World-Ijtema / বিশ্ব ইজতেমা সম্পর্কে ৪৫ টি তথ্যঃ
World-Ijtema / বিশ্ব ইজতেমা সম্পর্কে ৪৫ টি তথ্যঃ
World-Ijtema / বিশ্ব ইজতেমা সম্পর্কে ৪৫ টি তথ্যঃ
# সম্প্রতি শেষ হয়ে গেল তাবলীগ জামাতের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বিশ্ব ইজতেমা। আর এই বিশ্ব ইজতেমা নিয়ে টুকিটাকি আয়োজনঃ * বিশ্ব ইজতেমা সম্পর্কে ৪৫ টি তথ্যঃ
* প্রশ্নঃ-১) পৃথিবীর কোন দেশে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়? * উত্তরঃ- বাংলাদেশে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়।
* প্রশ্নঃ-২) বিশ্ব ইজতেমার মূল উদ্দেশ্য কি? * উত্তরঃ- বিশ্ব ইজতেমার মূল উদ্দেশ্য হলো ধর্মীয় কাজের জন্য মুসলমানদিগকে একত্রিত করা।
* প্রশ্নঃ-৩) ইজতেমা শব্দটি কোন ভাষার শব্দ? * উত্তর- ইজতেমা শব্দটি আরবী ভাষা।
* প্রশ্নঃ-৪) ইজতেমা বলতে কি বুঝায়? * উত্তর ঃ- ইজতেমা বলতে ধর্মীয় কাজে একত্রিত বা সমবেত হওয়াকে বুঝায়।
* প্রশ্নঃ-৫) বিশ্ব ইজতেমার দায়িত্ব ও কর্তব্য কি ? * উওরঃ-* বিশ্বের আলেম-ওলামাদের কাছ থেকে কুরআন-হাদিসের বয়ান শুনা ও তা বিশ্বের দরবারে পৌঁছিয়ে দেওয়া।
* প্রশ্নঃ-৬)* তাবলীগ শব্দের অর্থ কি? * উওরঃ-* তাবলীগ শব্দের অর্থ হলো প্রচার বা প্রসার।
* প্রশ্নঃ-৭)* তাবলীগ বলতে কি বুঝায় ? * উওরঃ-* তাবলীগ বলতে ইসলাম ধর্মের কর্মকাণ্ডের প্রচার ও প্রসারকেই বুঝায়।
* প্রশ্নঃ-৮)* চিল্লা বলতে কি বুঝায় ? * উওরঃ-* চিল্লা বলতে ১৪/১৫ জন মুবাল্লিগ ঈমান ও আমলের কাজে ৪০ দিন যে কোন মসজিদে ইবাদতে মগ্ন থাকাকে বুঝায়।
* প্রশ্নঃ-৯)* একটি চিল্লায় কত জন মুবাল্লিগ অংশ নেয়? * উওরঃ-* একটি চিল্লায় ১৪ থেকে ১৫ জন এর মত মুবাল্লিগ অংশ নেয়।
* প্রশ্নঃ-১০)* এক চিল্লা কত দিনে হয় ? * উওরঃ-* এক চিল্লা ৪০ দিনে হয়।
* প্রশ্নঃ-১১)* চিল্লাদানকারীরা কি কাজে নিয়োজিত থাকেন ? * উওরঃ-* চিল্লাদান কারীরা বিশ্বাবাসীর নিকট তাওহীদ, রিসালাত, আখেরাতসহ ইমান আমলের দাওয়াতের কাজে নিয়োজিত থাকেন।
* প্রশ্নঃ-১২)* আখেরী মোনাজাতের উদ্দেশ্য কি? * উওরঃ-* আখেরী মুনাজাত এর উদ্দিশ্য হলো নিজ, পরিবার, দেশ, জাতী ও বিশ্ববাসির শান্তির জন্য বিশেষভাবে বিশেষ দোআ করা।
* প্রশ্নঃ-১৩)* তাবলীগ জামাতের ১ম উদ্যোক্তা মুরব্বী কে ? * উওরঃ-* তাবলীগ জামাতের প্রথম উদ্যোক্তা মাওঃ মুহাম্মদ ইলিয়াস কান্দলবী (রা:)।
* প্রশ্নঃ-১৪)* মাওঃ মুহাম্মদ ইলিয়াস কান্দলবীর (রা:)-এর জন্ম স্থান কোথায়? * উওরঃ-* মাওঃ মুহাম্মদ ইলিয়াস কান্দলবীর (রা:)-এর জন্ম স্থান ভারতের দিল্লীতে।
* প্রশ্নঃ-১৫)* তাবলীগ জামাতের ১ম সূচনা হয় কোন্ দেশে? * উওরঃ-* তাবলীগ জামাতের ১ম সূচনা হয় ভারতের দিল্লীতে।
* প্রশ্নঃ-১৬)* মাওঃ মুহাম্মদ ইলিয়াস কান্দলবী (রা:) কত সাল হতে এই মহতি কাজের দাওয়াতি কাজ শুরু করেন? * উওরঃ-* মাওঃ মুহাম্মদ ইলিয়াস কান্দলবী (রা:) হিজরী ১৩৪৫ সন হতে এই মহতি কাজের দাওয়াত শুরু করেন।
* প্রশ্নঃ-১৭)* মাওঃ মুহাম্মদ ইলিয়াস কান্দলবী (রা:) কত সালে ইন্তেকাল করেন? * উওরঃ-* মাওঃ মুহাম্মদ ইলিয়াস কান্দলবী (রা:) ১৯৪৪ ইংরেজী সনে ইন্তেকাল করেন।
* প্রশ্নঃ-১৮)* বাংলাদেশে কত সাল হতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে ? বাংলাদেশে ১৯৪৬ইং সন হতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে ।
* প্রশ্নঃ-১৯)* সর্ব প্রথম বাংলাদেশের কোথায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়? * উওরঃ-* সর্ব প্রথম ঢাকার কাকরাইলস্থ প্রাচীন তাবলীগ মসজিদে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয় ১৯৪৬ সালে।
* প্রশ্নঃ-২০)* বাংলাদেশ ২য় বিশ্ব ইজতেমা কোথায় অনুষ্ঠিত হয়? * উওরঃ-* বাংলাদেশ ২য় বিশ্ব ইজতেমা চট্টগ্রামের হাজি ক্যাম্পে অনুষ্ঠিত হয় ১৯৪৮ সালে।
* প্রশ্নঃ-২১)* বাংলাদেশে ৩য় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত স্থান কোথায়? * উওরঃ-* বাংলাদেশে ৩য় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে ১৯৫৮ সালে।
* প্রশ্নঃ-২২)* বাংলাদেশে ৪র্থ ইজতেমা কোথায় অনুষ্ঠিত হয় এবং কত সালে? * উওরঃ-* বাংলাদেশে ৪র্থ ইজতেমা গাজীপুর জেলার টঙ্গীস্থ পাগারে ১৯৬৬ইং সনে।
* প্রশ্নঃ-২৩)* বর্তমানে বাংলাদেশে নিয়মিত বিশ্ব ইজতেমা কোথায় অনুষ্ঠিত হচ্ছে? * উওরঃ-* বর্তমানে বাংলাদেশে নিয়মিতভাবে গাজীপুর জেলার টঙ্গীস্থ তুরাগনদী তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে ১৯৬৭ইং সন হতে।
* প্রশ্নঃ-২৪)* ১৯৬৬ সনে বিশ্ব ইজতেমায় কতজন মুসল্লী অংশগ্রহণ করেছিল? * উওরঃ-* ১৯৬৬ সনে বিশ্ব ইজতেমায় মাত্র ৪৫০০ জন মুসল্লি জমা হয়।
* প্রশ্নঃ-২৫)* ১৯৬৬ সালে মুসল্লীদের পানির জন্য কতটি হস্ত চালিত নলকূপ বসানো হয়েছিল ? * উওরঃ-* ১৯৬৬ সালে মুসল্লীদের পানির জন্যমাত্র ১০টি হস্ত চালিত নলকূপ বসানো হয়েছিল।
* প্রশ্নঃ-২৬)* বর্তমানে ইজতেমা ময়দানে অঢেল পানি সরবরাহের উৎস কি? * উওরঃ-* ৪টির অধিক বিদ্যুৎ চালিত গভীর প্রডাকশন নলকূপ।
* প্রশ্নঃ-২৭)* বর্তমানে বিশ্বে কতটি জামাত তাবলীগ জামাতে মেহেনত করে যাচ্ছে? * উওরঃ-* প্রায় ২০০ শতের অধিক জামাত।
* প্রশ্নঃ-২৮)* বর্হিঃবিশ্বে কতটি দেশ তাবলীগ জামাতে মেহেনত করে যাচ্ছে? * উওরঃ-* প্রায় ১১২টির অধিক দেশ।
* প্রশ্নঃ-২৯)* বাংলাদেশে তাবলীগ জামাতের সদর দপ্তর কোথায়? * উওরঃ-* বাংলাদেশে তাবলীগ জামাতের সদর দপ্তর ঢাকা শহরের কাকরাইলস্থ তাবলীগ মসজিদে।
* প্রশ্নঃ-৩০)* বিশ্ব ইজতেমায় মুসলীম মুসল্লী ছাড়া অন্য কোন ধমর্মের লোকেরা অংশগ্রহণ করে? * উওরঃ-* হ্যাঁ, প্রায় ২০০ শত সনাতন ধর্মের লোকেরা অংশ গ্রহণ করে থাকে (জরিপ অনুযায়ী)।
* প্রশ্নঃ-৩১)* তাবলীগ জামাতে কি কি পরিভাষা ব্যবহার করা হয়? * উওরঃ-* তাসকিল, জুড়নেওয়ালে জামাত, গাশ্ত, চিল্লা, সাল, তালিম, বয়ান, এলান, আমির মেহনত, জিম্মাদার, জামাত, সাথী, মামুর, মোতাকাল্লেম, হযরতজী, উসুলি ইত্যাদি।
* প্রশ্নঃ-৩২)* ঢাকা শহরে কাকরাইলস্থ তাবলীগ মসজিদের অপর নাম কি? * উওরঃ-* জিন্দা মসজিদ।
* প্রশ্নঃ-৩৩)* কাকরাইল মসজিদকে জিন্দা মসজিদ বলা হয় কেন? * উওরঃ-* প্রায় ৪০ বছর যাবৎ এই মসজিদের কোন তালা-চাবি নেই, সর্বক্ষণিক মুসল্লীরা আল্লাহর উপাসনায়রত থাকে, প্রতি মুহূর্তে আরাধনা চলে যার ফলে দরজা বন্দের প্রয়োজন হয় না বলেই সর্বদা জিন্দা।
* প্রশ্নঃ-৩৪)* বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লী কারা? * উওরঃ-* বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লী সমগ্র বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানেরা।
* প্রশ্নঃ-৩৫)* বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লীদের পার্থক্য কিরূপ? * উওরঃ-* কোন পার্থক্য বা ভেদাভেদ নেই, আমির ফকির সকলেই এখানে সমান সমান।
* প্রশ্নঃ-৩৬)* বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারীদের সহজ-সরল খাবার কি? * উওরঃ-* সাধারণত ডাল খিচুরি।
*প্রশ্নঃ-৩৭)* বিশ্ব ইজতেমায় পত্রে কাওকে দাওয়াত দেয়া হয় কি না? *উওরঃ-* ধর্মপ্রাণ, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, কাওকেই দাওয়াত দিতে হয় না, আল্লাহর দাওয়াতেই সকলে নিজ নিজ দায়িত্ব অংশগ্রহণ করে থাকেন।
*প্রশ্নঃ-৩৮)* বিশ্ব ইজতেমায় মুনাজাতের নির্দিষ্ট সময় কখন? *উওরঃ-* সকাল ১০টা হতে জোহরের আগ পর্যন্ত।
*প্রশ্নঃ-৩৯)* বিশ্ব ইজতেমায় আগত অধিক সংখ্যক বিদেশী মেহমান কোন দেশের? *উওরঃ-* পাকিস্তানের।
*প্রশ্নঃ-৪০)* বিশ্ব ইজতেমায় প্যান্ডেল নির্মাণের শ্রমিক কারা এবং কত দিন পর্যন্ত সময় লাগে? *উওরঃ-* ধর্মপ্রাণ সকল শ্রেণীর স্বেচ্ছা শ্রমিক প্রায় ৩ মাসের অধিক সময় লাগে।
*প্রশ্নঃ-৪১)* বিশ্ব ইজতেমায় অর্থ যোগানদারী কারা? *উওরঃ-* নাম প্রকাশে অনিচ্ছুক দেশী-বিদেশী ধর্মপ্রাণ বিত্তশালীরা।
*প্রশ্নঃ-৪২)* বিশ্ব ইজতেমার সময়কাল কত? *উওরঃ-* মাত্র ৩ দিন।
*প্রশ্নঃ-৪৩)* বিশ্ব ইজতেমা আমাদেরকে কি শিক্ষা দেয়? *উওরঃ-* বাদশা, আমির, ফকির সকলেই সমান, সকলেই আল্লাহ্র দাস/গোলাম।
*প্রশ্নঃ-৪৪)* বিশ্ব ইজতেমায় যোগদানকারী মুসল্লীগণের বয়সের তারতম্য কিরূপ? *উওরঃ-* পূর্ণবয়স্ক প্রায় ৩৫% মধ্যম বয়স্ক ৩৮% কিশোরযুব প্রায় ২২% পর্দানোশীল নারী প্রায় ৫%।
*প্রশ্নঃ-৪৫)* বিশ্ব ইজতেমা স্থল ছাড়া আগত মুসল্লিরা আর কোথায় মুনাজাতে অংশ গ্রহণকরে ? *উওরঃ-* বিশ্ব ইজতেমা স্থল হতে ঢাকামুখী বিমানঘাঁটি ও খিলক্ষেত পর্যন্ত রাস্তা, ঘরের ছাদ, বারান্দা, রেল লাইনের উপর পর্যন্ত প্রায় ৩ লক্ষের অধিক মুসল্লী মুনাজাতে অংশগ্রহণ করে।বিশ্ব ইজতেমাস্থল হতে পশ্চিমে বাইপাইল পর্যন্ত ঘরের ছাদ, বাস, লরী, গাছের উপর পর্যন্ত প্রায় ৫ লক্ষ লোক মুনাজাতে অংশগ্রহণ করে। *সংগ্রহে:–মাওঃ মাহমুদুল হাসান মুনিরী বিঃদ্রঃ কোন তথ্য ভুল পরিলক্ষিত হলে তা অবশ্যই সংশোধনযোগ্য।
আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন!
আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে জানতে লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।
আইডিসি মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আপনি আইডিসি মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.
আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।
কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।
ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।
ইসলামী দাওয়াহ সেন্টারকে সচল রাখতে সাহায্য করুন!
ইসলামী দাওয়াহ সেন্টার ১টি অলাভজনক দাওয়াহ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ইসলামিক ব্লগটি বর্তমানে ২০,০০০+ মানুষ প্রতিমাসে পড়ে, দিন দিন আরো অনেক বেশি বেড়ে যাবে, ইংশাআল্লাহ।
বর্তমানে মাদরাসা এবং ব্লগ প্রজেক্টের বিভিন্ন খাতে (ওয়েবসাইট হোস্টিং, CDN,কনটেন্ট রাইটিং, প্রুফ রিডিং, ব্লগ পোস্টিং, ডিজাইন এবং মার্কেটিং) মাসে গড়ে ৫০,০০০+ টাকা খরচ হয়, যা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেকারনে, এই বিশাল ধর্মীয় কাজকে সামনে এগিয়ে নিতে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, এমন কিছু ভাই ও বোন ( ৩১৩ জন ) দরকার, যারা আইডিসিকে নির্দিষ্ট অংকের সাহায্য করবেন, তাহলে এই পথ চলা অনেক সহজ হয়ে যাবে, ইংশাআল্লাহ।
যারা এককালিন, মাসিক অথবা বাৎসরিক সাহায্য করবেন, তারা আইডিসির মুল টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইংশাআল্লাহ।
আইডিসির ঠিকানাঃ খঃ ৬৫/৫, শাহজাদপুর, গুলশান, ঢাকা -১২১২, মোবাইলঃ +88 01609 820 094, +88 01716 988 953 ( নগদ/বিকাশ পার্সোনাল )
ইমেলঃ info@islamidawahcenter.com, info@idcmadrasah.com, ওয়েব: www.islamidawahcenter.com, www.idcmadrasah.com সার্বিক তত্ত্বাবধানেঃ হাঃ মুফতি মাহবুব ওসমানী ( এম. এ. ইন ইংলিশ, ফার্স্ট ক্লাস )
Related Posts
Leave a Reply Cancel reply
Categories
- advices
- Ahle Hadis
- Allah
- Amal
- Arabic Communication
- Arabic Grammar
- Arif Azad
- Bangladesh
- Biography
- Child care
- Country
- Death
- Dowry
- Dua
- Education
- Eid
- Family
- Fasting
- Fatwa
- Gazwatul Hind
- Hadith
- Hajj
- Halal or Haram
- Humble
- Husband & Wife
- IDCM
- Iman
- Interest
- Islamic Books
- Islamic Days
- Islamic Economi
- Islamic Education
- Islamic FAQ
- Islamic Future
- Islamic History
- Islamic Lectures
- Islamic Life
- Islamic Politics
- Islamic Rules
- islamic song
- islamic story
- Jihad
- Jinn
- let's learn arabic
- Magic
- Marriage
- Mosque
- Motivation
- Muhammad SM
- Muslims
- News
- Parenting
- Patriotism
- Pending
- Personal Development
- Poet
- Pornography
- Press Release
- Prophets
- Quran
- Quran and Science
- Quran Interpretation
- Qurbani
- Relations
- Rizq
- Ruqyah
- Sacrifice
- Sadaqah
- Safety
- Sahaba
- Salah
- Salat
- Sex
- Sin
- Tajweed
- Taqwa
- Tasawwuf
- Tawba
- Tawhid
- Veil
- Weed
- Zakat
Recent Posts
- বৃষ্টির সময় ৬ টি কাজ করা সুন্নাত – Sunnah During the Rain May 2, 2023
- ব্যাংকে রাখা ফিক্সড ডিপোজিটের উপর কি প্রতি বছর যাকাত আবশ্যক? – Zakat on Fixed Deposit – সমিতির টাকার ওপর জাকাত আসবে কি? March 25, 2023
- Symptoms of Bad and Good Death – খারাপ এবং ভালো মৃত্যুর আলামত সমূহ March 20, 2023
- Taweez in Islam – ইসলামে তাবিজ জায়েজ হলেও কেন তাবিজ থেকে দূরে থাকা উত্তম? March 20, 2023
- Dua to be rich – ধনী হওয়ার দোয়া/আমল- আজ থেকেই শুরু হোক ধনী হওয়ার পথচলা March 7, 2023