ 2:30

১। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও ৫টি। ৫ * ৫ = ২৫ ক) বর্তমান জনসংখ্যার ঘনত্ব কত?  খ) বাংলাদেশে বর্তয়ানে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত? গ) বাংলার প্রাচীন যুগের একজন রাজার নাম লিখ। ঘ) বাংলার মধ্যযগের একজন শাসকের নাম লিখ। ঙ) বাংলাদেশের স্বাধীনতার ঘোষনা দেয়া হয় কখন? চ) উৎসবে আমরা কোন ধরনের মিষ্টি খাই? ছ) ভাষা আন্দলোন কখন হয়েছিল? ২। রচনামূলক প্রশ্নের উত্তর দাও ৫টি। ৫ * ১০ = ৫০ ক) পরিবারে শিশুর সংখ্যা কম থাকলে কী কী হতে পারে? খ) মধ্যযুগের বাংলার ধর্মীয় আচার-আচরনের বিবরণ দাও। গ) ১৯৭০ সালের নির্বাচন আমাদের জন্য গুরত্বপূর্ণ কেন? ঘ) বঙ্গবন্ধুকে কেন কারাগারে বন্দী করা হয়েছিল? ঙ) বাঙালি সংস্কৃতির কোন বিষয়টি তোমার সবচেয়ে বেশি পছন্দের? কেন? চ) তোমার মতে আমাদের সংস্কৃতির প্রধান প্রধান বৈশিষ্ট্য কী কী? ছ) মধ্যযুগে বাংলার ব্যবসা-বানিজ্যের বিবরণ দাও। জ) পরিবেশের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব কী কী? ৩। শুন্যস্থান পূরণ কর ৫টি। ৫ * ৩ = ১৫ ক) ২০১১ সালে বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল _________। খ) প্রতি বর্গকিলোমিটারে বাংলাদেশের জনসংখ্যা ________। খ) জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার __________। ঘ) আমরা বিশ্বে ________ তম জনবহুল দেশ। ঙ) ১৬ই ডিসেম্বর _________। চ) ১৯৭১ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ ________। ৪। সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন (✔) দাও ৫টি। ৫ * ১ = ৫ ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে ৬ দফা দাবী উত্থাপন করেন? ১৯৬৯/১৯৬৫/১৯৭০/১৯৫৪ খ) সপ্তম শতকে শাসক কে ছিলেন — শশাংক/ গোপাল/ লক্ষন সেন। গ) অষ্টম শতক শাসক কে ছিলেন — শশাংক/ গোপাল/ লক্ষন সেন। ঘ) রাজবংশ বাংলার কত বছর রাজত্ব করেছিল — ৪০০/৫০০/৬০০। ঙ) ১৯৭১ সালে জনসংখ্যা কতছিল — ৮ কোটি ৯৯ লক্ষ/ ১১ কোটি ১৪ লক্ষ/ ১৪ কোটি ৯৭ লক্ষ/ ৭ কোটি ৬৪ লক্ষ। চ) ভারত ও পাকিস্তান ব্রিটশদের কাজ থেকে স্বাধীনতা লাভ করে — ১৯৪৭/১৯৪৮/১৯৬০/১৯৭১ সালে। ছ) আমাদের দেশের নাম — বাংলাদেশ/ভারত/ পুর্ব পাকিস্তান/ পশ্চিম পাকিস্তান। ৫। বামপাশের সাথে ডানপাশের মিল কর ৫টি। ৫ * ১ = ৫

১। খাবার খাওয়ার সময় মেনে চলবো।
২। মাদ্রাসার প্রতি আমাদের দেশ।
৩। বাবা-মার কথা ১৯৬৬ সালে।
৪। বাংলাদেশ বেঁচে থাকতে চাই।
৫। সত্যের সাথে হাত পরিষ্কার করা।
৬। ছয় দফা শুরু হয় আসবো।

================================================================

আই ডি সি ইংলিশ মিডিয়াম মাদরাসা

বার্ষিক পরীক্ষা, শ্রেণীঃ ৪র্থ, বিষয়ঃ প্রাথমিক বিজ্ঞান

পূর্ণমানঃ ১০০

সময়ঃ 2:30

১। শূন্যস্থান পূরণ কর ৫টি ৫ * ২ = ১০ ক) _____ আমাদ্র জীবঙ্কে আরো উন্নত এবং আরামদায়ক করেছে। খ) বাংলাদেশে ________ কালে কুয়াশা পরে? গ) ভালো ফসল ফলাতে _______ প্রয়োজন। ঘ) সাপ বনজঙ্গল ছাড়াও ________ আশেপাশে থাকে। ঙ) আমাদের জীবনকে সহজ করে তথ্য ও ________ প্রযুক্তি। চ) বর্ধিত জনসংখ্যার জন্য অধিক ______ ও যায়গার প্রয়োজন। ২। সঠিক উত্তরে টিক চিহ্ন দাও (✔) ৫টি ৫ * ২ = ১০ ক) কোনটি কৃষি প্রযুক্তি? i) সেচ পাম্প ii) বেহালা iii) ক্রিকেট ব্যাট iv) নাগরদোলা। খ) মেঘ তৈরি হয় কোনটি থেকে? i) বাতাস ii) রোদ iii) শিশির iv) জলীয়বাষ্প। গ) কোনটি আবহাওয়ার উপাদান নয়? i) তাপমাত্রা ii) আর্দ্রতা iii) অক্ষাংশ iv) বায়ুপ্রবাহ। ঘ) কোনটি যোগাযোগের আধুনিক প্রযুক্তি? i) ধোয়ার সংকেত ii) ইন্টারনেট iii) বার্তাবাহী পায়রা iv) ডাক। ঙ) সাপে কাটা রোগীর জন্য আমরা কী করব? i) চুষে বিষ বের করার চেষ্টা করব ii) ্রোগীকে যথাস্থানে স্থির রাখব iii) ক্ষতস্থানের চারপাশের চামড়া কেটে ফেলব iv) সাপটি ধরার চেষ্টা করব। চ) ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে স্থান এবং খাদ্যের সম্পর্ক কোনটি? i) খাদ্য উৎপাদন বাড়লে স্থান এবং জনসংখ্যা বাড়বে। ii) জনসংখ্যা বাড়লে স্থান ও খাদ্যের চাহিদা বাড়বে iii) জনসংখ্যা বাড়লে স্থান ও খাদ্যের চাহিদা কমবে iv) জনসংখ্যা বাড়লে স্থান ও খাদ্যের চাহিদা একই থাকবে। ৩) বামপাশের শব্দের সাথে ডানপাশের শব্দের মিল কর ৫ *২ = ১০

কৃষি প্রযুক্তি ফুটবল
চিকিৎসা প্রযুক্তি ট্রাক্টর
খেলাধুলা প্রযুক্তি ভিডিও গেইম
রান্নাঘরের প্রযুক্তি স্টেথোস্কোপ
বিনোদন প্রযুক্তি গ্যাসের চুলা।

৪। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও ৫টি। ৫ * ৪ = ২০ ক) চিকিৎসা প্রযুক্তির সুবিধা কী কী? খ) আর্দ্রতা বলতে কি বুঝ? গ) কুয়াশা ও শিশিরের মধ্যে পার্থক্য কী? ঘ) বাড়িতে কী কী দুর্ঘটনা ঘটাতে পারে? ঙ) তথ্য সংগ্রহের ৪টি উৎসের নাম লিখ। চ) মানুষ কীভাবে বনভূমি ধ্বংস করছে? ছ) বনভূমি ধ্বংসের ফলেকী ঘটতে পারে? ৫। রচনামূলক প্রশ্নের উত্তর দাও ৫টি ৫ * ১০ = ৫০ ক) কৃষি প্রযুক্তির উন্নয়ন কীভাবে আমাদের সহায়তা করে? খ) এঘ কীভাবে তৈরি হয় ব্যখ্যা কর। গ) বাংলাদেশের জলবায়ু কেমন বর্ণনা কর। ঘ) সাপে কাটা কীভাবে প্রতিরোধ করা যায়? ঙ) প্রাথমিক চিকিতসার সাধারণ নিয়মগুলো কী কী? চ) কীভাবে তথ্য সংরক্ষন করা যায় ব্যখ্যা কর। ছ) বাড়তি জনসংখ্যা প্রাকৃতিক সম্পদের উপর কী প্রভাব ফেলছে? ছ) অতিবৃষ্টি হলে কী সমস্যা হয় লিখ। ================================================================

اي ديسي انجلش ميديم مدرسه বার্ষিক পরীক্ষা ২০১৯, শ্রেণীঃ ৪র্থ, বিষয়ঃ আকাঈদ ও ফিকহ।

أرقام: ١٠٠ সময়ঃ ٢:٣٠

আকাঈদ অংশ – ৫০

১। সঠিক উত্তরের পাশে (✓) চিহ্ন দাও ৫টি। ১*৫=৫ ক) রাসুলগনের নিকট আল্লাহ্‌র বানী পোছাতেন – ১. হযরত মিকাইল (আঃ) ২. হযরত জিব্রাইল (আঃ) ৩. হযরত ইসরাফীল (আঃ) ৪. আজরাঈল (আঃ)। খ) বান্দার আমলনামা লেখেন – ১. কিরামান কাতিবীন ২. মুনকার ও নাকির ৩. মিকাইল (আঃ) ৪. ইসরাফীল (আঃ)। গ) আখেরাত বিভক্ত – ১. দুইটি পর্যায়ে ২. তিনটি পর্যায়ে ৩. চারটি পর্যায়ে ৪. পাঁচটি পর্যায়ে। ঘ) আখেরাতের প্রবেশদ্বার বলা হয়- ১. কবরকে ২. মৃত্যুকে ৩. পুলসিরাতকে ৪. কিয়ামতকে। ঙ) তাকদীরে মুবরাম – ১. পরিবর্তনশীল ২. অপরিবর্তনশীল ৩. দোয়ায় পরিবর্তন ৪. তকদিরে পরিবর্তন। চ) ফেরেশতা শব্দটি – ১. আরবী ২. ফার্সি ৩. উর্দু ৪. হিব্রু। ছ) শেষে নবীর নাম কী? ১. হযরত মুহাম্মদ (সঃ) ২. হযরত ঈসা (আঃ) ৩. হযরত মুসা (আঃ) ৪. নূহ (আঃ)। ২। শুন্যস্থান পূরণ করঃ ৫টি। ৫*১=৫ ক) ফেরেশতারা ________ তৈরি। খ) মেঘ-বৃষ্টির দায়িত্ব পালন করেন _______ (আঃ)। গ) মৃত্যে পরবর্তী অনন্ত জীবনকে ________ বলে। ঘ) মুনকার ও নাকির আল্লাহ্‌ তায়ালার দুই ________। ঙ) জান্নাত ও জাহান্নাম ______ অন্তর্ভুক্ত। চ) তাকদির অর্থ __________। ছ) কিয়ামত অর্থ _________। ৩। সংক্ষেপে উত্তর দাওঃ ৪টি। ৪*৪=১৬ ক) ফেরেশতার কাজ কী? খ) হযরত ইসরাফীল (আঃ) দায়িত্ব কী? গ) করবে প্রশ্নকারী ফেরেশতাদের নাম কী? ঘ) আখেরাত কী? ঙ) আখেরাতের প্রথম ধাপ কোনটি? চ) কিয়ামত কী? ছ) তাকদীরে বিশ্বাস বলতে কী বুঝ? ৪। বর্ণনাকমূলক প্রশ্নের উত্তর দাও ৩টি। ৩*৮=২৪ ক) প্রধান চার ফেরেশতার নাম ও তাঁদের দায়িত্ব কী? খ) মৃত্যু কী? মানুষের উপর মৃত্যু যন্ত্রনার ধরন কেমন হবে? গ) কবর কাকে বলে? কবরে দাফির ও মুনাফিকের অবস্থা কেমন হবে? ঘ) তাকদীর কী? তাকদীরের উপর বিশ্বাস কেন করব? ঙ) কিয়ামত কী? কিয়ামত কীভাবে সংঘটিত হবে?

ফিকহ অংশ-৫০

১। সঠিক উত্তরের পাশে (✓) চিহ্ন দাও ৫টি। ১*৫=৫ ক) জাকাত শব্দের অর্থ – ১. পবিত্রতা ২. দান করা ৩. বিরত থাকা ৪. ইচ্ছা করা। খ) সম্পদের জাকাতের হাত শতকরা – ১) ২.৫ ভাগ ২) ৩.৫ ভাগ ৩) ৪.৫ ভাগ ৪. ৫.৫ ভাগ। গ) হজের ফরজ কোনটি? – ১. কুরবানী করা ২. আরাফায় অবস্থান করা ৩. সায়ী করা ৪. কংকর নিক্ষেপ করা। ঘ) কোনটি হজ ফরজ হওয়ার শর্ত নয় – ১. মুসলমান হওয়া ২. প্রাপ্তবয়স্ক হওয়া ৩. আযাদ হওয়া ৪. শক্তিশালী হওয়া। ঙ) সাওম শিক্ষা দেয় – ১. সংযম ২. শালীনতা ৩. ভদ্রতা ৪. উদারতা। চ) হজের ফরজ কয়টি – ১. ৩টি ২. ২টি ৩. ৬টি ৪. ৫টি। ২। শুন্যস্থান পূরণ কর ৫টি। ৫*১=৫ ক) সাওম ______ স্বরুপ। খ) সাওম পালনকারীর জন্য _________ আনন্দ রয়েছে। গ) জাকাতকে ইসলামী অর্থনীতি ________ বলা হয়। ঘ) হজ্জ জীবনে _________ ফরজ। ঙ) জাকাত ও সালাতের মধ্যে ________ করার সুযোগ নেই। চ) মিথ্যা সকল ________ মূল। ছ) চরিত্রই হলো মানুষের _________ পরিচয়। ৩। সংক্ষেপে উত্তর দাওঃ ৪টি। ৪*৪=১৬ ক) আখলাকে হাসানা কাকে বলে? খ) ইখলাস কী? গ) সততা কী? ঘ) সাওম কাকে বলে? ঙ) জাকাত কী? চ) সাহরি ও ইফতার বলতে কী বুঝ? ৪। বর্ণনাকমূলক প্রশ্নের উত্তর দাও ৩টি। ৩*৮=২৪ ক) সাওম কাকে বলে? এর গুরত্ব আলোচনা কর। খ) জাকাত কখন ফরজ হয়? জাকাতের গুরত্ব বর্ণনা কর। গ) হজ্জ কাকে বলে? কার উপর হজ্জ ফরজ? ঘ) পিতামাতার প্রতি আমাদের কর্তব্যগুলো বর্ণনা কর। ঙ) “সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে” বিশ্লেষন কর। চ) পবিত্র কুরআন মাজীদের একটি দোয়া অর্থসহ লিখ।

আইডিসির সাথে যোগ  দিয়ে উভয় জাহানের জন্য   ভালো কিছু করুন।

 

আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে বিস্তারিত জানতে  লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।

আইডিসি  মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আপনি আইডিসি  মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.

আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে  দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।

কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।

ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।

Islami Dawah Center Cover photo

ইসলামী দাওয়াহ সেন্টারকে সচল রাখতে সাহায্য করুন!

ইসলামী দাওয়াহ সেন্টার ১টি অলাভজনক দাওয়াহ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ইসলামিক ব্লগটি বর্তমানে ২০,০০০+ মানুষ প্রতিমাসে পড়ে, দিন দিন আরো অনেক বেশি বেড়ে যাবে, ইংশাআল্লাহ।

বর্তমানে মাদরাসা এবং ব্লগ প্রজেক্টের বিভিন্ন খাতে (ওয়েবসাইট হোস্টিং, CDN,কনটেন্ট রাইটিং, প্রুফ রিডিং, ব্লগ পোস্টিং, ডিজাইন এবং মার্কেটিং) মাসে গড়ে ৫০,০০০+ টাকা খরচ হয়, যা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেকারনে, এই বিশাল ধর্মীয় কাজকে সামনে এগিয়ে নিতে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, এমন কিছু ভাই ও বোন ( ৩১৩ জন ) দরকার, যারা আইডিসিকে নির্দিষ্ট অংকের সাহায্য করবেন, তাহলে এই পথ চলা অনেক সহজ হয়ে যাবে, ইংশাআল্লাহ। যারা এককালিন, মাসিক অথবা বাৎসরিক সাহায্য করবেন, তারা আইডিসির মুল টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইংশাআল্লাহ।

আইডিসির ঠিকানাঃ খঃ ৬৫/৫, শাহজাদপুর, গুলশান, ঢাকা -১২১২, মোবাইলঃ +88 01609 820 094, +88 01716 988 953 ( নগদ/বিকাশ পার্সোনাল ) ইমেলঃ info@islamidawahcenter.com, info@idcmadrasah.com, ওয়েব: www.islamidawahcenter.com, www.idcmadrasah.com সার্বিক তত্ত্বাবধানেঃ হাঃ মুফতি মাহবুব ওসমানী ( এম. এ. ইন ইংলিশ )

has been added to the cart. View Cart