Halal marriage brings blessed fortune - হালাল বিয়ে সৌভাগ্য নিয়ে আসে

Halal marriage brings blessed fortune – হালাল বিয়ে সৌভাগ্য নিয়ে আসে

 

“আমি বাইশ বছর তিন মাস বয়সে বিয়ে করেছি। কিন্তু আমি এখন চিন্তা করি আমার পনেরো থেকে বাইশ বছর অবধি যেসব কবিরা গুনাহ হয়েছে, সেগুলির দায়ভার কে নিবে আমি নাকি আমার বাবা? সিরিয়াসলি আমি এটা এখন চিন্তা করি। আমি আমার বাবাকে মাফ করে দেই, তার উপর আমার কোনো দাবি নাই।

শুধুমাত্র ঢাকা মহানগরের ৬৭ ভাগ স্কুল-কলেজের স্টুডেন্টদের জীবনের স্বাদ গ্রহণ করা হয়েছে, বিয়ের আগেই। আর এটা আমার জরিপ না, তথাকথিত সেক্যুলারদের জরিপ।

হ্যাঁ সবার বিয়ে তাড়াতাড়ি প্রয়োজন এমন কোনো কথা নাই। যেমন ইমাম ইবনুল তাইমিয়্যাহ(রাহি.) বিয়ে করেননি। আবার জনৈক সাহাবি এগারো বছর বয়সে বিয়ে করেছেন। এটা ব্যক্তি বিশেষে একেকজনের ক্ষেত্রে একেকরকম।

আমি আমার ১৫ বছরের নাতিকে বলেছি, তোর যদি বিয়ে করতে হবে বলে মনে হয়, তুই যদি ফিল করিস বিয়ের প্রয়োজন, আমাকে বলবি। তোর আব্বা-আম্মা না মানলে, আমার বাসায় থাকবি তোর বউকে নিয়ে। আমি খেলে, তোরাও খাবি। যতদিন তুই নিজের পায়ে না দাঁড়াবি, আমার সাথেই থাকবি-খাবি।

রিজিকের মালিক তো আমি না। রিজিক দিবেন আল্লাহ!

ইয়াং জেনারেশন নর্দমায় গিয়ে পরতেসে, জাস্ট এটা(বিয়ে) না করার কারণে। ইয়াং জেনারেশনের মাঝে জরিপ চালান, দেখেন তারা কতো সময় সিনেমা দেইখা, গান শুইনা, পর্ণোগ্রাফি দেইখা, মাইয়্যা মাইনষের সাথে আড্ডাবাজি কইরা কাটাই দিতেসে।

আমার বউ আমার বারো দিনের ছেলেকে রেখে অনার্স পরীক্ষা দিয়েছেন। এবং তিনি অনার্সে ম্যাথম্যাটিকসে ফার্স্ট ক্লাস ফার্স্ট! এটা একটা ভোঁতা যুক্তি যে, বিয়ে করলে পড়াশোনা হয় না, ক্যারিয়ার হয় না। বরং উল্টোটা। বিয়ে হইলে ছেলেপেলে ঘরে থাকবে, বনে-বাজারে ঘুরবে না, আড্ডাবাজি করবে না। পড়াশোনায় কন্সেন্ট্রেট বাড়বে, অন্তত আমি এটাই মনে করি এবং আমার জীবন থেকে অভিজ্ঞতা পেয়েছি।

আমাদের দেশে বিয়েতে অন্তত পাঁচটা প্রোগ্রাম করা হয়। গায়ে হলুদ, বৌ-ভাত ইত্যাদি ইত্যাদি। মূলত এসবের জন্যই বিয়ে দেরিতে দেওয়া হয়। এবং এসব কালচারের প্রায় সবক’টাই ইসলাম বহির্ভূত। ইহুদি-নাসারাদের চক্রান্তের ঢালস্বরূপ!

ধরেন, একটা ছেলের দশটা গার্লফ্রেন্ড ছিল। একজনের চুল সুন্দর, একজনের চোখ সুন্দর, একজনের হাসি সুন্দর তাইলে ব্যাপারটা হইলো কি সে যখন তার বউরে পাবে, তখন সে এই সব গুণ এক মেয়ের মধ্যে খুঁজবে। কিন্তু সেটা কি সম্ভব? তারপর আবার হচ্ছে, দেরিতে বিয়ে করবার কারণে সে তার যৌবন কাটিয়েছে পর্ণ দেখে, ওখানে এক এক এক নায়িকার এক এক ফিগার। অনেক সময় ধরে তারা আনন্দ পাচ্ছে-দিচ্ছে। কিন্তু বাস্তবে এটা সম্ভব না। বাস্তবের বউ আর পর্ণের নায়িকার মাঝে তফাৎ বহুত। দেরিতে বিয়ে করবার কারণে, অনেক কিছুর স্বাদ গ্রহণ করে ফেলবার কারণে এক বউয়ের মধ্যে আর তৃপ্তি মিটে না। এজন্যই এদেশে পরকীয়ার হার বেশি!

যদি দুনিয়ার এতো এতো স্বাদ নেওয়া না হতো, যৌবনে বউ পেয়ে যেতো, কম্পেয়ার করতে হতো না। তখন কালো কুচকুইচ্চা বউকেও অপ্সরা লাগতো।

রফিকুল ইসলাম মাদানী সাহেব, ওয়েস্টার্নদের পাবলিক স্কুলগুলিকে নিয়ে উদাহরণ দিয়েছিলেন চন্দ্রঘোনা পেপার মিলের মতো। চন্দ্রঘোনা পেপার মিলে একদিকে বাঁশ ঢুকায়, আরেকদিকে কাগজ বের হয়। ঠিক ওয়েস্টার্নদের পাবলিক স্কুলগুলাতে(ইভেন আমাদের দেশেও শুরু হচ্ছে) একদিকে বাচ্চা ঢুকবে অন্যদিকে কুত্তার বাচ্চা(ওদের অশ্লীলতা দেখে না পারতে বলতে বাধ্য হয়েছেন) হয়ে বের হবে।

আমি দেশের সর্বশ্রেষ্ঠ আলেমকে প্রশ্ন করেছি, কোনো মেয়ের শারীরিক চাহিদা আছে তবে বাচ্চা সামলানো কিংবা বাচ্চা প্রসবের এবিলিটি তার মধ্যে কম থাকলে প্রোটেকশন নেওয়া যেতে পারে?
তিনি বলেছেন, হ্যাঁ অবশ্যই। অন্তত ব্যাভিচার থেকে তো বাঁচা গেল। তবে সে শারীরিকভাবে সবল হলে, তখন নিতে হবে।
রাসূল(সাঃ) গরীব হলে বিয়ে এবং হজ্ব করতে বলতেন।(সহীহ হাদীস) হজ্ব করলে রিজিক বাড়ে, বিয়ে করলে অন্যের রিজিক নিজের সাথে জড়িয়ে যায়।
সুতরাং রিজিকের জন্য ক্যারিয়ারের জন্য বিয়ে করা যাবে না, এটা ভুয়া একটা কথা। একদম লেইম এক্সকিউজ।”
শায়েখ ইঞ্জিনিয়ার এনামুল হক চৌধুরী।
[বিঃদ্রঃ উপরোক্ত লেখাগুলি শায়েখের এক ঘন্টা বত্রিশ মিনিটের একটা ভিডিও থেকে কালেক্ট করে গুছিয়ে লেখার চেষ্টা করেছি। ভুল-ত্রুটি মাফ করবেন।]
IDC Partner

আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন।

 

আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে বিস্তারিত জানতে  লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।

আইডিসি  মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আপনি আইডিসি  মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.

আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে  দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।

কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।

ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।

Islami Dawah Center Cover photo

ইসলামী দাওয়াহ সেন্টারকে সচল রাখতে সাহায্য করুন!

 

ইসলামী দাওয়াহ সেন্টার ১টি অলাভজনক দাওয়াহ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ইসলামিক ব্লগটি বর্তমানে ২০,০০০+ মানুষ প্রতিমাসে পড়ে, দিন দিন আরো অনেক বেশি বেড়ে যাবে, ইংশাআল্লাহ।

বর্তমানে মাদরাসা এবং ব্লগ প্রজেক্টের বিভিন্ন খাতে (ওয়েবসাইট হোস্টিং, CDN,কনটেন্ট রাইটিং, প্রুফ রিডিং, ব্লগ পোস্টিং, ডিজাইন এবং মার্কেটিং) মাসে গড়ে ৫০,০০০+ টাকা খরচ হয়, যা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেকারনে, এই বিশাল ধর্মীয় কাজকে সামনে এগিয়ে নিতে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, এমন কিছু ভাই ও বোন ( ৩১৩ জন ) দরকার, যারা আইডিসিকে নির্দিষ্ট অংকের সাহায্য করবেন, তাহলে এই পথ চলা অনেক সহজ হয়ে যাবে, ইংশাআল্লাহ। যারা এককালিন, মাসিক অথবা বাৎসরিক সাহায্য করবেন, তারা আইডিসির মুল টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইংশাআল্লাহ।

আইডিসির ঠিকানাঃ খঃ ৬৫/৫, শাহজাদপুর, গুলশান, ঢাকা -১২১২, মোবাইলঃ +88 01609 820 094, +88 01716 988 953 (নগদ/বিকাশ পার্সোনাল) ইমেলঃ info@islamidawahcenter.com, info@idcmadrasah.com, ওয়েব: www.islamidawahcenter.com, www.idcmadrasah.com সার্বিক তত্ত্বাবধানেঃ হাঃ মুফতি মাহবুব ওসমানী ( এম. এ. ইন ইংলিশ )