Stupidity To Wish For The Dead-ওপারে ভালো থাকবেনঃ আধুনিক মূর্খতা
Stupidity To Wish For The Dead-ওপারে ভালো থাকবেনঃ আধুনিক মূর্খতা
আগে কেউ মারা গেলে সবাই ইন্নালিল্লাহ পড়ার পরে বলত, আল্লাহ মরহুমকে জান্নাত নসীব করুক, আল্লাহ ওনাকে ক্ষমা করে দিক, ইত্যাদি।
কিন্তু বর্তমানে একটা ট্রেন্ড চালু হয়েছে, সেটা হলঃ কেউ মারা গেলে তার কলীগরা বলেনঃ “ওপারে ভালো থাকবেন”
গবেষণায় দেখা গেছে, এই উক্তিটা মূলত সেক্যুলার তথা যারা জান্নাত, জাহান্নাম এবং পরকালীন শাস্তি ও পুরষ্কারে বিশ্বস্ত না, তারা মূলত ওপারে ভালো থাকবেন কথাটা প্রবর্তন করে। যাতে করে তারা জান্নাত, জাহান্নাম,পরকাল শব্দের ব্যবহার থেকে বাঁচতে পারে।
আর তাছাড়া, ওপারে মানে পরকালে কি ভালো থাকাটা নিজের উপর নির্ভর করে নাকি, মহান আল্লাহর রহমতের উপর? ওপারে কি ওনি বেড়াতে গেছে যেখানে ওনি চাইলেই ভালো থাকতে পারবে?
ওপারে নিজ ইচ্ছায় ভালো থাকা মোটেও সম্ভব নয়। ওপারে (পরকালে) ভালো থাকতে মহান রবের কৃপা দরকার। তাই, ওপারে ভালো থাকবেন না বলে বরং বলুনঃ আল্লাহ মরহুমকে পরকালীন জীবনে শান্তিতে রাখুন।
মোটকথা, মৃতব্যক্তির জন্য দোয়া করুন ইসলামিক পরিভাষায়। সেক্যুলারদের শেখানো বা প্রবর্তিত টার্মগুলো পরিহার করুন।
আসুন আমরা সবাই ইসলামকে জানি, বুঝি এবং মেনে চলি।
Duas Of The Quran-কুরআনের সব দু’আ
আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন!
আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে জানতে লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।
আইডিসি মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আপনি আইডিসি মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.
আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।
কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।
ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।