SLA Essay Competition
পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে সোসাইটি ফর লার্নিং অ্যান্ড অ্যানালাইসিস (এসএলএ) -এর উদ্যোগে প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে চল্লিশ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার হিসেবে বিশ হাজার টাকা, তৃতীয় পুরস্কার হিসেবে দশ হাজার টাকা এবং চতুর্থ থেকে পরবর্তী বিশ জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে। এছাড়া সকল বিজয়ীকে বই ও সনদ প্রদান করা হবে।
প্রবন্ধের বিষয় ‘অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে মহানবি (সা.) -এর আদর্শ : বর্তমান প্রেক্ষিত’। প্রতিযোগীকে অনধিক ৫০০০ শব্দে A-4 সাইজের কাগজে কম্পোজ করে প্রাবন্ধিকের নাম, ঠিকানা, পরিচয়, মোবাইল নম্বরসহ প্রবন্ধ জমা দিতে হবে।
প্রবন্ধের বাংলা ফন্ট হবে ‘বিজয় সফ্টওয়্যারের “SutonnyOMJ, ইউনিকোড বা অভ্র” এবং ইংরেজি “Times New Roman”। গ্রন্থ/সূত্রের পূর্ণ বিবরণ ফুটনোটে উল্লেখ করতে হবে। স্নাতক, ডিগ্রী বা সমমান ১ম বর্ষে অধ্যায়নরত শিক্ষার্থী থেকে সহকারী অধ্যাপক বা সমমানের অন্য যেকোনো আগ্রহী ব্যক্তি অংশগ্রহণ করতে পারবেন।
১৫ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে প্রবন্ধের সফ্টকপি (ওয়ার্ড এবং পিডিএফ) slalive94@gmail.com ইমেইল ঠিকানায় প্রেরণ করতে হবে।
উল্লেখ্য, পুরস্কারপ্রাপ্ত ও বাছাইকৃত লেখা SLA-এর উদ্যোগে গ্রন্থাকারে প্রকাশ করা হবে।
==========================================================================
আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন!
আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে জানতে লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।
আইডিসি মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আপনি আইডিসি মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.
আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।
কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।
ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।