Peace-Be-Upon-Him / এক বেদুঈনের পঁচিশ টি প্রশ্ন এবং রাসূল (সা:) –এর উত্তর

 

Peace-Be-Upon-Him

 

 

Peace-Be-Upon-Him / এক বেদুঈনের পঁচিশ টি প্রশ্ন এবং রাসূল (সা:) –এর উত্তর

 

এক বেদুঈনের পঁচিশ টি প্রশ্ন এবং রাসূল (সা:) –এর উত্তর। (সময় থাকলে পড়তে পারেন। জীবন পরিচালনায় সহায়ক হতে পারে।)

১-প্রশ্ন> আমি সম্পদশালী হতে চাই? উত্তর> অল্পে তুষ্টি গ্রহণ করো, সম্পদশালী হয়ে যাবে।

২-প্রশ্ন> আমি সবচেয়ে বড় আলেম হতে চাই? উত্তর> খোঁদা-ভীরুতা অবলম্বন করো, আলেম হয়ে যাবে।

৩-প্রশ্ন> সম্মানী হতে চাই? উত্তর> মানুষের কাছে হাত পাতা ত্যাগ করো, সম্মানী হয়ে যাবে।

৪-প্রশ্ন> ভালো মানুষ হতে চাই? উত্তর> মানুষের উপকার করো।

৫-প্রশ্ন> ন্যায়পরায়ণ হতে চাই? উত্তর> নিজের জন্য যা ভালো মনে করো, অন্যের জন্যও তা পছন্দ করো।

৬-প্রশ্ন> ক্ষমতাবান হতে চাই? উত্তর> আল্লাহ তায়ালার উপর ভরসা করো।

৭-প্রশ্ন> আল্লাহ তায়ালার দরবারে বিশেষ মর্যাদাপ্রাপ্ত হতে চাই? উত্তর> অধিক পরিমাণে জিকির করো।

৮-প্রশ্ন> রিযিকের প্রশস্ততা চাই? উত্তর> সর্বদা অজু অবস্থায় থাকো।

৯-প্রশ্ন> দোয়া ক্ববুল হোক এমনটি চাই? উত্তর> হারাম খাবার থেকে বেঁচে থাকো।

১০-প্রশ্ন> পরিপূর্ণ ইমানদার হতে চাই? উত্তর> উত্তম স্বভাব বিশিষ্ট হয়ে যাও

১১-প্রশ্ন> ক্বিয়ামত দিবসে পাপমুক্ত অবস্থায় আল্লাহ তায়ালার সাথে সাক্ষাত করতে চাই? উত্তর> জানাবতের পর তৎক্ষণাৎ গোসল করে ফেলো।

১২-প্রশ্ন> অধিক গোনাহ থেকে বাঁচতে চাই? উত্তর> অধিক পরিমাণে ইস্তিগফার পড়ো।

১৩-প্রশ্ন> ক্বিয়ামত দিবসে আলোর মাঝে থাকতে চাই? উত্তর> অন্যায় অবিচার ত্যাগ করো।

১৪-প্রশ্ন> আমি চাই, আল্লাহ তায়ালা যেন আমার উপর অনুগ্রহ করেন? উত্তর> আল্লাহ তায়ালার বান্দাদের উপর অনুগ্রহ করো।

১৫-প্রশ্ন> আমি চাই, আল্লাহ তায়ালা যেন আমার ত্রুটিসমূহ গোপন রাখেন? উত্তর> মানুষের দোষ ত্রুটি গোপন রাখো। ১৬-প্রশ্ন> অপদস্থ হওয়া থেকে বাঁচতে চাই? উত্তর> ব্যভিচার হতে বেঁচে থাকো।

১৭-প্রশ্ন> আমি আল্লাহ তায়ালা এবং তাঁর রাসূলের প্রিয়ভাজন হতে চাই? উত্তর> যে আল্লাহ এবং তাঁর রাসূলের প্রিয়ভাজন হয়ে গেছে, তাঁকে তোমার প্রিয়ভাজন বানিয়ে ফেলো।

১৮-প্রশ্ন> আল্লাহ তায়ালার অনুগত বান্দা হতে চাই? উত্তর> তোমার উপর অর্পিত দ্বীনী দায়িত্ব সমূহ গুরুত্ব সহকারে আদায় করো।

১৯-প্রশ্ন> এহসান-কারী হতে চাই? উত্তর> এমনভাবে আল্লাহ তায়ালার ইবাদত করো যেন তুমি তাঁকে দেখছো অথবা তিনি তোমাকে দেখছেন।

২০-প্রশ্ন> হে আল্লাহর রাসূল! কোন বস্তুসমূহ গোনাহ দূরীভূত করে? উত্তর> অশ্রু, অক্ষমতা, অসুস্থতা

। ২১-প্রশ্ন> কোন বস্তু দোজখের অগ্নি নির্বাপণ করে? উত্তর> দুনিয়ার বিপদাপদে ধৈর্যধারণ।

২২-প্রশ্ন> আল্লাহ তায়ালার রাগ কোন বস্তু শীতল করে? উত্তর> গোপনে করা দান এবং সহানুভূতি প্রদর্শন।

২৩-প্রশ্ন> সবচেয়ে অধিক মন্দ-কাজ কী? উত্তর> মন্দ চরিত্র এবং কৃপণতা।

২৪-প্রশ্ন> সবচেয়ে অধিক ভালো কাজ কী? উত্তর> উত্তম চরিত্র,বিনয় এবং ধৈর্য।

২৫-প্রশ্ন> আল্লাহ তায়ালার গোস্বা থেকে বাঁচতে চাই? উত্তর> মানুষের উপর গোস্বা করা ছেড়ে দাও। *** কানযুল উম্মাল। (Monjur Siddiki)  

আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন।

 

আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে বিস্তারিত জানতে  লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।

আইডিসি  মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আপনি আইডিসি  মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.

আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে  দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।

কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।

ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।

 
 
Islami Dawah Center Cover photo

 

ইসলামী দাওয়াহ সেন্টারকে সচল রাখতে সাহায্য করুন!

 

ইসলামী দাওয়াহ সেন্টার ১টি অলাভজনক দাওয়াহ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ইসলামিক ব্লগটি বর্তমানে ২০,০০০+ মানুষ প্রতিমাসে পড়ে, দিন দিন আরো অনেক বেশি বেড়ে যাবে, ইংশাআল্লাহ।

বর্তমানে মাদরাসা এবং ব্লগ প্রজেক্টের বিভিন্ন খাতে (ওয়েবসাইট হোস্টিং, CDN,কনটেন্ট রাইটিং, প্রুফ রিডিং, ব্লগ পোস্টিং, ডিজাইন এবং মার্কেটিং) মাসে গড়ে ৫০,০০০+ টাকা খরচ হয়, যা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেকারনে, এই বিশাল ধর্মীয় কাজকে সামনে এগিয়ে নিতে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, এমন কিছু ভাই ও বোন ( ৩১৩ জন ) দরকার, যারা আইডিসিকে নির্দিষ্ট অংকের সাহায্য করবেন, তাহলে এই পথ চলা অনেক সহজ হয়ে যাবে, ইংশাআল্লাহ। যারা এককালিন, মাসিক অথবা বাৎসরিক সাহায্য করবেন, তারা আইডিসির মুল টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইংশাআল্লাহ।

আইডিসির ঠিকানাঃ খঃ ৬৫/৫, শাহজাদপুর, গুলশান, ঢাকা -১২১২, মোবাইলঃ +88 01609 820 094, +88 01716 988 953 (নগদ/বিকাশ পার্সোনাল) ইমেলঃ info@islamidawahcenter.com, info@idcmadrasah.com, ওয়েব: www.islamidawahcenter.com, www.idcmadrasah.com সার্বিক তত্ত্বাবধানেঃ হাঃ মুফতি মাহবুব ওসমানী

( এম. এ. ইন ইংলিশ )