ধর্ষণ দেখাটা যখন এন্টারটেইনম্যান্ট / When-It-Comes-To-Entertainment-Its-Rape

 
 
When-It-Comes-To-Entertainment-Its-Rape
 
 
 

ধর্ষণ দেখাটা যখন এন্টারটেইনম্যান্ট / When-It-Comes-To-Entertainment-Its-Rape

পর্ণ ভিডিও – ধর্ষণ দেখাটা যখন এন্টারটেইনম্যান্ট। . শয়তান ওয়াসওয়াসা দিবে – ধর্ষণ দেখবি, আয় দেখে যা। . এরপর ওয়াসওয়াসা দিবে – এবার তোর ইমেজিনেশনে ধর্ষণ কর। . একদল ধর্ষক তৈরি হয়ে গিয়েছে, যারা বলে – আমরা কারো ক্ষতি করছি না, নিজেদের হাত দিয়েই চালিয়ে দিচ্ছি। . আল্লাহ’র নিষিদ্ধ কাজকে এঞ্জয়েবল কিছু হিসেবে গ্রহণ করার পরিণতি ভালো কিছু হয় না। . আমার এক পরিচিত ছেলের কাছ থেকে শোনা ঘটনা – এক হাফেযের মৃত্যু হয়েছিলো পর্ণ দেখা অবস্থায়, তার বুকের উপর ছিল সিডি/ডিভিডি, এগুলো সরানো যাচ্ছিলো না। এ অবস্থাতেই তাকে কবর দেওয়া হয়। . এবার নারীদের উদ্দেশ্যে বলছি। . লজ্জা শরমের মাথা খেয়েই বলছি। শুধু তাদের স্বার্থের কথা চিন্তা করে। হয়তো আমাকে কটু কথা শুনতেও হতে পারে – এটা জেনেই বলছি। . বলছি একজন পুরুষ হিসেবে। একজন গায়রতওয়ালা পুরুষ হিসেবে। . আমি বলছি আমার জাহেলি যুগের অভিজ্ঞতা থেকে, আর ইসলাম প্র্যাকটিসের চেষ্টা শুরু করার পরের অভিজ্ঞতা থেকে। . আপনি যদি চান কোন ছেলের ইমেজিনেশনে তার “ভোগ্যপণ্য” না হতে, ইসলামী শরিয়াহ অনুসারে পর্দা করা শুরু করুন। আগেকার সময়ে বিধর্মী নারীরাও পর্দা করতো। বিধর্মী হলেও তাদের অন্তত সেই আত্মসম্মানবোধ ছিল, যা এখনকার অনেক মুসলিম নারীদের নেই। . একটা বাস্তব ঘটনা বলছি। আমার নিজের কানে শোনা, নিজের চোখে দেখা। . একবার দুই ছেলে টং এ দাঁড়িয়ে ছিল। টং এ ছিলেন তাদের মায়ের / দাদির বয়সী মহিলা। তারা এক সময় কোন একটা মেয়েকে দেখে একজন আরেকজনকে বললো – চল, ঐ মেয়েটার ছবি তুলে ওর সাথে সেক্স করি। . আল্লাহ’র কসম, এটা আমার বানানো ঘটনা না। ছেলেরা সহজেই বুঝে যাবে এর মিনিং কি। নারীরা সহজে বুঝবে কিনা আইডিয়া নেই, এটাই বলি, সেই মেয়েকে তারা তাদের ইমেজিনেশনে ধর্ষণের ইচ্ছা করেছিলো। . আরেকটা ঘটনা যা আমার একজন পরিচিত ছেলের থেকে শোনা। স্কুলে থাকতে তার এক পরিচিত ছেলে একবার তার ফ্রেন্ডের মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে সেই মাকে ইমেজিনেশনে ধর্ষণ করেছিল। . হে নারী, অনলাইনে বা অফলাইনে নিজের চেহারা দেখানো থেকে দূরে থাকুন। ইসলামী শরিয়াহ অনুসারে পর্দা করুন। ছেলেদের বিষয়ে স্ট্রিক্ট থাকুন – অনলাইনে ও অফলাইনে। . হে নারী, নিজের বিষয়ে আত্মসম্মানবোধ রাখুন। আপনি আপনার মর্যাদা খুঁজে পাবেন ইসলামে, অন্য কোথাও নয়। আপনি ইসলামে আপনার মর্যাদা এই কারণে খুঁজে পাবেন যে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ’র দেওয়া ওয়ান এন্ড অনলি মনোনীত দ্বীন (জীবনব্যবস্থা) ইসলাম। . হে নারী, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দ্বীনের একজন অনুসারী হিসেবে এবং গায়রতওয়ালা পুরুষ হিসেবে নিজ কর্তব্য পালনের চেষ্টা করলাম কিছু কথা লিখে। আপনি সাবধান হতে পারে, উড়েও বেড়াতে পারেন। ইটস আপ টু ইউ। . হে মুসলিম ভাই, শয়তান আপনাকে দিয়ে ফিজিক্যালি ধর্ষণ করাতে না পারলেও চেষ্টা করবে ইমেজিনেশনে কাউকে ধর্ষণ করানোর – আপনি হুজুর হোন, আলিম হোন বা যে-ই হোন না কেন। কোন জীবিত ব্যক্তিই ফিতনা থেকে মুক্ত না। . ভাইয়েরা, চলুন আমরা সবাই আল্লাহ’র সাথে সৎ থেকে চিন্তা করে দেখি – আমি কি ধর্ষক ? ধর্ষণের বিরোধিতা শুরু হোক আমার নিজেকে ঠিক করা দিয়েই। আমার চোখের ধর্ষণ, অন্তরের ধর্ষণ, যে কোন ধরণের ধর্ষণ থেকে যে কোন ধর্মের নারীদের হেফাযতের জন্য চলুন আল্লাহ’র কাছে দুয়া করি।

 

আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন!

 

আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে  জানতে  লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।

আইডিসি  মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আপনি আইডিসি  মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.

আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে  দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।

কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।

ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।

 

Islami Dawah Center Cover photo

 

ইসলামী দাওয়াহ সেন্টারকে সচল রাখতে সাহায্য করুন!

 

ইসলামী দাওয়াহ সেন্টার ১টি অলাভজনক দাওয়াহ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ইসলামিক ব্লগটি বর্তমানে ২০,০০০+ মানুষ প্রতিমাসে পড়ে, দিন দিন আরো অনেক বেশি বেড়ে যাবে, ইংশাআল্লাহ।

বর্তমানে মাদরাসা এবং ব্লগ প্রজেক্টের বিভিন্ন খাতে (ওয়েবসাইট হোস্টিং, CDN,কনটেন্ট রাইটিং, প্রুফ রিডিং, ব্লগ পোস্টিং, ডিজাইন এবং মার্কেটিং) মাসে গড়ে ৫০,০০০+ টাকা খরচ হয়, যা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেকারনে, এই বিশাল ধর্মীয় কাজকে সামনে এগিয়ে নিতে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, এমন কিছু ভাই ও বোন ( ৩১৩ জন ) দরকার, যারা আইডিসিকে নির্দিষ্ট অংকের সাহায্য করবেন, তাহলে এই পথ চলা অনেক সহজ হয়ে যাবে, ইংশাআল্লাহ।

যারা এককালিন, মাসিক অথবা বাৎসরিক সাহায্য করবেন, তারা আইডিসির মুল টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইংশাআল্লাহ।

আইডিসির ঠিকানাঃ খঃ ৬৫/৫, শাহজাদপুর, গুলশান, ঢাকা -১২১২, মোবাইলঃ +88 01609 820 094, +88 01716 988 953 ( নগদ/বিকাশ পার্সোনাল )

ইমেলঃ info@islamidawahcenter.com, info@idcmadrasah.com, ওয়েব: www.islamidawahcenter.com, www.idcmadrasah.com সার্বিক তত্ত্বাবধানেঃ হাঃ মুফতি মাহবুব ওসমানী ( এম. এ. ইন ইংলিশ, ফার্স্ট ক্লাস )