রুকইয়াহ: কুরআন ও হাদিসের আলোকে ইসলামিক চিকিৎসা
রুকইয়াহ (রুকইয়াহ শারইয়াহ) হলো কুরআনের আয়াত, হাদিসে বর্ণিত দোয়া, আল্লাহর নাম এবং বৈধ যিকির দ্বারা ঝাড়ফুঁক বা চিকিৎসা। এটি আত্মা ও দেহের রোগের জন্য প্রয়োগযোগ্য একটি ইসলামিক চিকিৎসা পদ্ধতি। রুকইয়াহ শারইয়াহর মাধ্যমে বিভিন্ন শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সমস্যার সমাধান করা যায়। Wikipedia
📖 কুরআনে ‘শিফা’ সম্পর্কিত আয়াতসমূহ
পবিত্র কুরআনে ‘শিফা’ বা রোগমুক্তি সম্পর্কিত কয়েকটি আয়াত উল্লেখযোগ্য:
- সুরা তাওবা (৯:১৪):
وَيَشْفِ صُدُورَ قَوْمٍ مُّؤْمِنِينَ
“এবং তিনি মুমিনদের অন্তরসমূহ শান্ত করবেন।” - সুরা ইউনুস (১০:৫৭):
وَشِفَاءٌ لِّمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ
“এটি অন্তরের রোগের নিরাময়, হেদায়েত ও রহমত মুমিনদের জন্য।” - সুরা নাহল (১৬:৬৯):
فِيهِ شِفَاءٌ لِلنَّاسِ
“তাতে মানুষের জন্য রয়েছে রোগমুক্তি।” - সুরা বনী ইসরাঈল (১৭:৮২):
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ
“আমি কুরআনে এমন বিষয় নাযিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত।” - সুরা আশ-শোয়ারা (২৬:৮০):
وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ
“যখন আমি রোগাক্রান্ত হই, তখন তিনিই আরোগ্য দান করেন।” - সুরা ফুসসিলাত (৪১:৪৪):
قُلْ هُوَ لِلَّذِينَ آمَنُوا هُدًى وَشِفَاءٌ
“বলুন, এটা বিশ্বাসীদের জন্য হেদায়েত ও রোগের প্রতিকার।”
ইমাম বায়হাকী (রহ.) বলেন, ‘শিফা’ অর্থ আত্মা এবং দেহ উভয়ের নিরাময়।
📜 হাদিসে রুকইয়াহর গুরুত্ব
- সহিহ বুখারি (৫২৭৬):
عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: “مَا أَنْزَلَ اللَّهُ دَاءً إِلاَّ أَنْزَلَ لَهُ شِفَاءً”
“আল্লাহ এমন কোন রোগ সৃষ্টি করেননি যার প্রতিষেধক তিনি সৃষ্টি করেননি।” - সুনান ইবনু মাজাহ (৩৫১৬):
عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ: رَخَّصَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي الرُّقَى مِنْ الْعَيْنِ وَالْحُمَةِ وَالنَّمْلَةِ
“আনাস (রাঃ) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদনজর, বিষাক্ত প্রাণীর দংশন ও ব্রণ-ফুসকুড়ি সারাতে ঝাড়ফুঁক করার অনুমতি দিয়েছেন।” - সুনান ইবনু মাজাহ (৩৫১৭):
عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ: رَخَّصَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي الرُّقَى مِنْ الْحَيَّةِ وَالْعَقْرَبِ
“আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ ও বিছার দংশনে ঝাড়ফুঁক করার অনুমতি দিয়েছেন।”
🧠 রুকইয়াহর প্রয়োগ ক্ষেত্র
- সাধারণ অসুস্থতা: ঠাণ্ডা, এলার্জি, ব্যথা, ক্লান্তি ইত্যাদি।
- বদনজর: হঠাৎ অসুস্থতা, মনমরা ভাব, অকারণে কান্না।
- ওসিডি/ওয়াসওয়াসা: অনাহূত ভাবনা, পাপের প্রতি আসক্তি।
- যাদু: বিয়ে ভাঙা, সম্পর্ক বিচ্ছেদ, শারীরিক অসুস্থতা, গর্ভপাত।
- জ্বিনের আসর: রাত্রিতে ভয়, অদৃশ্য কণ্ঠস্বর শোনা, আচরণগত পরিবর্তন।
- যৌন সমস্যা: পর্ণ আসক্তি, অনিয়মিত পিরিয়ড, গর্ভকালীন সমস্যা।
- শিশুদের সমস্যা: তোতলামি, ঘুমের সমস্যা, অতিরিক্ত কান্না।
Increase Your Business with Expert Digital Solutions!
Get Unlimited Facebook Ad Credit, Guaranteed SEO Rankings, & Professional Web Development – all under one roof at MahbubOsmane.com!
14+ Years of Experience – Guaranteed SEO Rankings 800+ Satisfied Clients – Unlimited Facebook Ad Credit Proven Results, Maximum ROI – Professional Web Development
Contact us ( +8801716988953 WhatsApp ) today and take your business to the next level! Visit: MahbubOsmane.com
🛡️ রুকইয়াহ করার নিয়ম
- বিশ্বাস: আল্লাহই একমাত্র আরোগ্যদাতা।
- পাঠ: কুরআনের নির্দিষ্ট আয়াত ও হাদিসে বর্ণিত দোয়া পাঠ।
- ফুঁ: পাঠ শেষে পানিতে ফুঁ দিয়ে তা পান করা বা আক্রান্ত স্থানে লাগানো।
- নিয়মিততা: প্রতিদিন ফজর ও মাগরিবের পর ২১ বার পাঠ করা। Wikipedia
📚 রুকইয়াহ সংক্রান্ত রিসোর্স
- রুকইয়াহ সাপোর্ট বিডি: ruqyahbd.org
- ইসলামি দাওয়াহ সেন্টার: islamidawahcenter.com
- রুকইয়াহ বই (PDF): ডাউনলোড করুন
- ইউটিউব চ্যানেল: RuqyahBD
💰 রুকইয়াহ সেবার হাদিয়া
- ঢাকার মধ্যে:
- প্রথমবার: ৫,০০০ টাকা
- ২য়/৩য় বার: ৪,০০০ টাকা
- ঢাকার বাইরে:
- প্রথমবার: ১০,০০০ টাকা
- ২য়/৩য় বার: ৮,০০০ টাকা
বি.দ্র.: দূরত্ব, অসুস্থতা, প্রাকৃতিক দুর্যোগ এবং জটিল রোগের ক্ষেত্রে হাদিয়া আলোচনা সাপেক্ষে পরিবর্তন হতে পারে।
🤲 উপসংহার
রুকইয়াহ একটি শরিয়তসম্মত চিকিৎসা পদ্ধতি যা কুরআন ও হাদিসের আলোকে পরিচালিত হয়। আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও নির্ভরতার মাধ্যমে রুকইয়াহ প্রয়োগ করলে ইনশাআল্লাহ রোগমুক্তি লাভ করা সম্ভব। আল্লাহ আমাদের সবাইকে দীন-ইসলামের খাদেম হিসাবে কবুল করুন। আমীন।
আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন।
- আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে বিস্তারিত জানতে লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।
- আইডিসি মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
- আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।
- কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।
- ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।