ডাক্তারী ঔষধের পরও যখন বাচ্চার কান্না থামাইতে না পারে / The-Babys-Cry-Cannot-Stop
ডাক্তারী ঔষধের পরও যখন বাচ্চার কান্না থামাইতে না পারে / The-Babys-Cry-Cannot-Stop
ডাক্তারী ঔষধের পরও যখন বাচ্চার কান্না থামাইতে না পারে / The-Babys-Cry-Cannot-Stop
গত রাতের ঘটনা দিয়েই শুরু করি। . সন্ধ্যার পর থেকে নুসাইবার অবস্থা একটু অস্বাভাবিক লাগছিলো। শুরুতে বিষয়টা আমি খেয়াল করিনি। তার মা লক্ষ্য করেছে। তন্দ্রা আসে। কিন্তু ঘুমায় না। একটু ঘুমালেই লাফিয়ে উঠছে। উঠেই ব্যাপক কান্না। কোল থেকে বিছানায় শোয়ানোই যায় না। চিৎকার করে কান্না করে। . সাথে আরেকটা বিষয় তার মা খেয়াল করেছে। সন্ধ্যার পর পর সর্বশেষ প্রসাব করেছিলো। কিন্তু রাত প্রায় বারোটা বেজে যাচ্ছে, কিন্তু এখনও প্রসাব-পায়খানা কিছুই করছে না। স্বাভাবিকভাবে ঘন্টায় নূন্যতম দুইবার প্রসাব করে। . প্রথমে ভেবেছিলাম, হয়তো পেটের গ্যাসের সমস্যার কারণে এইরকম করছে। কিন্তু, ওর আম্মু এই কথা বলার পর… সাথে সাথে নুসাইবাকে কোলে নিলাম। রুকইয়াহর দু’আ এবং ২ টা নজরের আয়াত শেষ করে, যেই আয়াতুল কুরসি পড়ছি। সে প্রসাব করে দিলো। বিছানায় শোয়াইতেই পায়খানাও কমপ্লিট। এর ২ মিনিট পর ঘুমিয়ে গেলো। . আধা ঘন্টার একটা ঘুম দিলো। একদম ফ্রেশ হয়ে উঠলো। তারপর শুরু হলো তার স্বাভাবিক কিল-বিল, ক্যাচর-ম্যাচর এবং শুয়ে শুয়ে ইনভিজিবল সাইকেল চালাতে লাগলো। কিছুক্ষণ বাপ-বেটি খেলাধুলার পর স্বাভাবিক ঘুম দিলো। . আমার লাইফে অনেক বাচ্চাকে দেখেছি সারারাত কান্না করতে। রুকইয়াহ শুরু করার পর তো অনেকেই বাচ্চা নিয়ে আসে। সন্ধ্যা থেকে নাকি কান্না শুরু করে । সারারাত কান্না করে। ঘুমায় না। খায় না। . দেখা যায়, বাচ্চাগুলোর গলায় ৪/৫ টা তাবিজ থাকে। অনেক সময় হাতে এক ধরনের গাছের জড় লাল সুতা দিয়ে বাধা থাকে। কোমরে গিট-গিট দেয়া কাইতন থাকে। অর্থাৎ ডাক্তারী ঔষধের পরও যখন বাচ্চার কান্না থামাইতে না পারে। যতদিকে যত কবিরাজ আছে, তাদের কাছে দৌড়াতেই থাকে। . যারা আসে, সবাইকে তো রুকইয়াহ করে দেয়া সম্ভব হয় না। আমার ঘরে যেহেতু রুকইয়াহ-র অলিভ ওয়েল এবং পানি থাকে। ওখান থেকে অল্প করে দিয়ে দিই। ব্যবহার করার জন্য। এবং রুকইয়াহর গোসলের নিয়মটা শিখিয়ে দিই। বেশিরভাগ ক্ষেত্রে এতেই আলহামদুলিল্লাহ কাজ হয়। . বাচ্চাদের রুকইয়াহ করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। আমরা যে স্বাভাবিক সূরাগুলো জানি ওগুলো + রুকইয়াহর দু’আগুলো মুখস্থ করে নিলেই সম্ভব। এইটা আমরা একটু চেষ্টা করতেই আয়ত্ত করে নিতে পারি। অথচ এইটা জরুরী একটা বিষয়। … অন্তত, ইমার্জেন্সীর সময় ঘরের বাচ্চাদের জন্য পরের কাছে দৌড়াতে হবে না। Written By: Tufael Khan
আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন!
আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে জানতে লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।
আইডিসি মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আপনি আইডিসি মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.
আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।
কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।
ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।
ইসলামী দাওয়াহ সেন্টারকে সচল রাখতে সাহায্য করুন!
ইসলামী দাওয়াহ সেন্টার ১টি অলাভজনক দাওয়াহ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ইসলামিক ব্লগটি বর্তমানে ২০,০০০+ মানুষ প্রতিমাসে পড়ে, দিন দিন আরো অনেক বেশি বেড়ে যাবে, ইংশাআল্লাহ।
বর্তমানে মাদরাসা এবং ব্লগ প্রজেক্টের বিভিন্ন খাতে (ওয়েবসাইট হোস্টিং, CDN,কনটেন্ট রাইটিং, প্রুফ রিডিং, ব্লগ পোস্টিং, ডিজাইন এবং মার্কেটিং) মাসে গড়ে ৫০,০০০+ টাকা খরচ হয়, যা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেকারনে, এই বিশাল ধর্মীয় কাজকে সামনে এগিয়ে নিতে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, এমন কিছু ভাই ও বোন ( ৩১৩ জন ) দরকার, যারা আইডিসিকে নির্দিষ্ট অংকের সাহায্য করবেন, তাহলে এই পথ চলা অনেক সহজ হয়ে যাবে, ইংশাআল্লাহ।
যারা এককালিন, মাসিক অথবা বাৎসরিক সাহায্য করবেন, তারা আইডিসির মুল টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইংশাআল্লাহ।
আইডিসির ঠিকানাঃ খঃ ৬৫/৫, শাহজাদপুর, গুলশান, ঢাকা -১২১২, মোবাইলঃ +88 01609 820 094, +88 01716 988 953 ( নগদ/বিকাশ পার্সোনাল )
ইমেলঃ info@islamidawahcenter.com, info@idcmadrasah.com, ওয়েব: www.islamidawahcenter.com, www.idcmadrasah.com সার্বিক তত্ত্বাবধানেঃ হাঃ মুফতি মাহবুব ওসমানী ( এম. এ. ইন ইংলিশ, ফার্স্ট ক্লাস )