Future-Plan of IDC English Medium Madrasah
السلام عليكم ورحمه الله
বিসমিল্লাহির রাহমানির রাহীম
আইডিসি (ইঃ মিঃ) মাদ্রাসার ভবিষ্যৎ পরিকল্পনা
স্থানঃ ফরাজি মঞ্জিল, বাসা নংঃ ১২, রোড নংঃ ০৪, আদর্শ নগর, ঢাকা-১২১২
দরখাস্তঃ মাদ্রাসাটির সভাপতিত্বের পদটি অলংকৃত করার জন্য স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি।
প্রস্তাবনাসমূহঃ
১। মাদ্রাসার সামগ্রিক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার নিমিত্তে মোট ৮টি রুম ভাড়া নিতে চাচ্ছি। রুমগুলো ক্লাসরুম পরিচালনা, মাদ্রাসা অফিস, আবাসিক ছাত্রাবাস, ও আবাসিক শিক্ষকগনের বাসস্থান হিসেবে ব্যবহার করা হবে।
২। সম্মানিত বাড়ির মালিকের (স্যারের) সদয় দৃষ্টিতে যতদিন থাকার অনুমতি পাওয়া যাবে, ততদিন মাদ্রাসাকে অন্যত্র সরিয়ে নেয়ার কোনরুপ ইচ্ছা না থাকায় মাদ্রাসাটি এই বাড়িতেই বলবৎ থাকবে ইংশা আল্লাহ্।
৩। প্রতিষ্ঠানটি সম্পূর্ণ রাজনীতিমুক্ত বলে, এখানে মাদ্রাসার বহির্ভূত কোন কার্যক্রম পরিচালিত হবেনা।
যেই কার্যক্রমগুলো পরিচালিত হবে সেগুলো হলোঃ নিয়মিত ক্লাস পরিচালনা, মাসিক আলোচনা সভা, মাসিক অভিভাবক সমাবেশ, সাপ্তাহিক শিক্ষক মহোদয়ের মিটিং, বাৎসরিক মাহফিলসহ ইত্যাদি।
৪। মাদ্রাসার মানোন্নয়নকল্পে বাড়ির কিছু পরিবর্তন সাধন করা হতে পারে। মাদ্রাসার মেয়াদকাল শেষ হয়ে গেলে, আবার পূর্বরুপে বাড়িটি ফিরত দেয়া হবে ইংশা আল্লাহ্।
যে পরিবর্তনগুলো প্রয়োজন হতে পারে তা নিন্মরুপঃ
ক) বৎসরে দুবার বৃষ্টিফলে জলাবদ্ধতা দেখা দেয়, যা থেকে ঘরের আসবাবপত্র নষ্ট হওয়াটা স্বাভাবিক, তাই, স্যারকে বিষয়টি নিষ্পত্তিকল্পে রুমগুলো উঁচু করা ও পয়ঃপ্রণালী ব্যবস্থার উন্নতি সাধন করার জন্য অনুরোধ করছি। একই সাথে, গোসলখানা এবং টয়লেটগুলোতে ট্যাপকলের ব্যবস্থা করা ও এইস্থানটির পয়ঃব্যবস্থার উন্নতি করার জন্য স্যারের নিকট বিনীত অনুরোধ করছি।
মাদ্রাসার পক্ষ থেকে যে পরিবর্তনগুলো করা হতে পারে, তা হলঃ
খ) রাস্তার পাশের ঘর গুলোর একপাশের দেয়াল ভেঙ্গে থাইগ্লাস বা গেইট এর ব্যবস্থা করা।
গ) ক্লাসরুমগুলোকে আরেকটু বড় করার প্রয়োজনে নতুনভাবে সংস্কার করা।
ঘ) ছাত্ররাসহ বাড়ির আধিবাসীদের ৫ ওয়াক্ত নামাযের ব্যবস্থাকল্পে রান্নাঘরের পাশের খালি যায়গায় মসজিদের ব্যবস্থা করা।
ঙ) মাঝখানে খোলা প্রাঙ্গনে শিক্ষার্থীদের মানুষিক বিকাশের সহায়ক হিসেবে খেলাধুলার কিছু ইন্সটুমেন্ট এর ব্যবস্থা করা।
চ) মহিলা শিক্ষিকা এবং ছাত্রীদের জন্য রান্না-বান্না, ওজু-গোসল, ও ইস্তিনজার বিষয়গুলোতে যথাযথ পর্দার ব্যবস্থা করা।
ছ) কিছু ট্যাপকলের ব্যবস্থা করা অজু বা অন্যান্য কাজের উদ্দেশ্যে।
বিঃ দ্রঃ (ক) এছাড়া অন্য কোন পরিবর্তন/ পরিবর্ধন করণের প্রয়োজন দেখা দিলে স্যারের (বাড়ির মালিক) পরামর্শ সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে।
(খ) উপরোক্ত পরিবর্তনগুলো সুদীর্ঘ সময়ের পরিকল্পনার অংশ। ধীরে ধীরে সময়ের চাহিদার উপর ভিত্তি করে সেগুলো বাস্তবায়ন করা হবে। সম্ভবত ১ থেকে ২ বছরের প্রারম্ভে পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে।
مع السلام
محبوب عثماني
আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন।
আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে বিস্তারিত জানতে লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।
আইডিসি মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আপনি আইডিসি মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.
আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।
কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।
ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।
ইসলামী দাওয়াহ সেন্টারকে সচল রাখতে সাহায্য করুন!
ইসলামী দাওয়াহ সেন্টার ১টি অলাভজনক দাওয়াহ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ইসলামিক ব্লগটি বর্তমানে ২০,০০০+ মানুষ প্রতিমাসে পড়ে, দিন দিন আরো অনেক বেশি বেড়ে যাবে, ইংশাআল্লাহ।
বর্তমানে মাদরাসা এবং ব্লগ প্রজেক্টের বিভিন্ন খাতে (ওয়েবসাইট হোস্টিং, CDN,কনটেন্ট রাইটিং, প্রুফ রিডিং, ব্লগ পোস্টিং, ডিজাইন এবং মার্কেটিং) মাসে গড়ে ৫০,০০০+ টাকা খরচ হয়, যা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেকারনে, এই বিশাল ধর্মীয় কাজকে সামনে এগিয়ে নিতে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, এমন কিছু ভাই ও বোন ( ৩১৩ জন ) দরকার, যারা আইডিসিকে নির্দিষ্ট অংকের সাহায্য করবেন, তাহলে এই পথ চলা অনেক সহজ হয়ে যাবে, ইংশাআল্লাহ।
যারা এককালিন, মাসিক অথবা বাৎসরিক সাহায্য করবেন, তারা আইডিসির মুল টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইংশাআল্লাহ।
আইডিসির ঠিকানাঃ খঃ ৬৫/৫, শাহজাদপুর, গুলশান, ঢাকা -১২১২, মোবাইলঃ +88 01609 820 094, +88 01716 988 953 ( নগদ/বিকাশ পার্সোনাল )
ইমেলঃ info@islamidawahcenter.com, info@idcmadrasah.com, ওয়েব: www.islamidawahcenter.com, www.idcmadrasah.com সার্বিক তত্ত্বাবধানেঃ হাঃ মুফতি মাহবুব ওসমানী ( এম. এ. ইন ইংলিশ )