Conditions For Accepting Dua-দু’আ কবুলের শর্ত
Conditions For Accepting Dua-দু’আ কবুলের শর্ত
দু’আ কবুল হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে, যা আমাদের মেনে চলতে হবে। যেমনঃ
# খাদ্য, পানীয়, পোশাক-পরিচ্ছদ, বাসস্থান হালাল হওয়া।
# দু’আ কবুলের ক্ষেত্রে তাড়াহুড়া না করা।
# দু’আতে হারাম কিছু না চাওয়া।
# সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ জারী রাখা
দু’আ করার আদব সমুহঃ
# বিনীতভাবে ও গোপনে দু’আ করতে হবে।
# নীরবে দু’আ করা জোরে দু’আর চাইতে উত্তম।
# ওযু করে দু’আ করা।
# কিবলা মুখী হয়ে দু’আ করা।
# হাত তুলে দু’আ করা।
# দু’আর পূর্বে আল্লাহর প্রশংসা ও নবী (সাঃ) এর উপর দরূদ পাঠ করা।
# নেক আমল তুলে ধরে দু’আ করা।
# খালেছ নিয়তে অন্তরে দৃঢ় সংকল্প নিয়ে একাগ্রচিত্তে দু’আ করা।
# বিনয়, নম্রতা, ভীতি ও দারিদ্রতার ভাব নিয়ে দু’আ করা।
# পাপ স্বীকার করে দু’আ করা।
# আল্লাহর সুন্দর নামগুলুর মাধ্যমে দু’আ করা।
# দুরাকাত সালাত আদায় করে দু’আ করা।
# আল্লাহ ইচ্ছে করলে কবুল করুন দু’আতে এমন না বলা।
# দু’আয় সীমা অতিক্রম না করা।
দু’আ করার সময় উল্লেখিত বিষয় সমূহ যেন আমরা খেয়াল রাখি। আল্লাহ আমাদের সকলের নেক মকসুদ পুরা করুন। আমীন।
- উৎসঃ মোঃ হাসিবুর রহমান সংকলিত “কুরআনে বর্ণিত সকল দু’আ ও তার তাফসীর”
Duas Of The Quran-কুরআনের সব দু’আ
আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন!
আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে জানতে লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।
আইডিসি মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আপনি আইডিসি মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.
আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।
কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।
ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।