Surah Qariah সূরা কারিয়া ও সূরা কারিয়ার ফযিলত

sura-qariah

 

101) সূরা কারিয়া – Surah Al-Qari’a (মক্কায় অবতীর্ণ – Ayah 11)

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ – শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

 

(1 الْقَارِعَةُ করাঘাতকারী, The (Day) of Noise and Clamour:

( ٱلْقَارِعَةُ মহাপ্রলয় The Striking Calamity! )

 

(2 مَا الْقَارِعَةُ করাঘাতকারী কি? What is the (Day) of Noise and Clamour?

( مَا কি সেই What, ٱلْقَارِعَةُ মহাপ্রলয় (is) the Striking Calamity? )

 

(3 وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন ? And what will explain to thee what the (Day) of Noise and Clamour is?

( وَمَآ এবং কিসে And what,  أَدْرَىٰكَ তোমাকে জানাবে will make you know,  مَا মহাপ্রলয় what,  ٱلْقَارِعَةُ ভয়াবহ দুর্ঘটনা (is) the Striking Calamity? )

 

(4 يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতংগের মত (It is) a Day whereon men will be like moths scattered about,

( يَوْمَ সেদিন (The) Day,  يَكُونُ হবে will be,  ٱلنَّاسُ মানুষ the mankind,  كَٱلْفَرَاشِ পতঙ্গের মতো like moths,  ٱلْمَبْثُوثِ বিক্ষিপ্ত scattered, )

 

(5 وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنفُوشِ এবং পর্বতমালা হবে ধুনিত রঙ্গীন পশমের মত। And the mountains will be like carded wool.

( وَتَكُونُ এবং হবে And will be,  ٱلْجِبَالُ পাহাড়সমূহ the mountains, كَٱلْعِهْنِ রঙিন পশমের মতো like wool,  ٱلْمَنفُوشِ ধুনিত fluffed up,)

 

(6 فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَازِينُهُ অতএব যার পাল্লা ভারী হবে, Then, he whose balance (of good deeds) will be (found) heavy,

( فَأَمَّا অতঃপর তার (ব্যাপার) Then as for,  مَن যার (him) whose,  ثَقُلَتْ ভারী হবে are heavy,  مَوَٰزِينُهُۥ তার (পূণ্যের) পাল্লাসমূহ his scales )

 

14para-03page

 

(7 فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ সে সুখীজীবন যাপন করবে।Will be in a life of good pleasure and satisfaction.

( فَهُوَ সে অতঃপর থাকবে Then he,  فِى মধ্যে (will be) in, عِيشَةٍ জীবনের a life,  رَّاضِيَةٍ সন্তোষজনক pleasant )

 

(8 وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ আর যার পাল্লা হালকা হবে, But he whose balance (of good deeds) will be (found) light,-

(  وَأَمَّا আর (তার) ব্যাপার But as for,  مَنْ যার (him) whose,  خَفَّتْ হালকা হবে are light, مَوَٰزِينُهُۥ তার পাল্লাসমূহ নেকীর his scales,)

 

(9 فَأُمُّهُ هَاوِيَةٌ তার ঠিকানা হবে হাবিয়া। Will have his home in a (bottomless) Pit.

( فَأُمُّهُۥ অতঃপর তার বাসস্থান His abode,  هَاوِيَةٌ গভীর গর্ত হবে (will be the) Pit,)

 

(10 وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ আপনি জানেন তা কি? And what will explain to thee what this is?

( وَمَآ এবং কিসে And what,  أَدْرَىٰكَ তোমাকে জানাবে will make you know, مَا কি what,  هِيَهْ সেটা it is?

 

(11 نَارٌ حَامِيَةٌ প্রজ্জ্বলিত অগ্নি! (It is) a Fire Blazing fiercely!

( نَارٌ (সেটা হলো) আগুন A Fire, حَامِيَةٌۢ গণগণে intensely hot,)

 

আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন।

 

আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে বিস্তারিত জানতে  লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।

আইডিসি  মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আপনি আইডিসি  মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.

আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে  দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।

কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।

ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।

Islami Dawah Center Cover photo

ইসলামী দাওয়াহ সেন্টারকে সচল রাখতে সাহায্য করুন!

 

ইসলামী দাওয়াহ সেন্টার ১টি অলাভজনক দাওয়াহ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ইসলামিক ব্লগটি বর্তমানে ২০,০০০+ মানুষ প্রতিমাসে পড়ে, দিন দিন আরো অনেক বেশি বেড়ে যাবে, ইংশাআল্লাহ।

বর্তমানে মাদরাসা এবং ব্লগ প্রজেক্টের বিভিন্ন খাতে (ওয়েবসাইট হোস্টিং, CDN,কনটেন্ট রাইটিং, প্রুফ রিডিং, ব্লগ পোস্টিং, ডিজাইন এবং মার্কেটিং) মাসে গড়ে ৫০,০০০+ টাকা খরচ হয়, যা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেকারনে, এই বিশাল ধর্মীয় কাজকে সামনে এগিয়ে নিতে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, এমন কিছু ভাই ও বোন ( ৩১৩ জন ) দরকার, যারা আইডিসিকে নির্দিষ্ট অংকের সাহায্য করবেন, তাহলে এই পথ চলা অনেক সহজ হয়ে যাবে, ইংশাআল্লাহ। যারা এককালিন, মাসিক অথবা বাৎসরিক সাহায্য করবেন, তারা আইডিসির মুল টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইংশাআল্লাহ।

আইডিসির ঠিকানাঃ খঃ ৬৫/৫, শাহজাদপুর, গুলশান, ঢাকা -১২১২, মোবাইলঃ +88 01609 820 094, +88 01716 988 953 (নগদ/বিকাশ পার্সোনাল) ইমেলঃ info@islamidawahcenter.com, info@idcmadrasah.com, ওয়েব: www.islamidawahcenter.com, www.idcmadrasah.com সার্বিক তত্ত্বাবধানেঃ হাঃ মুফতি মাহবুব ওসমানী

( এম. এ. ইন ইংলিশ )