khotme khajegan – খতমে খাজেগান পড়ার নিয়ম!

khotme khajegan

khotme khajegan – খতমে খাজেগান পড়ার নিয়ম!

 
আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আর আমিও আল্লাহর অশেষ কৃপা ও রহমতে ভালো আছি। অনেক দিন পর আবারো আপনাদের মাঝে একটি নতুন পোস্ট নিয়ে হাজির হলাম। আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। আর আজ আপনাদের মাঝে শেয়ার করবো খতমে খাজেগান পড়ার নিয়ম।যদি এতে আপনারা উপকৃত হন, তাহলে কমেন্ট করতে ভূলবেননা। আর এই ওয়েবপেইজ এর মাধ্যমে যদি একটুও লাভবান হন, তাহলে ওয়েবপেইজটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অন্যকে জানার সুযোগ করে দিন।
 

 

খতমে খাজেগান

 

 
১। বিসমিল্লাহর সাথে সূরায়ে ফাতিহা ৭ বার।
২। দরূদশরীফ ১০০ বার।
৩।   বিসমিল্লাহর   সাথে   সূরায়ে   আলাম   নাশরাহ   ৭৯  বার।
৪। বিসমিল্লাহর সাথে সূরায়ে এখলাস ১০০১ বার।
৫। বিসমিল্লাহর সাথে সূরায়ে ফাতিহা ৭ বার।
৬। দরূদশরীফ ১০০ বার।
৭।    ১০০    বার-    يا   قاضى   الحاجات    (ইয়া     কাদিয়াল হাজাত)
৮।    ১০০    বার-    يا    كافى    المهمات    (ইয়া    কাফিয়াল  মুহিম্মাত)
৯।     ১০০    বার-    يا   رافع   الدراجات    (ইয়া   রাফিআদ  দারাজাত)
১০।    ১০০    বার-   يا    مجيب   الدعوات   (ইয়া   মুজিবাদ দাওয়াত)
১১।   ১০০ বার-  يا   مسبب  الاسباب  (ইয়া মুছাব্বিবাল আছবাব)
১২।   ১০০   বার-    يا   مفتح    الابواب   (ইয়া   মুফাত্তিহাল  আবওয়াব)
১৩।   ১০০   বার-     يا   شافى    الامراض    (ইয়া   শাফিয়াল আমরাদ)
১৪।      ১০০    বার-   يا   دافع   البليات    (ইয়া   দাফিআল বালিয়্যাত)
১৫।১০০    বার-   يا    حلال    المشكلات    (ইয়া   হাল্লালাল মুশকিলাত)
১৬।  ১০০   বার-  يا   ارحم  الراحمين  (ইয়া  আরহামার  রাহীমিন)
১৭। ১০০ বার- ياالله (ইয়া আল্লাহ)
১৮। ইস্তেগফার ১০০ বার, আস্তাগফিরুল্লহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইইউল কাইউম, ও আতুবু ইলাইহ।
১৮। আবার সবশেষে 📿দুরূদ শরীফ ১০০ বার।

 

Islami Dawah Center Cover photo

 

ইসলামী দাওয়াহ সেন্টারকে সচল রাখতে সাহায্য করুন!

 

ইসলামী দাওয়াহ সেন্টার ১টি অলাভজনক দাওয়াহ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ইসলামিক ব্লগটি বর্তমানে ২০,০০০+ মানুষ প্রতিমাসে পড়ে, দিন দিন আরো অনেক বেশি বেড়ে যাবে, ইংশাআল্লাহ।

বর্তমানে মাদরাসা এবং ব্লগ প্রজেক্টের বিভিন্ন খাতে (ওয়েবসাইট হোস্টিং, CDN,কনটেন্ট রাইটিং, প্রুফ রিডিং, ব্লগ পোস্টিং, ডিজাইন এবং মার্কেটিং) মাসে গড়ে ৫০,০০০+ টাকা খরচ হয়, যা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেকারনে, এই বিশাল ধর্মীয় কাজকে সামনে এগিয়ে নিতে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, এমন কিছু ভাই ও বোন ( ৩১৩ জন ) দরকার, যারা আইডিসিকে নির্দিষ্ট অংকের সাহায্য করবেন, তাহলে এই পথ চলা অনেক সহজ হয়ে যাবে, ইংশাআল্লাহ।

যারা এককালিন, মাসিক অথবা বাৎসরিক সাহায্য করবেন, তারা আইডিসির মুল টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইংশাআল্লাহ।

আইডিসির ঠিকানাঃ খঃ ৬৫/৫, শাহজাদপুর, গুলশান, ঢাকা -১২১২, মোবাইলঃ +88 01609 820 094, +88 01716 988 953 ( নগদ/বিকাশ পার্সোনাল )

ইমেলঃ info@islamidawahcenter.com, info@idcmadrasah.com, ওয়েব: www.islamidawahcenter.com, www.idcmadrasah.com সার্বিক তত্ত্বাবধানেঃ হাঃ মুফতি মাহবুব ওসমানী ( এম. এ. ইন ইংলিশ, ফার্স্ট ক্লাস )

 

  1. 📿সূরা ফাতেহা ৭০ বার
  2. 📿দুরূদ শরীফ ১০০ বার
  3. 📿সূরা আলাম নাশরাহ ৭০ বার
  4. 📿সূরা এখলাস ১০০০ বার
  5. 📿সূরা ফাতেহা ৭ বার
  6. 📿দুরূদ শরীফ ১০০ বার
  7. 📿নিচের দোয়া ১০০ বার
  8. فسهل يا الهي كل صعب بحرمة سيد الابرار سهل بفضلك يا عزيز، 📿 ১০০ বার
  9. يا قاضي الحاجات 📿 ১০০ বার
  10. يا كافي المهمات 📿 ১০০ বার
  11. يا دافع البليات 📿 ১০০ বার
  12. يا مجيب الدعوات 📿 ১০০ বার
  13. يا رافع الدرجات 📿 ১০০ বার
  14. يا حلال المشكلات 📿 ১০০ বার
  15. يا عوث اغثني و امددني 📿 ১০০ বার
  16. انا لله و انا اليه راجعون 📿 ১০০ বার
  17. لا اله الا انت سبحانك اني كنت من الظالمين
  18. সবশেষে 📿দুরূদ শরীফ ১০০ বার।

★নেয়ামুল ক্বোরআন থেকে সংকলিত। ★কারো চোখে ভুল ধরা পড়লে জানাবেন কিন্তু। পুনশ্চঃ খতমের নিয়মটা স্মরণ রাখার প্রয়াসে দিয়ে রাখলাম। এতেও যদি অন্য কারো উপকারে এসে যায়, তবেতো আলহামদুলিল্লাহ ।  

 

আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন!

 

আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে  জানতে  লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।

আইডিসি  মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আপনি আইডিসি  মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.

আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে  দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।

কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।

ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।

 

 

কুরআন হাদিসের আলোকে বিভিন্ন রোগের চিকিৎসার (রুকইয়াহ) হাদিয়া।

 

ঢাকার মধ্যে রুকইয়ার হাদিয়া প্রতি রোগী প্রথমবার ৫০০০ টাকা, ২য়/তয় বার ৪০০০ টাকা, আর ঢাকার বাহিরে হলে প্রথমবার ১০,০০০ টাকা, ২য়/৩য়  বার  ৮০০০ টাকা । বি. দ্রঃ খুব বেশি দূরত্ব, অসুস্থতা, প্রাকৃতিক দুর্যোগ এবং বড় বেশি কঠিন রোগীর ক্ষেত্রে হাদিয়া আলোচনা সাপেক্ষে কম বেশি হতে পারে। এই ইসলামিক চিকিৎসা পদ্ধতি দিয়ে আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে, কোরআন হাদিসের চিকিৎসা সমাজে কায়েম করানো, আল্লাহ্‌ আমাদের সবাইকে দীন-ইসলামের খাদেম হিসাবে কবুল করুন, আমীন, সুম্মা আমীন।

 

 

has been added to the cart. View Cart