Ruqyah of General Illness – সাধারণ অসুস্থতার জন্য রুকইয়াহ
📖 ইসলামী চিকিৎসা: সাধারণ অসুস্থতার জন্য রুকইয়াহ
আধুনিক চিকিৎসার পাশাপাশি, শরিয়তের আলোকে কোরআন ও হাদীসের দ্বারা চিকিৎসা — অর্থাৎ রুকইয়াহ — একটি গুরুত্বপূর্ণ ও গ্রহণযোগ্য চিকিৎসা পদ্ধতি। রাসূল ﷺ অসুস্থতার সময় বহু দুআ, কোরআনি আয়াত ও যিকর দ্বারা চিকিৎসা করেছেন, সাহাবাদের শিখিয়েছেন এবং উৎসাহিত করেছেন।
সাধারণ অসুস্থতা যেমন মাথাব্যথা, জ্বর, দুর্বলতা, বদহজম, ইনফ্লুয়েঞ্জা বা ক্লান্তির মতো রোগের জন্য নিচের আয়াত ও দো’আগুলো অত্যন্ত উপকারী ও প্রমাণিত রুকইয়াহ হিসেবে বিবেচিত।
🔹 প্রসিদ্ধ রুকইয়াহ সূরা:
- সূরা ফাতিহা
- সুরা ইখলাস
- সূরা ফালাক
- সূরা নাস
🔹 কোরআনের ৬টি “আয়াতে শিফা” (আয়াতসমূহ আরবি হরকতসহ):
১. ﴿وَيَشْفِ صُدُورَ قَوْمٍ مُّؤْمِنِينَ﴾
সুরা তাওবা – ৯:১৪
২. ﴿وَشِفَاءٌ لِّمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ﴾
সুরা ইউনুস – ১০:৫৭
৩. ﴿يَخْرُجُ مِن بُطُونِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِّلنَّاسِ﴾
সুরা নাহল – ১৬:৬৯
৪. ﴿وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ﴾
সুরা ইসরা – ১৭:৮২
৫. ﴿وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ﴾
সুরা শো’আরা – ২৬:৮০
৬. ﴿قُلْ هُوَ لِلَّذِينَ آمَنُوا هُدًى وَشِفَاءٌ﴾
সুরা ফুসসিলাত – ৪১:৪৪
🔹 রাসূল ﷺ প্রদত্ত রুকইয়ার দো’আসমূহ:
১. اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ الْبَأْسَ، اشْفِهِ وَأَنْتَ الشَّافِي، لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ، شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا
(বুখারী, মুসলিম)
২. بِسْمِ اللَّهِ أَرْقِيكَ، اللَّهُ يَشْفِيكَ، مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ، مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ، اللَّهُ يَشْفِيكَ، بِسْمِ اللَّهِ أَرْقِيكَ
(মুসলিম)
৩. بِاسْمِ اللَّهِ يُبْرِيكَ، وَمِنْ كُلِّ دَاءٍ يَشْفِيكَ، وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ، وَشَرِّ كُلِّ ذِي عَيْنٍ
(ইমাম মালেক, মুসান্নাফ আব্দুর রাযযাক)
৪. أَسْأَلُ اللهَ الْعَظِيمَ، رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ، أَنْ يَشْفِيَكَ
(তিরমিযী, সহীহ)
৫. بِسْمِ اللَّهِ، بِسْمِ اللَّهِ، بِسْمِ اللَّهِ، أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهِ، مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ
(মুসলিম)
Increase Your Business with Expert Digital Solutions!
Get Unlimited Facebook Ad Credit, Guaranteed SEO Rankings, & Professional Web Development – all under one roof at MahbubOsmane.com!
14+ Years of Experience – Guaranteed SEO Rankings 800+ Satisfied Clients – Unlimited Facebook Ad Credit Proven Results, Maximum ROI – Professional Web Development
Contact us ( +8801716988953 WhatsApp ) today and take your business to the next level! Visit: MahbubOsmane.com
🔹 রুকইয়ার নিয়ম ও প্রয়োগ পদ্ধতি:
- উপরের আয়াত ও দো’আ প্রতিটি ৩ বার করে পড়ুন।
- ব্যথার জায়গায় বা রুগীর মাথায় হাত রেখে পড়ুন।
- পড়ার পর রুগীর ওপর ফুঁ দিন।
- পানিতে ফুঁ দিয়ে পান করান অথবা অলিভ অয়েলে ফুঁ দিয়ে ব্যথার স্থানে মালিশ করুন।
🔹 হাদিয়া সম্পর্কিত তথ্য:
কুরআন-হাদীসভিত্তিক রুকইয়াহ চিকিৎসার জন্য নিম্নোক্ত হাদিয়া নির্ধারিত:
- 📍 ঢাকার মধ্যে:
- প্রথমবার: ৳৫০০০
- ২য়/৩য় বার: ৳৪০০০
- 📍 ঢাকার বাইরে:
- প্রথমবার: ৳১০০০০
- ২য়/৩য় বার: ৳৮০০০
⚠️ দ্রষ্টব্য: দূরত্ব, অসুস্থতা, প্রাকৃতিক দুর্যোগ এবং জটিল রোগের ক্ষেত্রে হাদিয়া আলোচনা সাপেক্ষে কমবেশি হতে পারে।
🔹 আমাদের উদ্দেশ্য:
আমাদের একমাত্র লক্ষ্য হলো কুরআন-হাদীসের আলোকে ইসলামী চিকিৎসা সমাজে কায়েম করা, শিরক ও বিদআতের বদলে সুন্নাহভিত্তিক রুকইয়ার প্রচলন করা। আল্লাহ্ তাআলা আমাদের সবাইকে দীন-ইসলামের খাদেম হিসেবে কবুল করুন। আমীন, সুম্মা আমীন।
✍️ লিখেছেন:মাহবুব ওসমানী
মাহবুব ওসমানী — একজন ইসলামী চিন্তাবিদ, লেখক এবং IslamiDawahCenter.com এর প্রতিষ্ঠাতা। তিনি কুরআন ও সহীহ হাদীসভিত্তিক বিশ্লেষণধর্মী প্রবন্ধ প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ।To learn more, comment below or message us on wa.me/+966549485900 or wa.me/+8801716988953 or call us at +44-73801-27019. Email at hi@islamidawahcenter.com
আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন।
- আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে বিস্তারিত জানতে লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।
- আইডিসি মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
- আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।
- কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।
- ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।