আল্লাহ তা’আলা বান্দার রিযিক নির্ধারণ করে রেখেছেন / God-Determines-The-Sustenance-Of-His-Servants

 
God-Determines-The-Sustenance-Of-His-Servants
 
 
 

আল্লাহ তা’আলা বান্দার রিযিক নির্ধারণ করে রেখেছেন / God-Determines-The-Sustenance-Of-His-Servants

 
আমি কুরআনের ৯০ জায়গায় পেয়েছি, আল্লাহ তা’আলা বান্দার রিযিক নির্ধারণ করে রেখেছেন এবং রিযিকের দায়িত্ব নিয়েছেন। . কেবল এক জায়গায় পেয়েছি- ‘শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভয় দেখায়’। (সুরা বাক্বারা, আয়াত: ২৬৮) . আমরা মহান সত্যবাদির ৯০টি ওয়াদার প্রতি আস্থা রাখি না, অথচ মিথ্যুকের একটি কথার ওপর দৃঢ় বিশ্বাস রাখি! . – হাসান আল বাসরী (রাহ.) [সূত্র: তাফসীরে কুরতুবী] . আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা বলেন, “যমিনে এমন কোনো প্রাণী নেই, যার জীবিকার দায়িত্ব আল্লাহ্ নেননি।” [সূরা হুদ: ০৬] . কিছু কারণে বান্দার রিযিক তথা জীবিকা বৃদ্ধি পায়। সেগুলো হচ্ছেঃ ০১) একনিষ্ঠভাবে এক আল্লাহর ইবাদাত ও সৎকর্ম করা। [সূরা আন নাহল: ৯৭] ০২) বেশী পরিমাণে সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করা ও ইস্তেগফার পড়া। [সূরা নুহ: ১০-১২] ০৩) সর্বাবস্থায় আল্লাহকে ভয় করে চলা। [সূরা আত তালাক: ০২] ০৪) বেশী বেশী পবিত্র বা বৈধ রিযিকের জন্যে দোয়া করা। [সূরা বাকারাহ: ১৮৬ ] ০৫) দৃঢ়তার সাথে আল্লাহর উপর ভরসা করা। [সূরা আত তালাক: ০৩] ০৬) অসহায় দরিদ্রদের সাহায্য করা। [সহিহ বুখারি: ২৮৯৬] ০৭) হজ্জ্ব/ওমরাহ করা। [সুনানে তিরমিযি: ৮১০] ০৮) আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। [সহিহ বুখারি: ২০৬৭] ০৯) সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া। [সুনান আবু দাউদ: ২৬০৬] ১০) ফজরের সালাত জামাতের সাথে আদায় করা। [সহিহ মুসলিম: ৬৫৭] একমাত্র যে কারণে বান্দাকে রিযিক থেকে বঞ্চিত রাখা হয় তা হচ্ছে . গুনাহের কাজে লিপ্ত থাকা। [সুনান ইবনে মাজাহ: ৯০] . উল্লেখ্য হারাম উপার্জন দিয়ে গঠিত শরীরের কোন ইবাদাত আল্লাহ কবুল করেন না এবং ঐ শরীর জান্নাতে প্রবেশ করবে না। [সিলসিলা সহিহাহ: ২১২] . অতএব, আমরা হতাশ না হই। তাকদিরে আমাদের জন্য যতটুকু বরাদ্দ আছে ততটুকু আমরা পাবই। আমাদের আল্লাহর উপর ভরসা করে চেস্টা চালিয়ে যেতে হবে মাত্র। এটাই আল্লাহর ওয়াদা।

 

আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন!

 

আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে  জানতে  লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।

আইডিসি  মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আপনি আইডিসি  মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.

আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে  দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।

কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।

ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।

 

Islami Dawah Center Cover photo

 

ইসলামী দাওয়াহ সেন্টারকে সচল রাখতে সাহায্য করুন!

 

ইসলামী দাওয়াহ সেন্টার ১টি অলাভজনক দাওয়াহ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ইসলামিক ব্লগটি বর্তমানে ২০,০০০+ মানুষ প্রতিমাসে পড়ে, দিন দিন আরো অনেক বেশি বেড়ে যাবে, ইংশাআল্লাহ।

বর্তমানে মাদরাসা এবং ব্লগ প্রজেক্টের বিভিন্ন খাতে (ওয়েবসাইট হোস্টিং, CDN,কনটেন্ট রাইটিং, প্রুফ রিডিং, ব্লগ পোস্টিং, ডিজাইন এবং মার্কেটিং) মাসে গড়ে ৫০,০০০+ টাকা খরচ হয়, যা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেকারনে, এই বিশাল ধর্মীয় কাজকে সামনে এগিয়ে নিতে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, এমন কিছু ভাই ও বোন ( ৩১৩ জন ) দরকার, যারা আইডিসিকে নির্দিষ্ট অংকের সাহায্য করবেন, তাহলে এই পথ চলা অনেক সহজ হয়ে যাবে, ইংশাআল্লাহ।

যারা এককালিন, মাসিক অথবা বাৎসরিক সাহায্য করবেন, তারা আইডিসির মুল টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইংশাআল্লাহ।

আইডিসির ঠিকানাঃ খঃ ৬৫/৫, শাহজাদপুর, গুলশান, ঢাকা -১২১২, মোবাইলঃ +88 01609 820 094, +88 01716 988 953 ( নগদ/বিকাশ পার্সোনাল )

ইমেলঃ info@islamidawahcenter.com, info@idcmadrasah.com, ওয়েব: www.islamidawahcenter.com, www.idcmadrasah.com সার্বিক তত্ত্বাবধানেঃ হাঃ মুফতি মাহবুব ওসমানী ( এম. এ. ইন ইংলিশ, ফার্স্ট ক্লাস )