The Principles to Grow Muslim Unity - মুসলিমদের ঐক্য এবং সফল হওয়ার নীতিমালা

The Principles to Grow Muslim Unity – মুসলিমদের ঐক্য এবং সফল হওয়ার নীতিমালা

 

মুসলিমদের ঐক্য এবং সফল হওয়ার নীতিমালা : 

১) কুরআনের অনুসারী হতে হবে। কুরআন ভালোভাবে বুঝে পড়তে হবে, চলতে হবে এবং অন্যকে শিক্ষা দিতে হবে।
২) ইমান শক্ত করে ধারণ করতে হবে।
৩) দলাদলি বন্ধ করতে হবে।
৪) নিজ স্বার্থকে পরিত্যাগ করে ইসলামের স্বার্থকে প্রাধান্য দিতে হবে।
৫) নিজেকে নেতা হিসেবে বা বড় পদে দেখার স্বপ্নকে বাদ দিতে হবে। ইসলামের লক্ষ্য বাস্তবায়ন করার উদ্দেশ্যে কাজ করতে হবে।
৬) দলপতির সিদ্ধান্তকে মনে প্রানে মেনে নিতে হবে সেটা যদি ইচ্ছার বিরুদ্ধেও যায়।
৭) নিজে ক্ষমতায় আছি বলে আমার সন্তান এ চেয়ারে বসবে এমন মনোভাব দূর করতে হবে, তবে যোগ্যতা থাকলে আল্লাহ্‌ তায়ালা ভালো মনে করলে নিজেই তা দান করবেন।
৮) বাইরে থেকে কেউ কুমন্ত্রনা দিলে তা যাচাই বাছাই করে নিতে হবে। হুটহাট কিছু করে বসা যাবে না তবে দলপতির সাথে আলোচনা করতে হবে।
৯) আল্লাহ্‌র পথে কোন কষ্ট পেলে তার জন্য হতাশ হওয়া যাবে না।
১০) সত্যের পথে অটল থাকতে হবে।
১১) টেলিভিশন, ফেসবুক, ইউটিউব, জনসমাবেশে আলেমগনের মধ্যে একে অপরের সাথে কাঁদা ছোঁড়াছুড়ি বন্ধ করতে হবে। দিন শেষে আমরা সবাই ভাইভাই।
১২) জনসম্মুখে কাফের/বাতিল বলার অভ্যাস দূর করতে হবে।
১৩) আলাপ আলোচনা প্রাসঙ্গিক হলে ভালো। অপ্রাসঙ্গিকতা বর্জন করতে হবে।
১৪) বিতর্কিত সকল আলোচনা বন্ধ করতে হবে।
১৫) মিডিয়া মুসলিমদের সুবিধার জন্য আবিষ্কৃত হয় নাই। বরং ক্ষতির জন্য তাই এর কথা যাচাই করে নিতে হবে। আল্লাহ্‌ বলেছেন শত্রুদের থেকে কোন তথ্য পেলে তা যাচাই করে নাও তানাহলে এর কারনে সম্প্রদায়ের কোন ক্ষতি হলে তোমার পঁচতাতে হবে।
১৬) মিথ্যার সাথে আপোষ করা যাবেনা।
১৭) অর্থের প্রতি লোভ থাকা যাবে না। অন্যের কাছে নিজেকে বিক্রি করা যাবে না অর্থের বিনিময়ে। নিজেদের মধ্যে ষড়যন্ত্র পরিহার করতে হবে।
১৮) জান্তে অজান্তে ইসলামের বিপক্ষে কাজ করা যাবে না।
১৯) ন্যায়ের উপর প্রতিষ্ঠিত হতে হবে।
২০) সকল মুসলিমদের ভালো কাজের জন্য পাশে থাকতে হবে।
২১) বেয়মানী করা যাবে না মুসলিমদের সাথে।
২২) নীতিকে শক্তভাবে ধরে রাখতে হবে।
২৩) ভালো থাকা বা Career এর প্রতি বাড়তি সতর্কতা কমিয়ে ইসলামের নিয়ম কানুনের দিকে বেশি মনোযোগী হতে হবে।
২৪) খারাপ বিষয়গুলো অল্পের মধ্যে শেষ করে দেয়া ভালো।
২৫) অতীতের সকল দুঃখ ভুলে গিয়ে একে অন্যকে বুকে নিতে হবে।
বিঃদ্রঃ কুরআন ভালোভাবে মেনে চললে এগুলো এমনিতেই হবে ইনশাআল্লাহ্‌। আমার নিজের কিছু মন্তব্য আছে সেগুলোর মধ্যে কিছু শুধু এখনকার পরিস্থিতির সাপেক্ষে বলা। প্রেক্ষাপট পরিবর্তন হলে সেগুলো ভিত্তিহীনও হয়ে যেতে পারে।
আরও অনেক উপদেশ আছে এগুলো ছাড়াও, আমার ছোট মাথায় যেগুলো এসেছে সেগুলো তুলে ধরেছি। কুরআনের মধ্যে সকল উপদেশ রয়েছে। আজ থেকেই জানা শুরু করে দিন যদি এখনো শুরু না করে থাকেন আর যারা হালকা শুরু করেছেন তারা ভালোভাবে শুরু করে দিন আবার যারা ভাবছেন শুরু করবেন তারা প্রতিদিন ৫ আয়াত করে প্রথম থেকে শুরু করুন।
আমরা কারো কাছে প্রতিদান আশা করবো না। আমাদের প্রতিদান একমাত্র আল্লাহ্‌ তায়ালার কাছে।
IDC Partner

আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন।

 

আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে বিস্তারিত জানতে  লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।

আইডিসি  মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আপনি আইডিসি  মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.

আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে  দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।

কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।

ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।

Islami Dawah Center Cover photo

ইসলামী দাওয়াহ সেন্টারকে সচল রাখতে সাহায্য করুন!

 

ইসলামী দাওয়াহ সেন্টার ১টি অলাভজনক দাওয়াহ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ইসলামিক ব্লগটি বর্তমানে ২০,০০০+ মানুষ প্রতিমাসে পড়ে, দিন দিন আরো অনেক বেশি বেড়ে যাবে, ইংশাআল্লাহ।

বর্তমানে মাদরাসা এবং ব্লগ প্রজেক্টের বিভিন্ন খাতে (ওয়েবসাইট হোস্টিং, CDN,কনটেন্ট রাইটিং, প্রুফ রিডিং, ব্লগ পোস্টিং, ডিজাইন এবং মার্কেটিং) মাসে গড়ে ৫০,০০০+ টাকা খরচ হয়, যা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেকারনে, এই বিশাল ধর্মীয় কাজকে সামনে এগিয়ে নিতে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, এমন কিছু ভাই ও বোন ( ৩১৩ জন ) দরকার, যারা আইডিসিকে নির্দিষ্ট অংকের সাহায্য করবেন, তাহলে এই পথ চলা অনেক সহজ হয়ে যাবে, ইংশাআল্লাহ। যারা এককালিন, মাসিক অথবা বাৎসরিক সাহায্য করবেন, তারা আইডিসির মুল টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইংশাআল্লাহ।

আইডিসির ঠিকানাঃ খঃ ৬৫/৫, শাহজাদপুর, গুলশান, ঢাকা -১২১২, মোবাইলঃ +88 01609 820 094, +88 01716 988 953 (নগদ/বিকাশ পার্সোনাল) ইমেলঃ info@islamidawahcenter.com, info@idcmadrasah.com, ওয়েব: www.islamidawahcenter.com, www.idcmadrasah.com সার্বিক তত্ত্বাবধানেঃ হাঃ মুফতি মাহবুব ওসমানী ( এম. এ. ইন ইংলিশ )