Learn Holy Quran
আমরা আমরা খুবই সহজে কুরআন শিখতে চাই ,কিন্তু শিখতে পারিনা বা কঠিন মনে হয়,তো আমি মুহাম্মাদ যুবাইর আছি আপনাদের সাথে এই সমস্যার সমাধান দিতে।
কেন আমি ,এসো সহজে কুরআন শিখি কোর্স টি বানালাম?
একজন মুসলিমের জন্য সবচে বড় দুর্ভাগ্যের বিষয় হলো, বাংলা-ইংরেজিসহ বিভিন্ন ভাষায় বই-পুস্তক পড়তে পারলেও স্বীয় রবের কালামে পাক পড়তে না পারা। কুরআন তার সামনে খুলে দিলে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া তার আর কিছুই করার থাকে না। অথচ সামান্য কিছু সময় আর শ্রমের মাধ্যমেই পবিত্র কুরআনুল কারীমের তিলাওয়াত শেখা সম্ভব। দরকার শুধু সামান্য ইচ্ছা আর হিম্মতের।
কোর্সটি কাদের জন্য?
যারা কুরআনুল কারীম মোটেই পড়তে পারেন না বা ছোটকালে শিখলেও এখন সব ভুলে গেছেন; কিন্তু নতুন করে আবার কুরআনের তিলাওয়াত শিখতে চাচ্ছেন তাদের জন্য আমাদের,এসো সহজে কুরআন শিখি কোর্সটি। একেবারে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে কোর্সটি সাজানো হয়েছে। আলিফ-বা-তা-সা থেকে পড়ানো শুরু করা হবে ইনশাআল্লাহ।কোর্স শেষ করে আপনি আল্লাহর কালাম পড়তে সক্ষম হবেন ইনশাআল্লাহ।
প্রয়োজনীয় তথ্য-
মূল দারস (ক্লাস) প্রি-রেকর্ডেড হবে। ফলে ব্যস্ত মানুষজনও নিজেদের সময়-সুযোগ মত দারসগুলো কমপ্লিট করতে পারবেন।
চারটি সেমিস্টারে মোট দারস হবে ২৫টি। কোন দারসে কী পড়ানো হবে তার বিবরণ<
এসো(তাজবীদসহ)সহজে কুরআন শিখি
কোর্সের স্ট্যাডি প্ল্যান
(আমরা আমাদের কোর্স চারটি সেমিস্টারে ভাগ করেছি!প্রতিটি সেমিস্টার শেষে অনুশীলন ও পরিক্ষা রেখেছি! সেমিস্টারগুলোর ধারাবাহিকতা রক্ষা করা সাথেসাথে অনুশীলন ও পরিক্ষা দেয়া আবশ্যক! নতুবা আপনারা কুরআন সুন্দর ও সুষ্ঠভাবে পড়তে পারবেন না।)
সেমিস্টারগুলোর ক্লাস, অনুশীলন ও পরিক্ষার সময়কাল।
প্রথম সেমিস্টারঃ
প্রথম সেমিস্টারে মোট ৯টি ক্লাস,কুরআন থেকে অন্তত পক্ষে ৫০পেইজের অনুশীলন।
এই সেমিস্টারে আমরা বলি অন্তত একমাস বা তার বেশি সময় ব্যয় করুন। সেমিস্টারের পরিক্ষায় উত্তির্ন হয়ে দ্বিতীয় সেমিস্টার শুরু করুন।
দ্বিতীয় সেমিস্টারঃ
দ্বিতীয় সেমিস্টারে মোট ৮টি ক্লাস,কুরআন থেকে অন্তত ৫০পেইজের অনুশীলন।এই সেমিস্টারে আমরা বলি অন্তত একমাস বা তার বেশি সময় ব্যয় করুন। সেমিস্টারের পরিক্ষায় উত্তির্ন হয়ে তৃতীয় সেমিস্টার শুরু করুন।
তৃতীয় সেমিস্টারঃ
তৃতীয় সেমিস্টারে মাত্র একটি ক্লাস, কুরআন থেকে অন্তত ৫০পেইজের অনুশীলন। এই সেমিস্টারে আমরা বলি অন্তত একমাস বা তার বেশি সময় ব্যয় করুন। আর সেমিস্টারের পরিক্ষায় উত্তির্ন হয়ে চতুর্থ সেমিস্টার শুরু করুন।
চতুর্থ সেমিস্টারঃ
চতুর্থ সেমিস্টারে মোট ৭টি ক্লাস।কুরআন থেকে অন্তত ১০০পেইজের অনুশীলন।
এই সেমিস্টারে আমরা বলি অন্তত একমাস বা তার বেশি সময় ব্যয় করুন। আর সেমিস্টারের পরিক্ষায় উত্তির্ন হয়ে কোর্স সমাপ্ত করে ,সহীহ-শুদ্ধ ও তারতীলেরসাথে আল্লাহর কালাম পড়তে থাকুন।🥰
প্রথম সেমিস্টারের ক্লাসগুলোর বিস্তারিত বিবরণ।
ক্লাস–১ প্রথম নয়টি হরফ(আরবী২৯টি হরফ থেকে)।
ক্লাস –২ দ্বিতীয় ১০ টি হরফ (আরবী২৯টি হরফ থেকে)।
ক্লাস –৩ তৃতীয় ১০ টি হরফ(আরবী২৯টি হরফ থেকে) ।
ক্লাস –৪ আরবী২৯ টি হরফ বার–বার পড়ে মুখস্থ করা।
ক্লাস –৫ নুক্বতার বিচারে হরফ পড়া(আকৃতিগত পার্থক্য শিখা)।
ক্লাস –৬ কাছাকাছি মাখরাজের হরফগুলোর পার্থক্য করা এবং হরফসমূহ মাখরাজ থেকে উচ্চারণ করা।
ক্লাস –৭ হরফের বদলি রূপ চিনা(শব্দে হরফের আকৃতিগত পার্থক্য শিখা)।
ক্লাস –৮ কুরআন থেকে হরফগুলো চেনার অনুশীলন।
ক্লাস –৯ কুরআন থেকে হরফগুলো চেনার অনুশীলন ও পরিক্ষার বর্নণা।
দ্বিতীয় সেমিস্টারের ক্লাসগুলোর বিস্তারিত বিবরণ।
ক্লাস –১০ যবরের পরিচয় ,পড়ার নিয়ম ও সবগুলো হরফের সাথে অনুশীলন ।
ক্লাস –১১ যেরের পরিচয় ,পড়ার নিয়ম ও সবগুলো হরফের সাথে অনুশীলন ।
ক্লাস –১২ পেশের পরিচয় ,পড়ার নিয়ম ও সবগুলো হরফের সাথে অনুশীলন ।
ক্লাস –১৩ তানবিনের পরিচয় ,পড়ার নিয়ম ও সবগুলো হরফের সাথে অনুশীলন(ইজহার,ইখফা)।
ক্লাস –১৪ সাকিনের পরিচয় ,পড়ার নিয়ম ও সবগুলো হরফের সাথে অনুশীলন (নুন সাকিন ,মীম সাকিন ও ক্বলক্বলা)।
ক্লাস –১৫ তাশদীদের পরিচয় ,পড়ার নিয়ম ও সবগুলো হরফের সাথে অনুশীলন (ওয়াজিব গুন্নাহ,লাম পুর, বারিক)।
ক্লাস –১৬ মাদ্দে আসলি ও মাদ্দে বদল এবং তিন ও চার আলিফ টানের চিহ্ন পরিচিতি ও পড়ার নিয়ম।
ক্লাস –১৭ হারাকাত ও অন্যান্য যেসকল চিনহের মাধ্যমে কুরআন পড়া হয় তার অনুশীলন শিক্ষা ও পরিক্ষা পদ্ধতি বুঝিয়ে বলা।
তৃতীয় সেমিস্টারের ক্লাসের বিস্তারিত বর্ণনা
ক্লাস –১৮ র এবং লাম পুর – বারিক করে পড়ার নিয়ম ও কুরআন থেকে বানান শিক্ষা।অনুশীলন ও পরিক্ষার বর্ণনা।
চতুর্থ সেমিস্টারের ক্লাসগুলোর বিস্তারিত বর্ণনা
ক্লাস –১৯ পূর্বের পঠিত তাজবীদসমূহ শীট থেকে বুঝিয়ে বলা ।(যেহেতু পূর্বেই আমরা ব্যাবহারিক সকল তাজবীদ শিখে ফেলেছি তাই একই সাথে সকল তাজবীদের জ্ঞান নেয়া আবশ্যক)এবং(ওয়াক্বফের আলোচনা)।
ক্লাস –২০ তিলাওয়াতের আদব – কায়দা।
ক্লাস –২১ তিলাওয়াত মশ্বকের নিয়ম ও সুরা ফাতেহার অনুশীলন।
ক্লাস –২২ সুরা ফিল,সুরা কুরাইশ,সুরা মাউন এর অনুশীলন।
ক্লাস –২৩ সুরা কাউসার,সুরা কাফিরুন,সুরা নাস্বর ও সুরা লাহাব এর অনুশীলন।
ক্লাস –২৪ সুরা ইখলাস ,সুরা ফালাক্ব,সুরা নাস এর অনুশীলন।
ক্লাস –২৫ ঈমানের কালিমা সমুহ।
অবসর সময়কে কাজে লাগিয়ে অনলাইনে কোরআন, হাদিস,মাসাআলা শিখুন!
কোরআন ক্লাসের কিছু স্যম্পল ভিডিও
- ভিডিও ০১ঃ https://youtu.be/qc1qS_yq5U8
- ভিডিও ০২ঃ https://youtu.be/ebnvzpwG9J0
- ভিডিও ০৩ঃ https://youtu.be/6DnkY3HtJew
- এই ভাবে ২৫ টি লেকচার আপনাদের জন্য তৈরি করা আছে, সবগুলি ভিডিও নিতে অথবা অনলাইনে কুরআন শিক্ষা কোর্সে জয়েন করতে নিচের দেয়া মোবাইল নাম্বারগুলিতে অফিস টাইমে ( সকাল ৯ টা থেকে রাত ৯ টা) কল করুন।
সময়ঃ ৩ মাসে টোটাল ২৫ টি ক্লাস নেয়া হবে। ( আপনাদেরকে ভিডিও দেয়া হবে এবং সিক্রেট গ্রুপের মাধ্যমে অনলাইনে ২৫ টি ক্লাস নেয়া হবে।
কোর্স ফিঃ অনলি ভিডিওঃ১০০০ টাকা। ভিডিও + অনলাইন ক্লাসঃ ৩০০০ টাকা ( তবে লং টাইম কার্যক্রম কে আরো ভালো ভাবে চালিয়ে নিতে কেউ স্পন্সর/ডোনেশন করতে পারেন। )
ক্লাস শুরুঃ ৪ মাস পর্যন্ত চলবে এই কোরআন শিখার ক্লাস, ইংশাআল্লাহ্।
কোর্সের উদ্দেশ্যঃ দৈনন্দিন জীবনে চলার জন্য কোরআন, হাদিস, মাসআলা মাসায়িল শিক্ষা দেয়া, যেহেতু এটা শিক্ষা করা সবার জন্য ফরজ।
লাইভ ক্লাসে জয়েন করার লিংকঃ ( সিক্রেট গ্রুপে দেয়া হবে )
যোগাযোগঃ স্কাইপ আইডিঃ mrpsoft.2 ( স্কাইপ/ঝুমের মাধ্যমে শিখানো হবে ) মোবাইলঃ 88 01301 257 292 ( 8801301257292 ) or 88 01716 988 953 ( 8801716988953 ) ইমেলঃ hi@islamidawahcenter.com ওয়েবঃ www. islamidawahcenter.com
সবাই পোস্ট টি শেয়ার করুন, যাতে করে অনেকেই কুরআন ক্লাসে অংশ নিতে পারেন, আল্লাহ্ আমাদের তাওফিক দিন, আমীন।
কোর্স সমপ্ত
আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন!
আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে জানতে লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।
আইডিসি মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আপনি আইডিসি মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.
আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।
কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।
ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।
- আরবী হরফ শিখুন এই লিংক থেকেঃ http://www.youtu.be/jgpwGq-T0iU
- মাখরাজ শিখুন এই লিংক হতেঃ https://islamidawahcenter.com/makhraz/
- তাজভীদ শিখুন এই লিংক থেকেঃ https://islamidawahcenter.com/tajwid/
- কোরআন মাজিদের সব সূরা দেখতে এই লিংকঃ https://islamidawahcenter.com/all-suras/
- কূরআন লাইন বাই লাইন উচ্চারনঃ https://quran.com/
- কূরআন সূরা উচ্চারনঃ http://www.quraanshareef.org/
Home Work For 12/04/2020 ( Sunday )
- আরবি অক্ষরগুলো সহি শুদ্ধ ভাবে বলা এবং লিখতে শিখা। বিশেষ করে ( , ث , ج ,ح , ذ , ز, ش , ع , ظ , ق , ك ) এই অক্ষরগুলো।
- সূরা ফাতিহা এবং সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত ভালোভাবে ইউটিউব থেকে শুনে ধীরে ধীরে মুখাস্ত করা। ( কারী সুদাইসের টা রিকমেন্ডেড )
Home Work For 13/04/2020 ( Monday )
- আরবি অক্ষরগুলো সহি শুদ্ধ ভাবে বলা এবং লিখতে শিখা। বিশেষ করে ( , ث , ج ,ح , ذ , ز, ش , ع , ظ , ق , ك ) এই অক্ষরগুলো।
- সূরা ফাতিহা এবং সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত ভালোভাবে http://www.quraanshareef.org/ এই সাইট থেকে শুনে ধীরে ধীরে মুখাস্ত করা।
- সূরা ওয়াকিয়ার ( http://www.quraanshareef.org/Surah-Al-Waqia ) প্রথম ১০ আয়াত দেখে দেখে ভালো ভাবে শিখা এবং পসিবল হলে মুখাস্ত করা।
Home Work For 14/04/2020 ( Monday )
- আগের দিনের পড়া ও নুন সাকিন , তানভিন এবং র হরফ পড়ার নিয়ম কানুন। ( www.islamidawahcenter.com/tajwid )
এভাবে যদি আগে কখনও ভাবতাম!
১২৫ টি শব্দের অর্থ জানলে কুরআনের ৫৫% শব্দের অর্থ জানা হয়ে যায় আর ৩২০ টি জানলে জানা হয় ৭৫%!!!
জ্বি, ঠিক তাই। কুরআনের শব্দ সংখ্যা ৭৭,৪০০ এর কিছু বেশি হলেও ধাতু ও মৌলিকত্বের বিচারে শব্দ মাত্র ১৮২০ টি। এই শব্দগুলোর অনেক শব্দেরই ঘটেছে পুনরাবৃত্তি। তাই, বেশি ব্যবহৃত শব্দগুলো আগে শিখলে কুরআনের আয়াতগুলোর অর্থ বুঝতে সহজ হয়।
আমার মত যারা মাদ্রাসায় পড়েনি বা আরবী যাদের ভাষা নয়, তারা এসব পুনরাবৃত্তিমূলক শব্দগুলো হতে ৫-১০ টি দৈনিক মনে রাখলে বেশিদিন লাগবে না এসব জানতে ইনশা-আল্লাহ। দ্রুতই তখন কুরআন পড়ার সময় দেখবেন অর্থ পুরো না বুঝলেও অনেক আয়াতেরই অর্থের অনুবাদ ছাড়াই অনেকটা কাছাকাছি যেতে পারবেন।
আল্লাহ আমাদের জন্য কুরআন বুঝা ও মানা সহজ করুন, আমীন।
আমাদের মাতৃভাষা বাংলা,সেজন্য আমরা যখন কোরআন পড়ি ,না বুঝেই তেলাওয়াত করতে হয় কারণ আমরা কোরআনিক আরবী জানিনা,কোরআন পড়ার পাশাপাশি বুঝে পড়াটা খুব জরুরী।তেলাওয়াতের সময় যখন তেলাওয়াত করি তখন শুধু আবৃত্তি করি কিন্তু কী পড়তেছি কী এটার ব্যাখা, এটার অর্থ কী আমরা জানিনা!নামাযে যখন ইমামের পেছনে শুনি তখন যদি আমরা কুরআনের আরবী বুঝতে পারতাম তাহলে নামাযে খুশু খুযু আসতো,মনোযোগ দিতে পারতাম।কিন্তু আমরা কী করি?
সারাটা জীবনই এভাবে না বুঝে কাটিয়ে দেই ,কখনও কুরআনের আরবী শেখার চেষ্টাও করিনা!কতোই অভাগা আমরা!
পার্থিব জীবনের সফলতার জন্য বইয়ের পর বই আমরা মুখস্ত করতে পারি। গেগ্রাসে গিলতে পারি শত শত থিওরী,শুধুমাত্র এই দুনিয়ায় কয়টা বছর ভালো থাকার জন্য।অথচ কখনোই দ্বীনি ইলম জানার জন্য চেষ্টা করিনা আমরা।
রাসুলুল্লাহ (স) বলেন :জ্ঞান অর্জন প্রত্যেক মুসলিম নর নারীর উপর ফরয।
কোরআনিক আরবী শিখতে হলে আমরা ভয় পাই,মনে করি না জানি এটা কতো কঠিন।আসলে যারা শিখেছেন তাদের অভিজ্ঞতা মতে এটা ততোটাই সহজ শুধুমাত্র একটু চেষ্টা দরকার।আপনাকে পুরো আরবী ভাষা শিখতে হবেনা। vocabulary শিখতে হবে যতো বেশি পারেন।আজকে ইনশাআল্লাহ পবিত্র কোরআনে অনেক বেশি ব্যবহৃত ১০০ টি শব্দ দেয়ার চেষ্টা করবো।এগুলো একদম বেসিক noun,pronoun, adjective, verb,preposition and question words.জোড়া তালি দেয়ার শব্দগুলো শিখতে পারলে ইনশাআল্লাহ যখন vocabulary আরো বেশি করে জানবেন তখন আরবী পড়ে নিজেই অর্থ বুঝে নিতে পারবেন।প্রতিদিন পাচটি করে শব্দ শিখবেন এটাই যথেষ্ট।
1st day:
1.هَذَا[হাযা](this(male-এটা
2.هَـذِهِ -[হাযিহি]this(female এটা)
3.هَـؤُلآءِ -[হা-উলা-ই]these (এইসকল)
4.ذَلِكَ -[যালিকা]that(male যাহা, যে)
5.تِلْكَ -[তিলকা]that(female যাহা,যে)
2nd day :
6.أُولَئِكَ -[উলাইকা]those(যাহারা,সেগুলো)
7.اَلَّذِىْ -[আল্লাযি]who(male যে)
8.اَلَّتِىْ -[আল্লাতি]who (female)
9.اَلَّذِيْنَ -[আল্লাযিনা]those who(তোমরা যারা)
10.تَحْتَ -[তাহতা]under(তলদেশে,নিচে)
3rd day :
11.فَوْقَ -[ফাওক্বা]above(উপর)
12.قَبْلَ -[ক্ববলা](before -(সামনে,আগে
13.ﺑَﻌْدَ -[বা’দা]after(পরে,পরবর্তী কালে,)
14.بَيْنَ -[বাইনা]between(মধ্যবর্তী স্থানে)
15.دُونَ -[দুনা]besides(তুলনায়,পার্শ্বে)
4th day :
16.عِنْدَ -[‘ইন্দা]near (নিকটবর্তী, প্রায়)
17.يَمِيْنْ -[ইয়ামিন]right(ন্যায়,ঠিক,সত্য)
18.شِمَالْ -[শিমাল]left(বাদিকে)
19.ٱللَّه -Allah
20.رَب -রব
5th day :
21.أَرْض -[আরদ্বা](পৃথিবী (World
22.قَوْم -[ক্বওম]nation জাতি
23.ءَايَة -[আয়াহ]চিহ্ন /আায়াত
24.كُل -[কুল্লু]every (প্রত্যেক, সব)
25.رَسُول -[রসূল]messenger (দূত)
6th day :
26.يَوْم -[ইয়াওম] day (দিন)
27.عَذَاب – [‘আযাব] punishment (আজাব)
28.سَمَآء -[সামা’] sky(আকাশ)
29.شَىْء -[শাইই্] thing(জিনিস,ঘটনা,ব্যাপার)
30.كِتَاب -[কিতাব
7th day :
31.حَق -[হাক্ব] truth (সত্য)
32.نَاس – [নাস] people (সম্প্রদায়)
33.مِن – [মিন] from (হতে, থেকে)
34.فِى -[ফী] in (অভ্যন্তরে, মধ্যে)
35.عَلَى -[‘আলা] upon (সন্নিকটে)
8th day :
36.اِلَى -[ইলা] to (কাছে, প্রতি)
37.عَن -[‘আন] about (সম্পর্কিত,সম্পর্ক)
38.حَتَّی -[হাঁত্তা] until (যতক্ষণ না)
39.مَعَ -[মা’আ]with(একত্রে, সঙ্গে)
40.بِ -[বি]with(সাথে)
9th day:
41.كَ -[কা]like (মত,প্রায়)
42.لِ -[লি] for (জন্য)
43.مَن -[মান] who (যে)
44.مَا / مَاذَا -[মা যা] (what (কী, যাহা
45.أَيْنَ -[আইনা] where (যেথায়,কোথায়)
10 the day :
46.مَتى -[মাতা] when(কখন,তখন)
47.لِمَ / لِمَاذَا -[লিমা/লিমা যা] why(কেন,কী জন্য)
48.كَيْفَ -[কাইফা] how (কেমন,কিভাবে)
49.هَلْ -[হাল] are (হয়)
50.أَيُّ -[আইয়্যু] which (যেটি, যেগুলো)
11 the day :
51.كَمْ -[কামা] how much (কতোটুকু)
52.لَا -[লা] no(না)
53.مَا -[মা] not (মোটেই নয়)
54.لَمْ -[লাম] not (নয়)
55.لَنْ -[লান] never (কখনোও না)
12 th day :
56 .كَلَّا -[কুল্লা] nay (বস্তুত)
57.لَيْسَ -[লাইসা] it is not (মতো নয়)
58.بَلَى -[বালা] of course (নিশ্চয়ই)
59.نَعَمْ [নাআ’ম]-yes
60.مُؤْمِن -[মু’মিন] believer(বিশ্বাসী)
13 th day :
61.سَبِيل -[সাবিল] way (পথ,উপায়)
62.أَمْر -[আম্র]command (আজ্ঞা, নির্দেশ)
63.بَعْض -[বা’দ] some (কেহ,কিছু)
64.خَيْر -[খইর] better (উত্তম, শ্রেষ্ঠ)
65.إِلَٰه -ইলাহ
14 th day :
66.آخِر -[আখির] last ( শেষ)
67.جَنَّة -[জান্নাহ] বাগান
68.نَار -[নার] fire ( আগুন)
69.غَيْر -[গইর] without (ব্যতিরেকে,ব্যতীত)
70.قَلْب -[ক্বলব] heart ( অন্তর)
15th day :
71.عَبْد -[আব্দ]slave (গোলাম)
72.أَهْل -[আহল] family (দল,পরিবার)
73.يَد -[ইয়াদ] hand(আয়ত্তে,হাত)
74.قَالَ -[ক্বলা] he said (বলেছেন)
75.كَانَ [কানা] -he was
16th day :(verbal)
76.ءَامَنَ- [আমানা-he believed (তিনি বিশ্বাস করেছিলেন)
77.عَلِمَ -[আলিমা]he knew (তিনি জানতেন)
78.جَعَلَ -[জা’আলা]he made (তৈরী করেছেন)
79.كَفَرَ -[কাফার] he disbelieved (অবিশ্বাস করেছিলো)
80.جَآءَ [জাআ]-he came
17th day :
81.عَمِلَ -[আমিলা]he did (করেছিলেন)
82.آتَى -[আ—তা] he gave (তিনি দিয়েছেন/লেন)
83.رَءَا -[—রআ]he saw (তিনি দেখেছিলেন)
84.أَتَى -[আতা]he came (তিনি এসেছিলেন)
85.شَآءَ -[শা—আ] he wished (ইচ্ছে পোষণ করেছিলেন)
18th day :
86.خَلَقَ -[খলাক্ব] he created (তিনি তৈরী করেছেন)
87.أَنزَلَ -[আংযালা]he sent down(তিনি প্রেরণ করলেন)
88.كَذَّبَ -[কাযযাবা] he denied (মিথ্যে বলা অর্থে ব্যবহৃতও হয়,অস্বীকার করা অর্থেও)
89.دَعَا -[দা’আা] he invoked (প্রার্থনা করা অর্থে)
90.ٱتَّقَى -[আত্তাক্বা] he feared (ভয়)
19th day :
91.هَدَى -[হাদা] he guided (পরিচালিত করলেন)
92.هُوَ -[হুয়া] he (তিনি,সে)
93.هُمَا -[হুমা] they both (উভয়েই)
94.هُمْ -[হুম] they (male -তারা)
95.هِيَ -[হিয়া] she (এটা স্ত্রীবাচক)(সে)
20 th day :
96.هُنَّ -[হুন্না] they (female তারা)
97.أَنْتَ -[আংতা] you (male,তুমি)
98.أَنْتُمَا -[আংতুমা] you both (তোমরা উভয়েই)
99.أَنَا -[আনা] I (আমি)
100.نَحْنُ -[নাহঁনু] we (আমরা)
উপরিউক্ত শব্দগুলোর সম্ভাব্য বাংলা অর্থ আমি দেয়ার চেষ্টা করেছি,তবে বিভিন্ন আয়াতে শব্দগুলোর অর্থ ভিন্ন হতে পারে সে ব্যাপারে ইনশাআল্লাহ খেয়াল রাখবেন।
যেহেতু কোরআনে কারিম আমাদের জীবনের সঠিক গাইড লাইন দেয়। সে জন্যে অর্থ বুঝে পড়ার চেষ্টা করতে হবে। সকাল, কিংবা রাতে অথবা সাহরির আগে-পরে তাফসির চর্চার কাজ করতে পারেন। কোরআনে কারিমকে বুক সেলফে সাজিয়ে রেখে লাভ নেই। অনুবাদসহ বাংলা তাফসির গ্রন্থ কিনে ঘরের শোভা বাড়িয়ে লাভ নেই। কোরআন শরিফ এবং তাফসিরগুলোকে সেলফ থেকে নামিয়ে পড়ার টেবিলে আনতে হবে, নিয়মিত পড়তে হবে।
আল্লাহ্ কোরআনে ৪ বার বলেছেন–
আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্যে । অতএব, কোন চিন্তাশীল আছে কি ? (সূরা কামার ৫৪:১৭, ২২, ৩২, ৪০)
তাই চলুন কোরআনকে কোরআনের ভাষাতেই বুঝার চেষ্ঠা করি ।
আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন!
আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে জানতে লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।
আইডিসি মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আপনি আইডিসি মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.
আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।
কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।
ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।