Two Islamic funny stories and short stories

Two Islamic funny stories and short stories -দুইটি ইসলামিক মজার কাহিনী ও ছোট গল্প

০৯ জানুয়ারি  ২০২২
ইসলামিক পিকচার
ইসলামিক মজার কাহিনী
আজকের এই আর্টিকেলে আমরা দুইটি ইসলামিক মজার কাহিনী পড়বো। আর এই ইসলামিক মজার গল্প গুলো অনেক বেশি চমৎকার হবে তোমার জন্য। অনেক ইসলামিক গল্প থেকে বাচাই করে এই ইসলামিক মজার কাহিনী বা ইসলামিক মজার গল্প ও ঘটনা গুলোকে একত্রিত করেছি। আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে অবশ্যই ইসলামিক মজার গল্প গুলো মনোযোগ দিয়ে পড়বেন এবং এই ইসলামিক মজার কাহিনী গুলো থেকে বাস্তব শিক্ষা বের করে আপনার জিবনে প্রয়োগ করার মাধ্যমে আমাদের এই ইসলামিক মজার কাহিনী নামক পোস্টটিকে সার্থক করে তুলবেন। তাহলে চলুন একটি একটি করে সবগুলো ইসলামিক গল্প ও কাহিনী পড়া শুরু করি।
ইসলামিক মজার কাহিনী ১
হযরত ওমর ও মধ্যপায়ী যুবকের ইসলামিক গল্প : একদা হযরত ওমর মদিনার কোন এক নির্যন পথ দিয়ে যাচ্ছেন। আর প্রতথমধ্যে তাঁর দৃষ্টি যায় এক যুবকের প্রতি। সে ছিল মদপানে অভ্যাস্ত। যাইহোক ওমর রাদিআল্লাহু তাআ’লা তার পরিহিত পায়জামার নিচে একটি বোতল লুকিয়ে রাখতে দেখলেন।

তাই কৌতূহলবশে ওমর রাদিআল্লাহু তাআ’লা তাঁকে জিজ্ঞেস করলেন : ওহে যুবক! তোমার পরিহিত বস্ত্রের নিচে কি লুকিয়ে রেখেছো??

তাঁর বস্ত্রের নিচে ছিল একটি বোতল। এবং বোতলটি ছিল মদ দিয়ে ভরপুর। আর এজন্যই ভয়ে বোতলটি দেখাতে ইতস্তভোধ করতে লাগলো। কিন্তু এই কঠিন মূহুর্তে সে তাঁর কৃত পাপের জন্য অনুশোচনা ও অত্যান্ত ভীত-সন্ত্রস্ত হয়ে আল্লাহর নিকট ক্ষমা ও প্রার্থনা করতে লাগলেন।

আর তিনি আল্লাহর নিকট বলতে লাগলেন : হে মহান আল্লাহ। তুমি খলিফা ওমর রাদিআল্লাহু তাআ’লার সামনে আমাকে লজ্জিত করোনা।

খলিফা ওমরের কাছে আমার দোষ গুলো প্রকাশ করো না আর আমাকে মাফ করে দেও। আমি আপনার নিকট প্রকৃত তাওবাহ করচি এবং আমি এই কথায় প্রতিশ্রুতবদ্ধ হচ্ছি যে আমি আর কখনো মদ পান করবো না। আপনি আমাকে ক্ষমা করুন এবং আমাকে ওমরের শাস্তি থেকে রক্ষা করুন।

এইরূপ তাওবাহ করা শেষে হযরত ওমর রাদিআল্লাহু তাআ’লা তাঁর বোতলটি দেখতে চাইলেন। তাই ওই যুবক বলল হে খলিফা ওমর এখানে একটি সিরকার বোতল আছে। কিন্তু হযরত ওমর তাঁর কথায় পূর্নাঙ্গ বিশ্বাস না করে তিনি দেখতে ছাইলেন।

তার কথা মত তাঁকে বোতলটি দেখানোর জন্য যুবকটি বাহির করলে দেখা যায় সত্যি বোতলটি সিরকা দিয়ে ভরপুর হয়ে আছে।

কেউ যদি কোন পাপ কাজ করার পর এরোকম অনুশোচনা করে আল্লাহর নিকট প্রার্থনা করেন ও ক্ষমা চান তাহলে আল্লাহ তাকে ক্ষমা করেন এবং তার মান সম্মান অক্ষুন্ন রাখেন।

তো এই ইসলামিক মজার কাহিনীটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না।
ইসলামিক মজার কাহিনী ২
হজ্জযাত্রী পিতা ও পুত্রের ইসলামিক মজার কাহিনী

অনেক বছর আগে এক বৃদ্ধ বাবা তাঁর পুত্রকে নিয়ে একটি হজ্জব্রত কাফেলার সাথে উঠের পিঠে করে হজ্জ পালনের উদ্দেশ্যে রওয়ানা দেন। কিছু দূর যাওয়ার পর বৃদ্ধ বাবা তাঁর পুত্রকে বলেন : তুমি ঔই কফেলার সঙ্গে যাও আমি আমার নির্দিষ্ট প্রয়োজন সেরে তোমাদের সাথে আবার যোগ দিব। আমাকে নিয়ে ভয় পেয় না। একথা বলে বাবা উঠ থেকে নেমে পড়লেন ছেলে কাফেলার সাথে চলতে লাগলেন।

কিছুক্ষণ পর সন্ধা হল। ছেলে আশেপাশে অনেক জায়গায় বাবাকে খুজতে লাগলেন কিন্তু তাঁর বাবাকে কোথাও খুজে পেলনা।
আর ছেলে ভয় পেতে লাগলো। তাই সে উট থেকে নেমে উল্টো দিকে হাঁটতে শুরু করলো। সে হাঁটতে হাঁটতে অনেক পথ পাড়ি দেওয়ার পর দেখলো দূরে এক জায়গায় তার বাবা পথ হারিয়ে বসে আছে।

তারপর ছেলে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলো এবং আদর ও সম্মান প্রদর্শন করে তার বাবাকে নিজ কাঁধে নিয়ে ছেলে আবার কাফেলার উদ্দেশ্য হাঁটতে শুরু করলো।
বন্ধুরা এই পরিস্থিতির সমক্ষীণ আপনি হলে কি করতেন

এবার বাবা বললেন আমাকে নমিয়ে দাও আমি হেঁটে যেতে পারবো। তখন ছেলে বলল : বাবা আমার কোন সমস্যা হচ্ছে না তোমার ভার এবং আল্লাহর ইবাদত আমার কাছে সবচেয়ে প্রীয়।
একথা শুনে কোন কিছু না বলেই বাবা কেঁদে পেললেন এবং বাবার চোখের পানি ছেলের মুখের উপর গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো।

তারপর ছেলে বলল বাবা কাঁদছেন কেন?? বলছি তো আমার কোন কষ্ট হচ্ছেনা আপনার ওজন বহন করতে।
বাবা বললেন আমি সেই জন্য কাঁদছি না আমি কাঁদছি আজ থেকে পঞ্চাশ বছর আগে এই রাস্তা দিয়ে আমি আমার বাবাকে এই ভাবে নিয়ে গেছি। আর তখন আমার বাবা বললেন তোর ছেলে ও তোকে এরকমই ভালোবাসবে। আজ আমার বাবার দোয়া কবুল হল।

তাই বৃদ্ধ বাবা মাকে আপনি যেরকম ভালোবাসেন আপনিও ঠিক তেমনটাই ফিরত পাবেন আপনার ছেলে মেয়ের কাছ থেকে। তাই আপনার মা বাবা বেছে থাকলে তাদেরকে আদর করুন আর মরে গেলে দোয়া করুন।

আজকে আপনাদেরকে দুইটি ইসলামিক মজার কাহিনী জানানোর চেষ্টা করেছি আশা করি ইসলামিক এই শিক্ষণীয় গল্প গুলো আপনার কাছে ও ভালো লেগেছ। আমাদের অন্যান পোস্টগুলো পড়ার অনুরোধ রইল

IDC Partner

আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন।

 

আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে বিস্তারিত জানতে  লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।

আইডিসি  মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আপনি আইডিসি  মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.

আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে  দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।

কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।

ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।

Islami Dawah Center Cover photo

ইসলামী দাওয়াহ সেন্টারকে সচল রাখতে সাহায্য করুন!

 

ইসলামী দাওয়াহ সেন্টার ১টি অলাভজনক দাওয়াহ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ইসলামিক ব্লগটি বর্তমানে ২০,০০০+ মানুষ প্রতিমাসে পড়ে, দিন দিন আরো অনেক বেশি বেড়ে যাবে, ইংশাআল্লাহ।

বর্তমানে মাদরাসা এবং ব্লগ প্রজেক্টের বিভিন্ন খাতে (ওয়েবসাইট হোস্টিং, CDN,কনটেন্ট রাইটিং, প্রুফ রিডিং, ব্লগ পোস্টিং, ডিজাইন এবং মার্কেটিং) মাসে গড়ে ৫০,০০০+ টাকা খরচ হয়, যা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেকারনে, এই বিশাল ধর্মীয় কাজকে সামনে এগিয়ে নিতে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, এমন কিছু ভাই ও বোন ( ৩১৩ জন ) দরকার, যারা আইডিসিকে নির্দিষ্ট অংকের সাহায্য করবেন, তাহলে এই পথ চলা অনেক সহজ হয়ে যাবে, ইংশাআল্লাহ। যারা এককালিন, মাসিক অথবা বাৎসরিক সাহায্য করবেন, তারা আইডিসির মুল টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইংশাআল্লাহ।

আইডিসির ঠিকানাঃ ক ৬৫/৫, শাহজাদপুর, গুলশান, ঢাকা -১২১২, মোবাইলঃ +88 01609 820 094, +88 01716 988 953 (নগদ/বিকাশ পার্সোনাল) ইমেলঃ info@islamidawahcenter.com, info@idcmadrasah.com, ওয়েব: www.islamidawahcenter.com, www.idcmadrasah.com সার্বিক তত্ত্বাবধানেঃ হাঃ মুফতি মাহবুব ওসমানী ( এম. এ. ইন ইংলিশ)