Islam forbids interactions with the Jinns

Islam forbids interactions with the Jinns – ইসলাম জিনদের সাথে মেলামেশাকে নিষিদ্ধ করেছে

পরী (Not Porimoni) তথা মহিলা জ্বীন নিয়ে আমাদের ফ্যান্টাসি এবং বাস্তবতার একটা উদাহরণ দিই।

হৈ-চৈ না করে। বি কুল। জাস্ট বাস্তবতা রিয়েলাইজ করুন। কথা হজম করতে না পারলে ওয়াল থেকে দূরে গিয়ে ইচ্ছামত চিৎকার-চেঁচামেচি করেন। পরিবেশ নষ্ট কইরেন না।

আমরা রুকইয়াহ লাইফে একাধিক পেশেন্ট পেয়েছি, জ্বীন যাদের সাথে সশরীরে দেখা করেছে। বেশিরভাগই অবশ্য প্যানিকড করা বা কষ্ট দেয়ার জন্য। আর ২ জন পেশেন্ট পেয়েছি যাদের সাথে মহিলা জ্বীনের ফিজিক্যাল ইন্টারেকশনের লাস্ট স্টেইজ মানে ইন্টারকোর্স পর্যন্ত গড়িয়েছে। Not riding inside a dream.
ঘটনাগুলো ছিলো Physical interaction with surrounding evidence.
এই স্টেইজে এসে আপনি হয়তো ভাববেন, এইটা খুব সুখকর বিষয়। মানে ফ্যান্টাসির জগতে হারিয়ে যাবেন।
মোটেই না !
তাদের জন্য বিষয়গুলো ছিলো বিভীষিকার ন্যায়। তারা এটা থেকে বের হয়ে আসতে চেয়েছে।
এর থেকে উদ্ধার পাওয়ার জন্যই আমার কাছে এসেছিলো। রুকইয়াহ করতে ডেসপারেট ছিলো। তারমানে এইটা তারা এনজয় করছে না। বরং লাইফ ডেষ্ট্রয় করে দিচ্ছিলো। তারা ক্রমেই হতাশার গভীরে ডুবে যাচ্ছিলো।
জ্বীনেরা যার কাছে সশরীরে আসে, তারা এতটুকু নিশ্চিত করেই আসে লোকটি তখন সম্মোহিত। হয়তো, তার পজেস পাওয়ার দিয়ে, নয়তো সিহরের আশ্রয় নিয়ে। ভিক্টিমের স্বাভাবিক চিন্তা করার শক্তি লোপ পেয়েছে এটা কনফার্ম হওয়ার পরই সামনে আসে। এর ব্যতিক্রম খুব কমই হয়।
ভিক্টিমের অবস্থা তখন এমন থাকে, তাকে যদি বলা হয়, মাঝ-রাস্তায় দাঁড়িয়ে প্যান্টটা খুলে মাথায় বাঁধো। আর আন্ডারওয়াটা খুলে মাথার উপরে ঘুরাও। আর জোরে জোরে চিৎকার করো, আই লাভ ইউ পরী। ভিক্টিম সেটাই করবে।
আমার এক পেশেন্ট এর স্ত্রীর দোয়ার বরকতে এবং সুস্থ অবস্থায় তার আমলের বরকতে জ্বীন্নী শত চেষ্টা করেও তাকে অপদস্থ করতে পারেনি। নয়তো সম্মান বলতে সমাজে তার কিছুই অবশিষ্ট থাকতো না।
আচ্ছা। ব্যাক টু দ্যাট পয়েন্ট।
এই Physical interaction কি তাদের জন্য সুখকর ছিলো?
নাহ। বরং তারা ধ্বংস হয়ে যাচ্ছিলো। এবং নির্যাতিত ছিলো।
তাই যারা একটা মেয়ে জ্বীনের সাথে প্রেম করতে চান।
এই প্রবণতা এবং গুণাহের ইচ্ছার কারণে, আল্লাহ না করুন কোন একদিন যদি ফেঁসে যান।
তবে আপনি যখন জ্বীন্নীর সাথে চুটিয়ে প্রেমের রাজ্যে ঘুরছেন। কিন্তু সভ্য সমাজ আপনাকে হয়তো খুঁজে পাবে বাড়ি থেকে শ’খানেক মাইল দূরে শহরের কোন এক ব্যস্ততম রাস্তায়। আপনি লুঙ্গীটা খুলে মাথায় বেঁধে দিগম্বর হয়ে হাঁটছেন, আপন মনে কথা বলছেন, খিলখিলিয়ে হাসছেন, শূণ্যে কিস মারছেন।
Can you imagine this scenario?
আমাদের কথা উপর আস্থা রাখতে পারেন। জ্বীন বিষয়ে আবেগকে নিয়ন্ত্রণ করেন। কিভাবে বাঁচা যায় সেই চেষ্টা করুন। কারণ এর কবল থেকে বাঁচার জন্য হাদিসে দোয়া শেখানো হইসে।
আর, জ্বীন বিষয়ে রাক্বীদের অভিজ্ঞতা আপনাদের জন্য মূল্যবান সম্পদ। টিকা-টিপ্পনী কেটে ছোট করার চেষ্টা করে আদতে কোন লাভ নাই।
আর জ্বীনকে যেমন নিজের দিকে ডাকাডাকি এবং ফ্যান্টাসিতে ভুগতে নিষেধ করতেছি। আমাকেও জ্বীন বিষয়ে লেখালেখির জন্য ডাকাডাকি কইরেন না প্লিজ। নিদারুণ ব্যস্ততার ফাঁকে দুই-এক লাইন লিখলে ওইটায় একটা লাইক- একটা কমেন্ট কইরেন। কৃতজ্ঞ থাকবো।
IDC Partner

আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন।

 

আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে বিস্তারিত জানতে  লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।

আইডিসি  মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আপনি আইডিসি  মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.

আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে  দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।

কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।

ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।

Islami Dawah Center Cover photo

ইসলামী দাওয়াহ সেন্টারকে সচল রাখতে সাহায্য করুন!

 

ইসলামী দাওয়াহ সেন্টার ১টি অলাভজনক দাওয়াহ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ইসলামিক ব্লগটি বর্তমানে ২০,০০০+ মানুষ প্রতিমাসে পড়ে, দিন দিন আরো অনেক বেশি বেড়ে যাবে, ইংশাআল্লাহ।

বর্তমানে মাদরাসা এবং ব্লগ প্রজেক্টের বিভিন্ন খাতে (ওয়েবসাইট হোস্টিং, CDN,কনটেন্ট রাইটিং, প্রুফ রিডিং, ব্লগ পোস্টিং, ডিজাইন এবং মার্কেটিং) মাসে গড়ে ৫০,০০০+ টাকা খরচ হয়, যা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেকারনে, এই বিশাল ধর্মীয় কাজকে সামনে এগিয়ে নিতে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, এমন কিছু ভাই ও বোন ( ৩১৩ জন ) দরকার, যারা আইডিসিকে নির্দিষ্ট অংকের সাহায্য করবেন, তাহলে এই পথ চলা অনেক সহজ হয়ে যাবে, ইংশাআল্লাহ। যারা এককালিন, মাসিক অথবা বাৎসরিক সাহায্য করবেন, তারা আইডিসির মুল টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইংশাআল্লাহ।

আইডিসির ঠিকানাঃ খঃ ৬৫/৫, শাহজাদপুর, গুলশান, ঢাকা -১২১২, মোবাইলঃ +88 01609 820 094, +88 01716 988 953 (নগদ/বিকাশ পার্সোনাল) ইমেলঃ info@islamidawahcenter.com, info@idcmadrasah.com, ওয়েব: www.islamidawahcenter.com, www.idcmadrasah.com সার্বিক তত্ত্বাবধানেঃ হাঃ মুফতি মাহবুব ওসমানী ( এম. এ. ইন ইংলিশ )