Membership Proposal of IDC English Medium Madrasah

Membership Proposal of IDC English Medium Madrasah

 

Membership Proposal

আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ!  – বিসমিল্লাহির রাহমানীর রাহিম!

 

IDC English Medium Madrasah ( Holy Llight for Life ) / আইডিসি ইংলিশ মিডিয়াম মাদরাসা পরিচিতিঃ

 

আইডিসি ইংলিশ মিডিয়ম মাদরাসা ( উভয় জাহানের বাস্তবমুখী শিক্ষা ) আরবি ও ইংরজি মিডিয়ামে পরিচালিত ছেলে ও মেয়েদের সু-শিক্ষার একটি আদর্শ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে নুরানি, নাজেরা, হিফজুল কোরআন, প্লে টু এ লেভেল এবং পর্যায়ক্রমে তাকমিল শাখা করা হবে। বর্তমানে আরো রয়েছে ফতোয়া বিভাগ, দাওয়াহ, রুকইয়াহইসলামী রিসার্চ সেন্টার রয়েছে। এছাড়া স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের জন্য দৈনিক নির্দিষ্ট সময়ে নূরানি পদ্ধতিতে সুন্দর ও শুদ্ধভাবে কুরআন শিক্ষা, আইসিটি এবং অনলাইন এডুকেশনের বিশেষ ব্যাবস্থা রয়েছে। আইডিসি ইংলিশ মিডিয়ম মাদরাসা অফিস, ক-৬৫/৫, শাহজাদপুর,গুলশান, ঢাকা-১২১২ তে অবস্থিত। প্রস্তাবিত অস্থায়ী এবং স্থায়ী ক্যাম্পাসের জন্য জায়গা দেখা হচ্ছে।

 

আইডিসি ইংলিশ মিডিয়াম মাদরাসাআইডিসি ফাউন্ডেশনের জন্য এটি একটি সংক্ষিপ্ত মেম্বারশিপ প্রস্তাবনা। আইডিসি ইংলিশ মিডিয়াম মাদ্রাসায় জড়িত হওয়ার জন্য, মেইন পয়েন্টগুলো নিচে আলোচনা করা হয়েছে, আরো কোন প্রশ্ন বা বিস্তারিত জানতে হলে নিচে মোবাইল নাম্বার দেয়া আছে, আপনি কল করতে পারেন অথবা সরাসরি শাহজাদপুরের অফিসে এসে কথা বলতে পারেন।

 

Membership Proposal of IDC English Medium Madrasah

 

প্রস্তাবনার ধরনঃ মাদরাসার মেম্বারশিপে টোটাল মেম্বার নেয়া হবে ২০০ জন। এক কালিন ২০,০০০ টাকা এবং পার হেড মাসিক ৪,০০০ টাকা করে টোটাল ২০ মাসে ১ লাখ টাকা করে ২০০ জন থকে ২ কোটি টাকা মাদ্রাসার জন্য ইনভেস্ট করা হবে, আশা করা যায় ২/৩ বছর পর মাদরাসা ব্রেক-ইভেন যাবে, অর্থাৎ মাদারসার টাকায় মাদরাসা চলবে, ইংশাআল্লাহ্‌। এইভাবে ৪-৫ বছর চলার পর বড় এমাউন্ট ইনভেস্ট করে জমি কিনে মাদরাসার জন্য  ১০ তলা ভবন করা হবে, ইংশাআল্লাহ্‌। ২০০ জন আনুমানিক ১ লাখ টাকা করে ইনভেস্ট করলে এমাউন্ট দাঁড়াবে ২ কোটি টাকা + মাদরাসার ইনকাম। ২ কোটি টাকায় ঢাকার আশে পাশে অথবা একটু গ্রাম সাইডে সুন্দরভাবে কয়েক শতাংশ জায়গা পাওয়া যাবে, আর ৪/৫ বছর পর মাদরাসা থেকে আশা করা যায় একটা ফান্ড পাওয়া যাবে, এবং ওই ফান্ড দিয়ে ভবনের কাজে হাত দেয়া যাবে, ইংশাআল্লাহ্‌, করুনাময় আল্লাহ্‌ তায়ালা আমাদের এই উদ্যেগ কে কবুল করুন, আমীন।

  • Madrasah Name:  IDC (English Medium) Madrasah , IDC =  Islami Dawah Center
  • Medium: এরাবিক, ইংরেজি মিডিয়াম।  English ও Arabic Medium
  • Regular Classes: নুরানি, নাজেরা, হিফজুল কোরআন, নার্সারি টু ও এবং এ লেভেল, ( Nurani, Najera, Hifzul Quran, Nursery to O & A Level ( Grade 01 to Grade 12 ) আমরা আপাতত এডেক্সেলের কারিকুলাম টা ফলো করব, ইনশাআল্লাহ।
  • Extra Mandatory Classes: English, Arabic & Bangle Speaking & Writing, ( ক্লাস ফাইভ এবং এইট পাশ করার সাথে সাথে আরবি, ইংরেজি এবং বাংলা সঠিক ভাবে বলতে পারবে এবং লিখতে পারবে )
  • Programming For Kids & Adults: ( ক্লাস এইট পাশ করার সাথে সাথে ব্যাসিক প্রোগ্রামিং করতে পারবে ) 
  • Computer Training For All: ( ক্লাস টেন/ও লেভেল পাশ করার সাথে সাথে ব্যাসিক কম্পিউটারের নলেজ সবার হবে, ইংশাআল্লাহ্‌ ) 
  • প্র্যাক্টিকাল ক্লাসঃ ৭০% জোর দেয়া হবে।
  • টাইপঃ মর্নিং স্কুল, ডে কেয়ার,  আবাসিক, অনাবাসিক এবং বয়স্ক শিক্ষা। 
  • জেন্ডারঃ ছাত্র এবং ছাত্রী ( আলাদাভাবে ১০০% পর্দা রক্ষা করে পরিচালনা করা হবে, ইংশাআল্লাহ্‌ )
  • Total Shareholder = 200 ( Per Head = 100,000 BDT )
  • Address & Mobile No:+88 01737 196 111 (WhatsApp) or +88 01716 988 953 ( KA-65/5, Shahjadpur, Gulshan, Dhaka -1212 ( শাহজাদপুর দক্ষিন কাঁচা বাজার। ) প্রস্তাবিত অস্থায়ী এবং স্থায়ী ক্যাম্পাসের জন্য জায়গা দেখা হচ্ছে।
  • Possible Date of Starting: 01 March 2019 তারিখে ভাড়া বাড়িতে মাদরাসাটি শুরু করা হয়েছিল, তবে ক্লাসের কার্যক্রম বর্তমানে রিলোকেশন করার জন্য বন্ধ আছে, জানুয়ারি ২০২৩ থেকে অস্থায়ী ক্যাম্পাস চালু করার সিদ্ধান্ত এবং পসিবল হলে ঢাকার আশেপাশে স্থায়ী ক্যাম্পাস থাকবে, ইংশাআল্লাহ।
  • Admission Target Before & After Ramadan: ভর্তি দুই বার প্রত্যেক বছর।

 

IDCM Leflet

কীভাবে টাকা নেয়া হবে?

 

Bank Slip + Membership রসিদের মাধ্যমে।  ২০০ টাকার ষ্ট্যাম্পে মেম্বারশিপ ডিড হবে, যার একটা কপি আপনি পাবেন, যার মাধ্যমে আপনি প্রতিষ্ঠানের স্থায়ি সদস্য হয়ে যাবেন। (বি. দ্রঃ মেম্বারশিপ ডিডের বিস্তারিত এই লিংক থেকে দেখে নিন ) আইডিসির প্রয়োজনে মেম্বারশিপের সংখা এবং মুল্য বৃদ্ধি হতে পারে, খালি থাকা সাপেক্ষে ১ জনে ম্যাক্সিমাম ১০ টি মেম্বারশিপ নিতে পারবেন )। মেম্বারশিপের  সব কিছু বিস্তারিত মেম্বারশিপ ডিডে উল্লেখ আছে।

মেম্বারশিপ বেনিফিটস?

 

  • আজীবনের জন্য প্রতিষ্ঠানের মালিকানা। ( বিশেষ দ্রষ্টব্যঃ এখানে আইডিসি মাদরাসাটি হবে মালিকানাধীন লাভজনক প্রতিষ্ঠান, আর আইডিসি ফাউন্ডেশন টি হভে অলাভজনক  ) 
  • বিনিয়ােগকৃত মূলধন থেকে অর্জিত লাভ সম্মানিত সদস্যগণের মাঝে বন্টন করা হবে, ইংশাআল্লাহ্‌।
  • সদস্যগণ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত সব প্রতিষ্ঠানসমূহে ৫০ শতাংশ ব্যয়ে সেবা গ্রহণ করতে পারবেন।
  • প্রতিষ্ঠানের লাভ লসের ভাগীদার।
  • পুর্বের প্রতিষ্ঠান চালানোর কিছু অভিজ্ঞতা থেকে বলছি, লস হবে না, বরং দুনিয়া এবং আখিরাতে এই প্রোজেক্টের মাধ্যমে সফলতা পাওয়া যাবে, ইংশাআল্লাহ্‌।

কিছু মেন্ডাটরি রুলস!

  • এই প্রতিষ্ঠানগুলোর  ( আইডিসি ফাউন্ডেশন, ও IDC English Medium Madrasah  ) এবং এর সাথে সম্পর্কিত সব প্রতিষ্ঠান)  কোন রকমের রাজনৈতিক ( হেফাজত, জামাত, বি এল, বিএনপি, জাপা, আহলে হাদিস এবং অন্য সব দল ) পরিচয় থাকবেনা।
  • আইডিসির সকল প্রতিষ্ঠানে রাজনৈতিক কার্যক্রম ও ধর্মীয় গ্রুপিং কিয়ামত পর্যন্ত ১০০% নিষিদ্ধ থাকবে, ইংশাআল্লাহ্‌।
  • আমাদের মুল লক্ষ্য হচ্ছে আল্লাহ্‌ ও তার রাসুলের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে সদস্যদের দুনিয়া এবং আখিরাতকে কামিয়াব করা।

আপনার কি উপস্থিত থাকতে হবে?

 

গুরুত্বপুর্ন মীটিং গুলোতে থাকাটাই বেশি মঙ্গলজনক হবে, আর কোনভাবেই না থাকতে পারলে আমরা আপডেট এবং করনীয় প্রতি ৪ মাস পর পর ফেসবুক মেসেঞ্জার এবং WhatsApp  গ্রুপে আপনাকে জানাবো, ইংশাআল্লাহ্‌। প্রতিষ্ঠানের কোন পোস্টে কাজ করতে চাইলে ওয়েলকাম, আপনার যোগ্যতা এবং প্রতিষ্ঠানের প্রয়োজন থাকা সাপেক্ষে বেতন নির্ধারন করে আপনাকে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নিয়োগ দেয়া হবে, ইংশাআল্লাহ্‌।

আইডিসি ইংলিশ মিডিয়াম মাদরাসা উদেশ্যঃ

 

১। কোরআন , হাদিস, ইতিহাস, বিজ্ঞান , ইংরেজি, ল, প্রোগ্রামিং এবং কম্পিউটারে পারদর্শি যোগ্য আলেম তৈরি করা।

২। অর্জিত জ্ঞান দিয়ে নিজে আমল করা এবং পরিবার, গ্রাম, দেশ ও জাতিকে সাহায্য করা এবং বিশ্ব উম্মাহ্কে নেতৃত্ব দেওয়া।

৩। সারা বিশ্বে ইসলামের সুমহান বানী পোঁছে দেয়ার মতো যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব তৈরি করা।

৪। আমাদের মুল উদেশ্য হচ্ছে আল্লাহ্‌ ও তার রাসুলের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে সদস্যদের দুনিয়া এবং আখিরাতকে সফল এবং কামিয়াব করা।

৪। সর্বপরি মহান আল্লাহ ও তার রাসুলের সন্তুষ্টি অর্জন এবং হালাল রুজি আয় করে দুনিয়া এবং আখিরাতে সফল হওয়া।

 

Membership Proposal of IDC Foundation / আইডিসি ফাউন্ডেশন

IDC Foundation একটি সম্পূর্ণ রাজনীতিমুক্ত, অলাভজনক, সেবামূলক এবং শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি ও গবেষণাধর্মী প্রতিষ্ঠান। শিক্ষা ও গবেষণার মাধ্যমে দেশ ও সমাজের ইতিবাচক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে IDC বদ্ধপরিকর। প্রতিষ্ঠানটির লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়ন, শিক্ষা বিস্তার এবং এতদসংশ্লিষ্ট সদস্যদের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে আইডিসি-র সহযােগী প্রতিষ্ঠান হিসেবে “IDC Foundation” প্রতিষ্ঠিার উদ্যোগ গ্রহণ করা হয়, যা ২০২১ সালের ১ ই মার্চ প্রতিষ্ঠা লাভ করে।

IDC Foundation এর লক্ষ্য উদ্দেশ্যঃ

• বৈধ উপায়ে অর্থনৈতিক উন্নতির মাধ্যমে ব্যক্তি, দেশ ও জাতির কল্যাণে নিয়ােজিত থাকা;
• শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ইত্যাদি সেবাধর্মী প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষা বিস্তারে ভূমিকা রাখা ও জনসেবা করা। সে লক্ষ্যে দেশে গুণগত শিক্ষা বিস্তারে কার্যকর ভূমিকা পালনের জন্য IDC ২০১৯ সালে IDCM প্রতিষ্ঠা করে, যার লক্ষ্য-উদ্দেশ্য ও বৈশিষ্ট্য হবে নিম্নরূপঃ

  1.  শিক্ষার্থীদের ধর্ম, নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা ও দেশত্ববােধে উদ্বুদ্ধ করা।
  2. শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য উপযুক্ত করে প্রস্তুত করা;
  3.  শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তােলা;
  4.  শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করা;
  5.  শিক্ষার্থীদের Critical & Creative Thinking নিশ্চিত করা;
  6.  শিক্ষার্থীদের Intellectual, Emotional, Physical and Social Development নিশ্চিত কর।

২০২৪ সাল নাগাদ IDC English Medium Madrasah উন্নতির লক্ষ্যে মূলধন সংগ্রহের জন্যে ২০০ সদস্য গ্রহণ করা হবে। সদস্যদেরকে ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে শেয়ার প্রতি সর্বমােট  এক লক্ষ (১,০০,০০০) টাকা জমা প্রদান করতে হবে। বিনিয়ােগকৃত মূলধন থেকে অর্জিত লাভ সম্মানিত সদস্যগণের মাঝে বন্টন, আইডিসি ফাউন্ডেশনের  লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মসূচী বাস্তবায়ন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উন্নয়ন ও ভবিষ্যতে আরও প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য ব্যয় করা হবে। সদস্যগণ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানসমূহে ৫০ শতাংশ ব্যয়ে সেবা গ্রহণ করতে পারবেন। সদস্য হওয়ার জন্য ব্যক্তিকে ইসলামী আদর্শের অনুসারী ও শিক্ষানুরাগী হতে হবে।

To Know More About IDC, IDC Foundation & IDC Madrasah, Please Visit The Following Links:

 

 

 

ধন্যবাদান্তে

হাঃ মুফতি মাহবুব ওসমানী, BA Hons & Masters in English
Founder & CEO: BytecodeSoft.com & MahbubOsmane.com
এম ডি ও পরিচালকঃ IDC English Medium Madrasah & IDC Foundation

 

    Islami Dawah Center Cover photo

আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন!

আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে  জানতে  লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।

আইডিসি  মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আপনি আইডিসি  মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.

আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে  দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।

কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।

ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।

 

আইসিটি বিজনেস 

এইটা আমাদের এক্সজিস্টিং বিসনেস, নীচের সার্ভিস গুলী আমরা টীম দিয়ে প্রোভাইড করে থাকিঃ

এখনো আপনার মনে কোন প্রশ্ন আছে? অথবা আমাদের থেকে কল পেতে চান?

তাহলে নিচের ফরমটি পুরন করুন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো, ইংশাআল্লাহ! আপনি আমাদেরকে 01737 196 111 / 01609 820094 এই নাম্বারে কল করতে পারেন, অথবা ইমেল করতে পারেন hi@islamidawahcenter.com এই ইমেলে, আমরা আপনাকে কোনভাবে সাহায্য করতে পারলে খুশি হব, ধন্যবাদ।

Error: Contact form not found.

আইডিসি তথা ইসলামী দাওয়াহ সেন্টার.কমের অতিরিক্ত সার্ভিস সমূহঃ

আমাদের এই লিংকে ( www.mahbubosmane.com/services/ ) গেলে আরো বিস্তারিত দেখতে পারবেন। বাইটকোড ( www.bytecodesoft.com/ ) এবং মাহবুবওসমানী.কম  ( www.MahbubOsmane.com ) আমার প্রতিষ্ঠিত কোম্পানি, আপনার বেশ ভালো বাজেট থাকলে আপনি এই বিজনেসগুলির সাথেও জড়িত হতে পারেন। আই সি টি / ডিজিটাল মার্কেটিং/ অন্যান্য বিজনেসের ডিটেইলস প্রোপজাল দেখতে হলে এই লিংকঃ https://mahbubosmane.com/business-ideas/ ভিজিট করুন। তবে আই সিটি বিজনেসে আসতে হলে মিনিমাম ৫ লাখ ম্যাক্সিম্যাম ২ কোটি টাকা পর্যন্ত ইনভেস্ট করার ক্যাপাবিলিটি থাকতে হবে। ব্লগিং/কন্টেন্ট বেইজ বিজনেস প্রপোজাল লিংকঃ https://bn.mahbubosmane.com/blogging-business-plan/ কোন প্রশ্ন থাকলে অথবা আরো বিস্তারিত জানতে আমাকে ০১৭১৬ ৯৮৮ ৯৫৩ নাম্বারে কল করতে পারেন, আল্লাহ্‌ আমাদের পার্টনারশিপ + আই সি টি বিজনেস গুলোকে হালাল রিজিক এবং পরকালের নাজাতের উছিলা হিসাবে কবুল করুন, আমিন। 

ধন্যবাদান্তে,

হাফেজ, মুফতি মোঃ মাহবুব ওসমানী ( বি এ অনার্স এন্ড মার্স্টাস ইন ইংলিশ )

ফাউন্ডার, মাহবুবওসমানী.কমবাইটকোড, বি.ডি.এম, পরিপুর্ন হোস্ট 

আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন

আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে বিস্তারিত জানতে  এই লিংক দুটি ( লিংক০১ ও লিংক০২ ) ভিজিট করুন।

আইডিসি  মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আপনি আইডিসি  মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.

আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে  দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।

কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।

ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।

 

 

Islami Dawah Center Cover photo

 

ইসলামী দাওয়াহ সেন্টারকে সচল রাখতে সাহায্য করুন!

 

ইসলামী দাওয়াহ সেন্টার ১টি অলাভজনক দাওয়াহ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ইসলামিক ব্লগটি বর্তমানে ২০,০০০+ মানুষ প্রতিমাসে পড়ে, দিন দিন আরো অনেক বেশি বেড়ে যাবে, ইংশাআল্লাহ।

বর্তমানে মাদরাসা এবং ব্লগ প্রজেক্টের বিভিন্ন খাতে (ওয়েবসাইট হোস্টিং, CDN,কনটেন্ট রাইটিং, প্রুফ রিডিং, ব্লগ পোস্টিং, ডিজাইন এবং মার্কেটিং) মাসে গড়ে ৫০,০০০+ টাকা খরচ হয়, যা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেকারনে, এই বিশাল ধর্মীয় কাজকে সামনে এগিয়ে নিতে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, এমন কিছু ভাই ও বোন ( ৩১৩ জন ) দরকার, যারা আইডিসিকে নির্দিষ্ট অংকের সাহায্য করবেন, তাহলে এই পথ চলা অনেক সহজ হয়ে যাবে, ইংশাআল্লাহ।

যারা এককালিন, মাসিক অথবা বাৎসরিক সাহায্য করবেন, তারা আইডিসির মুল টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইংশাআল্লাহ।

আইডিসির ঠিকানাঃ খঃ ৬৫/৫, শাহজাদপুর, গুলশান, ঢাকা -১২১২, মোবাইলঃ +88 01609 820 094, +88 01716 988 953 ( নগদ/বিকাশ পার্সোনাল )

ইমেলঃ info@islamidawahcenter.com, info@idcmadrasah.com, ওয়েব: www.islamidawahcenter.com, www.idcmadrasah.com সার্বিক তত্ত্বাবধানেঃ হাঃ মুফতি মাহবুব ওসমানী ( এম. এ. ইন ইংলিশ, ফার্স্ট ক্লাস )

has been added to the cart. View Cart