আপনাদের যত প্রশ্ন (প্রথম পর্ব) / As-Many-Questions-As-You-Phase-1

 
 
As-Many-Questions-As-You-Phase-1
 
 
 

আপনাদের যত প্রশ্ন (প্রথম পর্ব) / As-Many-Questions-As-You-Phase-1

 
গত ১০-১১-২০১৭ তারিখ রোজ শুক্রবার এই গ্রুপে সরাসরি উন্মুক্ত প্রশ্নোত্তরের আয়োজন করা হয়। সেখানে উপস্থাপন করা প্রশ্নগুলোর উত্তর এখানে লিপিবদ্ধ করা হল।
 
প্রশ্নঃ১ রকইয়াহ এবং ডিটক্স একই সাথে চালানো যাবে কি?
 
উত্তরঃ ডিটক্সের সাথে রুকইয়াহ শোনা যেতে পারে, অন্য কিছু না।
 
প্রশ্নঃ২ কোন সমস্যা না থাকলে রুকইয়াহ শোনা যাবে কি? আমার শুনতে অনেক ভাল লাগে।
 
উত্তরঃ না শোনাই ভালো, কি হবে না হবে বলা যায় না। চাইলে সাধারণ তিলাওয়াত শোনেন।
 
প্রশ্নঃ৩ রুকইয়াহ কি ১০০ ভাগ কাজ করে? সবাই কি ভাল হয়?
 
উত্তরঃ না। অনেকের ক্ষেত্রে আল্লাহর পরীক্ষা নেন। বলা যায় সঠিকভাবে রুকইয়া রুকইয়াহ করলে সফলতার হার ৯৮%।
 
প্রশ্নঃ৪ সিলেটে এবং রাজশাহীতে রুকাইয়া সেন্টার কি আছে?
 
উত্তরঃ আমাদের পরিচিত নেই।
 
প্রশ্নঃ৫ রুকইয়াহর গোসলের পানি এখন পরে রেখে দিয়ে, সেই পানি দিয়ে ৭/৮ ঘন্টা পর গোসল করা যাবে?
 
উত্তরঃ হ্যাঁ যাবে
 
প্রশ্নঃ৬ ঘন ঘন বোবায় ধরা কি জিন এর লক্ষণ?
 
উত্তরঃ হ্যা, এটা জ্বিন ধরার লক্ষনগুলোর একটা। আরও লক্ষন আছে।
 
প্রশ্নঃ৭ রুকইয়ার পানি পড়ে রেখে দিলাম। এক মগ মগ করে নিয়ে গোসলের পানিতে মিশিয়ে গোসল করলাম। এভাবে করলে হবে?
 
উত্তরঃ হ্যাঁ অবশ্যই। ডিটক্স প্রোগ্রামে তো এভাবে বলা আছে। তবে প্রতিবার নতুন করে পড়লে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে।
 
প্রশ্নঃ৮ জীন কি কি প্রাণীর রূপ ধরে সাধারণত?
 
উত্তরঃ কুকুর, বিড়াল, ইঁদুর, কাক, সাপ।
 
প্রশ্নঃ৯ পিপড়ার রূপও ধরতে পারে?
 
উত্তরঃ আমি যেগুলো বলেছি এসব কমন, রূপ তো যার ইচ্ছা ধরতে পারে।
 
প্রশ্নঃ১০ Ruqyah kono karone majkane 2/1din gap porle ki notun kre suru krte hoy?
 
উত্তরঃ নাহ। তবে গ্যাপ দিলে যে উপকারটা হয়েছে এতদিনে এরমধ্যে কমতি চলে আসে।
 
প্রশ্নঃ১১ কুরআনের আয়াত শুনলে শরীর শিহরিত হয়, কেঁপে উঠে, এটা কিসের লক্ষণ?
 
উত্তরঃ জিন (সম্ভবত)
 
প্রশ্নঃ১২ সাত দিনের যে ট্রিটমেন্ট দিয়েছিলেন সেক্ষত্রে কি সূরা বাকারা একসাথেই পড়তে হবে না অল্প অল্প করে দুই তিন দিনে পড়লেও হবে??
 
উত্তরঃ দুই-তিনদিনেও পড়তে পারেন সমস্যা নাই ইনশাআল্লাহ। তবে এক্ষেত্রে দুইতিনদিন পর প্রোগ্রাম শুরু করাই ভালো হবে। তাহলে সুরা বাকারার পুর্ন ফায়দা পাওয়া যাবে।
 
প্রশ্নঃ১৩ একবারে রুকইয়ার পানি তৈরি করে কি অনেকে খেতে বা ব্যাবহার করতে পারবে??
 
উত্তরঃ জি পারবে। তবে পড়ার সময় শুরুতেই সবার নিয়াত করলে ভালো ফল পাওয়া যাবে ইনশাআল্লাহ।
 
প্রশ্নঃ১৪ দোয়া পড়া পানি বাথরুমে গসুলের সময় ব্যাবহার করলে তা ফ্লোরে পড়লে গুনাহ হবে না তো আমার???
 
উত্তরঃ না। পানি ঢালার পরেই পানির কাজ শেষ। এটা কুরয়ান নয়, পানি।
 
প্রশ্নঃ১৫ অলিভ অয়েল সবুজ না ব্যাবহার করে ইয়েলো টা ভালো মানের হলে হবে নাকি সবুজই লাগবে?? বাসায় ইয়েলোটা আছে
 
উত্তরঃ সবুজটা বেশি ভালো তাই বলেছি উত্তম। কিন্তু সবুজই লাগবে এরকম কিছু তো বলিনি
 
প্রশ্নঃ১৬ 1. family member der Modhe relationship valo thakar jonno kon Ruqiah korte hobe? 2. jei family member ruqiah sunte chay na sekhetre ki kora jabe?
 
উত্তরঃ ২. তার জন্য অন্যরা তিলাওয়াত করবে। না শুনলেও সমস্যা নাই।
 
প্রশ্নঃ১৭ Meyeder saririk somossar somoy rukyah kora jabe ki???
 
উত্তরঃ অডিও শোনা যাবে। আর রুকইয়ার গোসলের জন্য নিচের লিংক দেখুন।
 
https://web.facebook.com/groups/ruqyahbd/permalink/722013137986008/
 
প্রশ্নঃ১৮ ভাইয়া পড়াশুনার জন্য কোন রুকইয়াহ আছে কি ?
 
উত্তরঃ ভাই ব্যাপারটা আসলে এমন নয় যে আমরা কিছু দোয়া বলে দিলাম আর সে ঐগুলা পড়ল আর পড়াশুনায় ভাল হল। আমাদের কার্যক্রম হল যদি বদনজর বা অন্যান্য কারনে পড়াশুনা নষ্ট হলে চিকিৎসা পদ্ধতি বাতলে দেয়া। যার যার পড়াশুনা তাকেই করতে হবে। আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি।
 
— প্রশ্ন ক্লিয়ার না। রুকইয়াহ হচ্ছে চিকিৎসা। পড়াশোনার জন্য কি ধরনের চিকিৎসা দরকার বলেন? সমস্যা থাকলে বিস্তারিত লিখে পোস্ট দিন
 
প্রশ্নঃ১৯ gorom batas sorir a laga naki mane bataser sathe jin thake… ata koto tuku sotto??? Dorja janala bondho & fan off thaka obosthay probahito hole…
 
উত্তরঃ জানিনা
 
প্রশ্নঃ২০ মরু বাসী আমি পরামর্শ ও কবিরাজি বিষয়ে জানতে চেয়ে একটি পোষ্ট করে ছিলাম। এপ্রোভ হয়েছে আজ প্রায় পাচ দিন। কমেন্ট অফ করা আছে, তাই আপনাকে মেনশনও করতে পারিনা। দয়া করে যদি দেখতেন।
 
উত্তরঃ আপনার পোস্ট নিয়ে অনেকক্ষণ ভেবেছি। উত্তর খুঁজে পাইনি দেয়ার মত। ইনশাআল্লাহ আবার চেষ্টা করব।
অন্যান্য উত্তরঃ ভাই মরু বাসী,সংক্ষেপে আপনাকে এতটুকু বলতে চাই যে,আগের সকল কর্মপন্থা পরিহার করুন এবং রুকইয়া সম্পর্কে বিস্তারিত জেনে রুকইয়া দ্বারা চিকিৎসা করুন।এব্যাপরে সহযোগিতার জন্য আমরা তৈরি আছি ইংশাআল্লাহ।
 
প্রশ্নঃ২১ কথায় কথায় দোষ ধরা,এটা কি কোন জিন সম্পর্কিত সমস্যা? এ সমস্যার জন্যে ভাই এ ভাই অনেক সমস্যা হচ্ছে।ভাই এ ভাই দ্বন্দ্ব সৃষ্টির জন্যে কি কেউ এটা করছে কি না সেটাও বুঝতে পারছি না।
 
উত্তরঃ যাদুর কারণে হতে পারে। বিস্তারিত লিখে পোস্ট দিন
 
প্রশ্নঃ২২ রুকিয়া গোসল না করে শুধু রুকিয়া তিলাওয়াত করলে কি কাজ হবেনা?
 
উত্তরঃ তিলাওয়াতটাই মূলত রুকিয়াহ। বাকিটা সাপ্লিমেন্টারী, যেন কাজ দ্রুত হয়, কষ্ট কম হয়। ইত্যাদি
 
প্রশ্নঃ২৩ ছোট বাচ্চার বদনজরের জন্য ডিটক্স টা কি করতে পারব? বাচ্চার বয়স ষোলো মাস।
 
উত্তরঃ দরকার নেই, সাধারণ রুকইয়া করেন
 
প্রশ্নঃ২৪ সাত দিনের যে ডিটক্স রুকিয়া দিয়েছিলেন সেটা কি টিউমারের জন্য করা যাবে?
 
উত্তরঃ ভাই এটাতো কমন রুকইয়াহ, কি বলব আর?
 
প্রশ্নঃ২৫ কমন রুকিয়া মানে ভাই বুঝলাম না??
 
উত্তরঃ কমন মানে বদনজর, জ্বিন, যাদুর -সবকিছুর জন্য করা যাবে।
 
প্রশ্নঃ২৬ ভাই আমি বুঝতেছি না ৭ দিনের যে ডিটক্স রুকিয়া দেয়া হয়েছিল সেটা আমি টিউমারের জন্য করতে পারব নাকি?
 
উত্তরঃ সুস্থতা আল্লাহর হাতে। যেকোন রোগের জন্য রুকইয়া ও ডিটক্স করা যায়
প্রশ্নঃ২৭ সেলফ রুকিয়ার ক্ষেত্রে যে আয়াত গুলো পানিতে ফু দিয়ে খেতে ও গোসল করতে বলা হয়, আমি যদি সেটা করি কিন্ত রুকিয়ার অডিও না শুনি তাহলে কাজ হবে না?
 
উত্তরঃ শুনলে শুনার কাজ হবে পানিতে পানির কাজ হবে। রেজাল্ট পেতে প্রেসক্রিপশন প্রোপারলি ফলো করতে হবে।
 
প্রশ্নঃ২৮ Kalo kukur soytan, dekhlei mere felte hoy, kothata ki sotti?
 
উত্তরঃ না। এব্যাপারে আলেমদের বিস্তারিত আলোচনা আছে, ওঁই হাদিসের ব্যাখ্যা দেখলেই পাবেন।
 
প্রশ্নঃ২৯ Sob Jinn ki urte pare??
উত্তরঃ আমার জানামতে – না।
প্রশ্নঃ৩০ রুকাইয়া লাউড ভলিওম শুনলে বাসার অন্যদের কানে গেলে কোন সমস্যা আছে কি?
উত্তরঃ না
প্রশ্নঃ৩১ Abdullah vai,sorire jin r asor thakle bujhbo ki kore??? ota to bodnojor o hote pare,jiner bodnojor r asor r majhe patthoko ki???
উত্তরঃ রুকইয়া করলেই বুঝা যাবে। বিস্তারিত জানতে লেখাগুলো পড়ুন https://facebook.com/notes/abdullah-almahmud/ruqyah-shariyah-index/1120126468076882
প্রশ্নঃ৩২ জিন দের পা উলটা থাকে এ কথা কি ঠিক?
উত্তরঃ সম্ভবত না
প্রশ্নঃ৩৩ Halal Proyojon e jinn dara sahajjo neoa ki thik? jemon amra manus theke nei
উত্তরঃ না
প্রশ্নঃ৩৪ ব্ল্যাক ম্যাজিকের জন্য সিহরের যে রুকইয়ার সেটা যদি শুধু অডিও ই শুনি বাট যে গোসল করতে বলা হয়েছে সেটা যদি না করি তাহলে কি রুকইয়া কাজ করবে?
উত্তরঃ Fatima Binte Abdul Wahid এর কমেন্ট দেখুন
প্রশ্নঃ৩৫ Jinn ra odrisso, kintu odrisso obosthai ki tader touch kora jay? i mean if i shoot a jinn can he be harmed?
উত্তরঃ তাঁরা যদি কোন থ্রিডি ক্রিয়াচারে থাকে তাহলে মারতে পারবেন। এমনিতে না
প্রশ্নঃ৩৬ রুকাইয়া অডিও শোনার পর প্রচণ্ড ঘুম আসা কিসের লক্ষণ ?
উত্তরঃ সাধারণত নজর
প্রশ্নঃ৩৭ ধন্যবাদ ভাই । এছাড়া অন্য আর কি হতে পারে ? আমার একটু শুনেই ঘুম আসছিল।
উত্তরঃ আমি যতদূর বুঝি জ্বিনের জন্যও হতে পারে। জ্বিন আপনাকে কুরয়ান শুনতে দিবে না। নানান তালবাহানা করবে। অভিজ্ঞ রাক্বীরা সহজেই বুঝতে পারেন কোন বদনজর আর কোনটা জ্বিনের কারনে হইছে। Fz Imran হযরত ঠিক বলেছি কি?
অন্য উত্তরঃ যতদূর জানি জ্বীন-ও বদনজর দিতে পারে ।
প্রশ্নঃ৩৮ অনেক সময় পরিচিত মানুষেরা আমাদের পুরাতন ব্যাবহার্য কাপড় চায়। এদের মধ্যে অনেককেই বিশ্বাস করা যায় না। আবার অনেক সময় পুরাতন কাপড় চোপড় এর বিনিময়ে পাতিল কিনে থাকে। এক্ষেত্রে কাপড়কে কিভাবে সুরক্ষিত রাখা যায়। এমন কোন নিয়ম কি আছে যেটা অনুসরণ করলে সেই কাপড়ে দিয়ে পরে কেউ যাদু করতে পারবে না।
উত্তরঃ কিছু দোয়া কালাম পড়ে ফুঁ দিয়ে দেয়া। আর কাপড় একদম ধোয়া থাকলে, ব্যবহারের আলামত না থাকলে যাদু করা যায় না যতদূর জানি। আরও সন্দেহ হলে না দেয়া।
প্রশ্নঃ৩৯ Apnader ki kno class nen aro raqi toirir jonno? na nile ami ki bd te shikhte parbo?
উত্তরঃ জ্বি না। আমাদের রাক্বী তৈরীর কোন ক্লাস নেওয়া হয় না
প্রশ্নঃ৪০ Jodi somvob hoy suru korle valo hbe
উত্তরঃ সহিহ শুদ্ধভাবে কুরাআনুল কারীম পড়তে জানলে,আপনিও রুকাইয়াহ করতে পারবেন,সমস্যা নাই।
প্রশ্নঃ৪১ Apnara ekta kaj korte paren vai. Ekhon onek madrasha te arabi shekahai sadharon manush der. oisob madrasah er hujur der ektu request korlei tarai raji hoben amader shikhate. Vai eita korle onek manush er valo hbe. Ei group die ar kototuku korben? onek neki hobe eita korle inshaallah।
উত্তরঃ সুন্দর প্রস্তাব। তবে আপনার যদি আগ্রহ থাকে আপনি নিজেই রাক্বী হতে পারবেন। এই গ্রুপের পিন পোস্টগুলো কেউ একটু মনোযোগ দিয়ে পড়লেই যথেষ্ঠ হবে ইনশাআল্লাহ।
প্রশ্নঃ৪২ Zazakallah vai, tbe request, bepar ta vebe dekhben
উত্তরঃ এরপর রুকইয়াহ ওয়ার্কশপ হলে জানানো হবে। তখন ইনশাআল্লাহ অংশ নিতে পারবেন
প্রশ্নঃ৪৩ ৭ দীনের পোস্ট এ রাতরে ওলিভওয়েল দেওয়ার পর ,সকালে গোসল করার কথা বলা হয়েছে। সেই গোসলটা ফজরের নামাজের আগেহ করতে হবে ? কারণ যেহেতু নামাজ পরব ফজরের।
উত্তরঃ আপনার ইচ্ছা। ধরাবাঁধা নাই।
প্রশ্নঃ৪৪ Bann mere kauke vuliye dile ba karo bicched ghotale..bann katanor poreo ki same obostha thakey na ki shob mone pore jay?
উত্তরঃ মানে জানা মতে,মনে থাকার কথ।
প্রশ্নঃ৪৫ Tar mane bann kete gele shob normal hoye jabe taito vai? Thank you bro..actually amon akta situationey porechi amar wife k niye.. tai oviggo karo theke jene neyata better mone holo.
উত্তরঃ ব্যাপারটা এরকম না যে বিচ্ছেদের যাদু হলে সব ভুলে যায়। বরং এতে ঝগড়া বাধে, একে অন্যকে দেখতে পারে না।
প্রশ্নঃ৪৬ Ji bhai agey akrokom.chilo akhon akebarey onno rokom. Jadu kete gele jodi shob normal hoye jay tahole Alhamdulillah
প্রশ্নঃ৪৭ কেস স্ট্যাডি – আবু মুহাম্মাদ ভাই: (একটা জায়গায় নিচের মত লেখা আছে: “আমি তিন কুল পড়ে নিজের শরীর বন্ধক দিয়ে নিলাম”) – এখানে “শরীর বন্ধক” মানে কি বুঝানো হয়েছে? “শরীর বন্ধক” এর কি কি পদ্ধতি রয়েছে ?
উত্তরঃ হাতে ফু দিয়ে সারা গায়ে বুলিয়ে নিলাম।
প্রশ্নঃ৪৮ শুধু নাম আর ছবি দিয়ে কি ব্ল্যাক ম্যাজিক করতে পারে???
উত্তরঃ শুধু নাম ছবি দিয়ে যাদু করা যায় না। কাউকে যাদু করতে তার নিজের অংশ লাগে। তবে নাম এবং ছবি জিনকে দেখিয়ে তার সাহায্য নিয়ে কোন অংশ (চুল কাপড় ইত্যাদি) জোগাড় করে তারপর যাদু করা যেতে পারে।
প্রশ্নঃ৪৯ রুকইয়াহ শুনার আগে কি অযু করা জরুরী???
উত্তরঃ অযু করে নিয়্যাত করে নিলে বেশি ফায়দা পাবেন।
প্রশ্নঃ৫০ মৃগী রোগ কি জ্বীনে ধরার আছর?
উত্তরঃ জানা মতে,জ্বী, এটা একটা লক্ষণ, বাকি লক্ষণগুলো এখানে পাবেন https://facebook.com/notes/abdullah-almahmud/ruqyah-shariyah-index/1120126468076882
প্রশ্নঃ৫১ সিহর কি?
উত্তরঃ Black magic
প্রশ্নঃ৫২ জাদুর মাধ্যমে যদি কারো বিবাহ বিচ্ছেদ ঘটানো হয়, তাহলে কি সেই বিবাহ বিচ্ছেদ আদো কার্যকর হবে? রুকিয়া করার মাধ্যমে সুস্থ হওয়ার পর, জাদুর মাধ্যমে বিচ্ছেদ হওয়া দম্পতি কি আবার একত্রে বসবাস করতে পারবে?
উত্তরঃ তালাক দিলে তালাক হয়ে যাবে। সেটা যেভাবেই দিক
প্রশ্নঃ৫৩ জ্বিন যদি বাসায় বসবাস করে পরিবারসহ তাহলে জ্বিনের কি বাচ্চা জন্মগ্রহন করতে পারে?
উত্তরঃ আচ্ছা। জিন প্রায় সব বাড়িতেই থাকে। তাঁরা তাদের নিজেদের মতই থাকে। নিজেরাই সংসার করে। বাচ্চাকাচ্চা না হওয়ার তো কোন কারন নাই। দেখতে হবে তাঁরা আমাদের কোন ক্ষতি করছে কি না।
প্রশ্নঃ৫৪ জিনরা জিবিকা এর জন্য কি মানুষ এর মতই চাকুরি ব্যবসা করে?
উত্তরঃ জানা নাই, জ্বিন দের আলাদা রাজত্ব আছে।
প্রশ্নঃ৫৫ আপনারা এটি কিভাবে হাসিল করলেন প্লীজ ? এই বিষয়ে কি কলেজ ভার্সিটি পর্যায়ে পড়া লেখা আছে ?
উত্তরঃ আরবের কিছু ইউনিতে এই বিষয়ে পড়ানো হয়, পশ্চিমা দেশে আছে নাকি জানিনা। আর এটা হাসিল টাসিলের কিছু না। জাস্ট নলেজ আর এক্সপেরিয়েন্স। বিভিন্ন বই, ব্লগ, ওয়েবসাইট এবং লেকচার থেকে শিখেছি।
প্রশ্নঃ৫৬ Ami ak hujur k chini uni holo mosjider imam. Uni todbir dey but taka ney na.. nij icchay jodi keu dey tahole sheta ney. Toh unar kache jawa ki thik?
উত্তরঃ এটা কোন ক্রাইটেরিয়া না। টাকা নেয়া না নেয়ার সাথে হালাল হারামের সম্পর্ক কিসের। সে কিভাবে কি করছে সেটা বিবেচ্য হবে।
প্রশ্নঃ৫৭ তাবিজ পরা ঠিক না।তাহলে মসজিদ এর ইমাম রা কিভাবে তাবিজ দেয়? কয়েকজন ইমামকে দেখলাম দিতে,তাহলে উনারা এ পথে থেকে কিভাবে করে! উনারা বলে আল্লাহর কালাম থাকলে নাকি সেই তাবিজ পরা যায়??একটু বিস্তারিত বললে ভালো হয়
উত্তরঃ দুঃখিত এখানে ফাতওয়া দেয়া সম্ভব না। আর আমাদের দেশে সেসব হুজুর এসব তাবিজ কবচ করে তাদের বেশিরভাগই এব্যাপারে গভীর জ্ঞান রাখে না।
প্রশ্নঃ৫৮ রুকাইয়ার অডিও গুলা কি অন্য কাজ করে করে শুনা যাবে?
উত্তরঃ যাবে,তবে ফায়দা কম হবে।যত মনোযোগ দিয়ে শুনবেন তত বেশি উপকৃত হবেন।
প্রশ্নঃ৫৯ জিন কি বংশগতভাবে আসর করতে পারে? যেমন আমার নানি ও দাদির উপর জিনের আসর ছিল। তাহলে আমার উপরও কি আসর করতে পারে? মানে সম্ভাবনা কি বেশি থাকে?
উত্তরঃ সম্ভাবনার কথা বলতে পারছি না। তবে পূর্বের কোন ঝামেলা থাকলে এরকম হতে পারে। বাদবাকি কেস স্ট্যাডি ডক দেখে নিতে পারেন। সেখানে অভিশাপ বিষয়ে একটা প্রশ্ন আছে। https://m.facebook.com/notes/ruqyah-support-bd/doc/723136044540384/?refid=18
প্রশ্নঃ৬০ আমার নিজের দীর্ঘদিন ধরে জ্বীন ও জাদুর সমস্যা চলছে।অনেক হুজুর কবিরাজ দেখিয়েছি।খুবএকটা কাজ হয়নি।আমার এক আত্মীয় আমার জন্য হুজুর ব্যবস্থা করায় তার ছেলে জ্বীনগ্রস্ত, এমনকি পাগলামি ও করে।আমরা কোন রাকীর মাধ্যমে চিকিৎসা করাতে চায়।চিটাগাং এ কোন রাকীর ঠিকানা থাকলে জানাবেন প্লিজ।
উত্তরঃ এখানে কথা বলে দেখুন https://web.facebook.com/ruqyah.center.bangladesh/
প্রশ্নঃ৬১ ক্যানসার রোগের জন্য কি রুকাইয়া করা যেতে পারে?
উত্তরঃ যেকোন রোগের জন্য রুকইয়া করা যাবে। তবে শিফা দেয়ার ক্ষমতা আল্লাহর কাছে
প্রশ্নঃ৬২ Dindaar jinn der ki bondhu banano shombvob?
উত্তরঃ অনর্থক। দিনদার জিনদের বহুত কাজ আছে। ইবাদাত আছে। ভাল জিন বন্ধুত্ব পাতাইতে আসবে বলে আমি মনে করি না।
প্রশ্নঃ৬৩ ফেসবুকে ছবি দেখে কি নজর লাগতে পারে? ফেসবুক থেকে ছবি নামিয়ে বাবা -মার নাম দিয়ে যাদু করা সম্ভব?
উত্তরঃ ১. নজর মেবি লাগবে না
২. যাদুর ব্যাপারে উপরে বলা হয়েছে। প্রশ্ন নং ৫০ দেখুন।
প্রশ্নঃ৬৪ Accha bod nojorer ruqyah er pashapashi 7days er oi ruqyah kora jabe naki shudhu 7days er ta korlei hobe?
উত্তরঃ যে কোন একটা করলেই হবে ইনশাআল্লাহ
প্রশ্নঃ৬৫ kew jodi jin dara possessed hoy.but sheta she blv na kore and sura kalam porte bolle chillapalla kore tar jonno ki bebostha ase?
উত্তরঃ জোর করে ধরে অন্যরা রুকইয়া করবেন
প্রশ্নঃ৬৬ রুকাইয়া সুরা গুলা কি? আমি একটা download করছি সেটা তে আইতুল কুরছি, সুরা ফালাক,সুরা নাস আসে। এটা কি রুকাইয়া সুরার মধ্যে পরে?
উত্তরঃ এক এক সমস্যার জন্য রুকইয়াহর অডিও একেক রকম। যেটা নামিয়েছেন সেটাও একটা।
প্রশ্নঃ৬৭ আমার কনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। আমি এমনি শুনি। ভালো লাগে তাই। এটা কি শুনা যাবে। আমি এমনি শুনতে চাই এতে কনো সমস্যা হবে?
উত্তরঃ জ্বি সমস্যা হতে পারে। আপনি কুরআন ডাউনলোড করে নিন। শোনার জন্য পূর্ন কুরআনই তো আছে।
প্রশ্নঃ৬৮ ডিটক্স কি?
উত্তরঃ https://web.facebook.com/groups/ruqyahbd/permalink/734337570086898/