Sesh-Noshiha / রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ নাসিহাহগুলো কি কেউ জানতে চাইবেনা?
Sesh-Noshiha / রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ নাসিহাহগুলো কি কেউ জানতে চাইবেনা?
Sesh-Noshiha / রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ নাসিহাহগুলো কি কেউ জানতে চাইবেনা?
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ নাসিহাহগুলো কি কেউ জানতে চাইবেনা?
আবদুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বশেষ যে বিষয়ের উপর ছিলেন সেটা জানতে চায় সে যেন সূরা আল-আন’আমের এ আয়াতগুলো পড়ে নেয়। [ইবন কাসীর]
সুরাহ আল-আনআমের ১৫১-১৫৩ আয়াতগুলোতে আমরা সেই নাসিহাগুলো পাব, যা ছিল প্রিয় হাবীবুল্লাহের সর্বশেষ নাসিহাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, তিনি সবাইকে ডেকে যেন বলেন-
“এদিকে এসো, তোমাদের রব্ব তোমাদের জন্য যা হারাম করেছেন আমি তা পড়ে শোনাই। তা এই যে,
১• তোমারা তাঁর সাথে কোন শরীক করবে না (শরীক করা হারাম)
২• পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে ( অসদ্ব্যবহার করা হারাম)
৩• দারিদ্রের ভয়ে তোমার তোমাদের সন্তানদের হত্যা করবে না, আমরাই তোমাদেরকে ও তাদেরকে রিজিক দিয়ে থাকি (রিজিকের কথা চিন্তা করে অনেকে জীবিত বা পেটের সন্তানকে হত্যা করি তা হারাম)
৪• প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, অশ্লীল কাজের ধারেকাছেও যাবে না(ধারেকাছে যাওয়া হারাম)
৫• আল্লাহ্ যার হত্যা নিষিদ্ধ করেছেন যথার্থ কারণ ছাড়া তোমরা তাকে হত্যা করবে না(কাউকে বিনাদোষে হত্যা করা হারাম)
৬• আর ইয়াতীম বয়ঃপ্রাপ্ত না হওয়া পর্যন্ত উত্তম ব্যবস্থা ছাড়া তার সম্পত্তির ধারেকাছেও যাবে না(ইয়াতিমের মাল খাওয়া হারাম)
৭• পরিমাপ ও ওজন ন্যায্যভাবে পুরোপুরি দেবে(ওজনে কম দেওয়া বা ধোঁকা দেওয়া হারাম)
৮• যখন তোমারা কথা বলবে তখন ন্যায্য বলবে, স্বজনের সম্পর্কে হলেও(সর্বাবস্থায় হক কথা বলতে হবে, মিথ্যা বলা হারাম)
৯• এবং আল্লাহকে দেয়া অঙ্গীকার পূর্ণ করবে (আল্লাহর সাথে করা ওয়াদা ভঙ্গ করা হারাম)
১০• আর এ পথই আমার সরল পথ, কাজেই তোমরা এর অনুসরণ কর(সিরাতুল মুস্তাকিম ব্যতীত অন্য পথে চলা হারাম)
১১• এবং বিভিন্ন পথ অনুসরণ করবে না, করলে তা তোমাদেরকে তাঁর পথ থেকে বিচ্ছিন্ন করবে( অবাধ্য হলে এই আমাদের পরিণতি)
১২• আল্লাহ্ তোমাদেরকে নির্দেশ দিলেন যেন তোমারা তাকওয়ার অধিকারী হও।
গভীর মনোযোগ দিয়ে পড়ে দেখুন না, প্রতিটা কাজই আমাদের ভালর জন্য, আর এই কাজগুলো না করে বিপথে গেলেই আমরা নানান গুনাহে ডুবে যাই আর হতাশায় পড়ে দিকবিদিক শূন্য হয়ে পড়ি।
এই উম্মতের মাঝে কে আছে রাসুলের সর্বশেষ নাসিহাহগুলো সুন্দর করে মেনে চলবে ও অপরকে দাওয়াত দিবে ও জানাবে
আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন।
আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে বিস্তারিত জানতে এই লিংক দুটি ( লিংক০১ ও লিংক০২ ) ভিজিট করুন।
আইডিসি মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আপনি আইডিসি মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.
আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।
কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।
ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।
ইসলামী দাওয়াহ সেন্টারকে সচল রাখতে সাহায্য করুন!
ইসলামী দাওয়াহ সেন্টার ১টি অলাভজনক দাওয়াহ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ইসলামিক ব্লগটি বর্তমানে ২০,০০০+ মানুষ প্রতিমাসে পড়ে, দিন দিন আরো অনেক বেশি বেড়ে যাবে, ইংশাআল্লাহ।
বর্তমানে মাদরাসা এবং ব্লগ প্রজেক্টের বিভিন্ন খাতে (ওয়েবসাইট হোস্টিং, CDN,কনটেন্ট রাইটিং, প্রুফ রিডিং, ব্লগ পোস্টিং, ডিজাইন এবং মার্কেটিং) মাসে গড়ে ৫০,০০০+ টাকা খরচ হয়, যা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেকারনে, এই বিশাল ধর্মীয় কাজকে সামনে এগিয়ে নিতে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, এমন কিছু ভাই ও বোন ( ৩১৩ জন ) দরকার, যারা আইডিসিকে নির্দিষ্ট অংকের সাহায্য করবেন, তাহলে এই পথ চলা অনেক সহজ হয়ে যাবে, ইংশাআল্লাহ।
যারা এককালিন, মাসিক অথবা বাৎসরিক সাহায্য করবেন, তারা আইডিসির মুল টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইংশাআল্লাহ।
আইডিসির ঠিকানাঃ খঃ ৬৫/৫, শাহজাদপুর, গুলশান, ঢাকা -১২১২, মোবাইলঃ +88 01609 820 094, +88 01716 988 953 ( নগদ/বিকাশ পার্সোনাল )
ইমেলঃ info@islamidawahcenter.com, info@idcmadrasah.com, ওয়েব: www.islamidawahcenter.com, www.idcmadrasah.com সার্বিক তত্ত্বাবধানেঃ হাঃ মুফতি মাহবুব ওসমানী ( এম. এ. ইন ইংলিশ, ফার্স্ট ক্লাস )